Anisur Rahman Ashrafi waz

Anisur Rahman Ashrafi waz নিজের চিন্তা করেন কি করলে আপনার আখেরাতো দুনিয়া ভালো হবে তাই নিয়ে একটু ভাবনা করেন।
(3)

"لَا إِلَهَ إِلَّا اللَّهُ دَخَلَ الْجَنَّةَ"(লা-ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ) এর অর্থ হলো:“যে ব্যক্তি 'লা ইলাহা ইল...
02/09/2025

"لَا إِلَهَ إِلَّا اللَّهُ دَخَلَ الْجَنَّةَ"
(লা-ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ) এর অর্থ হলো:
“যে ব্যক্তি 'লা ইলাহা ইল্লাল্লাহ' (আল্লাহ ছাড়া কোনো
উপাস্য নেই) বলে, সে জান্নাতে প্রবেশ করবে।”

অর্থাৎ, আন্তরিক বিশ্বাস ও আমলের সাথে যদি কেউ
কালিমা লা-ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে এবং তাওহীদের
উপর দৃঢ় থাকে, আল্লাহর রহমতে তার চূড়ান্ত গন্তব্য জান্নাত হবে।

হাদীসের ব্যাখ্যা; রাসূলুল্লাহ বলেছেন:
“যে ব্যক্তি আন্তরিকভাবে 'লা-ইলাহা ইল্লাল্লাহ' বলে, সে
জান্নাতে প্রবেশ করবে।”
(সহীহ বুখারী ও মুসলিমে এসেছে)
← তবে এখানে শর্ত হলো, শুধু মুখে বলা নয়, বরং অন্তরে
বিশ্বাস, কর্মে প্রমাণ এবং মৃত্যুর আগ পর্যন্ত তাওহীদের
উপর দৃঢ় থাকা।

কালিমা “লা-ইলাহা ইল্লাল্লাহ”-এর শর্তসমূহ
উলামারা বলেন, এ কালিমার ৭টি শর্ত আছে। এগুলো না
মানলে শুধু মুখে বললেই জান্নাত নিশ্চিত নয়।

1. ইলম (জ্ঞান): এর অর্থ বুঝে বলা। (আল্লাহ ছাড়া কোনো
উপাস্য নেই – এর প্রকৃত মানে জানা)

2. ইয়াকীন (অটল বিশ্বাস): কোনো সন্দেহ ছাড়া দৃঢ়ভাবে
মানা ৷

3. কবুল (গ্রহণ): অন্তর দিয়ে স্বীকার ও মেনে নেওয়া।

4. ইনকিয়াদ (আত্মসমর্পণ): আল্লাহর নির্দেশে চলা।

5. সিদক (সত্যবাদিতা): অন্তর ও মুখের মধ্যে মিল থাকা।

6. ইখলাস (নিষ্ঠা): শুধু আল্লাহর জন্য বলা, রিয়া বা ভণ্ডামি ছড়া।

7. মাহাব্বাহ (ভালোবাসা): আল্লাহ ও তাঁর রাসূল কে
সর্বোচ্চ ভালোবাসা দেওয়া।

সহজভাবে বললে
যে ব্যক্তি আল্লাহকে একমাত্র উপাস্য মেনে এবং তাঁর
আনুগত্যে জীবন কাটায়, সে অবশ্যই জান্নাত পাবে। তবে
কেউ যদি মুখে বলে কিন্তু কাজে না মানে (যেমন: শিরক
করে, নামাজ ত্যাগ করে), তাহলে এ প্রতিশ্রুতি তার জন্য
প্রযোজ্য নয়।

02/09/2025

আপনি একজন ব্যর্থ বাবা

আমি অন্যেরটা দেখে আফসোস করি না
01/09/2025

আমি অন্যেরটা দেখে আফসোস করি না

01/09/2025

এমনও আছে ভালো মানুষ রাত্রে বেলা ঘুমাইছে

31/08/2025

আল্লাহর অবাধ্য বান্দা | মাওলানা আনিসুর রহমান আশরাফী

মৃত্যুর পর আপনার স্মার্টফোনের কি হবে ?হয়তো কোনো এক ব্যস্ত দুপুরে, অথবা ঘুম ভাঙা ভোরেজীবন থেমে যাবে। নিঃশব্দে, হঠাৎ। আপন...
31/08/2025

মৃত্যুর পর আপনার স্মার্টফোনের কি হবে ?

হয়তো কোনো এক ব্যস্ত দুপুরে, অথবা ঘুম ভাঙা ভোরে
জীবন থেমে যাবে। নিঃশব্দে, হঠাৎ। আপনার ঘর,
কাপড়, চায়ের কাপ-সব কিছুই থাকবে। থাকবে আপনার
স্মার্টফোনটিও। শুধু আপনিই থাকবেন না।

আপনি যখন থাকবনে না, স্মার্টফোনটা তখন হবে এক
নিঃশব্দ স্মৃতিকার। তাতে থাকবে আপনার প্রিয়জনের
গলা-ভয়েস নোটে। থাকবে সেই একটাই ছবি-যেটা আপনি
শেষবার তুলেছিলেন সূর্যাস্তের দিকে তাকিয়ে। থাকবে কিছু অসমাপ্ত খসড়া, কেউ হয়তো কখনও পড়বেই না। থাকবে সেই হোয়াটসঅ্যাপ মেসেজ-"পরে লিখছি" বলে রেখে যাওয়া, যেটা আর কখনও লেখা হবে না।

আপনার মা কিংবা স্ত্রী হয়তো সেটা তুলে নিবে একদিন।
বিছানার পাশে রাখা সেই ফোন, যেটা প্রতিদিন ঘুম ভাঙার
আগে আপনি হাতে নিতেন। যেটা আপনি নিয়ে ঘুরেছেন
চারদিকে, তুলে রেখেছেন হাজারটা মুহূর্ত।

হঠাৎ চোখে পরবে কিছু ছবি। একটা সেলফি, যেখানে
আপনি হেসেছিলেন ঠিক তার দিকে তাকিয়ে।

একটা নোট-যেখানে লেখা ছিল "ঈদের বাজারেরতালিকা",
কিংবা "মাকে ফোন দিতে হবে।" হয়তো খুঁজে পায়
এমন কোনো মেসেজ, যেটা আপনি কাউকে পাঠাতে
চেয়েছিলেন, কিন্তু পাঠাননি। তাতে লেখা ছিল: "আমি
আসলে খুব একা। ।

আপনার সন্তান একদিন বড় হয়ে খুঁজে পাবে আপনার
ফোন। খেলাচ্ছলে খুলে দেখবে কিছু ভিডিও। দেখবে
আপনি তাকে কোলে নিয়ে রেখেছিলেন, আর বলছিলেন,
“বাবা, তুমি আমার দুনিয়া।" সে তখন বুঝবে-একটা ফোন
আসলে শুধু ফোন ছিল না, এটা ছিল এক জীবনের কাঁচা
দলিল।

মৃত্যু অনিবার্য, এবং আমাদের উচিত মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেওয়া। আমাদের স্মার্টফোনে থাকা তথ্যগুলো আমাদের জীবনের প্রতিচ্ছবি। তাই আমাদের উচিত, স্মার্টফোনে এমন কিছু সংরক্ষণ করা, যা আমাদের মৃত্যুর পরেও আমাদের জন্য সওয়াবের কারণ হতে পারে। অন্তত এমন কিছু না রাখা যা প্রকাশিত হলে আমাদের লজ্জায় পরতে হয়।

তাই আমাদের উচিত, স্মার্টফোনকে এমন এক বন্ধু
বানানো, যে মৃত্যু পরবর্তী জীবনেও আমাদের জন্য সাক্ষী
হবে কল্যাণের। মৃত্যুর প্রস্তুতি শুধু জানাজা বা কবরের
কাপড়েই নয়-প্রস্তুতি লাগে ডিজিটাল দুনিয়াতেও।

এডমিন পোস্ট

31/08/2025

এক নর্ত'কি তোমায় ফোন করছে

30/08/2025

কালো গিলাপ যে দেখে নাই
সে জীবনে কিছুই দেখে নাই

মাওলানা আনিসুর রহমান আশরাফী

হাতে ২ মিনিট সময় থাকলে গল্পটা পড়েযাবেন.! ↓↓একটা মেয়ে ছিল পবিত্র কোরআন তেলাওয়াত করতে খুবভালোবাসতো!!সময় পেলেই সে কোরআ...
30/08/2025

হাতে ২ মিনিট সময় থাকলে গল্পটা পড়ে
যাবেন.! ↓↓

একটা মেয়ে ছিল পবিত্র কোরআন তেলাওয়াত করতে খুব
ভালোবাসতো!!

সময় পেলেই সে কোরআন তেলাওয়াত করতো!?
তার ব্যাগে সব সময় ছোট একটি কোরআন থাকতো!
গাড়িতে বসেও সে কোরআন পরত! তার কোরআন
তেলাওয়াত এতো মধুর ছিল, যে কোন পাষান ব্যক্তির মন
গলে যেতো!

রাতে যখন ঘুম ভাঙতো, তখনই কোরআন পরতে শুরু
করতো! এক দিন মেয়েটি মারা যায়। তার মা আদরের
মেয়েকে হাড়িয়ে পাগলের মত হয়ে যায়,, !

হটাৎ এক দিন রাতে তার মা মেয়েকে স্বপ্নে দেখে এবং
তার ঘুম ভেঙে যায়, এবং তার মা তার রুম থেকে কান্নার
আওয়াজ শুনতে পায়! তিনি ভয়ে সে ঘরে যায়নি পরের
দিন সকালে মেয়েটির বাবা কে তিনি খবর টি জানালেন!!

কিন্তু সে বিশ্বাস করে না, পরের দিন রাতে আবার মা সেই
কান্নার আওয়াজ শুনতে পায়!!

তার পর মেয়েটির বাবা কে ডাকেন! মেয়েটির বাবাও সেই
আওয়াজ শুনে ভয় পেয়ে যান!

তার এই ঘটনা মসজিদের ইমাম সাহেব কে বলেন! ইমাম
সাহেব এই ঘটনা যাচাই করার জন্য, ঐ মেয়ের বাসায় এক
রাত থাকেন!

রাত একটা বাজতে না বাজতেই সবাই সেই কান্নার
আওয়াজ শুনতে পায়। মনে হচ্ছিল অনেকে মিলে কান্না
করতেছে, তখন ইমামা সাহেবও কেঁদে ফেললেন, আর
বললেন এটা ফেরেশতাদের কান্নার আওয়াজ! মেয়েটি
প্রতিদিন রাতেই এই সময় কোরআন তিলাওয়াত করতো!
যা শুনতে ফেরেশতারা এখানে আসত! এখন মেয়েটিকে
না দেখতে পেয়ে তারা প্রতিদিন রাতে এই সময়ে এসে কান্না
করে...!!

রাসূল (সাঃ) বলেছেন কোরআন পাঠে দক্ষ ব্যক্তি
উচ্চমর্যাদাসম্পূর্ণ ফেরেশতাদের সঙ্গী হবে...!!?
(সুনানে আবু দাউদ-(১৪৫৪)

আল্লাহ আমাদের সবাই কে এভাবে কোরআন তেলাওয়াত
করার তৌফিক দান করুন, আমীন

এডমিন পোস্ট

30/08/2025

আমরা ভালবাসি একরকম, অনুসরণ করি অন্যরকম | We love one way, follow another.

29/08/2025

একদিন দুনিয়ার মৃত্যু হবে, সেটাই হলো কেয়ামত

মাওলানা আনিসুর রহমান আশরাফী

-তুমি পর্দা করো?-জ্বি করি!-তাহলে আজ একজনের মোবাইলে তোমার ছবি দেখলামযে?-কই নাতো! আমি কাউকে ছবি দিইনি!-না দিলে ওরা পাবে কো...
29/08/2025

-তুমি পর্দা করো?
-জ্বি করি!
-তাহলে আজ একজনের মোবাইলে তোমার ছবি দেখলাম
যে?
-কই নাতো! আমি কাউকে ছবি দিইনি!
-না দিলে ওরা পাবে কোত্থেকে? ওরা যেভাবে গোল হয়ে
দাঁড়িয়ে ছবিটা দেখছিল,যে কারোরই খারাপ লাগবে!
-ও আচ্ছা! আমার ফেসবুক আইডি থেকে নিয়েছে তাহলে।

-এ কেমন পর্দা! তুমি বোরখা গায়ে বাইরে যাবে কিন্তু
ফেসবুক-ওয়াটসআপ-ইনস্ট্রাগ্রামে তোমার ছবি হাতে হাতে
ঘুরবে! তোমাকে আম্মাজান আয়েশা (রাঃ) এর ঘটনা
বলেছি না?

-কোনটা?

-ভুলে গেছো। ঠিক আছে আবার বলছি! আম্মাজান
বলেছেন:- “আমি মাঝেমধ্যে আমার ঘরে প্রবেশ করতাম।
যেখানে নবীজি (সা.) শুয়ে আছেন। আমার আব্বাজান
শুয়ে আছেন। কোনো পর্দা ছাড়াই! কিন্তু যখন উমারকে
সেখানে দাফন করা হলো,আমি নিজেকে পুরোপুরি কাপড়ে
মুড়িয়ে সে ঘরে যেতাম। উমরকে লজ্জা লাগতো যে!”
দেখো মা! তিনি একজন কবরবাসী মৃত মানুষের
সামনেও পর্দাহীন যেতে লজ্জাবোধ করেছেন! আর
তোমরা অফলাইনে পর্দা করলেও অনলাইনে অন্যরকম!
আফসোস!

বই: যাররাতিন খাইরান
লেখক: শাইখ আতিক উল্লাহ হাফিযাহুল্লাহ।

Address

দাউদকান্দি
Comilla
3516

Alerts

Be the first to know and let us send you an email when Anisur Rahman Ashrafi waz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anisur Rahman Ashrafi waz:

Share

Category