
01/08/2025
পুত্রবধুর আশায় পথ চেয়ে থাকা মায়ের কোলে ফিরল নিথর ছেলে..
মা পথ চেয়ে বসে ছিল ছেলে তার পুত্রবধু নিয়ে আসবে। কিন্তু ছেলে ফিরে আসল নিথর দেহ হয়ে।
সারাদিনের আনন্দময় বিয়ের অনুষ্ঠান শেষে, বিয়ের পিড়িতে বসা হলো না অমিত কুমারের। বর অমিত কুমার সরকার তার মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে ঘর থেকে বের হয়ে আবেগভরে বিদায় নিচ্ছিলেন কনের বাড়িতে। সাজানো বিয়ের গাড়িতে ওঠার আগে শেষবারের মতো মাকে জড়িয়ে ধরেন তিনি। পাশে ছিল আরও কয়েকটি গাড়ির বহর, সবই কনের বাড়ির পথে যাত্রার জন্য প্রস্তুত।
কিন্তু কে জানতো, জীবনের সবচেয়ে সুখের এই মুহূর্তটিই হবে অমিতের জীবনের শেষ যাত্রা?
যাত্রাপথেই হঠাৎ অমিতের তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। সঙ্গে থাকা স্বজনেরা দ্রুত তাকে গৌরীপুর হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে অক্সিজেনসহ একটি অ্যাম্বুলেন্সে করে তাকে দ্রুত ঢাকায় পাঠানো হয়। ঢাকার ল্যাবএইড হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান অমিত কুমার সরকার।
এই হৃদয়বিদারক মৃত্যু শুধু একটি প্রাণকেই নিভিয়ে দেয়নি, ভেঙে দিয়েছে দুটি পরিবারের সব স্বপ্ন, সব প্রস্তুতি আর ভবিষ্যতের রঙিন ক্যানভাস। সদ্য বিয়ের সিঁদুর পরা কনের জন্য এ যেন এক অন্ধকার পৃথিবীর দ্বার।
মা পথ চেয়ে বসে ছিল ছেলে তার পুত্রবধু নিয়ে আসবে। কিন্তু ছেলে ফিরে আসল নিথর দেহ হয়ে।
৩১শে জুলাইয় ২০২৫ এই মর্মান্তিক ঘটনা প্রমাণ করে, জীবনের অনিশ্চয়তা কতটা নিষ্ঠুর হতে পারে।
কুমিল্লা, চান্দিনা।