27/09/2025
অথচ সাজানো গোছানো একটা জীবন ওলট-পালট হয়ে যেতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড৷ একবার পা ফসকে গেলে, একটা রোগ ধরা পড়লে, একটা ভুল করে ফেললে - সব শেষ হয়ে যায় চোখের পলকে।
জীবনটা তো দুই দিনের না। জীবনের গল্পে অনেকগুলো পাতা। একদম শেষ পাতায় পরিণতিটা কেমন হবে, সেটা গল্পের মাঝামাঝি এসে কেউ কি জানে? কেউ জানে না।
Enjoy it while it lasts. Because the ultimate truth is:
"Nothing lasts forever!" ^_^