Shamima shamu Vlogs

Shamima shamu Vlogs I love cooking❤️
(2)

24/07/2025

দুই দিনের দুনিয়ায়
খুব বেশি স্বপ্ন
না দেখাই ভালো!

এই মাছের নাম কি?
24/07/2025

এই মাছের নাম কি?

24/07/2025

এটা খাওয়ার পরে আপসোস করছি আগে কেন খাইনি তার জন্য‼️
কচুর ডগা চিংড়ি দিয়ে এত মজা লাগলো খেতে একবার খাওয়ার পরে এখন মনে হচ্ছে আবার খাই❤️

23/07/2025

চিকেন সবজি দিয়ে মজাদার টিফিন, ইফতার অথবা বিকেলের নাস্তায় "চিকেন ভেজিটেবল অনথন" এর সব থেকে সহজ রেসিপি 😍

আমরা বাঙালি—তিলকে তাল বানানো আমাদের সহজাত স্বভাব!২১শে জুলাই, মাইলস্টোন কলেজের পাশে যে বিমান বিধ্বস্ত হলো, সেই ঘটনাস্থলে ...
23/07/2025

আমরা বাঙালি—তিলকে তাল বানানো আমাদের সহজাত স্বভাব!২১শে জুলাই, মাইলস্টোন কলেজের পাশে যে বিমান বিধ্বস্ত হলো, সেই ঘটনাস্থলে আমি নিজে উপস্থিত ছিলাম।

অনেক কিছু আমার নিজের চোখে দেখা।বিশ্বাস করুন, সেখানে দায়িত্বপ্রাপ্ত আর্মি, বিমানবাহিনী, পুলিশ, বিজিবি, স্বেচ্ছাসেবক দল—সবাই তাদের সর্বোচ্চটা দিয়ে উদ্ধারকাজে নিয়োজিত ছিল। কারও চোখে অবহেলা ছিল না। কেউ বসে ছিল না।

এই ছবিতে যে আর্মি ভাইটিকে আপনারা দেখছেন, তাকে আমি বারবার ছোটাছুটি করতে দেখেছি—কারো জীবন বাঁচাতে, কারো সহায়তায়, কারো কান্না থামাতে। সেই নিষ্ঠা, সেই মানবতা দেখে আমার মনে হলো—এই ছবিটা তোলা উচিত, ইতিহাসের সাক্ষী রাখতে।

একটা দুর্ঘটনা মানেই নাটক নয়!

আমরা জাতি হিসেবে ঘটনার সত্যতা জানার আগেই সিদ্ধান্তে পৌঁছে যাই। কেউ বললো, বিমান স্কুলে ফেলে দিয়েছে ইচ্ছা করে! কেউ বললো, এটা বিএনপি-আওয়ামী লীগের ষড়যন্ত্র! কেউ বললো, ভবিষ্যদ্বাণী করা হয়েছিল তাই এই দুর্ঘটনা।
আর কেউ কেউ তো বলে ফেলল, পাইলট প্যারাশুট নিয়ে আগেই ঝাঁপিয়ে বাঁচে গেছে!

ভাই, আসল কথা হলো—আমরা এখন আর সত্য জানার আগ্রহী না, আমরা শুধু তথ্যবিহীন গুজব ছড়াতে ভালোবাসি।

উদ্ধার কাজের বাস্তব চিত্র ছিল ভিন্ন

অনেকেই বলছে, পানি পাওয়া যায়নি, অথচ আমি নিজ চোখে দেখেছি পিকআপ ভর্তি পানি, ভ্যান ভর্তি পানি নিয়ে স্বেচ্ছাসেবকরা ছোটাছুটি করছে।
পানির অভাব ছিল না, বরং যারা সেগুলো নিতে পারবে—তাদেরই সংকট ছিল।

তবুও সোশ্যাল মিডিয়ায় আমরা চালিয়ে দিলাম: "২ লিটার পানি ৬০০ টাকা"!
একটুও যাচাই না করে। না দেখে, না শুনে, না জেনে।

উদ্ধার কাজে বাধা, আর তার পেছনের বাস্তবতা

হাজার হাজার মানুষ একসাথে ভিড় জমায়। কেউ যায় ভিডিও করতে, কেউ লাইভ দিতে, কেউ কৌতূহল নিয়ে, কেউ আবার সুযোগ নিতে।
এই ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে নিরাপত্তা বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হয়—তখন আমরা বলি: "আর্মি মানুষ মারতেছে!"

কিন্তু ভাই, আপনার বাসার সামনে যদি ৫০০০ মানুষ একসাথে দৌড়াদৌড়ি করে, আপনি তখন কী করতেন?

স্কুল কেন থাকবে? বিমান কেন ওখানে উড়বে?

এই প্রশ্নগুলো করার আগে আমাদের জানা দরকার, মাইলস্টোন কলেজ সেখানে আজ হঠাৎ গড়ে ওঠেনি। বিমানবাহিনীর ট্রেনিং এরিয়ার পাশেই অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ছিল, আছে।
তাহলে এখন হঠাৎ করে এসব প্রশ্ন আসে কেন?

কারণ, আমরা ইতিহাস জানি না, জানতে চাই না, শুধু মতামত দিতে চাই।

---

আমরা আসলে কোন জাতি?

আমরা এমন একটা জাতি, যারা অসত্যের ওপর ভিত্তি করে চিৎকার করি,
যেখানে সত্যিকারের যোদ্ধারা চুপচাপ কাজ করে যায়।
আসল মানুষগুলো খবর হয় না,
গুজব ছড়ানো লোকগুলোই ভাইরাল হয়!

আমরা যে নির্লজ্জভাবে সত্যকে আড়াল করে, গুজবকে লালন করি—তা আজ প্রমাণিত।

শেষ কথা:
একটু থামুন।
একটু ভাবুন।
ঘটনার সত্যতা জানুন।
তারপর বলুন, লিখুন, বা শেয়ার করুন।

দায়িত্বশীল জাতি হয়ে উঠা আমাদের জন্য সময়ের দাবি। একটা দুর্ঘটনা যেন আরেকটা গুজবদুর্ঘটনায় পরিণত না হয়—এটা আমাদেরই নিশ্চিত করতে হবে।

Fahim's story

শেষ বারের মতো চুমু!। মেয়ের গালে চুমু খাওয়া থেকে মেয়ের কফিনে চুমু! এটাই শেষ! একজন বাবার জীবনে সবচেয়ে কষ্টের মুহূর্ত এটাই,...
22/07/2025

শেষ বারের মতো চুমু!। মেয়ের গালে চুমু খাওয়া থেকে মেয়ের কফিনে চুমু! এটাই শেষ! একজন বাবার জীবনে সবচেয়ে কষ্টের মুহূর্ত এটাই,নিজের সন্তান কে চিরবিদায় জানানো!

হায়দার হোসেনের গানের কথাটা বোধহয় উনার জন্য ই লিখা! ''বিধাতা তোমারে ডাকি বারেবারে, করপ তুমি মোরে মার্জনা
দুঃখ সইতে দাও গো শক্তি, তোমারি সকাশে প্রার্থনা
যার চলে যায়, সে ই বুঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা!'

মেয়েটা নাই! আর ফিরবে না! পিচ্চি বাচ্চাটা! একজন বাবার লাইফের সবচেয়ে কষ্টের চুমু!
আচ্ছা উনি কি আগামী কয়েক মাস রাতে ঘুমাতে পারবে? হাহ!

22/07/2025

সবজি কুটার উপরে যে রান্নার স্বাদ নির্ভর করে এটা আমার কিন্তু জানা ছিলোনা!
আমার খাওয়া বেস্ট পটলের রেসিপি আজকে খেলাম মনে হয় ❤️
#পটল #চিংড়ি #সবজি

১১ বছর ধরে কেবল একটি সন্তানের জন্য পৃথিবীর কোথায় যাননি হাসান! শুধু একটি সন্তানের জন্য স্ত্রী রাবেয়াকে নিয়ে দুনিয়ার সবচেয়...
22/07/2025

১১ বছর ধরে কেবল একটি সন্তানের জন্য পৃথিবীর কোথায় যাননি হাসান! শুধু একটি সন্তানের জন্য স্ত্রী রাবেয়াকে নিয়ে দুনিয়ার সবচেয়ে উন্নত হাসপাতালগুলোতে দৌড়েছেন। শত চেষ্টার পর অবশেষে টেস্টটিউবের মাধ্যমে রাবেয়ার গর্ভে আসে সন্তান। সেই আনন্দে আত্মহারা হাসান।

সন্তানের সুস্থ ডেলিভারির জন্যে স্ত্রীকে বাংলাদেশ থেকে বিশ্বের সবচেয়ে উন্নত দেশ যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেন তিনি। শুধু তা-ই নয়, পৃথিবীর সব খ্যাতিমান ডাক্তারদের তত্বাবধানে রাখেন রাবেয়াকে। শুধুমাত্র একটি সন্তানের জন্য কতো চেষ্টা তাদের! কতো রকমের চেষ্টা!

হঠাৎ একদিন রাবেয়ার গর্ভের শিশুর হার্টবিট বেড়ে যায় এবং জরুরি সিজারের প্রয়োজন হয়। রাত ১১টার দিকে আকষ্মিক তাপমাত্রা বৃদ্ধি পায় রাবেয়ার, প্রায় অজ্ঞান হয়ে যান। ডাক্তাররা সিজারের প্রস্তুতি নিতে নির্দেশ দেন, কারণ শিশুর হার্টবিট অনিয়মিত হয়ে পড়েছে।

হাসান কাতারে কর্মরত, টেলিফোনে জানতে পারেন অবস্থার গুরুতরতা—সে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন, রাবেয়ার জীবনের নিরাপত্তায় গভীর উদ্বেগ কাজ করে। এমন সময় হাসান শুনছেন, অজ্ঞানপ্রায় গর্ভবতী রাবেয়া চিৎকার করে বলছেন, “প্লিজ, বাঁচাও আমার বাচ্চাটিকে…”।

অবশেষে ১১ বছরের অপেক্ষার অবসান ঘটে তাদের। হাসান-রাবেয়া দেখতে পান এক নবজাত কন্যার মুখ। নাম রাখেন— রোজাবেল।

কিন্তু ভাগ্যের লিখন ক'জনই বা পাল্টাতে পারে? পৃথিবীর সকল হাসপাতাল জয় করে জন্ম নেওয়া রোজাবেল হার মানল মাইলস্টোন কলেজের কাছে। তখন সে মেহরিন ম্যামের ক্লাস করছিল মনোযোগ দিয়ে। হঠাৎ বিকট শব্দে থমকে গেলো পৃথিবী। বিমান এসে আছড়ে পড়লো স্কুলের উপর।

না, রোজাবেল নেই। হাসান-রাবেয়ার একমাত্র সন্তান পুড়ে অঙ্গার হয়ে গেছে। ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটের সামনে দাঁড়িয়ে আছেন হাসান—কোলের ভিতর রোজাবেলের পোড়া দেহ।

'জন্মজয়' অবলম্বনে

রেদোয়ান আহমেদ

22/07/2025

সকালে মাইলস্টোনের শিক্ষার্থীরা ৬ দফা দাবি পেশ করেছে তাদের কর্মসূচি থেকে

দাবি সমূহঃ
১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে।
২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে।
৩. শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা — এই জঘন্য ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
৪. নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে।
৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে।
৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে।

Cp

21/07/2025

যে মা সন্তানের গায়ে জ্বরের উত্তাপ সহ্য করতে পারে না সেই মা কিভাবে আগুনে দগ্ধ সন্তানের কষ্ট সহ্য করছেন!
আল্লাহ আপনি রহম করুন।

21/07/2025

জনবহুল এলাকায় কেন মান্ধাতা আমলের প্রশিক্ষণ বিমান উড়বে, ফেরেশতার মতো বাচ্চাদের হ*ত্যার দায় কে নেবে?

21/07/2025

এটা হলে মাছ মাংস দরকার হবেনা, এতটা মজা এই এক আইটেমে ভাতের হাড়ি খালি হবে😄

Address

Chittagong

Telephone

+8801671921385

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shamima shamu Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shamima shamu Vlogs:

Share