Rima Sultana Rimu

Rima Sultana Rimu Positive Soul,Creative Mind.

“ লাকি ব্যাম্বু ”যদি বাংলা করা হয় তাহলে হবে -ভাগ্য বাঁশ।বৈজ্ঞানিক নাম  - Dracaena sanderiana -'ড্রাকেনা স্যান্ডেরিয়ানা'...
22/09/2024

“ লাকি ব্যাম্বু ”
যদি বাংলা করা হয় তাহলে হবে -ভাগ্য বাঁশ।
বৈজ্ঞানিক নাম - Dracaena sanderiana -'ড্রাকেনা স্যান্ডেরিয়ানা')।
আদিনিবাস - মধ্য আফ্রিকা।
Asparagaceae পরিবারের একটি সপুষ্পক উদ্ভিদের প্রজাতি।
হেনরি ফ্রেডরিক কনরাড স্যান্ডার (১৮৪৭-১৯২০) নামের এক জার্মান-ইংরেজ মালির নামানুসারে এর নামকরণ করা হয় 'ড্রাকেনা স্যান্ডেরিয়ানা'।
চীনা ঐতিহ্য অনুসারে উদ্ভিদটি সৌভাগ্যের প্রতীক এবং মানুষের জীবনে সমৃদ্ধি আনে, বলে মনে করে তাই একে “লাকি ব্যাম্বু” বলা হয়।
* এটি আউটডোর এবং ইনডোর দুই জায়গায় রোপন করা যায়।
* মাটি এবং জলে রোপন করা যায়।
তবে মাটিতে রোপন করলে এই গাছের নিজস্ব সৌন্দর্যটা ফুটে উঠে না।
* জলে রোপন করলে খেয়াল রাখতে হবে যাতে শেওলা না জমে। কিছুদিন পর পর পানি চেইন্জ করে দিতে হবে।

06/11/2023

তারাও বন্দি আমার ভাবনা ও বন্দি।
চল খেলি বন্দি বন্দি



Send a message to learn more

02/11/2023

👍👍👍

24/09/2023

Let's Welcome ❤

If you want to taste your success, you need a CUP. CUP means :C=concentrate. U=Understood. P=Practice.
04/08/2023

If you want to taste your success, you need a CUP.
CUP means :
C=concentrate.
U=Understood.
P=Practice.

শুধু অন্যের বিচার করলে হবে না। নিজের ও বিচার করতে হবে।কোন অভ্যাসে আমি আছি। অভ্যাসগুলো ভালো নাকি মন্দ?কতটুকু পরিবর্তন করা...
03/08/2023

শুধু অন্যের বিচার করলে হবে না। নিজের ও বিচার করতে হবে।কোন অভ্যাসে আমি আছি। অভ্যাসগুলো ভালো নাকি মন্দ?কতটুকু পরিবর্তন করা প্রয়োজন? তা বিচার বিশ্লেষণের মাধ্যমে পরিবর্তন আনা জরুরি
(ইকিগাই)
#চলুন সবসময় অন্যের পিছনে না লেগে নিজের সাথেও লাগি

“Change will not come if we wait for some other person or some other time. We are the ones we’ve been waiting for. We ar...
21/07/2023

“Change will not come if we wait for some other person or some other time. We are the ones we’ve been waiting for. We are the change that we seek.”
(Barack Obama)

আপনি যদি ব্যাহিকভাবে কোনো কিছু তাকিয়ে দেখেন, তবে তা স্বপ্নের মতো দেখবেন। কিন্তু আপনি যদি অন্তর দিয়ে কোনো কিছু তাকিয়ে দেখ...
17/07/2023

আপনি যদি ব্যাহিকভাবে কোনো কিছু তাকিয়ে দেখেন, তবে তা স্বপ্নের মতো দেখবেন। কিন্তু আপনি যদি অন্তর দিয়ে কোনো কিছু তাকিয়ে দেখেন তবে আপনি জেগে উঠবেন (পারসোনাল ব্রান্ডিং ফর প্রফেশনাল সাকসেস বই থেকে)

হা - হুতাশের ভিড়ে পাওয়া গল্প গুলো ভুলে , না পাওয়ায় আটকে যায় জীবন।ভেবেই দেখি না, পাওয়ার সংখ্যা বেশি? নাকি না পাওয়ার সংখ্য...
17/07/2023

হা - হুতাশের ভিড়ে পাওয়া গল্প গুলো ভুলে ,
না পাওয়ায় আটকে যায় জীবন।
ভেবেই দেখি না, পাওয়ার সংখ্যা বেশি? নাকি না পাওয়ার সংখ্যা বেশি? পাওয়া গুলো বড় ছিল নাকি না পাওয়া গুলো বড় ছিল?
মিলে না!মিলাই না! মিলাতেই জানি না!
শুধু জানি আমার এটা নাই ওটা নাই। এটা হতে পারি নাই ওটা করতে পারি নাই। ফলে
বেড়েই চলেছে উদ্বেগ, বিষন্নতা, মানসিক অসুস্থতা, শারীরিক অসুস্থতা, আত্মহত্যা ইত্যাদি।
পাওয়া না পাওয়া গুলো যোগ, বিয়োগ, গুন, ভাগ করে দেখেন বাকী থাকবে জীবন।
আর জীবন মানেই পাওয়া না পাওয়ার গল্প।
* যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকি।
* অন্যের কাছে যা আছে তা আমারো থাকতে হবে এই মনোভাব পরিহার করি।(বি:দ্র-আমরা প্রেরণা নিতে পারি হয়তো তার মতো না আমি আমার মত সফল হব।)
*রাগ নিয়ন্ত্রণে চেষ্টা করি।
*হিংসা পরিহার করি।
*লোভ ত্যাগ করি।
# আত্মহত্যা, নিজেকে আঘাত করা, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাওয়া, কখনো কোন সমস্যার সমাধান হতে পারে না।
# নিজেকে ভালোবাসি, সবাইকে নিয়ে একসাথে বাঁচি।(RSR🥰)




Rima Sultana Rimu

বাস্তবতা কখনো গল্পের মতো হয় না, বাস্তবতার ছোয়া ছাড়া গল্প হয় না ( RSR)
13/07/2023

বাস্তবতা কখনো গল্পের মতো হয় না, বাস্তবতার ছোয়া ছাড়া গল্প হয় না ( RSR)

Eye Contact (দৃষ্টি সংযোগ)আই কন্টাক্ট হলো একজন আরেকজনের দিকে চোখে চোখ রেখে কথা বলা।একজন ভালো বক্তা এবং শ্রোতা হওয়ার জন্য...
10/07/2023

Eye Contact (দৃষ্টি সংযোগ)
আই কন্টাক্ট হলো একজন আরেকজনের দিকে চোখে চোখ রেখে কথা বলা।একজন ভালো বক্তা এবং শ্রোতা হওয়ার জন্য আই কন্টাক্ট করে কথা বলা অনেক জরুরি।
আই কন্টাক্টের সুবিধা :
*নতুন ব্যক্তির সাথে প্রথম পরিচয় হলে এবং তার সাথে কথা বলার সময় আই কন্টাক্ট বজায় থাকলে পরবর্তীতে একজন আরেকজনকে সহজে চিনতে পারা যায়। একে অপরের চেহারা মনে থাকে।
*আলোচনার বিষয় বস্তু সহজে বোঝা যায় এবং মনে থাকে বেশি।
*একে অপরের কথাবার্তার উপর বিশ্বাস জন্মে।
* একজন আরেকজনের উপর গ্রহণযোগ্যতা বাড়ে।
*মনোযোগ বৃদ্ধি পায়।
*বক্তা এবং শ্রোতার মধ্যে সুসম্পর্ক তৈরি হয়।
কিন্তু অনেকে চোখে চোখ রেখে কথা বলাকে অন্যায় মনে করে। ফলে চোখে চোখ রেখে কথা বলতে আমরা লজ্জা এবং ভয় পায়।
আমি নিজেও আগে আই কন্টাক্ট করে কথা বলতে পারতাম না এমনকি এখনো লজ্জা এবং ভয় পায় যদি কেউ কিছু মনে করে। আমি যখন নবম শ্রেণিতে পড়ি তখন "ক্যারিয়ার শিক্ষা বই পড়ে জানতে পারি আই কন্টাকের গুরুত্ব।
"Eye to eye contact is the best way of communication "
(Nikita Gogoi)
"We learn life's deepest mysterious through eye contact "
(Omarian Atman)
চলুন "দৃষ্টি সংযোগ রেখে কথা বলি সঠিক যোগাযোগ সম্পন্ন করি"
Rima Sultana Rimu

"The greatest success, is successful self acceptance "(Ben Sweet)
02/07/2023

"The greatest success, is successful self acceptance "
(Ben Sweet)

“The mirror is my best friend because when I cry it never laughs.”(Charlie Chaplin)
30/06/2023

“The mirror is my best friend because when I cry it never laughs.”
(Charlie Chaplin)

25/06/2023

সময়ের সাথে সাথে কিছু কিছু প্রবাদ বাক্য বা প্রচলিত কথার ও প্রয়োজন শেষ হয়ে যায়। তেমনি এক প্রচলিত কথা হচ্ছে "Do or die" "হয় কর নয় মর" প্রচলিত এই কথাটি এখন অপ্রয়োজনীয় কারণ এই প্রতিযোগিতার বিশ্বে ঠিকে থাকলে হলে শুধু করলে হবে না যা করতেছেন সেটা যাতে অন্যদের থেকে পৃথক হয়। নিজের প্রতিযোগি নিজেকে হতে হবে। এই জন্য বর্তমানে "Do or die" এর পরিবর্তে ব্যবহার করা যায় " Differentiate you before you die" অর্থাৎ মরার আগে নিজেকে অবশ্যই সবার থেকে পৃথকভাবে তৈরি করতে হবে।
(পারসোনাল ব্রান্ডিং ফর প্রফেশনাল সাকসেস)

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rima Sultana Rimu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share