Rubel Chowdhury

  • Home
  • Rubel Chowdhury

Rubel Chowdhury Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rubel Chowdhury, Video Creator, .

14/04/2025
সম্পর্ক থেকে বের হয়ে আসা কখন জরুরি?জীবন মানেই সম্পর্কের মায়াজাল। পরিবার, বন্ধু, প্রেমিক, প্রেমিকা কিংবা জীবনসঙ্গী—প্রতিট...
22/02/2025

সম্পর্ক থেকে বের হয়ে আসা কখন জরুরি?

জীবন মানেই সম্পর্কের মায়াজাল। পরিবার, বন্ধু, প্রেমিক, প্রেমিকা কিংবা জীবনসঙ্গী—প্রতিটি সম্পর্ক আমাদের জীবনের অংশ হয়ে ওঠে।

কিন্তু কখনও কখনও সম্পর্কগুলো আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। তবু, মানুষ সম্পর্ক আঁকড়ে ধরে রাখে, মনে হয়, হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে।

কিন্তু সত্যি কি সব ঠিক হয়?

আর সব ঠিক না হলে, সম্পর্ক থেকে বের হয়ে আসাই কি সঠিক সিদ্ধান্ত নয়?

কেন সম্পর্ক জটিল হয়?

সম্পর্ক তখনই জটিল হয়, যখন সেটা আর হৃদয়ের আরামদায়ক স্থান থাকে না। এটা হতে পারে পারস্পরিক বোঝাপড়ার অভাব, মনোযোগের ঘাটতি, বিশ্বাস ভাঙন, কিংবা অবহেলার কারণে।

আমরা অনেক সময়ই বুঝে উঠতে পারি না—এই সম্পর্কটা আমাদের জীবনের জন্য উপকারী, নাকি ক্ষতিকর।

তাহলে কখন বুঝবেন সম্পর্ক থেকে সরে আসার সময় এসেছে?

কিছু বিষয় হিসাব নিকাশ করতে পারেন।

১. বিশ্বাস ভেঙে গেছে?
সম্পর্কের মূলে থাকে বিশ্বাস। যদি সেটা নষ্ট হয়ে যায়, তাহলে সম্পর্ককে এগিয়ে নেওয়া আর সম্ভব নয়। প্রতারণা কিংবা কথায় কথায় মিথ্যা বলার প্রমাণ পেলে দ্রুত সরে আসুন।

২. আপনার অস্তিত্বই যেন তুচ্ছ?
যখন সঙ্গী আপনাকে ‘টেকেন ফর গ্র্যান্টেড’ করতে শুরু করে, তখন বুঝতে হবে, এই সম্পর্ক আপনার আত্মসম্মানকে ধ্বংস করছে। মনে রাখবেন, ভালোবাসার সম্পর্কেও আত্মসম্মান জরুরি।

৩. মনোযোগ আর নেই?
ভালোবাসা মানে পারস্পরিক যত্ন। যদি দেখেন, সঙ্গী আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে কিংবা আপনাকে অবহেলা করছে, তবে হয়তো সম্পর্ক টিকিয়ে রাখা আর সম্ভব নয়।

৪. শ্রদ্ধার অভাব?
প্রতিটি সম্পর্কের ভিত্তি শুধু ভালোবাসা নয়, শ্রদ্ধাও। যদি সঙ্গী আপনাকে বারবার অপমান করে কিংবা অসম্মান করে, তবে সেটা সম্পর্ক শেষ করার বড় সংকেত।

৫. দৈনিক ঝগড়া?
যদি প্রতিদিনই কোনও না কোনও বিষয় নিয়ে ঝগড়া হয়, এবং সমাধানের চেষ্টা সত্ত্বেও সমস্যার শেষ না হয়, তবে হয়তো সেই সম্পর্ককে আর চালিয়ে নেওয়া উচিত নয়।

মাথায় রাখবেন, সম্পর্ক শেষ হওয়ার মানে জীবনের শেষ নয়। বরং, এটি একধরনের নতুন শুরু।

নিজেকে ভালোবাসুন, নিজের মানসিক শান্তির গুরুত্ব দিন। সম্পর্ক থেকে বের হয়ে আসা মানে আপনার জীবনে আরও সুন্দর কিছু শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হওয়া।

জীবন ছোট। এমন সম্পর্ক টেনে নিয়ে চলার কোনও মানে নেই, যা শুধু কষ্ট আর হতাশা এনে দেয়।

তাই নিজের আত্মসম্মান, শান্তি, আর সুখের কথা ভেবে সিদ্ধান্ত নিন।

মনে রাখবেন, সম্পর্কের মান যদি বোঝা হয়ে যায়, তবে সেইটি মুক্তি দেওয়া শ্রেয়।

জীবন অপেক্ষা করছে নতুন সম্ভাবনায়, নতুন আনন্দে।

22/02/2025
15/01/2025

মেরিন ড্রাইভ রোড, কক্সবাজার ।

01/01/2025
16/11/2024

একজন পুরুষের "
টেনশন যদি একশো জন নারীর মধ্যে, ভাগ করে দেওয়া হতো তাহলে ৯৯ জন নারী পাগল হয়ে যেতো...?

28/10/2024

যেদিন আমি টের পাইলাম, আমার বুকে সমুদ্র সমান আফসোস, যে আফসোসকে প্রশ্রয় দিলে আমি ধীরে ধীরে তলিয়ে যাবো, নিঃশেষ হয়ে যাবো।

ঠিক সেদিন থেকে আমি না পাওয়ার সমস্ত আফসোসকে উড়িয়ে দিলাম, আমি ভেবে নিলাম, যা কিছু আমার হয় নাই, তা কখনোই আমার হওয়ার ছিলো না।

যা কিছু আমি পাই নাই, তা পাইলে বরং আরো কষ্ট হইতো। এইটারে মিথ্যা সান্ত্বনা বলাই যায়, কিন্তু যে মিথ্যা আমারে ভালো থাকতে দেয়, সে মিথ্যারে আমি চোখ বুজে ভালোবাসি।'🤍

28/10/2024

জীবনে নষ্ট করার মধ্যে সবচেয়ে বাজেভাবে নষ্ট করেছি বোধহয় নিজেকেই!💔😅

28/10/2024

ইদানীং আয়নার দিকে তাকাতে ভয় লাগে। আগের আমি আর এখনের আমির মাঝে বিশাল তফাৎ।কি সুন্দর হাস্যজ্বল চেহারা আমার কি হয়ে গেছে।দেখলে মনে হয় না জানি কতদিন ঠিকমতো খায়না,ঘুমায় না।

মানসিক চাপ মানুষকে কতটা এলোমেলো করে দিতে পারে;নিজের প্রতি কতটা যত্নহীন করে তুলতে পারে,আয়নার দিকে তাকালে তা স্পষ্ট ভেসে উঠে।তাই ইদানীং আয়নার দিকে তাকাতে ভয় লাগে,কারণ তখন নিজেকে আরও বেশি অসহায় মনে হয়!💔😅

🙏দানশ্রেষ্ঠ কঠিন চীবর দান করলে কী হয়?🙏এই পৃথিবী হতে একনিষ্ঠ ব্রহ্মলোক পর্যন্ত উচ্চ করে রজত-পর্বত দান করলেও একখানি কঠিনচী...
22/10/2024

🙏দানশ্রেষ্ঠ কঠিন চীবর দান করলে কী হয়?🙏

এই পৃথিবী হতে একনিষ্ঠ ব্রহ্মলোক পর্যন্ত উচ্চ করে রজত-পর্বত দান করলেও একখানি কঠিনচীবর দান-ফলের ষোল ভাগের একভাগ হয় না।

কোনো দাতা যদি স্বর্গের বৈজয়ন্তধামতুল্য স্বর্ণ-রৌপ্যাদি রত্নখচিত চুরাশি হাজার বিহার নির্মাণ করিয়ে চারদিক হতে আগত, অনাগত ভিক্ষুসংঘের উদ্দেশ্যে দান করে, তার ফলও কঠিনচীবর দান-ফলের ষোল ভাগের একভাগ হয় না।

জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সবাইকে জানাই, শুভ প্রবারণা পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা।
15/10/2024

জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে
সবাইকে জানাই, শুভ প্রবারণা পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Rubel Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rubel Chowdhury:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share