Anis Mahmud - আনিস মাহমুদ

Anis Mahmud - আনিস মাহমুদ কবি | ফটোগ্রাফার | গায়ক

17/02/2025

কুমিল্লার ঐতিহাসিক ঘুগড়ার বিলে একদিন | Cumillar Oitihashik Ghugrar Biley ekdin | Vlog -02 | Anis Mahmud #গ্রামবাংলারভিডিও

17/02/2025

আজ রাত ৮ টায় চোখ রাখুন পেইজে
এক্সক্লুসিভ ভিডিও আসতে চলেছে😉🔥

নতুন ভিডিও শীগগির আসছে!চোখ রাখুন পেইজে।
15/02/2025

নতুন ভিডিও শীগগির আসছে!
চোখ রাখুন পেইজে।

13/02/2025

ক্লান্ত দুপুরের পর যখন এই সবুজ শ্যামল প্রকৃতি চোখে পড়ে তখন মন জুড়িয়ে যায়।

12/02/2025

আমারে ছাড়িয়া রে বন্ধু কই রইলা রে..!
-কুমিল্লা রেলওয়ে স্টেশন।

09/02/2025

My first Blog video!
শেষ অব্দি দেখলে বিটিভি'র ফীল পাবেন😊

তুমি!
17/10/2024

তুমি!

আমি তোমার কথা বলবো কাকে?
09/09/2024

আমি তোমার কথা বলবো কাকে?

09/09/2024

Thunderstorm

পথ যদি না শেষ হয়।
03/09/2024

পথ যদি না শেষ হয়।

ভিডিওতে দুটি প্রশ্ন করা হয়েছে।যাদের বুদ্ধির পরীক্ষা করতে চান দেখতে পারেন।আর উত্তর টা ভিডিওর কমেন্টবক্সে দিবেন।
23/08/2023

ভিডিওতে দুটি প্রশ্ন করা হয়েছে।
যাদের বুদ্ধির পরীক্ষা করতে চান দেখতে পারেন।
আর উত্তর টা ভিডিওর কমেন্টবক্সে দিবেন।

মাঝে মাঝে আমরা সহজ প্রশ্নের উত্তরগুলোও গুলিয়ে ফেলি। মনে হয়, ধুর এতো সহজ প্রশ্ন কি আমাকে করবে নাকি, নিশ্চয়ই এটার উত.....

জামিল হানজালা! নামটি থাকলেও তার অস্তিত্ব আজ পৃথিবীতে নেই। গত ১১ আগস্ট, শুক্রবার অনাকাঙ্ক্ষিত মৃত্যু তাকে চিরতরে ঘুম পাড়ি...
13/08/2023

জামিল হানজালা!
নামটি থাকলেও তার অস্তিত্ব আজ পৃথিবীতে নেই। গত ১১ আগস্ট, শুক্রবার অনাকাঙ্ক্ষিত মৃত্যু তাকে চিরতরে ঘুম পাড়িয়ে দেয়। ফলে তার বাড়িতে এখন বইছে শোকের ছায়া। বাবা মা তাদের বুকের ধন হারিয়ে নিঃস্ব নিস্তব্ধ। এলাকাবাসী যারা তাকে খুব আদর স্নেহ করতো এবং তার পাকা পাকা কথায় হেসে অস্থীর হতো তারাও থমকে গেছে তার এই অকাল মৃত্যুতে!

জানা যায় শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে মসজিদে গেলেও সবার আগে আগেই বেরিয়ে আসে সে। কাছেই ছিলো তার নানাবাড়ি, জানতে পারে তার মা ছিলো সেখানে। মূলত তার মাকে খোঁজার জন্যই সে বাড়িতে যায় হানজালা। কিন্তু পথের ধারেই চার্জ হচ্ছিল একটি ব্যাটারিচালিত অটোরিকশা। অজানা কারণে পূর্ব থেকেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিলো সেই রিকশাটি। ঘটনাক্রমে হানজালা গিয়ে সেখানে হাত রাখে বা বসতে যায় এবং সাথে সাথেই বৃষ্টিভেজা রিকশা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায় তার হাত। ঘটনাস্থলে কেউ না থাকায় তাকে সাথে সাথেই উদ্ধার করতে পারেনি। ফলে বেশ কিছুক্ষণ সে তড়িতাহত হয়ে ছিলো। বিদ্যুৎ তার নিজ স্বভাবতই রক্তশূণ্য করে ফেলে হানজালার শরীর। বাদামী কালো রংয়ের হয়ে যায় হানজালার দেহ, এমনকি তার হাতের বাহুর গোশতগুলো পুড়ে বিচ্ছিন্ন হয়ে যায় ফলে ঘটনাক্রমেই মৃত্যুর কোলে ঢলে পড়ে নিষ্পাপ শিশু জামিল হানজালা। কিছুক্ষণ পর এলাকার ছেলেপেলেরা টের পেলে তাকে নিয়ে দ্রুত স্থানীয় হাসপাতালে যায় এবং ডাক্তার সেখানে একাধিকবার পরীক্ষা নিরীক্ষা করে ঘোষণা দেয় রোগী ততক্ষণে মারা গিয়েছে। থেমে গেলো হানজালার জীবন প্রদীপ। কান্নায় হুস হারালেন সবাই।

তার বাবা স্থানীয় সাবেক মেম্বার মবিন মুন্সি এবং মা রোকেয়া বেগম আমার শ্রদ্ধেয় মামা-মামী। অকালেই হানজালাকে হারিয়ে তারা আজ পাগলপ্রায়। আমি ১ দিন তাদের পাশে থেকে যতোটা পেরেছি শান্তনা দেওয়ার চেষ্টা করেছি। এবং দোয়া করি তাদের আল্লাহ যেনো এই ব্যাথা সহ্য করার তৌফিক দান করেন।আপনাদের সবার কাছে একটাই আরজি আপনারা আমার ভাই হানজালার জন্য দোয়া করবেন।

🗣️- আনিস মাহমুদ

Address

Comilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anis Mahmud - আনিস মাহমুদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category