
22/09/2024
“ লাকি ব্যাম্বু ”
যদি বাংলা করা হয় তাহলে হবে -ভাগ্য বাঁশ।
বৈজ্ঞানিক নাম - Dracaena sanderiana -'ড্রাকেনা স্যান্ডেরিয়ানা')।
আদিনিবাস - মধ্য আফ্রিকা।
Asparagaceae পরিবারের একটি সপুষ্পক উদ্ভিদের প্রজাতি।
হেনরি ফ্রেডরিক কনরাড স্যান্ডার (১৮৪৭-১৯২০) নামের এক জার্মান-ইংরেজ মালির নামানুসারে এর নামকরণ করা হয় 'ড্রাকেনা স্যান্ডেরিয়ানা'।
চীনা ঐতিহ্য অনুসারে উদ্ভিদটি সৌভাগ্যের প্রতীক এবং মানুষের জীবনে সমৃদ্ধি আনে, বলে মনে করে তাই একে “লাকি ব্যাম্বু” বলা হয়।
* এটি আউটডোর এবং ইনডোর দুই জায়গায় রোপন করা যায়।
* মাটি এবং জলে রোপন করা যায়।
তবে মাটিতে রোপন করলে এই গাছের নিজস্ব সৌন্দর্যটা ফুটে উঠে না।
* জলে রোপন করলে খেয়াল রাখতে হবে যাতে শেওলা না জমে। কিছুদিন পর পর পানি চেইন্জ করে দিতে হবে।