JS Bhuiyan Azim

JS Bhuiyan Azim সঠিক সময় হলে আল্লাহ সব কিছু দিয়ে দিবেন�
_ শুধু ধৈর্য ধরতে হবে -�︎

09/07/2025

আগামীকাল কুমিল্লা বোর্ডের এইচএসসি এবং সারাদেশে আলিম ও কারিগরি পরীক্ষা স্থগিত।

অতঃপর, মানুষ চিরকালের জন্য একা!
04/07/2025

অতঃপর, মানুষ চিরকালের জন্য একা!

ছবির এই আমি এখন আর নেই।বেঁচে আছি, তবে আর আগের মতো হেসে উঠি না।
03/07/2025

ছবির এই আমি এখন আর নেই।
বেঁচে আছি, তবে আর আগের মতো হেসে উঠি না।

29/06/2025

"একদিন সুদিন আসবে" এই হেডলাইনে কত মানুষের মস্ত বড় জীবন শেষ হয়ে যায়, সুদিন আর আসেনি। আমাকেও "একদিন সুদিন আসবে" বলে মানুষ স্বান্তনা দেয়, আমি জানি যে জীবন পেয়েছি সে জীবনে সুদিনের নিয়তির লিখনি নেই।
-তবুও মিছেমিছি স্বান্তনা গিলে সেই বোকা হয়ে বসে থাকি, চোখ রাখি জীবন কোথায় সমাপ্তি অথবা জীবনের শেষ কতদূর!

23/06/2025

সৌদিতে এসে একটাই জিনিস গভীরভাবে বুঝেছি—মানুষের সহ্যশক্তির কোনো সীমা নেই। নিজের গায়ের চামড়া যে এতটা মোটা হতে পারে, সেটা কখনো কল্পনাতেও ছিল না!

23/06/2025

মধ্যপ্রাচ্যে থাকা সকল বাংলাদেশীর জন্য দোয়া চাই।
আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখেন। 🤲

আমার কলিজার টুকরা ভাতিজা আর নেই…😭যে শিশুটার জন্য আমরা দিন গুনছিলাম, যে আজ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ঘরে ফিরবে বলে সবাই প...
22/06/2025

আমার কলিজার টুকরা ভাতিজা আর নেই…😭
যে শিশুটার জন্য আমরা দিন গুনছিলাম, যে আজ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ঘরে ফিরবে বলে সবাই প্রস্তুতি নিচ্ছিলাম—সে ফিরেছে ঠিকই, তবে নিথর দেহ নিয়ে।

মিষ্টি আনা হয়েছিল নাম রাখার আনন্দে, নামটাও ঠিক করে রাখা হয়েছিল। কিন্তু সেই নাম আর ডাকা হলো না...

আমার ভাতিজা অনেক কষ্ট সহ্য করেছিল, অনেক লড়াই করেছিল... সুস্থ ও হয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ কি থেকে কি হয়ে গেলো।
আজ সে সব কষ্ট থেকে মুক্ত হয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে।

সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের এই নিষ্পাপ ফুলটিকে জান্নাতুল ফিরদাউস নসীব করেন।
🤲💔

21/06/2025

আল্লাহ আমাদের পরিবারকে এক কঠিন পরীক্ষায় ফেলেছেন।
সব বুঝি না, তবুও জানি—
তোমার কাছে কোনো কিছুই অকারণে হয় না।
হে আল্লাহ! এই কষ্টকে রহমতে বদলে দাও।
আমাদের ধৈর্য দাও, শক্তি দাও।
আমীন 🤲

🕊 মানবিক আবেদন 🕊আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।আমাদের একজন বড় ভাই লোকমান হোসেন, পেশায় একজন কাঠ মিস্ত্রি, গত ৫-৬ মাস ধ...
19/06/2025

🕊 মানবিক আবেদন 🕊
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

আমাদের একজন বড় ভাই লোকমান হোসেন, পেশায় একজন কাঠ মিস্ত্রি, গত ৫-৬ মাস ধরে অসুস্থ অবস্থায় শয্যাশায়ী। তার শরীরে ইতোমধ্যে দুইবার অস্ত্রোপচার (অপারেশন) হয়েছে, এবং প্রতিবারেই অনেক খরচ হয়েছে। এখন আবারো তৃতীয়বার অপারেশনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

বর্তমানে তিনি চিকিৎসা চালিয়ে নেওয়ার মতো আর্থিক সামর্থ্য হারিয়ে ফেলেছেন। আপনাদের সাহায্য ও সহানুভূতিই পারে একজন পরিশ্রমী মানুষের জীবন বাঁচাতে।

লোকমান ভাই ছিলেন ফেনী সদর হাসপাতাল মোড় এলাকায় কাঠের দোকানে কর্মরত। অনেকেই হয়তো তাকে চিনেন।
অসুস্থ অবস্থার বিষয়ে সরাসরি কথা বলতে চাইলে ইমু বা ফোনে যোগাযোগ করতে পারেন।

📍 নাম: লোকমান হোসেন
📍 ঠিকানা: ধর্মপুর, সদর হাসপাতাল রোড, ফেনী
📞 ফোন: 01846-919783
📲 বিকাশ নম্বর: 01846-919783 (পার্সোনাল)

আসুন, একজন অসহায় রোগীর পাশে দাঁড়াই। আপনার ছোট্ট একটি সহযোগিতায় বাঁচতে পারে একটি জীবন।

আল্লাহ আমাদের সকলকে মানবিক হবার তাওফিক দিন। আমিন।

17/06/2025

সবাই আমার ভাতিজার জন্য দোয়া করবেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের NICU-তে কর্মরত ডাক্তার ও নার্সদের গাফিলতির কারণে আমার ভাতিজাসহ অনেক নবজাতক শিশুর অবস্থা আশঙ্কাজনক।
দুই ঘণ্টা এসি চালু করে রাখার পরপরই এই অবস্থার সৃষ্টি হয়।
এই গাফিলতির ফলে ইতোমধ্যেই ৫টি নিষ্পাপ নবজাতক শিশু মারা গেছে।
এই দায় এড়িয়ে যাওয়া যায় না। একজন নয়, একাধিক শিশুর জীবন নিয়ে খেলা হয়েছে।
আমরা শুধু ন্যায়বিচার চাই।
আল্লাহ আমাদের শিশুদের হেফাজত করুন। 🤲💔

11/06/2025

ঘুম না আসা দু'চোখ আজ ভীষণ ক্লান্ত, বুকের ভেতর নিশ্চুপ থাকা হৃদয়টাও আজ বড় অশান্ত।

11/06/2025

ভাগ্য আমাকে বিষাক্ত পরিস্থিতি ছাড়া আর কিছুই দিলো না।🙂

Address

Comilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when JS Bhuiyan Azim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share