দৈনিক আমাদের ব্রাহ্মণপাড়া

দৈনিক আমাদের ব্রাহ্মণপাড়া Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দৈনিক আমাদের ব্রাহ্মণপাড়া, Newspaper, Comilla.

19/09/2025

ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নাইঘর মাঠে প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা -৫ থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।

ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজার গাছের চারা বিতরণ নিজস্ব প্রতিবেদক।। গাছ লাগান পরিবেশ বাঁচান সে স্লোগানক...
16/09/2025

ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজার গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক।।
গাছ লাগান পরিবেশ বাঁচান সে স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় সারাদেশ ব্যাপী বনায়নের লক্ষ্যে ব্রাহ্মণপাড়া উপজেলায় চারা উত্তোলন (৪র্থ পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বিভিন্ন ফলজ ও বনজ গাছের ৫ হাজার চারা বিতরণ করা হয়েছে।

‎উপজেলা প্রশাসনের উদ্যোগে ও সামাজিক বন বিভাগে বাস্তবায়নে গতকাল মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে এ চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বন কর্মকর্তা মো. মাহবুবুল হক।

উপস্থিত ছিলেন‎ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহীদুল করিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হালিমা পারভীন, ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর মেডিকেল অফিসার (ইউনানি) ডা. সোহেল রানা, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম, সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়ের আব্দুল লতিফ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

জানা গেছে, এ পর্যায়ে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসায় সাড়ে তিন হাজার বিভিন্ন ফল, ঔষুধি ও বনজ গাছের চারা বিতরণ করা হবে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ে দেড় হাজার বিভিন্ন ফল, ঔষধি ও বনজ গাছের চারা বিতরণ করা হবে।

ব্রাহ্মণপাড়া শশীদল ইউনিয়ন পরিষদকে কুমিল্লা জেলার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি,নিজস্ব প্রতিনিধি।। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার...
15/09/2025

ব্রাহ্মণপাড়া শশীদল ইউনিয়ন পরিষদকে কুমিল্লা জেলার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি

,নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন পরিষদ কুমিল্লা জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছে। গত ১৪ সেপ্টেম্বর (রবিবার) সকালে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত

জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক পর্যালোচনা ও করনীয় শীর্ষক সভায় এ শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার। কুমিল্লা জেলার ১৯৬টি ইউনিয়ন পরিষদের মধ্যে

গ্রাম আদালতের মাধ্যমে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে শশীদল ইউনিয়ন পরিষদ। এর স্বীকৃতি হিসেবে

শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন

কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার।

কুমিল্লা জেলার মধ্যে শশীদল ইউনিয়ন পরিষদ এ কার্যক্রমে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পাওয়ায়, চেয়ারম্যান আতিকুর রহমান (রিয়াদ)কে এলাকাবাসী ফুল দিয়ে অভিনন্দন জানায়।

15/09/2025

ব্রাহ্মণপাড়া- বুড়িচং- কুমিল্লা সড়কের অবস্থা একটু বৃষ্টি হলেই এ সড়ক দিয়ে মানুষ চলাচল করতে পারছে না। প্রশাসনের নজর দেওয়া জরুরি। এটি বুড়িচং বাজারে একটি অংশ।

14/09/2025

কান্দুঘর ইসলামিয়া দাখিল মাদ্রাসা ম্যানিজিং কমিটির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ।

13/09/2025

ব্রাহ্মণপাড়া মালাপাড়া ইউনিয়ন ও আছাদনগর আবদুল মতিন খসরু কলেজের পক্ষ থেকে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সভাপতি নির্বাচিত হওয়ায় অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদকে গন- সংবর্ধনা।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন জসিম।
এ সময় বক্তব্য রাখেন বিএনপির নেতা মাজহারুল ইসলাম ভূইয়া।

13/09/2025

ব্রাহ্মণপাড়া মালাপাড়া ইউনিয়ন ও আছাদনগর আবদুল মতিন খসরু কলেজের পক্ষ থেকে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সভাপতি নির্বাচিত হওয়ায় অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদকে গন- সংবর্ধনা।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন জসিম।

12/09/2025

ব্রাহ্মণপাড়া ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন ।

10/09/2025

ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সদস্য এনামুল হক মাসুদ সরকারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারে তীব্র প্রতিবাদ।

08/09/2025

এ-ই ভোগান্তির শেষ কোথায় ? কুমিল্লা বুড়িচং ব্রাহ্মণপাড়া সড়ক।

‎ব্রাহ্মণপাড়ায় মাদকসেবীর হামলায় ইউপি সদস্যসহ আহত-৪‎নিজস্ব প্রতিবেদক।।‎কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পূর...
08/09/2025

‎ব্রাহ্মণপাড়ায় মাদকসেবীর হামলায় ইউপি সদস্যসহ আহত-৪
‎নিজস্ব প্রতিবেদক।।
‎কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্বপোমকাড়া গ্রামে মাদকসেবীদের হামলায় ইউপি সদস্যসহ ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এবিষয়ে থানায় একটি অভিযোগ করেন আহত সিরাজুল ইসলামের স্ত্রী দেলোয়ারা বেগম। থানা অভিযোগ ও আহতরা জানান, গত (৬ সেপ্টেম্বর) শনিবার দুপুরে শিদলাই ইউনিয়নের পূর্বপোমকাড়া অলি উল্লাহ পরিত্যক্ত বাড়ীর সামনে ঘটনাটি ঘটে। অভিযোগে জানা গেছে, মাদকসেবী ও ইভটিজাররা একই এলাকার বাসিন্দা। তারা রাস্তার পাশে মাদক সেবন করে রাস্তায় চলাচলরত স্কুল ও কলেজগামী মেয়েদেরকে ইভটিজিং করে থাকে। গ্রামের লোকজন বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেনকে অবগত করে। সেই সূত্র ধরে ইউপি সদস্য তাদেরকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করলে গতকাল পরিত্যক্ত বাড়ীর সামনে রিফাত মাদক সেবন করে ইভটিজিং করার সময় মেম্বার বিষয়টি নিয়ে কথা বললে মাদকসেবী সিফাতের নের্তৃত্বে ৭/৮ জন পাশের বাড়ীর ঘর থেকে দা, সুইচ গিয়ার, লোহার রড, ও দেশীয় অস্ত্র নিয়ে আলমগীর মেম্বারের উপর হামলা করে। তখন অন্যান্যরা আসলে তাদেরকেও এলোপাথারি কুপিয়ে আহত করে। এসময় আলমগীর মেম্বারের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। আহতরা হলেন- মৃত শামসুল হকের ছেলে মো. সিররাজুল ইসলাম, তার ভাই সেলিম মিয়া, মৃত জুনাব আলীর ছেলে আলমগীর হোসেন মেম্বার, ও সিরাজুল ইসলামের ছেলে মো. রোমান। হামলাকারীরা হলেন- হাবিবুর রহমানের ছেলে সিফাত, আব্দুল মতিনের ছেলে সিয়াম, হোসেন মিয়ার ছেলে ইয়াছিন, ফিরোজ মিয়ার ছেলে রাহিম, শফিকুল ইসলাম প্রকাশ গাজীর ছেলে রাব্বি, জসিম উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম, ইসমাইলের ছেলে হাবিবুর রহমান, রফিকুল ইসলামের ছেলে শামীম মিয়া, জালাল হোসেনের ছেলে শফিকুল ইসলাম প্রকাশ গাজী, মৃত কনু মিয়ার ছেলে ফিরোজ মিয়া, মৃত আলী হোসেনের ছেলে আব্দুল মতিন, মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মো হোসেনসহ অজ্ঞাত ৫/৭ জন। আহতদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সিরাজুল ইসলামের অবস্থা অবনতি দেখে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সিরাজুল ইসলামের স্ত্রী দেলোয়ারা বেগম বাদী হয়ে ১৫ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। এবিষয়ে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই আল আমিন বলেন, আমি গতকাল তদন্ত করতে গিয়েছিলাম। তিনি ঘটনা সততা স্বীকার করে বলেন দোষীদের বিরুদ্ধে আইনানুপ ব্যবস্থা গ্রহণ করা হবে।

08/09/2025

ব্রাহ্মণপাড়ায় ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন কর্তৃক দলীয় কার্যালয় উদ্বোধন

Address

Comilla
3526

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক আমাদের ব্রাহ্মণপাড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category