A RS creation

  • Home
  • A RS creation
কক্সবাজার চকোরিয়া তে এ প্রথম ৮ বছরের বাচ্চা আব্দুল্লাহ উমাম রাইয়্যান এর 56.3k Subseribers  & 31M views নিয়ে ইউটিউব জার্ন...
24/06/2025

কক্সবাজার চকোরিয়া তে এ প্রথম ৮ বছরের বাচ্চা আব্দুল্লাহ উমাম রাইয়্যান এর 56.3k Subseribers & 31M views নিয়ে ইউটিউব জার্নি। সে নিজেই সকল ভিডিও এডিট করে এবং নিজেই ক্রিয়েট করে।

06/10/2024
22/03/2024

রামাদান পোস্ট
আপনি যদি এখন ম 'রে যান, কয়েক ঘন্টা পরেই আপনার পরিবারের মানুষ স্বাভাবিক হতে শুরু করবে।

আর আত্নীয় স্বজন যারা আসবে আপনার বাড়িটা অনেকটা সময়ের জন্যে তাদের জন্যে হয়ে যাবে One kind of get together place 🙂

তারা নিজেদের বিজনেস, সংসার নিয়ে হাসি ঠাট্টায় মেতে উঠবে।

তারপর চলে যাওয়ার সময় হলে ৪ দিনের খরচে পোলাও রোস্ট বোরহানি গরু কোক ইত্যাদি খাওয়ানো উচিৎ সেটার সাজেশন দিবে।

কেউ পেছন থেকে এসে বলবে আমার শশুড় বাড়ির জাত গুষ্টিরে দাওয়াত দিতে হবে নইলে প্রেস্টিজ থাকবে না।

সবই স্বাভাবিক...... আর আপনি একা অন্ধকার কবরে😟😟😟

18/03/2024

এমন কষ্ট যেন কোন সন্তানের না হয়😌😌

রোজার শেষ দিকে বাংলাদেশের কওমী মাদ্রাসাগুলোতে এক করুণ দৃশ্য দেখা যায়।

সাধারণত ২৫রোজা থেকে মাদ্রাসাগুলো ছুটি হতে থাকে। বেশিরভাগ ছাত্রছাত্রীর অভিভাবক এসে বাচ্চাদেরকে বাসায় নিয়ে যায়। কিন্তু একদল বাচ্চাকে নিতে কেউ আসে না।

এদের কারো বাবা-মা নেই, কারো বাবা নেই, মায়ের অন্যত্র বিয়ে হয়ে গেছে। অনেকের মা নেই, বাবা বাচ্চার খোঁজ রাখে না। খুব বেশি ভাগ্যবান হলে কারো কারো মামা খালা চাচা এসে কাউকে কাউকে নিয়ে যায়। বাকীরা সারাদিন কান্না করে। তারা জানে তাদেরকে কেউ নিতে আসবে না।

তারা সারা বছর কাঁদে না। কিন্তু যখন সহপাঠীদেরকে সবাই বাসায় নিয়ে যায় অথচ তাদেরকে কেউ নিতে আসে না। তখন তাদের দুঃখ শুরু হয়ে যায়। মৃত মা বাবার উপর তাদের অভিমান সৃষ্টি হয়- কেন তারা তাদেরকে দুনিয়ায় রেখে এই বয়সে মারা গেলো? তারা কি আর কিছুটা দিন বেঁচে থাকতে পারতো না?!

মা বাবা বেঁচে নাই তো কী হয়েছে?! মামা চাচারা কেউ তাদেরকে নিতে আসলো না কেনো?! মা বেঁচে থাকতে মামারা কতো আদর করতো! বাবা বেঁচে থাকতে চাচারা কতো আদর করতো! এই বয়সেই তারা দুনিয়ার একটা নিষ্ঠুর চেহারা দেখেছে।

একটা অনুরোধ - এই ঈদে আপনার কাছাকাছি এতিমখানায় যান। কয়জন বাচ্চা ঈদে বাড়ি যায়নি খোঁজ নিন। তাদের জন্য আপনার সামর্থ্য অনুযায়ী যা পারেন তা নিয়ে যান।

এই গরমে তাদেরকে আইসক্রিম খাওয়াতে পারেন। নিদেন পক্ষে একটা চকলেট খাওয়ান। মনে রাখবেন, আজ আপনি বেঁচে না থাকলে আপনার ছোটো সন্তান এতিম হয়ে যাবে!

Cp ফখরুল ইসলাম

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when A RS creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share