Tanju musu

Tanju musu "আমাদের পরিকল্পনার চেয়ে
আল্লাহর পরিকল্পনা উত্তম"

🌺তুমি আবারও ফুল হয়ে ফুটিও বনে, আমি খুব যত্নে তোমায় লইবো গেঁথে মনে। ❤🌼
10/08/2025

🌺তুমি আবারও ফুল হয়ে ফুটিও বনে, আমি খুব যত্নে তোমায় লইবো গেঁথে মনে। ❤🌼

এখানে বৃদ্ধ মহিলাটকে জ্যান্ত কবর দেয়ার চেষ্টা করা হচ্ছে তিনি পুরুষটার স্ত্রী। অনেকদিন যাবত প্যারালাইজড হয়ে অসুস্থ ছিলেন ...
09/08/2025

এখানে বৃদ্ধ মহিলাটকে জ্যান্ত কবর দেয়ার চেষ্টা করা হচ্ছে তিনি পুরুষটার স্ত্রী। অনেকদিন যাবত প্যারালাইজড হয়ে অসুস্থ ছিলেন বৃদ্ধ মহিলাটা।

শুধুমাত্র অসুস্থতার জন্যে বিরক্ত হয়ে স্ত্রীকে টেনেহিঁচড়ে ঘর থেকে বের করে দিচ্ছে তার স্বামী। তারপর নিষ্ঠুরভাবে মারধর করছে, জ্যান্ত কবর দিয়ে দিচ্ছে স্ত্রীকে।

অথচ সুস্থ কিংবা অসুস্থ থাকাটা আমাদের কারো হাতেই নেই, সম্পূর্ণটাই সৃষ্টিকর্তার হাতে।

সেজন্যেই বিদেশি একজন প্রফেসর বলেছিলেন- আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে বিশ্বস্ত লাইফ পার্টনার।

ভালো রেজাল্ট করলে, টাকা পয়সা হলে, গাড়ি বাড়ি করতে পারলে সেটাকে আমরা জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করি, সেলিব্রেট করি।

অথচ জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে ভালো একজন জীবনসঙ্গী। ভালো রেজাল্ট, টাকাপয়সার জন্যে আমরা যেরকম মরিয়া হয়ে থাকি তারচেয়ে বেশি মরিয়া হওয়া উচিত একজন ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্যে।

দুনিয়াবি সকল চাওয়া পাওয়ার চেয়ে সৃষ্টিকর্তার কাছে সবচেয়ে বেশি চাওয়া উচিত একজন বিশ্বস্ত, ভালো জীবনসঙ্গী।

কেননা আপনার জীবনসঙ্গীর উপরই নির্ভর করবে আপনার বাকি জীবনটা ফুলের মত স্বচ্ছ-সুন্দর হবে নাকি বীভৎস হবে!

08/08/2025

গাজীপুরে এক বিএনপি নেতার চাঁ-দা-বা-জি নিয়ে নিউজ করায় দুপুরে আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে থে-ত-লে দেয় বিএনপির কর্মীরা..

সন্ধ্যায় দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে গাজীপুরের চৌরাস্তায় চা দোকানে রাতে জ-বা-ই করে হ-ত্যা করেছে স-ন্ত্রা-সী-রা...

আনোয়ার এবং তুহিন বন্ধু ছিলেন 🙂

- আমি সুখে থাকতে চাই কিনা জানি না, তবে আমি অনন্তকাল তোমার সাথে থাকতে চাই!'🖤✨🖇️
08/08/2025

- আমি সুখে থাকতে চাই কিনা জানি না, তবে আমি অনন্তকাল তোমার সাথে থাকতে চাই!'🖤✨🖇️

-  তুমি পাশে থাকলে, সাধারণ দিনগুলোও আমার কল্পনার থেকেও সুন্দর হয়ে ওঠে!🖤🌼✨
08/08/2025

- তুমি পাশে থাকলে, সাধারণ দিনগুলোও আমার কল্পনার থেকেও সুন্দর হয়ে ওঠে!🖤🌼✨

06/08/2025

- সম্পর্ক তখনই টিকে থাকে,যখন একজন আঁকড়ে ধরে,আরেকজন আগলে রাখে!🌻🖤🖇️

সাতসকালে সড়কে ঝরল ৭ প্রা*ণইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 😭চন্দ্রগঞ্জ পূর্ব বাজার বড় মসজিদ থেকে আরেকটু সামনে, লক্...
06/08/2025

সাতসকালে সড়কে ঝরল ৭ প্রা*ণ
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 😭
চন্দ্রগঞ্জ পূর্ব বাজার বড় মসজিদ থেকে আরেকটু সামনে, লক্ষ্মীপুর নোয়াখালীর বর্ডারে নোয়াখালী অংশে পড়েছে।
-
ওমান ফেরত একজন প্রবাসীকে আনতে একই পরিবারের ১০ জন এয়ারপোর্ট থেকে ফেরার পথে ড্রাইভারের ঘুমের কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়, গাড়িতে থাকা ৪ জন পুরুষ (প্রবাসী সহ) বের হতে পারলেও অনেক বেশি পানি থাকায় বাচ্চা এবং মহিলাদের কে উঠানো সম্ভব হয়নি,

পরে ফায়ার সার্ভিস এসে প্রায় এক থেকে দেড় ঘন্টা পর উদ্ধার করে একে একে ৭ টা ম*র*দেহ। যার মধ্যে ছিল ৩ জন মহিলা ৪জন শিশু।

সকলকেই মৃ*ত বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের লোকজন।😭

06/08/2025

ভাগ্যবান তো তারাই' যারা এই প্রতারণার যুগে সত্যিকারের একজন বিশস্ত মানুষ খুঁজে পেয়েছে.! 🤍😊🌸

- তোমার হাতের মুঠোয় আমার সমস্ত স্বপ্ন,তোমার পাশে থাকলেই জীবন হয় পূর্ণ!🤍💫🌸
04/08/2025

- তোমার হাতের মুঠোয় আমার সমস্ত স্বপ্ন,তোমার পাশে থাকলেই জীবন হয় পূর্ণ!🤍💫🌸

বোবা প্রানীর চেয়ে ভালো আর কোনো বন্ধু হয় না।❤️
04/08/2025

বোবা প্রানীর চেয়ে ভালো আর কোনো বন্ধু হয় না।❤️

03/08/2025

Good Morning

02/08/2025

Address

Comilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanju musu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share