Foodie Mamu

Foodie Mamu "খাওয়ার রাজ্যে মামুর রাজত্ব"
Foodie Mamu specially created for food lovers.

29/07/2025

"যার পাতে খাবার নেই, তার কাছে পৃথিবীও নিষ্ঠুর।"😔

রুটি চেয়ে কাঁদে শিশু, চোখে ধুলো, মুখে জল,মায়ের কোলেও নেই আশ্রয়, ভেঙে গেছে তার বল।পেছনে ঘরটা ধ্বংস, আগুন লেগে ছারখার,খেলন...
28/07/2025

রুটি চেয়ে কাঁদে শিশু, চোখে ধুলো, মুখে জল,
মায়ের কোলেও নেই আশ্রয়, ভেঙে গেছে তার বল।

পেছনে ঘরটা ধ্বংস, আগুন লেগে ছারখার,
খেলনার বদলে হাতে এখন, রক্তমাখা এক খেলার সামান।

একটুখানি পানি চায় সে, ঠোঁটটা কাঁপে শুকিয়ে,
পাশে পড়ে ভাইয়ের নিথর দেহ, কেউ কাঁদে না আর মুখিয়ে।

দুধের শিশুর চোখে শুধুই, বিস্ময়ের কান্নার রেখা,
জানে না সে—কেন পৃথিবী চুপ, কেন ঈশ্বরও একা।

রাতের আকাশে তারা নেই আর, বোমার ঝলক আলো,
ক্ষুধার চেয়ে ভয় বড় নয়, তবু খাবারই চায় ভালো।

পৃথিবীর কাছে একটুখানি, মানবতা কি চাওয়া বারণ?
একটুখানি ভাত, একটু আদর—এটাই কি এতই ভারন?

25/07/2025

♦️আজ আকাশটা আরও একটু মেঘলা, বাতাসটাও যেন থমকে গেছে।কারণ আজ আমরা হারিয়েছি আমাদের ভবিষ্যৎ — আমাদের স্কুলের ছোট্ট ছোট্ট নিষ...
22/07/2025

♦️আজ আকাশটা আরও একটু মেঘলা, বাতাসটাও যেন থমকে গেছে।
কারণ আজ আমরা হারিয়েছি আমাদের ভবিষ্যৎ — আমাদের স্কুলের ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশুদের।

একটি দুর্ঘটনা কেড়ে নিয়েছে অনেকগুলো কোমল প্রাণ,
যাদের মুখে ছিলো স্বপ্নের হাসি, চোখে ছিলো রঙিন ভবিষ্যতের ছবি।
তাদের ছোট ছোট খাতা, রঙিন ব্যাগ, আর পেন্সিল এখন শুধুই নিঃশব্দ স্মৃতি।

এই শোক কেবল সেই পরিবারের নয় — এটা পুরো জাতির,
এই কান্না কেবল একজন মায়ের নয় — এটা মাটির, বাতাসের, আকাশের।😭😭😭

যেখানে থাকার কথা ছিলো আনন্দ, সেখানে এখন কেবল শূন্যতা।
শিক্ষাঙ্গন হারিয়েছে তার সবচেয়ে মূল্যবান রত্নগুলো।

🌸 আমরা ক্ষমা চাই — এই সমাজের ব্যর্থতা ও অবহেলার কাছে।
🌸 আমরা প্রতিজ্ঞা করি — এই নিষ্পাপ শিশুদের আত্মত্যাগ যেন বৃথা না যায়।

তোমরা ভালো থেকো ওপারে, ছোট্ট পরিরা…
এই পৃথিবী তোমাদের প্রাপ্য নিরাপত্তা দিতে পারেনি, তার জন্য আমরা লজ্জিত।😔😔😔

21/07/2025
🌧️ "বৃষ্টির দিনে খিচুড়ি আর গরুর মাংস" 🍛🐄বৃষ্টির ছাঁট পড়ে জানালার কাঁচে,মনটা চায় খিচুড়ি – কড়াইতে নাচে।ভাপা ভাত নয়, হলুদে ...
17/07/2025

🌧️ "বৃষ্টির দিনে খিচুড়ি আর গরুর মাংস" 🍛🐄

বৃষ্টির ছাঁট পড়ে জানালার কাঁচে,
মনটা চায় খিচুড়ি – কড়াইতে নাচে।
ভাপা ভাত নয়, হলুদে মেশানো,
ডালে ভেজানো সেই চালটা হোক খাওয়ানো।

পাশেই যেন ধোঁয়া ওঠা এক হাঁড়ি,
গরুর মাংস, লাল রঙে ঝাড়ি।
আলুটা ভাজা, তেলটাও ঠিকঠাক,
রস গড়িয়ে পড়ুক, লুকিয়ে থাকুক ফাঁক!

টেবিলে বসে মা দিলো ডাক,
“খিচুড়ি রেডি, গরুটা ফাটাক!”
চাটনি, পেঁয়াজ, আর এক টুকরো ঝাল,
এমন দিনে খাওয়াটা হয় না বেহাল।

বৃষ্টি গায় গান, খিচুড়ি দেয় সুর,
গরুর মাংসে আছে মায়াবী গন্ধ ভরপুর।
আহারে জীবন, আহারে প্রেম,
এমন দিনে খাওয়া – বাঙালির টেম! 😄

❤️❤️কনকনে শীতের সকালে মাটিতে থাকা আদ্রতা যখন  উপরে উঠে গিয়ে কুয়াশার আকার নেয় তখন মনে এক রোমাঞ্চকর অনুভূতির সৃষ্টি হয়...
23/12/2024

❤️❤️কনকনে শীতের সকালে মাটিতে থাকা আদ্রতা যখন উপরে উঠে গিয়ে কুয়াশার আকার নেয় তখন মনে এক রোমাঞ্চকর অনুভূতির সৃষ্টি হয়। কবিমন সেই অনুভূতি ব্যক্ত করে নিজস্ব কাব্যিক ছন্দ ও উক্তির মাধ্যমে। আপামর জনতার হৃদয়ে ও কুয়াশাচ্ছন্ন পৃথিবী জাগায় এক আনন্দ আবেশ। সেই আনন্দ উদযাপনকে আরও এক নতুন মাত্রা দিতে আমরা তাই নিয়ে এসেছি সব সময় এর মতো খেজুরের ঝোলা গুড় বা রাব বা আদরশি ❤️❤️

আলহামদুলিল্লাহ এই সিজনের আদরশি বা রাব ডেলিভারি শুরু হয়ে গিয়েছে।

👉শপ ওমেন্স কলেজ এর হোস্টেল গেইট এর পূর্ব দিকে দক্ষিণ চর্থা চৌমুহনী তে। শপে এসে নিয়ে যেতে পারবেন।

Congratulations 🇧🇩🇧🇩🇧🇩
03/09/2024

Congratulations 🇧🇩🇧🇩🇧🇩

Address

Comilla
3500

Telephone

+8801736516300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Foodie Mamu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Foodie Mamu:

Share