JS Bhuiyan Azim

JS Bhuiyan Azim সঠিক সময় হলে আল্লাহ সব কিছু দিয়ে দিবেন�
_ শুধু ধৈর্য ধরতে হবে -�︎

বাসায় রাখুন জরুরি ১২টি প্রয়োজনীয় ওষুধমুহূর্তের মধ্যে যেকোনো হঠাৎ অসুস্থতার প্রাথমিক চিকিৎসার জন্য এগুলো কাজে লাগতে পা...
17/09/2025

বাসায় রাখুন জরুরি ১২টি প্রয়োজনীয় ওষুধ
মুহূর্তের মধ্যে যেকোনো হঠাৎ অসুস্থতার প্রাথমিক চিকিৎসার জন্য এগুলো কাজে লাগতে পারে।

1. Sergel 20 mg – গ্যাস্ট্রিকের সমস্যা হলে সকালে ও রাতে খালি পেটে সেবন করুন।

2. Viset 50 mg – যেকোনো পেটব্যথা বা মহিলাদের পিরিয়ডের সময় ব্যথা হলে ভরা পেটে খাবেন।

3. Napa Extend – জ্বর বা ব্যথা হলে সেবন করুন। (প্রেগন্যান্ট হলে কেবল Napa খাবেন)

4. Ecosprin 75 mg – বুকে চাপ বা তীব্র ব্যথা হলে একসাথে ৪টি ট্যাবলেট খাবেন।

5. Flazyl 400 mg – পাতলা পায়খানা বা আমাশয় হলে খাবেন।

6. Tufnil 200 mg – প্রচণ্ড মাথাব্যথা হলে খাবেন, ইমার্জেন্সিতে কার্যকর।

7. Tory 120 mg – দাঁতের ব্যথা হলে খাবেন।

8. Rupa 10 mg বা Fexo 120 mg – সর্দি, ঠান্ডা, কাশি বা অ্যালার্জিতে খাবেন।

9. Emistat 8 mg – বমি বা বমি বমি ভাব হলে খাবেন।

10. Tenoloc 50 mg বা Amdocal 5 mg – হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে খাবেন।

11. Viodin 10% – কাঁটা-ছেঁড়া, রক্তপাত বন্ধ ও জীবাণুমুক্ত করার জন্য।

12. Burna Cream – আগুনে বা গরম পানিতে ছ্যাঁকা লাগলে ত্বক শুকাতে ও ঠান্ডা রাখতে সাহায্য করে।

💡 সতর্কতা:

যেকোনো ব্যথার ওষুধ খাবার আগে অবশ্যই ভরা পেটে খাবেন।
এগুলো প্রাথমিক চিকিৎসার জন্য; প্রয়োজনে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।

17/09/2025

যে বয়সে মায়ের কোলে থাকার কথা , সেই বয়সে নিজের হাতে ভাত খাচ্ছে একা।
এরাই আমাদের ভবিষ্যৎ

11/09/2025

সৌদি আরবে কাজের কথা বলে গাড়িতে তুলে
দিন দুপুরে প্রবাসীদের
গলা কেটে রাস্তায়
ফেলে দেওয়া হচ্ছে। আহা প্রবাসী

বাকরুদ্ধ 💔
02/09/2025

বাকরুদ্ধ 💔

31/08/2025
রাতের জেদ্দা
31/08/2025

রাতের জেদ্দা

31/08/2025

Good Night 🌇

19/08/2025

মাঝে মাঝে ভীষণ ক্লান্ত লাগে। সুখে নাকি অসুখে ঠিক জানি না! হাঁপিয়ে উঠি খুব। ইচ্ছে করে কোন সমুদ্রের পাড়ে কিংবা পাহাড়ের চূড়ায় হারিয়ে যাই। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখি। তা আর হয় না। মধ্যবিত্তের বিষণ্ণতা মিশে যায় জীবনের নানা সীমাবদ্ধতায়। এতোসবের ভীড়ে কখনো কখনো জীবনটাকে ভীষণ বোঝা মনে হয়। কেমন যেনো কোনো কিছুতেই টান নেই, সবকিছু থেকেই আগ্রহ হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। সময় ঠিকই চলে যাচ্ছে। তবুও মনে হয় আমি যেনো আটকে আছি জীবনের কোনো এক অচেনা কানাগলিতে। জীবনের এমন একটা নড়বড়ে সিচুয়েশনে আছি যেখানে এক প্রহর আনন্দে কাটলে, এক ঋতু কেটে যায় বিষণ্ণতায়...!

আমাকে গুছিয়ে দাও হে রব.আমি বিভ্রান্তি আর দুশ্চিন্তায় খুব ক্লান্ত 😔
16/08/2025

আমাকে গুছিয়ে দাও হে রব.
আমি বিভ্রান্তি আর দুশ্চিন্তায় খুব ক্লান্ত 😔

পেটের ক্ষুধা মিটিয়েছি, কিন্তু মনের ক্ষুধা অপমানেই রয়ে গেছে… তবুও উপরে না তাকিয়ে মুচকি হাসি দিয়ে উড়িয়ে দিয়েছি কত ব...
12/08/2025

পেটের ক্ষুধা মিটিয়েছি, কিন্তু মনের ক্ষুধা অপমানেই রয়ে গেছে… তবুও উপরে না তাকিয়ে মুচকি হাসি দিয়ে উড়িয়ে দিয়েছি কত বেলা।

05/08/2025

ধৈর্য আমার রুহুটা জ্বালিয়ে দিচ্ছে তবুও শেষটা সুন্দর হোক
নিশ্চয়ই আমার আল্লাহ উত্তম পরিকল্পনাকারী
তিনি কাউকে নিরাশ করেন না
ইনশাআল্লাহ

30/07/2025

আল্লাহর এই বিশাল দুনিয়ায় কোথাও না কোথাও আমার জন্য নিশ্চয়ই ঠাঁই আছে।
রিযিক যেখানেই হোক না কেন, আমি জানি আল্লাহ আমাকে সেখানেই নিয়ে যাবেন।
কারণ আমি নয়, আমার রিযিকই আমাকে টেনে নিয়ে যাবে আমার ঠিকানায়।

Address

Comilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when JS Bhuiyan Azim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share