APG Hi all dear Assalamu Alikum, I upload videos about Islamic content. Please follow me.

15/07/2025

১৯ জুলাই
বাংলাদেশ জামায়াতে ইসলামীর,
ঢাকা সোহরাওয়ার্দী ময়দানে
জাতীয় সমাবেশে আপনি আসছেন তো?
আমরা ইসলামের পক্ষের শক্তি হিসেবে
ইনশাল্লাহ
ঢাকা প্রবেশ করবো।

15/07/2025

রাজাকার রাজাকার বলা দিন শেষ।
আল কোরআন এর বাংলাদেশ।

চাঁন্দা মোদের অধিকার, বাধা দিলেই রাজাকার।পরেনা চোখের পলক কি তোমায় রূপের ঝলক। ভালো মানুষের কাজ হলো সত্যকে সত্য হিসেবে মে...
14/07/2025

চাঁন্দা মোদের অধিকার, বাধা দিলেই রাজাকার।
পরেনা চোখের পলক
কি তোমায় রূপের ঝলক।
ভালো মানুষের কাজ হলো সত্যকে সত্য হিসেবে মেনে নেওয়া।

আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই।
14/07/2025

আল্লাহর আইন চাই
সৎ লোকের শাসন চাই।

12/07/2025

সোহাগ হত্যার প্রতিবাদে চট্টগ্রাম কোতোয়ালি থানার উদ্যোগে বিক্ষো মিছিল।
বাংলাদেশ জামাত ইসলাম

12/07/2025

উত্তাল চট্টগ্রাম নিউ মার্কেট মোড়।

বিএনপি থেকে পদত্যাগআমি, ড. ফয়জুল হক, আজ গভীর আবেগ ও বিবেচনার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগের ঘোষণ...
12/07/2025

বিএনপি থেকে পদত্যাগ

আমি, ড. ফয়জুল হক, আজ গভীর আবেগ ও বিবেচনার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি।

২০১৫ সালে গঠিত বিএনপির মালয়েশিয়া কমিটির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। ২০১৮ সালে ঝালকাঠী-১ (রাজাপুর-কাঠালিয়া) এবং ঝালকাঠী-২ (ঝালকাঠী-নলছিটি) আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলাম। দেশে ও বিদেশে থেকে বিগত বছরগুলোতে বিএনপি, জামায়াত, হেফাজত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বৈষম্যবিরোধী আন্দোলনসহ ইসলামপন্থী ও সামাজিক বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষে অবস্থান নিয়েছি। আমি সব সময় চেয়েছি একটি স্বাধীন, ন্যায়ভিত্তিক ও মূল্যবোধসম্পন্ন রাজনীতি করতে।

কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, ৫ আগস্টের ঘটনার পর থেকে বিএনপির রাজনৈতিক নেতৃত্ব ধীরে ধীরে বামঘেঁষা মতাদর্শের প্রভাবে পরিচালিত হচ্ছে। যেসব ইসলামপন্থী দল ও ইসলামিক চিন্তাবিদরা অতীতে বিএনপির পাশে ছিলেন, আজ তাদের বিরুদ্ধে সরাসরি বক্তব্য দেওয়া হচ্ছে, যা আওয়ামী লীগের কথার সাথে বিস্ময়করভাবে মিলে যাচ্ছে। এসব অবস্থান আমার বিশ্বাস, চেতনাসম্মত রাজনীতির পরিপন্থী। আমি একজন ডানপন্থী রাজনীতিক হিসেবে আজ স্পষ্টভাবে বুঝতে পারছি, আমাকে দলীয় রাজনীতিতে কোণঠাসা করে রাখা হয়েছে।

আমি পাথর দিয়ে মানুষ হ*ত্যা, সন্ত্রাস, চাঁদাবাজিকে ন্যূনতম সমর্থন দিতেও রাজি নই। সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার স্পষ্ট সাহস রাখতে চাই।গত ১৬ বছর যেভাবে কথা বলেছি ঠিক তেমনি আমি ন্যায় ও মানবতার পক্ষে কথা বলতে চাই, দলীয় স্বার্থ নয়—দেশ, ধর্মীয় মূল্যবোধ এবং সাধারণ মানুষের অধিকারই আমার রাজনীতির মূলমন্ত্র।

জুলাই বিপ্লবের পরে দেশের বৃহত্তর স্বার্থে আমাকে এমন কিছু পদক্ষেপ নিতে হয়েছে, যা দলের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক ছিল। আমি চাই না আমার অবস্থানের কারণে দল বিব্রত হোক। কারণ এখনো অনেক নেতা রয়েছেন, যারা পরিবর্তিত বাস্তবতাকে মেনে নিতে পারছেন না—তারা আজও শেখ হাসিনার দেখানো পথেই হেঁটে চলেছেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক আন্দোলনে ত্যাগ এবং দেশনায়ক তারেক রহমানের দেশের প্রতি ভালোবাসা আমি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো। তাঁদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা রইলো।

আমার রাজনৈতিক ভবিষ্যৎ বিষয়ে বলতে চাই—আমি ঝালকাঠী-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে একটি স্বাধীন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতির সামনে আসতে যাচ্ছি ইনশাআল্লাহ। দলমত নির্বিশেষে সবার সমর্থন নিয়ে আমি মানবতা, সত্য এবং ধর্মীয় মূল্যবোধের পক্ষে সংসদে কথা বলবো।

আজ থেকে আমি আর কোনো দলীয় পরিচয়ের ছায়ায় নয়—বরং একজন স্বাধীনচেতা দেশপ্রেমিক মানুষ হিসেবে ভালোকে ভালো ও মন্দকে মন্দ বলার সাহস নিয়ে পথ চলতে চাই। মৃত্যুর আগপর্যন্ত এই নীতিতে অবিচল থাকবো বলে দৃঢ়প্রতিজ্ঞ।

সবাই আমার জন্য দোয়া করবেন। বিএনপি সহ সকল রাজনৈতিক দলের বন্ধুবান্ধব, সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা রইলো।

✍️ ড. ফয়জুল হক
সংসদ সদস্য পদপ্রার্থী,
ঝালকাঠী ১(রাজাপুর- কাঠালিয়া)

12/07/2025

বিএনপির অনেক গুন পাথর দিয়ে মানুষ খুন।
টাকা তুলে পল্টনে চলে যায় লন্ডনে।।

বিএনপির সাথে আমাদের জোট করার কোনো ইচ্ছা নেই। এইটা নতুন বাংলাদেশ। নতুন মাল্টিপার্টি ডেমোক্রেসি হবে। বিএনপি নয় তবে এনসিপি ...
11/07/2025

বিএনপির সাথে আমাদের জোট করার কোনো ইচ্ছা নেই। এইটা নতুন বাংলাদেশ। নতুন মাল্টিপার্টি ডেমোক্রেসি হবে। বিএনপি নয় তবে এনসিপি ও অন্যান্য ইসলামী দলকে আমরা স্বাগতম জানাবো ইনশাআল্লাহ। Let BNP deal itself."

বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা।

11/07/2025

১৮ জন বিচারককে অবসরে পাঠানো হয়েছে। যুগান্তকারী সাহসী সিদ্ধান্ত। অনেক বড় সংস্কার। সকলের জন্যই শিক্ষা আছে। সাধু সাবধান!

11/07/2025

২০০১ সালে কওমী আলেমদের বিএনপি তথা ৪ দলীয় জোটে যাওয়া সাধারণ মুসলমান মেনে নিয়েছে, কারণ সেটা ছিলো ফ্যাসিবাদের বিরুদ্ধে।
কিন্তু এ বার সেটা নেই এজন্য মেনে নিবে না।

18/08/2024

মানিক পুর জামায়াতে ইসলামীর
শোকরানা মাহফিল।

Address

Cox's Bazar

Telephone

+8801884772372

Website

Alerts

Be the first to know and let us send you an email when APG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to APG:

Share

Category