Raja Fashion

Raja Fashion 79283335

দীর্ঘ চার/পাঁচ বছর পর জাঙ্গালিয়ার যুবকদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে,ইনশাআল্লাহ!  🥀🥀জাঙ্গালিয়া যুব সমাজের উদ্যোগে প্রথম বার্...
04/10/2022

দীর্ঘ চার/পাঁচ বছর পর জাঙ্গালিয়ার যুবকদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে,ইনশাআল্লাহ!

🥀🥀জাঙ্গালিয়া যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে,
আলহামদুলিল্লাহ। 🥀🥀

🥀তারিখ ২ /১ / ২৩ ইং 🥀

🌿স্থানঃ জাঙ্গালিয়া রেল স্টেশন সংলগ্ন মাঠ,
জাঙ্গালিয়া,সদর দক্ষিণ, কুৃমিল্লা।

🥀প্রধান মেহমানঃ
#আল্লামা_মুফতি_আমজাদ_হুসাইন_সাহেব_দাঃবাঃ
শায়খুল হাদীস, জামিয়া ইসলামিয়া মুজাফফরুল উলূম মুরাদনগর, কুমিল্লা

🥀প্রধান বক্তাঃ
#মাওলানা_মামুনুর_রশীদ_মাহমুদী_সাহেব ঢাকা

🥀বিশেষ মেহমানঃ
#মাওলানা_আব্দুল_বাসির_সিদ্দিকী_সাহেব ঢাকা

🥀বিশেষ বক্তাঃ
#মুফতি_আল_আমিন_আড়াইহাজারী নারায়ণগঞ্জ

🥀সভাপতিঃ
#আলহাজ্ব_আব্দুল_হালিম_সাহেব কুমিল্লা

🥀আমন্ত্রিত উলামায়ে কেরামঃ
#মাওনালাঃ আব্দুয যাহের সাহেব
#মাওলানাঃ আবরার সাহেব
#মাওলানাঃ জাকারিয়া সাহেব

🌿আপনারা সকলে আমন্ত্রিত 🌿

স্বামীর সাথে যখন ঝামেলা চলছিলো তখন অনেকে বলেছিলো স্বামীর সাথে বনিবনা না হলে ছেড়ে দেও! এর চেয়ে কত ভালো ছেলে পাবে, কারণ তো...
01/08/2022

স্বামীর সাথে যখন ঝামেলা চলছিলো তখন অনেকে বলেছিলো স্বামীর সাথে বনিবনা না হলে ছেড়ে দেও! এর চেয়ে কত ভালো ছেলে পাবে, কারণ তোমার চাকুরী আছে। আমিও ভেবে দেখেছিলাম তাই তো!!!
কিন্তু বাস্তবতা পুরোটাই উল্টো, যত ভালো জবই থাকুক না কেন!!!

দ্বিতীয় বার যখন কেউ আপনাকে বিয়ে করতে আসবে,বা বিয়ে করবে হয় সে আপনাকে করুনা করবে, না হয় সমাজ -পরিবারের কথা চিন্তা করে আপনাকে রাজি হয়ে যেতে হবে দায়মুক্তির জন্য!!

ডিভোর্স পরবর্তী বিয়ে করা এক আপুর সাথে আলাপ হলে, বলল ভাই বিয়ের ৩/৪ মাস ভাল গেলেও এখন প্রতিনিয়ত খোটা দেয়। আমি ভালো হইলে আমার কেন ডিভোর্স হলো!! আমি খারাপ, নষ্ট, বদ মেজাজী ইত্যাদি। কিন্তু এখন এসব অপমান সহ্য করে সংসার করে যেতে হবে মুখ বুজে!!
আগের যে ফ্রীডম ছিল এখন তা নাই মনের দিক থেকে বড় হয়ে আর থাকতে পারিনা। সব সময় নিজেকে ছোট মনে হয়।।

দ্বিতীয় পুরুষের ছোয়ায় প্রথম স্বামীর অনুভূতি গুলো মনের পরার মত এত বাজে অভিজ্ঞতা যেন কারো না হয়!!স্বামী- স্ত্রী সম্পর্কে ভুল বুঝাবুঝি হলে নিজেরাই মিটিয়ে ফেলুন । তৃতীয় কোন ব্যাক্তির পরামর্শ নিবেন না।

আপত দৃষ্টিতে মনে হতে পারে ডিভোর্স হলেই হয় বেঁচে যাবো, বাঁচবেন ঠিকই কিন্তু একা হয়ে যাওয়ার যন্ত্রণা আপনাকে শেষ করে দিবে। সাথে কোথাও চলাফেরা করতে গেলে নিজের হীনমন্যতা আর মানুষের আলগা করুনায় আপনার জীবন তখন আরও অতিষ্ট হয়ে যাবে। তাছাড়া প্রথম মানুষটির মত ভালোবাসা এবং সম্মান আর কোথাও পাবেন না।

পরামর্শ একটাই, স্বামী - স্ত্রীর সর্ম্পকের ভুল বুঝাবুঝি
হলে নিজেদের মধ্যে সমাধান করুন আর আপনি শিক্ষিত/ব্যবসায়ী নারী । নিজের আত্মঅহংকারের কথা চিন্তা করে স্বামীর হুকুমের বাহিরে চলাচল করবেন এমন মানসিকতার পরিবর্তন করুন।
মনে রাখবেন আপনি নারী। আর সে পুরুষ , আল্লাহ পুরুষদের কে পরিবারের কর্তা বানিয়ে পাঠিয়েছেন
আপনাকে না!!!

28/04/2022

ইব্‌নু ‘উমর (রাঃ) থেকে বর্ণিতঃ
সাহাবীগণ আল্লাহ্‌র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট (তাঁদের দেখা ) স্বপ্নের বর্ণনা দিলেন। লাইলাতুল কদররমযানের শেষ দশকের সপ্তম রাতে। তখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ আমি মনে করি যে, ( লাইলাতুল কদর শেষ দশকে হবার ব্যাপারে ) তোমাদের স্বপ্নগুলোর মধ্যে পরস্পর মিল রয়েছে। কাজেই যে ব্যক্তি লাইলাতুল কদ্‌রের অনুসন্ধান করতে চায় সে যেন তা শেয দশকে অনুসন্ধান করে।

হাদিসের মানঃ সহিহ হাদিস

আলহামদুলিল্লাহ! কালকের ডেলিভারি।
07/09/2021

আলহামদুলিল্লাহ! কালকের ডেলিভারি।

 #ক্রিংকেল_হিজাব 😍😍😍 #স্টক_ক্লিয়ারেন্স অফার পাইকারী প্রাইজ মাত্র ৬০/৯০টাকা পার পিছ 😱😱😱👉👉👉নিতে কমেন্ট বা ইনবক্স করুন এখু...
28/08/2021

#ক্রিংকেল_হিজাব 😍😍😍
#স্টক_ক্লিয়ারেন্স অফার পাইকারী প্রাইজ মাত্র ৬০/৯০টাকা পার পিছ 😱😱😱
👉👉👉নিতে কমেন্ট বা ইনবক্স করুন এখুনি!

27/08/2021

আলহামদুলিল্লাহ্!
ধন্যবাদ সবাইকে লাইক দিয়ে পাশে থাকার জন্য 💗💗💗

12/08/2021

যে সকল ডাক্তার নামক কসাই ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার কে নিয়ে নেগেটিভ বক্তব্য দিয়ে থাকেন তাদের উদ্দেশ্যেই ভিড....

07/07/2021
হতাশ হবেন না!বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স ৫৫ বছর।অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হি...
18/02/2021

হতাশ হবেন না!
বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স ৫৫ বছর।
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন, তখন তার বয়স ৬৯ বছর।
ঢাকায় যখন সকাল ৫ টা বাজে, লন্ডনে তখন রাত ১১ টা।
সময়ের হিসেবে লন্ডন, ঢাকার থেকে ছয় ঘণ্টা পিছিয়ে.!
এতে কিন্তু প্রমাণ হয় না যে, লন্ডন ঢাকার থেকে স্লো (slow)।
পৃথিবীর সবকিছু আপন গতিতে এবং নিজ সময় অনুযায়ী চলে।
কেউ গ্রাজুয়েশন শেষ করে ২২ বছর বয়সে,
কিন্তু চাকরি পেতে আরো ৫ বছর লেগে যায়।
আবার কেউ ২৭ বছরে গ্রাজুয়েশন শেষ করে, পরের দিনই চাকরি পেয়ে যান।
অনেকে ২৫ বছর বয়সে কোম্পানির CEO হয়ে, মারা যান ৫০ বছর বয়সে!
আবার অনেকে ৫০ বছর বয়সে CEO হয়ে, মারা যান ৯০ বছরে।
কেউ ৩৩ বয়সে এখনও সিঙ্গেল,
আবার কেউ ২২ বছর বয়সে বিয়ে করে সন্তান জন্ম দিয়েছেন।
আপনার মনে হতেই পারে পরিচিতদের মধ্যে,
আপনার থেকে কেউ অনেক এগিয়ে আছেন!
আবার কেউ আছেন অনেক পিছিয়ে!
- কিন্তু আপনার ধারনা ভুল,
প্রত্যেকেই তার নিজ নিজ সময়, অবস্থান এবং গতিতে আছেন।
আগে থাকাদের হিংসা না করে,
পিছিয়ে থাকাদের অবহেলা না করে,
সব সময় আপনি শান্ত থাকুন।
আপনি এগিয়েও নেই, পিছিয়েও নেই!আপনার পথ আপনার, অন্যের পথ অন্যের।
শুধু সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান,
একদিন সফল হবেন,ইনশাআল্লাহ।
সংগৃহীত ।

Address

Comilla
3500

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801999841959

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raja Fashion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Raja Fashion:

Share