Md Millad Hossan

Md Millad Hossan Freelancer | Wordpress | Digital Marketer | Finance | HR | Excel Data | Consultant

24/09/2024

whenever you are planning to open a startup business. always keep in mind the target customer who will buy the product and place where you can get more targeted customer. When you will have a proper strategy with these two and start the business, you will get sale
Dont forget price, branding these are also important. I just highlighted main two. Where most of the new comers fall behind.
Note: in video i forget to mention shopping mall for resturent & ice cream shops.






17/09/2024

Many of us looks for a decent job and how to move another country. As an HR practitioner and business analysist, i will share different tips and ideas for you.
Please follow and share so that people like me can know about these minor ideas which can help a lot.



14/09/2024

Dubai is full of opportunities. so if you have business plan in your mind. i will suggest you to come in dubai. here, you can find full of possibilities



12/07/2024

মুক্তিযুদ্ধের সময় যারা মারা গিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে ২ প্রজন্মকে কোটা সুবিধা দেয়া যায়। মুক্তিযুদ্ধের সময় যারা যুদ্ধ করেছে তারা নিঃস্বার্থ হয়ে সব কিছু করেছে। যারা এখনো মুক্তিযুদ্ধ করে জীবিত আছে, আমার মনে হয় না তারা আসলেই বর্তমান পরিস্থিতিতে কোটা সুবিধা চাইবে।
প্রতিটা চাকরির পরীক্ষা এক একটার রণক্ষেত্র। যেখানে হাজার হাজার পরীক্ষার্থী চাকুরীর জন্য যুদ্ধ করে। যেখানে তাদের বাবা দাদারা নিজের জীবনের বিনিময়ে নিঃস্বার্থ হয়ে দেশের জন্য যুদ্ধ করেছিল, তারা কেন পারবেনা এই চাকরি রণক্ষেত্রে তাদের যোগ্যতা প্রমাণ করে লড়াই করে চাকরি নিতে।

যে সকল মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের প্রমাণ পত্র বাংলাদেশ সরকারের কাছ থেকে নিয়েছে সবগুলা এখন যাচাই করার সময়ের দাবি। কারণ প্রকৃত মুক্তিযোদ্ধার পরিবার কখনোই এই সকল সুবিধা চাইবে না। কারণ তাদের রক্তেই মুক্তিযোদ্ধার রক্ত রয়েছে। তারা নিঃস্বার্থ হয়ে যুদ্ধ করে নিজের সাথে অন্যের জন্য জীবন দিতে পারে।



22/05/2024

একটা প্রতিষ্ঠান এর কর্মী পরিচালনা করার ক্ষেত্রে কিংবা মান সম্মত কাজের পরিবেশ গঠন করার ক্ষেত্রে,কোম্পানির জন্য স্কিন কর্মী নিয়োগের ক্ষেত্রে, কর্মীদের কাজে দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে, প্রতিষ্ঠান ডেভেলপমেন্টের ক্ষেত্রে পলিসি ইমপ্লিমেন্ট এর ক্ষেত্রে এইচ আর এর গুরুত্ব অনেক। তাই, প্রতিটা প্রতিষ্ঠানেরই উচিত যোগ্যতা অনুযায়ী এইচ আর হায়ার করা এবং এইচ আর দের উচিত নিজের দক্ষতা দিয়ে প্রতিষ্ঠান এ যোগ্য কর্মীদের সুযোগ করে দেয়া।

ভিডিওটি সম্পূর্ণ ব্যক্তিগত মতামত প্রকাশের জন্য, কোন কোম্পানি কিংবা ব্যক্তির স্পেসিফিক ভাবে বলা হয় নাই। শুধুমাত্র দেশের এবং প্রতিষ্ঠানের ডেভেলপমেন্টের জন্যই বানানো।

08/04/2024

আমাদের সবার উচিত কেও কোন ভুল করলে সামনাসামনি সেই লোকটাকে বলে দেয়া। পিছনে কাওকে নিয়ে খারাপ কথা বলা ঠিক না। ইসলাম আমাদের এসব শিখায় না। আপনি যাকে নিয়ে খারাপ কথা বলছেন হয়তো সেই লোকটাই পিছনে আপনার ভালো করছে।

ভিডিও টা ভালো লাগলে লাইক আর শেয়ার দিবেন



03/03/2024

Totally disappointed with Luminedge system. 😡 i arrived just 2 min late due to traffic jam. But, one of their male employees when i arrived told me to wait in reception. I will be called by the concerned person. But after 15 min passed one of their female employees came and told me the exam had already started and they couldn't let me in. Its not about the exam but if you can not let a student sit for the exam who came late by 2 min and because of one stupid employees of your office my whole time was wasted.

If you are planning to register for your IELTS or PTE please avoide this kind of Institute where they do not have good employees to guide a student proper way.

Please share this, so that everyone can know about their internal environment


this kind of Institute.




05/11/2023

সবার উচিত মুখে আমি দয়ালু না বলে প্রফেশনাল লাইফে একটু মানবিক হোন। আপনার সম্মান বাড়বে কমবে না।🙂




03/11/2023

আমরা প্রতিনিয়ত সিভি রাইটিং নিয়ে বিড়ম্বনায় পরি। অনেক সময় আমরা চিন্তা করি কেন আমাদের সিভি শর্ট লিস্ট হয় না। তাই আজকে আমার এই ভিডিওতে সিভিতে স্কিলস পার্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।আশা করি যারা এই টিপস অনুসরণ করবেন। তাদের ইন্টারভিউ পাবার চান্স বেড়ে যাবে।

20/10/2023

সম্পূর্ণ ব্যাক্তিগত মতামত। সবার দ্বীমত থাকতেই পারে। অনেক জায়গাতে বলার ক্ষেত্রে শব্দ ব্যবহারে ভিন্ন রূপ থাকতে পারে তাই যেই বিষয় নিয়ে ভিডিওটা বানানো আশা করি সবাই বুঝবেন বাংলাদেশের ট্রেডিশনাল রিক্রুটমেন্ট সিস্টেম বর্তমান সমাজে একটা অভিশপ্ত বিষয় হয়ে দাঁড়িয়েছে যা স্কিল ডেভেলপমেন্ট বাধা সৃষ্টি করছে কারণ এখানে স্কিল ডেভেলপমেন্ট এ গুরুত্ব না দিয়ে মুখস্ত বিদ্যাকে প্রাধান্য দেওয়া হয়।

12/10/2023

আমাদের মাঝে এমন অনেক মানুষই আছে এত প্রফেশনাল ভাব নিয়ে থাকে তাদের জন্য আজকের বাস্তবতা। সম্পূর্ণ ব্যাক্তিগত মতামত কারো গায়ে লাগলে আপনার ও উচিত ব্যাক্তিত্বকে চেইঞ্জ করা

আমাদের সকলের অবশ্যই এগুলিও খেয়াল রাখা উচিত। এগুলোও আমাদের নৈতিক দায়িত্ব।সহীহ বুখারী শরীফের একটি হাদিসে এসেছে—حَدَّثَنَا ...
25/09/2023

আমাদের সকলের অবশ্যই এগুলিও খেয়াল রাখা উচিত। এগুলোও আমাদের নৈতিক দায়িত্ব।

সহীহ বুখারী শরীফের একটি হাদিসে এসেছে—

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ سُمَىٍّ، مَوْلَى أَبِي بَكْرٍ عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ بَيْنَا رَجُلٌ بِطَرِيقٍ، اشْتَدَّ عَلَيْهِ الْعَطَشُ فَوَجَدَ بِئْرًا فَنَزَلَ فِيهَا فَشَرِبَ، ثُمَّ خَرَجَ، فَإِذَا كَلْبٌ يَلْهَثُ يَأْكُلُ الثَّرَى مِنَ الْعَطَشِ، فَقَالَ الرَّجُلُ لَقَدْ بَلَغَ هَذَا الْكَلْبَ مِنَ الْعَطَشِ مِثْلُ الَّذِي كَانَ بَلَغَ مِنِّي، فَنَزَلَ الْبِئْرَ، فَمَلأَ خُفَّهُ مَاءً، فَسَقَى الْكَلْبَ، فَشَكَرَ اللَّهُ لَهُ، فَغَفَرَ لَهُ ‏"‏‏.‏ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَإِنَّ لَنَا فِي الْبَهَائِمِ لأَجْرًا فَقَالَ ‏"‏ فِي كُلِّ ذَاتِ كَبِدٍ رَطْبَةٍ أَجْرٌ ‏"‏‏.‏

হযরত আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “একদিন এক ব্যক্তি রাস্তায় চলার পথে অত্যন্ত তৃষ্ণার্ত হল। তারপর একটি কূয়া দেখতে পেয়ে তাতে সে নেমে পড়ল এবং পানি পান করল। উপরে উঠে এসে সে দেখতে পেল একটি কুকুর হ্যাঁপাচ্ছে আর পিপাসার দরুন ভিজে মাটি চেটে খাচ্ছে। লোকটি (মনে মনে) বলল, এই কুকুরটির তেমনি পিপাসা পেয়েছে, যেমনি আমার পিপাসা পেয়েছিল। তারপর সে কূয়ার মধ্যে নামল এবং নিজের মোজা পানি ভর্তি করে এনে কুকুরটিকে পান করাল। আল্লাহ তার এই কাজ কবূল করলেন এবং তাকে ক্ষমা করে দেন।” সাহাবীগণ বলল, “হে আল্লাহর রসূল! পশুদের ব্যাপারেও কি আমাদের পুণ্য রয়েছে?” তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, “প্রাণীকুলের সেবার মধ্যেই পুণ্য আছে।”

[সহীহ বুখারী শরিফ, হাদিস নং-২৪৬৬]

Address

Comilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Md Millad Hossan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Millad Hossan:

Share