
13/12/2024
মা,প্রথমেই ভালোবাসা নিও বাবা
মা তোমার আজ ৫ বছর পূর্ণ হলো, ৬ বছরে পা দিলা মা,
জীবনের সেরা উপহার গুলোর মধ্যে তুমি আমার একটা।
তোমাকে এই দিনে পেয়ে আমার আকাশ ভরে উঠেছে তাঁরার মতো ঝলকানিতে, তোমাকে তোমার বাবা অনেক ভালোবাসে মা।
আজ বুদ্ধিজীবি দিবস, তোমার নামের অর্থ ও বুদ্ধিমতী মাশাআল্লাহ 🤲
জীবনের এই ছোট্ট সময়ে তোমার পৃথিবীতে আসার পর বাবা অনেক কিছু পেয়েছি, আজ এই দিনে একটিই চাওয়া মা, তোমার ১০ বছর পূর্ণ হওয়ার আগে যেনো বাবার সফলতা গল্প তোমার কাছে বলতে পারি।
আল্লাহ যেনো তোমাকে একজন পরিপূর্ণ মানুষ, একজন আদর্শ মেয়ে,,বোন, ও মানুষ হতে সাহায্য করেন।
আল্লাহ তায়াল তোমাকে সেই প্রতিভা দিয়েছে, আমি বিশ্বাস করি মা তুমি একদিন অনেক বড় হবে মা।
তোমার বাবা তোমার জন্য দোয়া করে গেলো মা, তুমি তোমার বাবার সকল স্বপ্ন পূরণ করবে।।
ইতি: তোমার পাগল বাবা।
ভালোবাসা নিও বাবা থেকে❤️❤️❤️
তোমার এই দিনটা শতবছর ফিরে আসুক তোমার কাছে মা🥀🥀🥀
তোমার বাবা তোমার জন্য সারা জীবন একটা সমুদ্র হয়ে থাকবে।
যা চাইবে তাই পাইবে ইনশাআল্লাহ।
আমার প্রথম বাবা হওয়ার সুখ তুমি মা❤️❤️❤️
I love you ma (Adifah)❤️❤️❤️