Radio Saikat 99.0 FM

  • Home
  • Radio Saikat 99.0 FM

Radio Saikat 99.0 FM Radio Saikat (রেডিও সৈকত) is a Community Radio at Cox's Bazar Sadar, Cox's Bazar. Radio Saikat is a community radio being operated in Cox’s Bazar district.

It will be a multimedia center too, i.e., its content and interaction will also be broadcasted through different social media (Facebook, YouTube, Instagram etc.) and website www.radiosaikat.net. It is to broadcast issues of Cox’s Bazar coast, especially of the young and adolescents of Cox’s Bazar town and district that to facilitate knowledge and human rights-based society in Cox’s Bazar. COAST has similar radio namely Radio Meghna (www.radiomeghna.net) in Charfassion, Bhola.

13/07/2025

সাপের কামড়ে করণীয় সম্পর্কে জানালেন কক্সবাজার সদর হাসপাতাল, আইসিইউ ইনচার্জ, ডাক্তার কফিল উদ্দিন আব্বাস।

বিস্তারিত জেনে আসি ভিডিও'র মাধ্যমে।

12/07/2025

প্রিয় বন্ধুরা,
শুনুন অভিবাসন ঝুঁকি, সম্ভাবনা নিয়ে বিশেষ ফোন ইন লাইভ অনুষ্ঠান।

অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক জনাব লিটন কান্তি চৌধুরী এবং উপস্থাপনায় ছিলেন উম্মে জেরিন।

সহযোগিতায়: সিমস (২য় পর্যায়) প্রকল্প, প্রত্যাশী৷
বাস্তবায়নে সৈকত ৯৯.০ এফএম।

11/07/2025

সাম্প্রতিক সময়ে জ্বর,ডেঙ্গু এবং চিকনগুনিয়ার প্রকোপ বেড়েই চলেছে। তার মধ্যে ডেঙ্গু আর চিকনগুনিয়া লক্ষণ দেখে তেমন একটা পার্থক্য বুঝা যায়না।

ডেঙ্গু ও চিকনগুনিয়ার পার্থক্য সম্পর্কে জানালেন কক্সবাজার সদর হাসপাতাল, আইসিইউ ইনচার্জ, ডাক্তার কফিল উদ্দিন আব্বাস।

বিস্তারিত জেনে আসি ভিডিও'র মাধ্যমে।

সাম্প্রতিক সময়ে কক্সবাজার শহরে চুরি,ডাকাতি এবং ছিনতাই প্রতিনিয়ত বেড়ে চলছে। এরই  পরিপ্রেক্ষিতে ''কক্সবাজারে আগত পর্যটকদের...
10/07/2025

সাম্প্রতিক সময়ে কক্সবাজার শহরে চুরি,ডাকাতি এবং ছিনতাই প্রতিনিয়ত বেড়ে চলছে। এরই পরিপ্রেক্ষিতে ''কক্সবাজারে আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে" আলাপচারিতার আয়োজন করে www.radiosaikat.net

আলাপচারিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি জনাব মো: আপেল মাহমুদ এবং সেইসাথে আরো উপস্থিত ছিলেন হোটেল-রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব মুকিম খাঁন।

আলাপচারিতায় কক্সবাজারের পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও সুরক্ষার নিয়ে নানান বিষয় তুলে ধরেন আলোচকরা। পুরো আলোচনাটি খুব শীঘ্রই রেডিও সৈকতে প্রচারিত হবে।

10/07/2025

২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলালফল জানতে রেডিও সৈকত টিম আজ কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়েছিল। সেখানে কথা হয় প্রধান শিক্ষক অনুপম দাশ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

তিনি জানান, জিপিএ-৫ এগিয়ে রয়েছে কক্সবাজার বালিকা উচ্চ বিদ্যালয় এবং পাশের হার ৯৭%।

সেইসাথে তিনি আরো জানান যতটুকু খবর পেয়েছেন এখন পর্যন্ত কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কক্সবাজার জেলার মধ্যে এগিয়ে রয়েছে।

10/07/2025

নেতিবাচক নয় ইতিবাচক পরিবেশে শিক্ষার্থীরা উৎযাপন করুক তাদের সাফল্য, তাদের এই বিশেষ দিনটি।
সন্তানদের মানসিক চাপের কারণ না হয়ে মানসিক শক্তি হয়ে উঠুক পরিবারের বাবা-মা ও অন্যসদস্যগণ।
জনস্বার্থে: রেডিও সৈকত ৯৯.০ এফএম

বন্ধুরা আপনাদের যদি "অভিবাসন" সংক্রান্ত কোন প্রশ্ন থাকে তাহলে সরাসরি ফোন করে যুক্ত হয়ে আপনার প্রশ্নটি জানাতে পারেন আমাদে...
08/07/2025

বন্ধুরা আপনাদের যদি "অভিবাসন" সংক্রান্ত কোন প্রশ্ন থাকে তাহলে সরাসরি ফোন করে যুক্ত হয়ে আপনার প্রশ্নটি জানাতে পারেন আমাদের কাছে ফোন-ইন লাইভ অনুষ্ঠানে, ফোন করতে হবে ০১৩১৩-৭৯৮৯০০ এই নম্বরে সেইসাথে এসএমএস করতে পারবেন ০১৭১৩-৩২৮৮৩৮ এই নম্বরে।
অনুষ্ঠানটি সরাসরি শুনতে পাবেন রেডিও সৈকতের অফিসিয়াল ওয়েবসাইট এবং এন্ড্রয়েড এ্যাপের মাধ্যমে।

বিশেষ বিজ্ঞপ্তি:গত কয়েকদিনের টানা প্রবল বর্ষণের ফলে যান্ত্রিকত্রুটিতে রেডিও সৈকতের “এফএম” এ সম্প্রচার কার্যক্রম সাময়িকভা...
08/07/2025

বিশেষ বিজ্ঞপ্তি:
গত কয়েকদিনের টানা প্রবল বর্ষণের ফলে যান্ত্রিকত্রুটিতে রেডিও সৈকতের “এফএম” এ সম্প্রচার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ আছে তবে রেডিও সৈকতের ওয়েবসাইট এবং এন্ড্রয়েড এ্যাপের মাধ্যমে রেডিও সৈকতের নিয়মিত সম্প্রচার কার্যক্রম চলমান রয়েছে।
আপনাদের সাময়িক অসুবিধার জন্য রেডিও সৈকত পরিবার আন্তরিকভাবে দুঃখিত।
ওয়েবসাইট: www.radiosaikat.net
রেডিও এ্যাপ: গুগল প্লে স্টোরে সার্চ করুন “ Radio Saikat 99.0 FM" লিখে,
ধন্যবাদ।

সম্প্রচার সময়: প্রতিদিন সকাল ৮ টা – ১১ টা, বিকাল ৫ টা – রাত ৮ টা

কক্সবাজারে ভারী বর্ষণ অব্যাহত, পাহাড় ধসের সতর্কবার্তা        কক্সবাজারে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। আগামী ৯ জুলাই পর্যন্ত ...
07/07/2025

কক্সবাজারে ভারী বর্ষণ অব্যাহত, পাহাড় ধসের সতর্কবার্তা
কক্সবাজারে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। আগামী ৯ জুলাই পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যার ফলে কক্সবাজারসহ পার্বত্য এলাকায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।
এদিকে বৈরী আবহাওয়া অব্যাহত থাকায় দেশের চার সমুদ্রবন্দরে এক নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। টানা বৃষ্টির কারণে পর্যটন এলাকা, জেলার টেকনাফসহ নয় উপজেলার প্রায় অধিকাংশ নিচু এলাকা প্লাবিত হয়েছে। সড়ক-উপসড়কে পানি উঠে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান রেডিও সৈকতকে জানিয়েছেন, আজ সকাল ৬ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজারে ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

07/07/2025
আজ  রবিবার ( ৬ ই জুন ) কক্সবাজার  আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং ...
06/07/2025

আজ রবিবার ( ৬ ই জুন ) কক্সবাজার আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আগামী ১২ ঘণ্টার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।আজ দুপুর ১২টা থেকে সন্ধ্যা ০৬ টা পর্যন্ত ১২৮ মিমি বৃষ্ঠিপাত রের্ডক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ( গতকার সন্ধ্যায় ০৬ টা থেকে আজ সন্ধ্যা ০৬ টা) মোট বৃষ্ঠিপাতের পরিমান ৩৩৪ মিমি।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ০৩ (তিন) নম্বর পুনঃ ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

অতিবর্ষণের কাণে চট্রগ্রাম, কক্সবাজার এবং তিন পাবর্ত্য জেলার পাহাড়ি এলাকায় ভুমিধ্বসের সম্ভানায় রয়েছে। তাই ঝুঁকিপূর্ণ পাহাড়ের নিকটে বাসবাসরত বাসিন্দাদের সর্তকতা অবলম্বনের আগাম অনুরোধ রইল।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Radio Saikat 99.0 FM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Radio Saikat 99.0 FM:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share