Book Took Neela

Book Took Neela Books �

September Reading Journal 📑Theme - Brown 🤎অক্টোবর মাসের ১৬ দিন শেষ!  আর আমি এখন সেপ্টেম্বর মাসের রিডিং জার্নাল পোস্ট করি...
16/10/2025

September Reading Journal 📑
Theme - Brown 🤎
অক্টোবর মাসের ১৬ দিন শেষ! আর আমি এখন সেপ্টেম্বর মাসের রিডিং জার্নাল পোস্ট করি🙂
কিছু সময় আমি থেমে যাই আবার কখনো সময় আমাকে থামিয়ে দেয়।
সবমিলিয়ে আমি পিছিয়ে যাই পৃথিবী এগিয়ে যায় সবাইকে নিয়ে অনেক দূরে,,,,

Happy Reading 📚

বই: এই বসন্তেলেখক: হুমায়ূন আহমেদ বইয়ের নাম দেখে ভেবেছিলাম সাধারণ প্রেমের কাহিনি টাইপ কিছু হবে। কিন্তু আমার ধারণা পুরোপুর...
14/10/2025

বই: এই বসন্তে
লেখক: হুমায়ূন আহমেদ
বইয়ের নাম দেখে ভেবেছিলাম সাধারণ প্রেমের কাহিনি টাইপ কিছু হবে।
কিন্তু আমার ধারণা পুরোপুরি ভুল ছিলো। বেশ বাস্তবর্ধমী ও শক্তভিতের কাহিনি যা সত্তর দশকের কাছাকাছি সময়ের সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছেন। বইয়ের চরিত্রগুলোকেও বেশ ভালো ভাবে সাজিয়েছেন।
সমাজের নিরাপরাধ মানুষ শাস্তি ভোগ করে বিত্তবান প্রভাবশালীর কারণে। এছাড়া আইন ব্যনস্থার ত্রুটি তুলে ধরেছেন।
দবির চরিত্রটি ভালো লেগেছে আমার।
বরাবরের মতো লেখক বইয়ের কোনো এন্ডিং দেন নি। আমি ভেবেছিলাম হয়তো আমার বইয়ের পৃষ্ঠা নেই, পরে গুগল করে দেখলাম নাহ বইটা এমন অসমাপ্তই।
অনেকগুলো প্রশ্ন মাথায় প্যাঁচ লাগিয়ে বইটা শেষ করা হয়েছে।

পার্সোনাল রেটিং: ৪/৫

DIY Sunflower Bookmark 🌻👉Ingredients: Super Clay, Ice-cream stick, colour, glue           💛      🌻                      ...
29/09/2025

DIY Sunflower Bookmark 🌻

👉Ingredients: Super Clay, Ice-cream stick, colour, glue
💛 🌻

DIY Lotus Bookmark 🪷👉Ingredients: Super Clay, Ice-cream stick, colour, glue                                             ...
27/09/2025

DIY Lotus Bookmark 🪷

👉Ingredients: Super Clay, Ice-cream stick, colour, glue

বই: আর কতদিন লেখক : জহির রায়হান প্রথম দিকে মনে হবে মুক্তিযুদ্ধ নিয়ে, তারপর মনে হবে ধর্ম, বর্ণ, জাতি নিয়ে দাঙ্গা বা যুদ্ধ...
25/09/2025

বই: আর কতদিন
লেখক : জহির রায়হান

প্রথম দিকে মনে হবে মুক্তিযুদ্ধ নিয়ে, তারপর মনে হবে ধর্ম, বর্ণ, জাতি নিয়ে দাঙ্গা বা যুদ্ধ। এই পৃথিবী আছে যতদিন ততদিন ধর্ম নিয়ে অথবা বর্ণ নিয়ে অথবা জাতি নিয়ে দাঙ্গা যুদ্ধ এসব চলতেই থাকবে।

ছোট গল্প কিন্তু প্লট আর লাইনগুলোর মাহাত্ম্য বিশাল আর বিস্তৃত

বইটা আমি পুরাতন কিনেছি। বইয়ের শুরুতে এই লাইনগুলো ছিলো। বইয়ের মাঝে এই চিঠিটা পেয়েছি। একজন স্টুডেন্ট তার শিক্ষককে লেখা চিঠি।
পার্সোনাল রেটিং : ৪.৪/৫

বই: ম্যালিস লেখক: কিয়েগো হিগাশিনোঅনুবাদ: সালমান হক, ইশরাক অর্ণবদূর্দান্ত একটা থ্রিলার বই পড়ে শেষ করলাম। এতোটাই ভালো লেগে...
21/09/2025

বই: ম্যালিস
লেখক: কিয়েগো হিগাশিনো
অনুবাদ: সালমান হক, ইশরাক অর্ণব
দূর্দান্ত একটা থ্রিলার বই পড়ে শেষ করলাম। এতোটাই ভালো লেগেছে যে বইয়ের মধ্যে পুরো ডুবে গিয়েছিলাম। মাত্র দেড় দিন ২৫৪ পৃষ্ঠার বই পড়ে শেষ করে ফেলেছি।
প্রায় ৯০ পৃষ্ঠার কাছাকাছি আসার পর মনে হবে কেস তো সলভ খুনি ধরা পড়েছে তাহলে এতো বড় বই কেনো?
বাকি পৃষ্ঠায় কি আছে? খুনি কে তা জানা গেলেও খুনের মোটিভ বের করতেই পুরো বই শেষ হয়েছে।
ঠিক কি কারণে খুন হয় তা নিয়ে চলে ডিটেকটিভ কাগার অসীম ধৈর্যের পরীক্ষা।
এটি কাগা সিরিজের ১ম বই। কিয়োচিরো কাগা একজন ডিটেকটিভ।
বইয়ের শুরুতে দোশসেরা লেখক কুনিহিকো হিদাকা খুন হয়। হিদাকার বন্ধু ওসামু নোনোগুচি। কিন্তু আসলেই কি তাদের মধ্যে বন্ধুর সম্পর্ক ছিলো?
এদিকে নোনোগুচির স্কুলের প্রাক্তন সহকর্মী ছিলেন কাগা।
খুনের মোটিভ ও খুনি কে জানার পরেও কিছু একটা খটকা লাগে কাগার। পরবর্তীতে কাগা যতই অতীতের খোঁজ করতে থাকে কেসের ততই অবাক হয় এবং বুঝতে পারে খুনির লক্ষ্য শুধু খুন করা নয় নিজে থেকে পুলিশের কাছে ধরা পড়াও তার লক্ষ্য। কিন্তু কেনো?
এই কেনো জানতে বইটা পড়তে পারেন। বেশি কিছু বললে স্পয়লার হয়ে যাবে।
অনেক দিন পর থ্রিলার বই পড়ে বেশ ভালো লেগেছে।

পার্সোনাল রেটিং: ৪.৭/৫

বই: সম্রাট লেখক: হুমায়ূন আহমেদ বইটা পড়তে গিয়ে আপনার মনে হবে আসলে এটা কি হুমায়ূন আহমেদ এর লেখা? বইয়ের গল্প শুরুর আগেই লেখ...
18/09/2025

বই: সম্রাট
লেখক: হুমায়ূন আহমেদ
বইটা পড়তে গিয়ে আপনার মনে হবে আসলে এটা কি হুমায়ূন আহমেদ এর লেখা?
বইয়ের গল্প শুরুর আগেই লেখক বলেছেন এটা 'ওয়াইল্ড গীজ' বইটির ছায়া অবলম্বনে লেখা তবে চরিত্রবিন্যাস ওনার নিজের।
বইটি মূলত রাজনীতি আর থ্রিলারের সংমিশ্রণ।
প্রথমদিকে চরিত্র গুলো ধরতে পারছিলাম নাহ বেশ স্লো গিয়েছে পড়া। মাঝামাঝি এসে আগ্রহ বাড়তে শুরু করে।
আফ্রিকার মোরান্ডার সম্রাট জুলিয়াস নিশো কে নিজ বাসা থেকে বন্দি করে ফোর্টনকে এক দূর্গম জায়গায় নেয়া হয়। সামরিক শাসক জেনারেল ডিফো এই পরিকল্পনা করে। এবং পরিকল্পনার অংশ হিসেবে নিশোকে মৃত ঘোষণা করে রাস্ট্রীয় শোক ঘোষণা করা হয় এবং ডোফা প্রেসিডেন্ট হয়ে যায়।
কিন্তু নিশো জীবিত তা গোয়েন্দা সংস্থা সিআইএ বুঝতে পেরে সেনাবাহিনী থেকে বহিস্কৃত হার্ভি ফকনারের সাথে নিশোকে উদ্ধারের পরিকল্পনা করে। হার্ভি ফকনার অনেক গুলো শর্ত ও বেশ অনেক পরিমাণ অর্থের বিনিময়ে রাজি হয়। সেই শর্তে কারাবন্দী সহ অস্ত্রব্যবসায়ী, অবসরপ্রাপ্ত কমান্ডার সহ অনেকে ছিলো। ফকনারের প্ল্যানে বিশাল সৈন্য বাহিনী গড়ে তোলা হয়।
তারপর নিশোকে উদ্ধার করা এরপর রাজনৈতিক চাল সবমিলিয়ে বেশ ভালো ছিলো বইটা।
শেষের থ্রিলিংটা আমি এক্সপেক্ট করতে পারিনি।
নিশোর সাহিত্যপ্রীতি বিষয়টা বেশ ভালো লেগেছে।
বাকি কাহিনি আপনারা পড়ে নিবেন।
পার্সোনাল রেটিং: ৪.২/৫

August Reading Journal 📑Theme - Orange 🧡ছবি তোলার আলসেমির জন্য এতো দেরীতে পোস্ট করা😑Happy Reading 📚                     ...
12/09/2025

August Reading Journal 📑
Theme - Orange 🧡
ছবি তোলার আলসেমির জন্য এতো দেরীতে পোস্ট করা😑

Happy Reading 📚

বই: কহেন কবি কালিদাস লেখক: হুমায়ূন আহমেদ বইতে একটা ধাঁধা ছিলো - "কহেন কবি কালিদাস পথে যেতে যেতে নাই তাই খাচ্ছ থাকলে কোথা...
09/09/2025

বই: কহেন কবি কালিদাস
লেখক: হুমায়ূন আহমেদ

বইতে একটা ধাঁধা ছিলো -
"কহেন কবি কালিদাস
পথে যেতে যেতে
নাই তাই খাচ্ছ
থাকলে কোথায় পেতে? "
😁 এটার উত্তর কে কে জানেন?
আমি আগে থেকেই জানতাম।

আচ্ছা বইয়ের রিভিউতে আসি এবার। মিসির আলির অন্য বইয়ের মতো একটি মেয়ে এসে উপস্থিত হন মিসির আলির বাসায়। তারপর তার সমস্যা সমাধানের জন্য একটা বাড়ি লিখে দিবেন। মিসির আলি রাজি হন না প্রথমে। তারপর মেয়েটি কনভেন্স করেন। মেয়েটির নাম সায়েরা বানু। সে তার নিজের জীবন ও সমস্যা নিয়ে লেখা একটি খাতা দিয়ে যান।
তারপর সেই লেখা ধরে রহস্য উন্মোচন করতে লেগে গেলেন মিসির আলি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে সায়েরা বানু রসায়ন নিয়ে পিএইচডি করা তার বাবাও রসায়নের শিক্ষক ছিলেন তাই দুই বোনের নাম মিথেন, ইথেন রাখেন।
সায়েরা বানু তার লেখায় জানায় তার বাবা ইবলিশ শয়তান দেখেন এবং তার সাথে কথা বলেন আর সারাদিন ধর্মকর্ম নিয়ে ব্যস্ত থাকে। তিনি দুই মেয়েকে বলেন ইবলিশ শয়তান তাদের ক্ষতি করতে পারে সাবধানে থাকতে।
পরবর্তী দুই মেয়ের সাথেও নাকি ইবলিশ শয়তানের দেখা হয় কথা হয়। সায়েরার ছোট বোন ছাদ থেকে পড়ে মারা যায় মূলত এটা খুন নাকি সুইসাইড, কিন্তু সায়েরা বাবা বলেন ইবলিশ শয়তান খুন করেছে। যা নিয়ে কনফিউশান তৈরি হয়।
মিসির আলিকে বেশ বিভ্রান্ত করছিলো লেখা গুলো।
কিন্তু মিসির আলি সায়েরা বানুর চিন্তার বাইরে গিয়ে খোঁজ খবর নেন। তারপর নানা যুক্তিতে রহস্য উন্মোচন করেন।
রহস্য টা বলতে চাচ্ছি না বলে দিলে বইটা পড়ে মজা পাবেন না।
মিসির আলি সিরিজের মধ্যে এটা আমার যুক্তি তর্কে বেশ ভালো লেগেছে।
পার্সোনাল রেটিং : ৪.৬/৫

বই: শ্রাবণমেঘের দিন লেখক: হুমায়ূন আহমেদ বিষন্নতা নিয়ে হুমায়ূন আহমেদ এর বই পড়া ঠিক না। বিষন্নতার স্কেল ছাপিয়ে যায় আরো। পু...
04/09/2025

বই: শ্রাবণমেঘের দিন
লেখক: হুমায়ূন আহমেদ

বিষন্নতা নিয়ে হুমায়ূন আহমেদ এর বই পড়া ঠিক না।
বিষন্নতার স্কেল ছাপিয়ে যায় আরো।

পুরাতন বই কিনেছিলাম, শুরুর পৃষ্ঠার লেখাটা এতো সুন্দর লেগেছে। পড়তে গিয়ে দেখলাম 'অশ্রুদিঘি' একটা দিঘির নাম।
এই বইয়ের গল্পে একটা নাটক বা টেলিফিল্ম আছে। অনেক আগে দেখেছিলাম। বইটা আমি গত কয়েকদিনে পড়েছি + সময় সল্পতায় অডিও বুক শুনেছি কিছু অংশ। অডিও শুনতে শুনতে সেলাই আর চুড়ির কিছু কাজ করেছি।
শেষের ৬০ পৃষ্ঠা আজকে এক বসায় শেষ করেছি এখন।
কিছু বই থাকে আবার পড়তে ইচ্ছে করবে হঠাৎ তেমন একটি বই।
শাহানা আর কুসুম চরিত্র দুটো বেশি ভালো লেগেছে। হাসি, কান্না, ঐশ্বর্য, দারিদ্রতা, প্রেম, বিচ্ছেদ, জন্ম, মৃত্যু সবই ছিলো।

পার্সোনাল রেটিং:৪.৮/৫

Address

Comilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Book Took Neela posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share