দৈনিক আমাদের ব্রাহ্মণপাড়া

দৈনিক আমাদের ব্রাহ্মণপাড়া Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দৈনিক আমাদের ব্রাহ্মণপাড়া, Newspaper, Comilla.

26/06/2025

ব্রাহ্মণপাড়া হাসপাতালের পাশে ময়লার ভাগাড়, ভোগান্তিতে মানুষ
নিজস্ব প্রতিবেদক।।

ব্রাহ্মণপাড়া মেজর গনি সড়কের পাশে মধুমতী হসপিটালের উত্তরাংশে সরকারি জায়গায় উপরেই ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এসব আবর্জনা পঁচে চারদিকে দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে। এতে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে এলাকাবাসী ও হাজারো পথচারী। এলাকায় আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান না থাকায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়,ব্রাহ্মণপাড়া সদর বাজারের দক্ষিণ পাশেই এবং মধুমতী হসপিটালের উত্তর পাশে সিএনজি স্টেশন করার জন্য সরকারি খাস জায়গায়টি তৎকালীন ইউ এন ও সোহেল রানা এই জায়গাটি পুরিয়েছিলেন এবং কিছুদিন উক্ত জায়গায় কুমিল্লার সিএনজিগুলো অবস্থান করত। এর পর আবার আগের জায়গায় ফিরে যায় সিএনজি স্টেশনটি।তখন থেকে এই জায়গাটির কোন ধরনের তদারকি না থাকায় হর হামেশাই সাধারণ মানুষ বজ্র নিষ্কাশন এবং বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা এই জায়গায় ফেলে ময়লার ভাগাড় তৈরি করেছে।
ব্রাহ্মণপাড়া বাজারের বিভিন্ন আড়ৎ এবং কাঁচাবাজার সমস্ত অবশিষ্ট বর্জ্য প্রতিদিনই ভ্যান গাড়ি দিয়ে এই জায়গায় ঢালে ও সমস্ত জায়গা জুড়ে ফেলা হচ্ছে। সড়কের পাশে ময়লা আবর্জনা ফেলে এ স্থানটিকে ময়লার ভাগাড়ে পরিণত করেছে।
কথা হয় ব্যবসায়ী রাজু আহমেদ সঙ্গে তিনি বলেন, ব্রাহ্মণপাড়া আলতাফ আলী মার্কেটে আমার দোকান আছে। প্রতিদিন সকালে আমার দোকানে আসতে হয় এবং রাতের বেলা যেতে হয়। ময়লার ভাগাড়ের দক্ষিণ দিকেই মধুমতী হাসপাতাল এ হাসপাতালে প্রতিদিন শতশত রুগী আসে ময়লার ভাগাড়ে কাছে আসলই দুর্গন্ধে পেট ফুলে যায়। মনে হয় দুর্গন্ধে এই বুঝি বমি এলো। নাক, মুখে কাপড় চেপে কোনমতে এতোটুকু রাস্তা পার হই।

আরেক ব্যবসায়ী মনির হোসেন জানান, ব্রাহ্মণপাড়া দক্ষিণ বাজার মধুমতী হাসপাতালে পাশে ময়লার ভাগাড় এখন জনদূর্ভোগ হয়ে দাড়িয়েছে। ময়লার দুর্গন্ধ চারিদিকে ছড়াচ্ছে। দ্রুত ব্যবস্থা ময়লার ভাগাড় এখান থেকে অপসারণ না করলে এখানে ব্যবসা বানিজ্য ও বসবাস করা মুশকিল হয়ে পড়বে। এ ধরনের অভিযোগ হাজার হাজার সাধারণ মানুষের।

ময়লা ফেলতে আশা আবু কালাম জানায়, আমি বাজারে কাঁচামালের ব্যবসা করি বিভিন্ন মালামাল বিক্রির পর রাতে অবশিষ্ট বর্জ্য গুলো এখানে ফেলে দেই।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্রাহ্মণপাড়া সদর বাজারের এক ব্যবসায়ী বলেন,এ জায়গাটা সরকারি দীর্ঘদিন যাবত খোলা পড়ে আছে তাই আমরা এখানে ময়লা ফেলছি। আমাদের এখানে আশেপাশে ময়লা ফেলার নির্দিষ্ট কোন জায়গা নেই তাই এখানে খালি জায়গা পেয়ে ময়লা ফেলছে।
মধুমতী হাসপাতালে পাশে একজন ব্যবসায়ী বলেন এ ময়লার ভাগাড়ের কারণে এদিক দিয়ে মানুষ আসতে চায় না, মাঝেমধ্যে বৃষ্টি হলে পঁচা বাশি দুর্গন্ধে মানুষের কষ্ট হয়। আশেপাশে ব্যবসায়ীদের দাবি অচিরে এই ময়লার ভাগাড়টি এখান থেকে সরিয়ে নিয়ে অন্যত্র নিলে ব্যবসায়ী ও সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা লাগব হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মো: হাসিবুর রেজা জানান, তীব্র গন্ধদূর্ষনের শিকার হলে যেকোন মানুষের মস্তিস্কের স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে। বাড়তে পারে স্বাস্থ্য ঝুঁকি। তাছাড়া শিশু ও বয়স্কদের শ্বাস কষ্টের সমস্যাও হতে পারে। এ ছাড়া এ-ই ভাগাড়ের পাশে রয়েছে একটা প্রাইভেট হাসপাতাল তাই উপজেলা প্রশাসনের সাথে আলোচনা করে এটা সরানোর দরকার বলে আমি মনে করি।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, আমি বাজার পরিচালনা কমিটির সাথে কথা বলবো সরকারি খোলা জায়গায় যাতে তাদের উচ্ছিষ্ট বর্জ্য না ফেলে। আর সরকারি জায়গাতে তো তাদের ময়লা ফেলার কোন এখতিয়ারই নাই।এ ছাড়া আমি জনসাধারণের সুবিধার্থে একটি সাইনবোর্ড লাগিয়ে দিব যেন কেউ এই জায়গায় ময়লা না ফেলতে পারে।

08/06/2025

পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ব্রাহ্মণপাড়ায়

নিজস্ব প্রতিবেদক।।
বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে হোসাইন নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে ব্রাহ্মণপাড়ায়।

গতকাল রোববার ( ৮ জুন ) সকালে উপজেলার টাকই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, রোববার সকালে শিশু হোসাইন ঘরের ভেতর খেলছিল। একপর্যায়ে হোসাইনকে ঘরে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। বাড়ির বিভিন্ন ঘরে তাকে খুঁজে না পেয়ে বাড়ির পাশের পুকুরে খুঁজতে যান স্বজনরা। এ সময় তারা বাড়ির পাশের পুকুরে হোসাইনকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শঙ্খজিৎ সমাজপতি বলেন, পানিতে পড়া শিশু হোসাইনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। আমরা শিশুটির মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছি।

ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের সঙ্গে ইউএনওর ঈদ আনন্দ ভাগাভাগিনিজস্ব প্রতিবেদক।। এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদুল আজহার ...
08/06/2025

ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের সঙ্গে ইউএনওর ঈদ আনন্দ ভাগাভাগি

নিজস্ব প্রতিবেদক।।
এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদুল আজহার উৎসব ভাগাভাগি করে ঈদ উদযাপন করেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান।
ঈদের দিন শনিবার ( ৭ জুন ) দুপুর থেকে শেষ বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় এই ঈদ আনন্দ ভাগাভাগি করেন তিনি।
এ সময় তিনি এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে খাবার খান এবং শিশুদের সাথে গল্প করে তাদের গল্প ও সুখ-দুঃখের কথা শোনেন।
এদিকে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুরা জানান, ঈদের দিন ইউএনও মাহমুদা জাহানকে কাছে পেয়ে তারা আনন্দিত। ইউএনও তাদের সাথে গল্প ও খাওয়াদাওয়া করায় তারা উচ্ছ্বসিত। একদিনের জন্য হলেও তাদের এতিম হওয়ার দুঃখ ঘুচেছে। বছরের একটি বড় উৎসবের আনন্দ তারা উপভোগ করতে পেরেছেন।
এতিম শিশু আরাফাত ইসলাম ( ৯ ) বলেন, আমরা এতিম, আমরা প্রতিবছরই সাদামাটা ঈদ করি। এবার ইউএনও স্যারের সাথে ঈদ উদযাপন করতে পেরে আমরা খুশি। তিনি আমাদের জন্য খাবার এনেছেন ও গল্প করেছেন। এবার ঈদে কিছু সময়ের জন্য নিজেকে এতিম মনে হয়নি।
এতিম শিশু মাহেদুল ইসলাম ( ১০ ) বলেন, এবার ঈদে ইউএনও স্যারকে কাছে পেয়ে খুব ভালো লেগেছে। মনে হয়েছে যেন আমরা এতিম নই। ইউএনও স্যার আমাদের সাথে খাবার খেয়েছেন, গল্প করেছেন। আজকের ঈদ আনন্দ সারাজীবন মনে থাকবে।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান বলেন, ঈদুল আজহা মুসলিম সম্প্রদায়ের একটি বৃহৎ ধর্মীয় উৎসব। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি ও দুঃখ ভুলে আনন্দ ভাগাভাগি করে নেয়ার দিন। এই আনন্দকে ভাগাভাগি করে নিতে আজ উপজেলার কয়েকটি এতিমখানা পরিদর্শন করে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি। এছাড়া তাদের মাঝে কোরবানির মাংস, শুকনো খাবার ও ঈদ সালামি উপহার দেয়া হয়।
তিনি বলেন, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে এবারের ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করতে পেরে আমি আনন্দিত। আমার মনে হচ্ছে আমার জীবনের এটাই সেরা ঈদ উদযাপন।

20/05/2025

বিজিবি কর্তৃক প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদক ও অবৈধ মালামাল জব্দ
ইসমাইল নয়ন।।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তবর্তী বিভিন্ন এলাকা হতে ২০ মে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪৩,৪১,২০০/- (তেতাল্লিশ লক্ষ একচল্লিশ হাজার দুইশত) টাকা মূল্যের অবৈধ ভারতীয় ৯৯,৪০০ পিস বাঁজি, ১২০৬ পিস বিভিন্ন প্রকার চশমা, ৫৪০০ জোড়া চশমার ইয়ার স্ট্যান্ডসহ বিপুল পরিমাণ বাসমতি চাউল, ফুসকা, রেডবুল এনার্জি ড্রিংক, হুইস্কি, বিয়ার এবং ইস্কাফ সিরাপ আটক করে । জব্দকৃত মালামাল আখাউড়া ও কুমিল্লা কাস্টমস্ এ জমা করার কার্যক্রম প্রক্রীয়াধীন রয়েছে।

বিজিবি আরও জানান সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে বলে জানিয়েছেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি।

20/05/2025

ব্রাহ্মণপাড়া পানিতে ডুবে ২ শিশুর করুণ মৃত্যু।

01/05/2025

কুমিল্লা টু ঢাকার পথে দীর্ঘ যানযট ভোগান্তি সাধারণ মানুষের।

কুমিল্লায় পৃথক স্থানে বজ্রপাতে ২ স্কুলছাত্রসহ ৪জন নিহতনিজস্ব প্রতিবেদক।। কুমিল্লায় বজ্রপাতের পৃথক ঘটনায় দুই উপজেলায় দুই ...
28/04/2025

কুমিল্লায় পৃথক স্থানে বজ্রপাতে ২ স্কুলছাত্রসহ ৪জন নিহত

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় বজ্রপাতের পৃথক ঘটনায় দুই উপজেলায় দুই কৃষক ও দুই স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল ও দুপুরে এ ঘটনা ঘটে। বজ্রপাতে নিহতদের মধ্যে দুইজন প্রাপ্তবয়স্ক কৃষক এবং দুইজন স্কুলছাত্র।
সকালে সাড়ে ১০ টায় মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার কোরবানপুর পূর্ব পাড়া কবরস্থানের পাশের কৃষিক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান দুই কৃষক । তারা হলেন, দেওড়া গ্রামের জসিম উদ্দিন ভূঁইয়ার ছেলে জুয়েল ভূঁইয়া (৩৫) ও কোরবানপুর গ্রামের পশ্চিমপাড়া (কালীবাড়ি) এলাকার মৃত বীরচরন দেবনাথ এর ছেলে নিখিল দেবনাথ (৬০)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, তারা মাঠে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্থানীয় জনপ্রতিনিধি শফিকুল ইসলাম (ইউপি মেম্বার) বিষয়টি নিশ্চিত করেন।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি। তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে৷

এদিকে একই দিনে দুপুরে বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের পয়ালগাচ্ছা গ্রামে বজ্রপাতে প্রাণ হারিয়েছে দুই স্কুলছাত্র। নিহতরা একজন ঐ এলাকার মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন (১৩) এবং একই এলাকার আব্দুল বারেক মিয়ার নাতি সায়মন হোসেন (১৪)।
স্থানীয় সূত্র জানায়, দুজনেই বড় হরিপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, হালকা মেঘলা আবহাওয়ায় তারা মাঠে ঘুড়ি উড়াচ্ছিল। আকস্মিক বজ্রপাতে মারাত্মক আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আকষ্মিক এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিহতের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেছেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি ২ কিশোর ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে মারা গিয়েছে। আরেকজন আহত হয়েছে৷

25/04/2025

ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয়তাবাদী বিএনপির সম্মেলনে উপস্থিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন সাবেক এমপি, সদস সচিব আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহবায়ক হাজী জসিম উদ্দিন জসিমের নেতৃত্বে গণ সংবর্ধনা।

ব্রাহ্মণপাড়ায় হারভেস্টার চালককে মারধর অভিযোগ মামলা নিজস্ব প্রতিবেদক।। ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের সেনেরবাজার...
25/04/2025

ব্রাহ্মণপাড়ায় হারভেস্টার চালককে মারধর অভিযোগ মামলা

নিজস্ব প্রতিবেদক।।
ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের সেনেরবাজার নামক স্থানে এক হারভেস্টার চালককে চাঁদার দাবিতে মারধর করার অভিযোগে গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আদালতে একটি মামলা দায়ের করে হারভেস্টার চালক মো: হাসিবুল ইসলাম।
মামলা সূত্রে জানা যায় প্রতিদিনের ন্যায় হারভেস্টার চালিয়ে শশীদল ইউনিয়নের সেনের বাজার রেললাইনের পাশে আসলে পূর্ব পরিকল্পিতভাবে দক্ষিণ শশীদল এলাকার মৃত ফজলু মিয়ার ছেলে মোঃ মিজানুর রহমান, তার বড় ভাই মনির হোসেন, তার ভাই মোঃ আক্তার হোসেন, বেগমাবাদ গ্রামের সেলিম মিয়ার ছেলে মোঃ সোহাগ, দক্ষিণ শশীদল গ্রামের নায়েব আলীর ছেলে ইমন হোসেন, কুদ্দুস মিয়ার ছেলে মেহেদী হাসান, সালাম মাস্টারের ছেলে মোহাম্মদ ইমন, আক্তার মিয়ার ছেলে মোহাম্মদ ইব্রাহিম, জাহাঙ্গীর মিয়ার ছেলে সুমন মিয়া, মৃত জাকির হোসেনের ছেলে সোহাগ, মিলে হারভেস্টার চালক হাসিবুল ইসলামকে এলোপাতারি পিটিয়ে গুরুতর আহত করে এবং তার ব্যাগে থাকা ৩৩ হাজার টাকা ছিনিয়ে নেয়, এবং তাকে জোরপূর্বক মিজানের দোকানে তুলে নিয়ে আবারো মারধোর করে চাঁদা দাবি করে। পরে হাসিবুলের ডাক চিৎকারে এলাকাবাসী ও পুলিশ তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে মামলার বাদী দক্ষিণ শশীদল গ্রামের মৃত অহিদ মিয়ার ছেলে মোহাম্মদ হাসিবুল ইসলাম জানান হামলাকারীরা আমাদের পাশাপাশি এলাকার লোক পূর্ব শত্রুতা জেট ধরে আমাকে একা পেয়ে আমার কাছ থেকে নগদ ৩৩ হাজার টাকা এবং হারভেস্টার চালালে প্রতিমাসে তাদেরকে চাঁদা দিতে হবে না দিলে হুমকি-ধুমকি এবং ভয়বৃত্তি প্রদর্শন করে। পরে আমি আদালতে মামলা দায়ের করি।

মালাপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সভাপতি হতে চান সমাজসেবক নান্নু মিয়া নিজস্ব প্রতিবেদক।।ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া...
25/04/2025

মালাপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সভাপতি হতে চান সমাজসেবক নান্নু মিয়া
নিজস্ব প্রতিবেদক।।
ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সভাপতি প্রার্থী বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ নান্নু মিয়া। তিনি দীর্ঘ ৩৫ বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে সম্পৃক্ত থেকে নিরলস ভাবে কাজ করছেন।
তিনি ছাত্র জীবন থেকে শহীদ জিয়ার আদর্শে আদর্শিত হয়ে সৌদি আরব পশ্চিম অঞ্চলের প্রবাসী বিএনপির সহ-সভাপতি হিসেবে এখনো দায়িত্ব পালন করছেন।
মোঃ নান্নু মিয়া সবসময়ই অসহায় ও হত দরিদ্র মানুষের পাশে থেকে সেবা দিয়ে থাকেন। গরিবের বন্ধু হিসেবে খ্যাত নান্নু মিয়া ছোটবেলা থেকেই শহীদ জিয়ার আদর্শে আন্দোলন সংগ্রামে রাজপথে থেকেছেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও প্রিয় নেতা তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন। এছাড়াও তিনি নবনির্বাচিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র আহ্বায়ক সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন ও সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক বিশিষ্ট রাজনৈতিকবীদ হাজী জসিম উদ্দিন জসিম সদস্য সচিব হাজী আমির হোসেন সদস্য রবিউল্লা রবি, এনামুল হক মাসুদ সরকার, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ভূইয়া, বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনসহ সকল সদস্যকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

22/04/2025

ব্রাহ্মণপাড়ায় বিয়ের দুই মাস পর গৃহবধূর রহস্যজনক মৃত্যু
ইসমাইল নয়ন।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের লাড়োচৌ গ্রামের ফাইমা আক্তার (১৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ২২ এপ্রিল (মঙ্গলবার) সকাল সাড়ে দশটার তার মৃত্যু হয়। ফাইমা আক্তার লাড়োচৌ গ্রামের রিপন মিয়ার মেয়ে। গত দুই মাস পূর্বে ফাইমা আক্তারের সাথে একই এলাকার কালন মিয়ার ছেলে রাব্বির বিয়ে হয়। রাব্বি এলাকায় সেলুনের কাজ করে।

এ ব্যাপারে মেয়ের বাবা রিপন মিয়া জানান, বিয়ের পর থেকে রাব্বি আমার মেয়েকে সন্দেহ করত। এর সূত্র ধরে বিভিন্ন সময় তাদের কথা কাটাকাটি ও কলহল লেগে থাকত। আমার বাড়ি ও রাব্বির বাড়ি পাশাপাশি হওয়ায় আমরা প্রায়ই এই ঘটনাগুলো শুনতাম। ঘটনার দিন সকালে আমি জমিতে কাজ করা অবস্থায় কালনের বাড়িতে কান্নাকাটির আওয়াজ শুনি। কান্নাকাটির আওয়াজ শুনে আমি তাদের বাড়ি গেলে, তারা আমাকে হামলা ও মারধরের চেষ্টা করে। তখন আমার বাড়ি থেকে পাঁচ সাত জন লোক তাদের বাড়িতে গিয়ে দেখতে পায় রাব্বি ও তার সহযোগীরা মোটরসাইকেল করে আমার মেয়েকে কবরস্থানের পাশে নিয়ে যাচ্ছে। আমাদের উপস্থিতি দেখে তারা ফাইমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। তখন তারা আমাদেরকে বলে ফাইমা ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। পরবর্তীতে আমরা ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে থানার এসআই অমর্ত্য মজুমদার লাশ উদ্ধার করে শোরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে মেয়ের চাচা শাহআলম জানান, আমার অল্প বয়সী ভাতিজিকে তার জোরপূর্বক বিয়ে করে নিয়ে এখন গলাটিপে হত্যা করেছে।
মেয়ের মা শাহেনা বেগম বলেন,আমার মেয়ে সিদলাই মাদ্রাসায় সপ্তম শ্রেণীতে লেখাপড়া করত আমাদের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক আমার মেয়েকে তারা বিয়ে করে নিয়ে যায়। বিয়ের পর থেকে দাম্পত্য কলহ ছিল তাদের মধ্যে ঘটনার দিন পরিকল্পিতভাবে আমার মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। আমরা এর বিচার চাই।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার এসআই অমর্ত্য মজুমদার বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে শোরতহাল রিপোর্ট তৈরি করে কুমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ময়না তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।

ব্রাহ্মণপাড়া আউশ প্রণোদনার অংশ হিসেবে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ নিজস্ব প্রতিবেদক।। ব্রাহ্মণপাড়া উপজেলা কৃ...
22/04/2025

ব্রাহ্মণপাড়া আউশ প্রণোদনার অংশ হিসেবে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক।।
ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে আউশ প্রণোদনা অংশ হিসেবে গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) উপজেলা কৃষি অফিসের সামনে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসার কৃষি মাসুদ রানা, উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফারহানা পৃথা ও উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি অফিসার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আউশ প্রণোদনার অংশ হিসেবে উপজেলায় ৩৫ শত প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

Address

Comilla
3526

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক আমাদের ব্রাহ্মণপাড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category