09/11/2025
জীবন কতো অদ্ভুত!
বাবা-মা থেকে একটা সন্তান যখন জন্মগ্রহণ করে সেই শিশুটি কতো যত্নের পর বড় হতে থাকে।তাকে নিয়ে বাবা-মায়ের কতো আহ্লাদ কতো মায়া-মমতা!
ধীরে ধীরে শৈশব থেকে সে কৈশোরে পা দেয়।দুষ্টুমি খেলাধুলা, নানারকম অবুঝ আচরণে বেড়ে উঠতে থাকে।
সেই বাচ্চা বাচ্চা আচরণগুলো একসময় মিলিয়ে যেতে থাকে।মানুষ বাস্তবিক হয়ে উঠে। এটা যৌবন কাল।
খুব সাবধানে, অনেক দায়িত্বের দিকে মানুষ এগিয়ে যায়।পড়ালেখা,ক্যারিয়ার,চাকরি, বিয়ে,বাবা-মাকে দেখাশোনা কতো কিছু কাধে ভর করে।
শুরুতে সংসার জীবনটাও কতো রঙিন।সব কিছুই ভালো লাগে,নতুন ভাবে বাঁচতে শেখায় দায়িত্ব আর পরিবারের প্রিয়জনেরা।
এগুলোও খুব বেশিদিন না!
পনেরো অথবা বিশ বছর।তারপর সংসার জীবনও শুধু ডাল -চাল,আটা-ময়দা আনা পর্যন্তই প্রয়োজনীয় হয়ে উঠে। মানুষ যেতে থাকে কিছুটা অবসরে।
এটা বার্দ্ধক্যের ধাপ।সব ফেলে মানুষ শেষ যাত্রার দিকে প্রস্তুত হতে থাকে। খাওয়াদাওয়া, ঘুম,কিছু ইবাদত আর চশমার চোখে দু-এক পাতা বই পড়া ছাড়া জীবনে আর বাকি তেমন কিছু থাকেনা।
কতো মানুষ হয়ে যায় সঙ্গীহারা।একজনের হাত ছেড়ে অন্য জন পাড়ি দেয় ওপাড়ের দুনিয়ায়।
আহ!কতো অসহায়ত্ব। সেও দিন গুনতে থাকে কবে চলে আসে তার প্রিয়জনের কাছে চলে যাওয়ার ডাক।
মানুষ বাঁচেই কতোদিন? তার মধ্যেও জীবনের একেকটা ধাপ কতো কম সময়ের!
যতদিন বাঁচবেন সকলের সাথে একটু ভালো করে বাঁচুন।প্রিয়জনদের আকড়ে থাকুন।সময় খুব কম!!খুবই কম!!
জীবন কতো অদ্ভুত ভাবুন!
✍️✍️