Mita's Dairy

Mita's Dairy Let's fun

02/12/2025
02/12/2025

শুভ সকাল

রাখের ব্রত
11/11/2025

রাখের ব্রত

জীবন্ত অসাম্প্রদায়িক ইতিকথাঃচুকনগর জেনোসাইড  মানবিক পিতা, গল্প নহে সত্য!ধর্ম মানুষ কে মানবতা শিখায়, হিংসা নহে!এক মহান ম...
02/11/2025

জীবন্ত অসাম্প্রদায়িক ইতিকথাঃ
চুকনগর জেনোসাইড

মানবিক পিতা, গল্প নহে সত্য!
ধর্ম মানুষ কে মানবতা শিখায়, হিংসা নহে!

এক মহান মানুষ এরশাদ আলী মোড়লের পিতৃস্নেহ এবং ১৯৭১ সালে খুলনার চুকনগর গণহত্যায় বেঁচে যাওয়া দুগ্ধপোষ্য সুন্দরীবালা

এক মহান পিতা ১৯৭১ সালের ২১ মে চুকনগরের লাশের স্তূপ থেকে বুকে তুলে নেন পাকি বংশদের বর্বরতায় সদ্য অনাথ এক ৫/৬ মাসের দুগ্ধপোষ্য কন্যাশিশুকে! তাঁকে নিয়ে মানবতার এক অমর গাথা আজ লিখছি!

নিজের বাড়িতে আজান,নামাজ কোরান পড়ার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী পরিবারে জন্ম নেয়া শিশুটিকে পূজা অর্চনার মাধ্যমে তার পারিবারিক রীতিতে বড়ো করলেন, বিয়ে ও দিলেন সনাতন ধর্মাবলম্বী পাত্রের সাথে।

একাত্তরের ২০ মে বাড়িতে নিয়ে আদর, যত্ন, ভালোবাসায় পিতৃস্নেহে বড়ো করে বিয়ে দিলেন অচেনা সেই অনাথ শিশুকে।
সনাতন ধর্মের সাথে মিল রেখে নাম রেখেছিলেন রাজকুমারী সুন্দরীবালা।
বাড়ির কোণে ঠাকুরঘর তৈরি করে উঠোনে তুলসী গাছ রেখে পূজো আর্চা,গীতা পাঠ শিখিয়ে বড়ো করেছেন। একই ঘরে আযান এবং উলু ধ্বনি একাকার হয়ে যায়।
রাজকুমারী সুন্দরীবালা বেড়ে উঠবার পর সনাতন সম্প্রদায়ের পাত্রের কাছে তাঁর বিয়ে দেন কৃষক এরশাদ আলী মোড়ল।

১৯৭১ সালের ২০ মে মুক্তিযুদ্ধের সময়ে একসাথে ১০ হাজার নর-নারী এবং শিশুকে হত্যা করে পাকিস্তানী সেনাবাহিনী এবং তাদের দোসর রাজাকার, আলবদর, আলসামস বাহিনী।

একাত্তরের বর্বরতম এ গণহত্যা সংঘটিত হয় খুলনা জেলার চুকনগর গ্রামে ভদ্রা নদীর পাড়ে।
চুকনগরের প্রতিটি নারী-পুরুষকে একটি মন্দিরের সামনে এনে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যাযজ্ঞের একদিন পর লাশের পাহাড়ে পিতাকে খুঁজতে আসেন কৃষক এরশাদ আলী মোড়ল।

২১ মে ১০ হাজার নারী-পুরুষের রক্তাক্ত লাশের স্তুপ ঘেঁটে নিহত পিতার লাশ না পেয়ে শোকস্তব্ধ এরশাদ আলী চলে আসবার উদ্যোগ নিতেই শিশুর কান্নার শুনে থমকে যান।
তাকিয়ে দেখলেন, নিহত এক মহিলার বুকের উপর হামাগুড়ি দিয়ে একটি ক্ষুধার্ত শিশু আকুল হয়ে দুধ খুঁজছে!

পিতৃস্নেহে আর্দ্র হৃদয়ে শিশুটিকে কোলে তুলে নিহত মহিলার দিকে তাকিয়ে দেখলেন মহিলাটির হাতে সাদা শাঁখা মাথায় রক্তরাঙা সিঁদুর। সনাতন ধর্মের নিরীহ কন্যাশিশুটির বয়স ছিল তখন আনুমানিক ৬ মাস।

মহান এই বাবার প্রতি বিনম্র শ্রদ্ধা রইলো।

সংগ্রহজাল/

আমরা একাত্তর।।

একটা মিষ্টি সকালের শুভেচ্ছা রইলো
02/11/2025

একটা মিষ্টি সকালের শুভেচ্ছা রইলো

শুভ সন্ধ্যা
01/11/2025

শুভ সন্ধ্যা

অনেক দিন দরে অসুস্থ থাকায় পেইজ থেকে ছিটকে পরে গিয়েছিলাম। আবার ও একটিভ হবো আশা করি সবাই কেমন আছেন...?
31/10/2025

অনেক দিন দরে অসুস্থ থাকায় পেইজ থেকে ছিটকে পরে গিয়েছিলাম।

আবার ও একটিভ হবো আশা করি

সবাই কেমন আছেন...?

Address

Comilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mita's Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share