৪ ই সেপ্টেম্বর ২০২১ - 4th September 2021

৪ ই সেপ্টেম্বর ২০২১ - 4th September 2021 এই পেজের পোস্ট দেখে কেউ আমার ব্যক্তিত্ব বিচার করবেন না। এগুলো শুধু চিত্তের প্রশান্তির জন্য।�

02/07/2025

হে আমার চাঁদ আমার আঁধারের আলো আমার হৃদয়ের রানী আমার জীবন.! আমার এক হাতে বিষ আর অন্য হাতে ভালোবাসা তুলে দিয়েছো এই যন্ত্রনা কাকে দেখাবো এই দুঃসহ বিরহের বেদনা আমাকেও পোড়ায়

01/07/2025

Man for his family 🥹💔

01/07/2025

আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যা কিছু চেয়েছি সবটা পেয়েছি!!🤲🤍

29/06/2025

Uss big ussssssss 🤧

21/06/2025

আপনি মানিয়ে নিলে সব কিছু মানাই । সময় থাকতে আপনার সব কিছু মানিয়ে নিতে হবে নইলে একটা সময় পস্তাতে হবে ।

18/06/2025

পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধটা মানুষে মানুষে নয়! নিজের সাথে নিজের,Me vs Me Head vs Heart কেউ জানে না কেউ বুঝে না! নিরবে নিজের সাথে নিজের কত যুদ্ধ চালিয়ে যাচ্ছে কত মানুষ প্রতিনিয়ত!❤️

12/06/2025

অতি আবেগপ্রবণ মানুষরা অনেক সময় সত্যের পক্ষে থাকলেও তর্কে হেরে যায়। কারণ তারা কথা বলার আগে অনুভব করে, যুক্তি

দেওয়ার আগে হৃদয় কেঁপে ওঠে। তাদের চোখে জল আসে, কিন্তু সেটাকে দুর্বলতা ভেবে ভুল করো না। তারা আবেগ নিয়ে বাঁচে, ভালোবাসা দিয়ে দেখে পৃথিবীকে।

তর্কে না জিতলেও, জীবনের বড় লড়াইগুলোতে এই আবেগই তাদের মানবিক করে তোলে, অন্যদের তুলনায় আলাদা করে তোলে। কারণ সবাই যুক্তি দিতে পারে, কিন্তু সবাই অনুভব করতে পারে না।

তাই তুমি যদি একজন আবেগপ্রবণ মানুষ হও, নিজেকে ছোট মনে করো না। তুমি তর্কে হারলেও, অনুভবের শক্তিতে তুমি জিতছো-নীরবে, নিভৃতে, গভীরভাবে।
Ashraf Ahmed Taqdeer

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when ৪ ই সেপ্টেম্বর ২০২১ - 4th September 2021 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ৪ ই সেপ্টেম্বর ২০২১ - 4th September 2021:

Share