
02/09/2025
"لَا إِلَهَ إِلَّا اللَّهُ دَخَلَ الْجَنَّةَ"
(লা-ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ) এর অর্থ হলো:
“যে ব্যক্তি 'লা ইলাহা ইল্লাল্লাহ' (আল্লাহ ছাড়া কোনো
উপাস্য নেই) বলে, সে জান্নাতে প্রবেশ করবে।”
অর্থাৎ, আন্তরিক বিশ্বাস ও আমলের সাথে যদি কেউ
কালিমা লা-ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে এবং তাওহীদের
উপর দৃঢ় থাকে, আল্লাহর রহমতে তার চূড়ান্ত গন্তব্য জান্নাত হবে।
হাদীসের ব্যাখ্যা; রাসূলুল্লাহ বলেছেন:
“যে ব্যক্তি আন্তরিকভাবে 'লা-ইলাহা ইল্লাল্লাহ' বলে, সে
জান্নাতে প্রবেশ করবে।”
(সহীহ বুখারী ও মুসলিমে এসেছে)
← তবে এখানে শর্ত হলো, শুধু মুখে বলা নয়, বরং অন্তরে
বিশ্বাস, কর্মে প্রমাণ এবং মৃত্যুর আগ পর্যন্ত তাওহীদের
উপর দৃঢ় থাকা।
কালিমা “লা-ইলাহা ইল্লাল্লাহ”-এর শর্তসমূহ
উলামারা বলেন, এ কালিমার ৭টি শর্ত আছে। এগুলো না
মানলে শুধু মুখে বললেই জান্নাত নিশ্চিত নয়।
1. ইলম (জ্ঞান): এর অর্থ বুঝে বলা। (আল্লাহ ছাড়া কোনো
উপাস্য নেই – এর প্রকৃত মানে জানা)
2. ইয়াকীন (অটল বিশ্বাস): কোনো সন্দেহ ছাড়া দৃঢ়ভাবে
মানা ৷
3. কবুল (গ্রহণ): অন্তর দিয়ে স্বীকার ও মেনে নেওয়া।
4. ইনকিয়াদ (আত্মসমর্পণ): আল্লাহর নির্দেশে চলা।
5. সিদক (সত্যবাদিতা): অন্তর ও মুখের মধ্যে মিল থাকা।
6. ইখলাস (নিষ্ঠা): শুধু আল্লাহর জন্য বলা, রিয়া বা ভণ্ডামি ছড়া।
7. মাহাব্বাহ (ভালোবাসা): আল্লাহ ও তাঁর রাসূল কে
সর্বোচ্চ ভালোবাসা দেওয়া।
সহজভাবে বললে
যে ব্যক্তি আল্লাহকে একমাত্র উপাস্য মেনে এবং তাঁর
আনুগত্যে জীবন কাটায়, সে অবশ্যই জান্নাত পাবে। তবে
কেউ যদি মুখে বলে কিন্তু কাজে না মানে (যেমন: শিরক
করে, নামাজ ত্যাগ করে), তাহলে এ প্রতিশ্রুতি তার জন্য
প্রযোজ্য নয়।