18/01/2024
👉 #বিনামূল্যে_ড্রাইভিং_প্রশিক্ষণ 🚘
ড্রাইভিং শিখুন এবং নিজেকে বৈদেশিক দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলুন – সরকারি উদ্যোগে ফ্রিতে ড্রাইভিং ট্রেনিং দেওয়া হচ্ছে।
🚘 দেশ-বিদেশে শিক্ষিত ও দক্ষ পেশাদার ড্রাইভারের চাহিদা পূরণের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরাে (BMET) কর্তৃক বাস্তবায়নাধীন “ #দেশ_বিদেশে_কর্মসংস্থানের_জন্য_ড্রাইভিং_প্রশিক্ষণ_প্রদান " শীর্ষক প্রকল্পের আওতায় সকল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), এ তিন মাস মেয়াদী * #ড্রাইভিং_উইথ_অটোমেকানিক্স” কোর্সে সম্পূর্ণ সরকারী খরচে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে ভর্তি ইচ্ছুক প্রশিক্ষণার্থীদের কেন্দ্রের নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা হয়েছে।
প্রতিটি জেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রকল্পের আওতায় ফ্রি ড্রাইভিং ট্রেনিং দেওয়া হচ্ছে।
🚘ড্রাইভিং ট্রেনিং ভর্তির শর্তসমূহঃ
👉আবেদনকারীকে অবশ্যই দেশ-বিদেশে ড্রাইভিং পেশায় কর্মসংস্থানে নিয়ােজিত হতে হবে।
👉আবেদনকারীর বয়স- ২১ থেকে ৪৫ বছর হতে হবে। 👉শিক্ষাগত যােগ্যতাঃ নুন্যতম জেএসসি/অষ্টম শ্রেণী পাশ। আবেদনপত্রের সাথে সংযুক্তি ও শিক্ষাগত যােগ্যতার সনদের ফটোকপি (০১) কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (০১) কপি ও সদ্য তােলা পাসপাের্ট সাইজের ছবি (০২) কপি।
👉স্বল্প শিক্ষিত বেকার ও দরিদ্র, মহিলা, মুক্তিযােদ্ধা সন্তান, ক্ষুদ্র নৃ-গােষ্ঠি, সুবিধাবঞ্চিত, উপজাতিদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর স্বাস্থ্য ও দৃষ্টিশক্তি ভাল হতে হবে।
✅শুধুমাত্র নির্বাচিত প্রশিক্ষণার্থীদের ভর্তির সময় চক্ষু হাসপাতাল হতে চক্ষু পরীক্ষার রিপাের্ট জমা দিতে হবে। ❌মিডিয়াম/হেভী লাইসেন্সধারীদের আবেদন করার প্রয়ােজন নেই।
❌পূর্বে SEIP কোর্স সম্পন্ন করেছেন তাদের আবেদন করার প্রয়ােজন নেই।
⤵️কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) সমূহের তালিকাঃ
★শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★পটুয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★কুষ্টিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি
★চট্টগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★ময়মনসিংহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★ভোলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★বরগুনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★মানিকগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★পঞ্চগড় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★নওগাঁ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★মাদারীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★শরীয়তপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★ঝালকাঠি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
★ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
[ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, ফরিদপুর
ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, বাগেরহাট
ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, সিরাজগঞ্জ
ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, মুন্সীগঞ্জ
ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, চাঁদপুর ]
📌সুবিধাঃ
👉ড্রাইভিং সিমুলেটরের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হয়।
👉গাড়ির মেকানিজম সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়।
👉মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হয়।
👉ডাবল কেবিন পিক-আপ এর মাধ্যমে প্রশিক্ষণ।
👉রাত্রিকালীন প্রশিক্ষণের ব্যবস্থা।
👉কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হয়।
👉বিশেষ সুবিধা হিসেবে দৈনিক হাজিরার ভিত্তিতে প্রত্যেক প্রশিক্ষণার্থীদের যাতায়াত বাবদ ১০০/- টাকা হারে ভাতা প্রদান করা হবে।
👉প্রশিক্ষণ শেষে বিআরটিএ কর্তৃক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদেরকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স (হালকা মােটরযান) প্রদানে সহায়তা করা হয় ।
🚘বিস্তারিত তথ্যের জন্য অএ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অটোমােটিভ ট্রেডে যোগাযােগ করুন। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি),কোটবাড়ি, কুমিল্লা