Royal Coach - রয়েল কোচ

Royal Coach - রয়েল কোচ **"Where passion meets piston.
� Bus travel | � Mechanics | � Real road stories
Follow the ride. Feel the engine."**

30/04/2025

‎⚜️ রয়েল কোচ ⚜️

‎~ কুমিল্লাবাসীর নিকট একটি অতীব পরিচিত ও আস্থাশীল নাম হলো - রয়েল কোচ! ❤️
‎বহরকে শুধুমাত্র এসি বাস দিয়ে গড়ে তোলার মাধ্যমে সুনাম, আস্থা ও হাকডাক ফেলতে সক্ষম হয়েছে তারা... ✨

‎💠 এসি বাসের বহরের অধিকাংশ বাস সমূহ ইসুজু হিসেবে লক্ষণীয় তবে তার ব্যাতিক্রম হিসেবে রয়েছে হিনো ওয়ানজে ও আশোক লেল্যান্ড স্লিপার বাস।

‎🌤️ শুধুমাত্র কুমিল্লা কে কেন্দ্র করেই যেন থেমে থাকা নয়! কুমিল্লা পেড়িয়ে চট্টগ্রাম ও কক্সবাজার সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে তাদের বিচরণ মিলে ||

‎📸:অসাধারণ এই ছবি তুলেছেন - জনাব আহসান বিন হাবিন আনান

‎⚠️
‎নিরাপদে থাকুন। অন্যকে ভালো রাখুন এবং নিজেও ভালো থাকুন। অতিরিক্ত গতি পরিহার করুন। মনে রাখবেন, বাস লাভিং সোসাইটি আমাদের সবার; এটি সুন্দর ও পরিচ্ছন্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব।
‎⚠️

‎🚍দেশ ও বিদেশের বিভিন্ন স্থানের বাসের চমৎকার সব ছবি ও ভিডিও দেখতে এবং বাস সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে ও জানাতে যুক্ত হতে পারেন, বাংলাদেশের সবচেয়ে বড় বাস ফ্যানিং গ্রুপ বাস লাভার এ ।

‎🔖গ্রুপ লিংকঃ www.facebook.com/groups/buslover

17/02/2025

🔰রয়েল কোচ 🔰

⏺আজ ছোট করে রয়েল কোচ প্লাটিনাম সম্পর্কে জানাবো আপনাদের।

⏩ঢাকা - কুমিল্লা রুটে কুমিল্লার মানুষের অন্যতম প্রিয় ব্যানার রয়েল কোচ প্লাটিনাম সার্ভিস তাদের যাত্রা শুরু করেছিলো ২০১১ সালে উপকূল নামে! পরে আবার নাম রাখা হয় উপকূল রয়েল। পরবর্তীতে ২০১২ সালে বর্তমান রয়েল কোচ এর মালিক আলাদা হলে ২০১৩ সালে নাম হয় রয়েল কোচ প্লাটিনাম। তবে অনেকের মতে ২০১২ সাল থেকেই পুরো দমে ব্যবসা শুরু করে রয়েল কোচ নামে। সেই থেকে আজ অবদি চলছে তাদের সার্ভিস।

17/02/2025

💢রয়েল কোচ💢

🌺যাত্রীসেবায় আপোষহীন একটি অপারেটর।
সেবা প্রদান করে আসছে দীর্ঘ সময় ধরে।
বেশ পরিচিতি এবং জনপ্রিয়তা রয়েছে যাত্রীদের নিকট। অবশ্য এই জনপ্রিয়তা একদিনেই তৈরি হয় নি। এজন্য তাদের সেরাটুকু দিয়ে সেবা দিতে হয়েছে। ফলশ্রুতিতে আজ তাদের শক্ত অবস্থান।

💫💫রাস্তায় তাদের আনাগোনাও বেশ চোখে পড়ার মতন। কারন বহরে রয়েছে ৪০ ইউনিট এর অধিক এসি বাস। বাস গুলো হিনো ১জে, ইসুজু ১৩৩ পি, ইসুজু ১৩৪ পি এবং মিৎসুবিশি ফুসো মডেলের।

✳️✳️তাদের পরিসেবা পরিচালনা করছে নিম্নোক্ত রুট সমূহেঃ

⚙️ঢাকা-কুমিল্লা
⚙️ কুমিল্লা -বনশ্রী -এয়ারপোর্ট-টংগী
⚙️কুমিল্লা-কক্সবাজার
⚙️চট্টগ্রাম-চাটখিল-রামগঞ্জ
⚙️রামগঞ্জ-কক্সবাজার
🌼গাজিপুর -কক্সবাজার
®® যেকোন প্রয়োজনে 01701289402

16/02/2025

👑রয়েল কোচ👑

☄️কুমিল্লা বাসীর কাছে এক ভরসার নাম। দীর্ঘদিন যাবৎ মানসম্মত যাত্রীসেবা দিয়ে আসছে অপারেটরটি। শুধুমাত্র এয়ারকন্ডিশন বাস দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে ব। বহরে রয়েছে তাদের ৩৫ ইউনিট এসি কোচ, যার ভেতর ইসুজু এলটি ১৩৩ পি, ইসুজু এলটি ১৩৪ এবং হিনো ১জে লিল্যান্ড ১২ মিটার মডেলের কোচ রয়েছে।

15/12/2024
🔴 জরুরী সতর্কতা 🔴 ⚠️ শীত মৌসুম চলে এসেছে তাই সকল পরিবহন শ্রমিক ভাইদের বিশেষ সতর্ক থাকা প্রয়োজন।🚫 এখনি রোডে অনেক ঘন কুয়াশ...
30/11/2024

🔴 জরুরী সতর্কতা 🔴

⚠️ শীত মৌসুম চলে এসেছে তাই সকল পরিবহন শ্রমিক ভাইদের বিশেষ সতর্ক থাকা প্রয়োজন।

🚫 এখনি রোডে অনেক ঘন কুয়াশার দেখা পাওয়া যাচ্ছে।

🚸 সকল পরিবহনের গাইড এবং স্টাফ ভাইয়েরা সব সময় ড্রাইভারকে এই শীতের সময়টায় গাড়ি চালাতে সাহায্য করবেন।

❌ উল্টো পথে বা রং রোডে না ঢোকার জন্য সবার কাছে বিশেষ অনুরোধ রইলো।

❎ হাইওয়েতে বিভিন্ন স্থানে ট্রাক দাড়ানো থাকে।
অনেক ট্রাকের পার্কিং লাইট বা ব্রেক লাইট থাকে না। এই বিষয় গুলো বিশেষ খেয়াল রাখবেন।

⭕ অতিরিক্ত গতিতে গাড়ি না চালানোর জন্য অনুরোধ থাকবে।

🥰 সকলের যাত্রা নিরাপদ হোক, নিরাপত্তার সাথে সবাই যেন গন্তব্যে পৌঁছাতে পারে এই দোয়া রইলো।
🛑🛑🛑রয়েল কোচ🛑🛑🛑
শাসনগাছা🟥কুমিল্লা🟥 কমলাপুর🟥আরামবাগ

সময়ের সাথে সাথে যাত্রি সেবার পরিধিকে আরো সমৃদ্ধ করতেনিরলসভাবে কাজ করে যাচ্ছে রয়েলকোচ টিম।আপনার ভ্রমণের আনন্দকে বহুগুণ বা...
19/10/2024

সময়ের সাথে সাথে যাত্রি সেবার পরিধিকে আরো সমৃদ্ধ করতে
নিরলসভাবে কাজ করে যাচ্ছে
রয়েলকোচ টিম।

আপনার ভ্রমণের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়ে স্বাচ্ছন্দ্যময় যাত্রা সুনিশ্চিত করতে রয়েল কোচ বদ্ধপরিকর। দক্ষ চালক, প্রশিক্ষিত গাইড সহ রয়েলকোচ টিম আপনার যাত্রা পথে যাত্রি সেবা সুনিশ্চিত করতে সদা প্রস্তুত। দ্রুত গতি নয়, নিরাপদে গন্তব্যে পৌঁছে দিয়ে আপনার যাত্রী সেবা সুনিশ্চিত করাই আমাদের অন্যতম প্রধান উদেশ্য।
আপনার যাত্রা পথে যাত্রি সেবার অভিজ্ঞতা, কোন পরামর্শ অথবা যেকোন অভিযোগ জানাতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
শাসনগাছা-ঢাকা-কমলাপুর-আরামবাগ
নিয়মিত চলাচল করিতেছে।

Hotline :
01733399402,01733399425
Royal Coach⛔ (Regal Tour Mate) | Business Class, Economy Class

টিকেটের জন্য-01728893335

নিরা পদ ও আরাম দায়ক ভ্রমন- ই আমাদের প্রচেষ্টা
04/03/2024

নিরা পদ ও আরাম দায়ক ভ্রমন- ই আমাদের প্রচেষ্টা

Address

Cumilla
3500

Opening Hours

Monday 07:00 - 21:00
Tuesday 07:00 - 21:00
Wednesday 07:00 - 21:00
Thursday 07:00 - 21:00
Friday 07:00 - 21:00
Saturday 07:00 - 21:00
Sunday 07:00 - 21:00

Telephone

+8801701289402

Alerts

Be the first to know and let us send you an email when Royal Coach - রয়েল কোচ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share