
11/12/2024
শিরোনাম: খুঁজি তোমায় চাঁদে
কলমে: মামুন মুন্সী
সময়কাল: ১১-১২-২০২৪
তোমার সাথে বলতে কথা
মনটা আমার কাঁদে,
দূরে যখন থাকো তুমি
খুঁজি তোমায় চাঁদে।
যখন থেকে আসলে তুমি
আমার মনের ঘরে,
তখন থেকে তোমায় নিলাম
সব'চে আপন করে।
নিজের চেয়ে বেশি আমি
তোমায় বাসি ভালো,
জীবন চলার পথে আমি
চাই'যে তোমার আলো।