Hira moni

Hira moni আমি হারিয়ে যাবার পর অন্ধকার ঘরে,
নিজেকে অপরাধী ভেবনা💔🥀🖤

তুমি হয়ত জানো না তুমি আমার জন্য একদম ওষুধের মতো কাজ করো।মানুষ বলে না ,মানুষের অভাবে মানুষ মারা যায়ঠিক তেমনই ,তোমার অভাবে...
23/06/2025

তুমি হয়ত জানো না
তুমি আমার জন্য একদম ওষুধের মতো কাজ করো।
মানুষ বলে না ,
মানুষের অভাবে মানুষ মারা যায়
ঠিক তেমনই ,তোমার অভাবে আমি শেষ হয়ে যাচ্ছি,,
তুমি কি বুঝো এটা।?💔🌸

27/04/2025

তুমি হয়ত জানো না
তুমি আমার জন্য একদম ওষুধের মতো কাজ করো।
মানুষ বলে না ,
মানুষের অভাবে মানুষ মারা যায়
ঠিক তেমনই ,তোমার অভাবে আমি শেষ হয়ে যাবো।
তুমি কি বুঝো এটা।।🙃

আপুরা আপনারা সবাই জানেন হিন্দুদের দূর্গা পূজা শুরু হয়ে গিয়েছে। ভাগওয়া লাভ ট্র্যাপের সদস্যরা মূলত এই সময়টার অপেক্ষাতেই থা...
02/10/2024

আপুরা আপনারা সবাই জানেন হিন্দুদের দূর্গা পূজা শুরু হয়ে গিয়েছে। ভাগওয়া লাভ ট্র্যাপের সদস্যরা মূলত এই সময়টার অপেক্ষাতেই থাকে। কারন এসময়টাতে অনেক মুসলিম বোন ভদ্রতা দেখাতে তাদের শুভেচ্ছা জানায়, এরপর শুরু হয় প্রেম, তারপর ঘুরাঘুরি, এরপরের পরিনতি অলরেডি সবাই জানেন। তাই সবাই এদের থেকে সাবধান থাকবেন। এছাড়াও প্রতিমা/ মূর্তি দেখা মুসলমানদের জন্য হারাম এবং শিরক, পূজোর মিষ্টি বা প্রসাদ যা-ই বলেন না কেনো এগুলো খাওয়াও আমাদের মুসলিমদের জন্য হারাম। শুধু তা-ই না এতে থাকতে পারে ঘুমের ঔষুধ মেশানো বা ব্ল্যাক ম্যাজিক যা মুসলিম বোনদের ইজ্জত নেয়ার জন্যে যথেষ্ট । আপনাদের আশে পাশে যত মুসলিম বোন আছে সবাইকে সতর্ক করবেন এ-সম্পর্কে। এবং ভাইয়ারা আপনাদের বোন, আত্মীয় স্বজন, ক্লাসমেট/ কলিগদের হেফাজতে রাখুন এবং সতর্ক করুন।

03/08/2024

মরার আগে ফেরাউন ও কিন্তু বলে চিলো আমি আল্লাহ কে মানি কিন্তু তখন আর সময় চিলো না তার এই মানা মেনে নেওয়ার 😇
ঠিক এই-যুগের নতুন ফেরাউন এর অবস্থা একই রকম কিন্তু আপসোস যাওয়ার সময় হলে দরে রাখার ক্ষমতা কারো থাকে না ব্রো 🥴
খুনির সাথে কোন আপোষ চলবে না ✊
আপনার চেয়ে যখন আপনার ছায়া বড় হয়ে যাবে তখন বুঝবেন সূর্য অস্ত যাচ্ছে 😅

14/05/2024

Abboআরেকটা বার ফিরে আসা যায় না😥সূর্যের তাপ টা এখন সোজা মাথায় এসে লাগে🙂

Water drop🥰 শুভ সকাল
21/01/2024

Water drop🥰 শুভ সকাল

20/01/2024

এই ভাবে হারিয়ে দিবে কল্পনা ও করিনি😅

25/12/2023

শখের পুরুষ সব সময় অন্যের হয়ে যায় 😅

Address

Comilla
335

Alerts

Be the first to know and let us send you an email when Hira moni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category