Megh Balika

Megh Balika "New page, new vibes �"

27/09/2025

অথচ সাজানো গোছানো একটা জীবন ওলট-পালট হয়ে যেতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড৷ একবার পা ফসকে গেলে, একটা রোগ ধরা পড়লে, একটা ভুল করে ফেললে - সব শেষ হয়ে যায় চোখের পলকে।

জীবনটা তো দুই দিনের না। জীবনের গল্পে অনেকগুলো পাতা। একদম শেষ পাতায় পরিণতিটা কেমন হবে, সেটা গল্পের মাঝামাঝি এসে কেউ কি জানে? কেউ জানে না।

Enjoy it while it lasts. Because the ultimate truth is:

"Nothing lasts forever!" ^_^

25/09/2025

~ সব সময় সমাধান খুঁজতে নেই; মাঝে মাঝে নীরবে তাকিয়ে দেখতে হয়, অসহায়ত্বের সুযোগ নিয়ে কে কেমন রং বদলায়!😌🌸

21/09/2025

সবকিছুই বদলে যায়...
মানুষ বদলে যায়, আবেগ বদলে যায়, এমনকি সম্পর্কগুলোও রঙ হারিয়ে ফেলে এক সময়। কিন্তু কিছু কিছু কথা থেকে যায়-যদি একদিন তোমার কিছুই মনে না থাকে, তবু এই আমি টাকে যেন মনে থাকে... আমি চাই না তুমি আমায় ভালোবাসো, আমি শুধু চাই- একটুখানি মনে রাখো।
তোমার এই ব্যস্ত জীবনের মাঝে কোথাও, এক চিমটি স্মৃতি হয়ে যেন রয়ে যাই।

16/09/2025

হ্যাঁ, আমি বৃষ্টি ভালবাসি,
কিন্তু সেই বৃষ্টি নয়—যে বৃষ্টি আমায় অসুস্থ করে।

হ্যাঁ, আমি রোদ ভালবাসি,
কিন্তু সেই রোদ নয়—যে রোদ আমায় পোড়ায়, কষ্ট দেয়।

হ্যাঁ, আমি বাতাস ভালবাসি,
কিন্তু সেই বাতাস নয়—যে বাতাস আমার সাজানো স্বপ্নগুলো এলোমেলো করে।

আর হ্যাঁ… আমি তোমাকেও ভালবাসি,
কিন্তু সেই "তুমি"কে নয়—যে আমায় অবহেলা করে,
অপমান করে, অবজ্ঞা করে… ❤️‍🩹

13/09/2025

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ-কষ্ট কাউকে না দেখানোই উত্তম।

জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ-কষ্টগুলো নিজের মাঝে এমনভাবে আড়াল করে রেখো, যেনো তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছ খুব। পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন। আকস্মিক ঝড়ে ঝরে গেছে জীবন বৃক্ষের সবকয়টি সবুজ পাতা।

শক্ত হও। নিজেকে নিজেকে বুঝাও যে- এত সামান্য, বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই এমন হালকা আঘাতে।

কান্না পেলে একা একা গোপনে কাঁদো, তবুও নিজের ক্ষতগুলো কাউকে দেখাতে যেও না।

মনে রেখো, যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না।

জানোই তো মানুষ বড় নির্দয়। ভেঙে যাওয়া মৌচাক দেখলে ক'টা ঢিল মেরে আরও বেশী ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায়।

13/09/2025
08/09/2025

দুঃখ কিসের...?
প্রাণ খুলে হাসুন, সবার জীবনেই সমস্যা আছে, ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি, জীবন মানেই তো হলো কখনো রোদ, কখনো বৃষ্টি...!🌸✨

04/09/2025

ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পেছনে আর ফিরে না তাকানো'ই শ্রেষ্ঠ প্রতিশোধ।

29/08/2025

অদ্ভুত নিয়মের বেড়াজালে আমরা আবদ্ধ!
যেখানে সবকিছু মেলে, কিন্তু ইনসাফ মেলে না।

মানুষের প্রয়োজন মেটাতে নিজেকে নিঃশেষ করার পরই হয়তো টের পাবেন- এই দুনিয়ায় আসলে আপনার জন্য আপনি ছাড়া আর কেউ নেই।

তাই দেরি না করে সময় থাকতে নিজেকে সময় দিন, কারণ নিজের প্রতি দায়িত্বশীল হওয়াটাই হলো জীবনের সবচেয়ে বড় ইনসাফ।

17/08/2025

'আল্লাহ যা করেন ভালোর জন্য করেন' is the best motivation you can give yourself!🖤🌸

14/08/2025

লোক দেখানো ধার্মিক হওয়ার চেয়ে মন থেকে ভালো মানুষ হওয়াটাই ভীষন প্রয়োজন।

🤍
13/08/2025

🤍

Address

Comilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Megh Balika posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share