কাব্যের শহর

কাব্যের শহর এলো মেলো অক্ষরে লেখা, টুকরো টুকরো অনুভবের এক চলচিত্র !

শিরোনাম: খুঁজি তোমায় চাঁদে কলমে: মামুন মুন্সী সময়কাল: ১১-১২-২০২৪তোমার সাথে বলতে কথা মনটা আমার কাঁদে,দূরে যখন থাকো তুমি...
11/12/2024

শিরোনাম: খুঁজি তোমায় চাঁদে
কলমে: মামুন মুন্সী
সময়কাল: ১১-১২-২০২৪

তোমার সাথে বলতে কথা
মনটা আমার কাঁদে,
দূরে যখন থাকো তুমি
খুঁজি তোমায় চাঁদে।

যখন থেকে আসলে তুমি
আমার মনের ঘরে,
তখন থেকে তোমায় নিলাম
সব'চে আপন করে।

নিজের চেয়ে বেশি আমি
তোমায় বাসি ভালো,
জীবন চলার পথে আমি
চাই'যে তোমার আলো।

30/10/2023

মরণ ফাঁদে
মামুন মুন্সী

মুমিন বলে দেই পরিচয়
লজ্জা নাহি লাগে,
মা বোন যে মোর হচ্ছে শহীদ
আমি মরার আগে।

গায় দিয়েছি লম্বা জামা
ঈমান বহু শক্ত,
শুনলে আমি দৌড়ে পালাই
লাগবে যখন রক্ত।

মরছে তারা দেখছি আমি
দিল নাহি মোর কাঁদে,
নিজেই যেনো ইচ্ছে করে
পড়ছি মরণ ফাঁদে।

দীর্ঘ বিরতির পর আবারও লিখনিতে ফিরার ইচ্ছে জাগলো। সকলের দোয়া ও প্রেরনা কামনা করছি।

ভালোবাসার মালাকলমে: মামুন মুন্সীসময়কাল: ১৪-০২-২০২৩এক দিবসে যায় না গাঁথাভালোবাসার মালা,তাইতো আমি চাই যে হতে তোমার হাতের...
13/02/2023

ভালোবাসার মালা
কলমে: মামুন মুন্সী
সময়কাল: ১৪-০২-২০২৩

এক দিবসে যায় না গাঁথা
ভালোবাসার মালা,
তাইতো আমি চাই যে হতে
তোমার হাতের বালা।

নয়া হই, বা পুরান হলেও
থাকবো তোমার হাতে,
জীবন মরণ যাহাই আসুক
রইবো মোরা সাথে।

ভীন দেশেতে থাকি বলে
হয় না মোদের দেখা,
হৃদ-মাঝারে আছে যে মোর
তোমার নামটি লেখা।

যতই দূরে রাখো আমায়
থাকতে যে চাই কাছে,
জীবন আমি তুলবো গড়ে
তোমার চয়ন ধাঁচে।





"" স্বপ্ন আমার'কলমে: মামুন মুন্সীসময়কাল: ১৩-০২-২০২৩স্বপ্ন আমার আকাশ ছোঁয়ার'অনেক বড় আশা,এই আশাটা বাঁধলো কেনআমার মনে বা...
13/02/2023

"" স্বপ্ন আমার'
কলমে: মামুন মুন্সী
সময়কাল: ১৩-০২-২০২৩

স্বপ্ন আমার আকাশ ছোঁয়ার
'অনেক বড় আশা,
এই আশাটা বাঁধলো কেন
আমার মনে বাসা।

বহু কঠিন কাজ যে এটা
সবাই মোরা জানি,
চাইলে যে রব পূরণ করেন
তাহাও মোরা মানি।

স্বপ্ন সবাই দেখতে পারি
কষ্ট নাহি করি,
তাইতো মোরা সুখ বিনে আজ
ধুঁকে ধুঁকে মরি।



আলহামদুলিল্লাহ!   ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো যখন কঠোর পরিশ্রম ও মেধা খরচ করে সম্পূর্ণ করা হয়। ঠিক তখনই তা ধীরে ধীরে অভিজ্ঞ...
05/02/2023

আলহামদুলিল্লাহ!

ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো যখন কঠোর পরিশ্রম ও মেধা খরচ করে সম্পূর্ণ করা হয়। ঠিক তখনই তা ধীরে ধীরে অভিজ্ঞতায় রূপান্তর হয়।

ইনশাআল্লাহ! আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভবিষ্যতে ভালো কিছু করবো।




ইচ্ছে যদি সবল হয়,              আয় করতে কীসের ভয়?  আজকাল আপনি চাইলে, আপনার হাতে থাকা ফোন দিয়ে ইন্টারনেট সংযোগ এর মাধ্...
26/01/2023

ইচ্ছে যদি সবল হয়,
আয় করতে কীসের ভয়?

আজকাল আপনি চাইলে, আপনার হাতে থাকা ফোন দিয়ে ইন্টারনেট সংযোগ এর মাধ্যমে ঘরে বসেই আয় করতে পারেন। এর জন্য আপনার থাকতে হবে প্রবল আগ্রহ।

It's mamun munshi



নানান খেলায় বাজি ধরেজয়ের জন্য লড়ি,জীবন নামক কঠিন খেলায়ধুঁকে ধুঁকে মরি।✍️মামুন মুন্সী   জীবনে উত্থান পতন থাকবেই। তাই ...
24/01/2023

নানান খেলায় বাজি ধরে
জয়ের জন্য লড়ি,
জীবন নামক কঠিন খেলায়
ধুঁকে ধুঁকে মরি।

✍️মামুন মুন্সী



জীবনে উত্থান পতন থাকবেই। তাই বলে হাল ছেড়ে দিলে চলবে না। বীরের মতো শেষ পর্যন্ত লড়াই করে যেতে হবে।



#কবিতা

মানব জীবন হচ্ছে একটা আর্ট পেপার। তাতে আপনি যেই রঙ ঢালবেন, তা ঐ রঙেই নিজেকে মানিয়ে নিবে।   তবে আপনাকে রঙ তুলি ধরার মত দক...
19/01/2023

মানব জীবন হচ্ছে একটা আর্ট পেপার। তাতে আপনি যেই রঙ ঢালবেন, তা ঐ রঙেই নিজেকে মানিয়ে নিবে।

তবে আপনাকে রঙ তুলি ধরার মত দক্ষতা অর্জন করতে হবে। আর তাই আপনার প্রয়োজন কঠোর পরিশ্রম আর অসহনীয় ধৈর্য।

তাহলে একদিন আপনি নিজেকে সফলতার রঙে রাঙিয়ে তুলতে পারবেন। ইনশাআল্লাহ!

It's mamun munshi.
It's my design and my beloved gave me the idea to complete this design.



আলহামদুলিল্লাহ!                          Order On Facebook সফলতা কখনো এমনি এমনি চলে আসে না। এর জন্য প্রয়োজন হাড়ভাঙা পর...
18/01/2023

আলহামদুলিল্লাহ!
Order On Facebook

সফলতা কখনো এমনি এমনি চলে আসে না। এর জন্য প্রয়োজন হাড়ভাঙা পরিশ্রম, ধৈর্য ও সঠিক গাইডলাইন।

প্রিয় মেহেদী হাসান শুভ স্যারের তত্ত্বাবধানে ও প্রিয় Soron Al Mamun স্যারের সহযোগিতায় এবং প্রিয় Mohammad Ali ভাইয়ের পথ প্রদর্শনে এতদূর এগিয়ে আসা‌।

তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, পাশাপাশি আমার বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকল সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা আমাকে এতদূর আসার জন্য সর্বদিক থেকে সহযোগিতা করেছেন।





 আলহামদুলিল্লাহ! আল্লাহ তায়ালার অশেষ রহমতে এবং প্রিয় মেহেদী হাসান শুভ স্যারের অনুপ্রেরণায় ১,১৩৫ ওয়ার্ডের একটি কন্টেন্ট ল...
12/01/2023



আলহামদুলিল্লাহ! আল্লাহ তায়ালার অশেষ রহমতে এবং প্রিয় মেহেদী হাসান শুভ স্যারের অনুপ্রেরণায় ১,১৩৫ ওয়ার্ডের একটি কন্টেন্ট লিখেছি। এবং ব্যাকলিংকিং করার চেষ্টা করেছি। হয়তো অনেক ভুল-ভ্রান্তি হয়েছে। তবে চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহ তায়ালার ইচ্ছা।

content subject:
Use social media to promote your business.\

content link:
https://mamunmunshi86.blogspot.com/2023/01/use-social-media-to-promote-your.html



পৃথিবীর প্রতিটি মানুয একেকটি প্রতিভা নিয়ে জন্ম গ্রহণ করে। তবে সমাজ ও পারিবারিক প্রতিবন্ধকতার কারণে সে তার প্রতিভা বিকশিত...
12/01/2023

পৃথিবীর প্রতিটি মানুয একেকটি প্রতিভা নিয়ে জন্ম গ্রহণ করে। তবে সমাজ ও পারিবারিক প্রতিবন্ধকতার কারণে সে তার প্রতিভা বিকশিত করতে ব্যর্থ হয়। তাই আমাদের উচিত সকল ভালো কাজে উৎসাহ প্রদান করা। তা করতে না পারলে অত্যন্ত বাজে মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখা। এতে করে নিজে, দেশ ও জাতীর সকলেই ভালো ফলাফল পাবো আশা করি।





জীবনে বড় কিছু হওয়ার জন্য যে গুনটি সবচেয়ে বেশি প্রয়োজন, তা হচ্ছে; সহযোগিতা।আপনি অন্যের বিপদে এগিয়ে গেলে, আপনার বিপদে...
02/01/2023

জীবনে বড় কিছু হওয়ার জন্য যে গুনটি সবচেয়ে বেশি প্রয়োজন, তা হচ্ছে; সহযোগিতা।

আপনি অন্যের বিপদে এগিয়ে গেলে, আপনার বিপদে কেউ না কেউ এগিয়ে আসবেই।

এজন্য সহযোগিতা করার মন মানসিকতা রাখেন।
ইনশাআল্লাহ! ভবিষ্যতে ভালো কিছু পাবেন।




Address

Cumilla

Telephone

+8801954447298

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাব্যের শহর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কাব্যের শহর:

Share

Category