02/07/2025
শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ উন্নয়ন ও সাফল্যগুলো ঘটেছে, সেগুলো বিভিন্ন খাতে ভাগ করে নিচে তুলে ধরা হলো:
🏗️ অবকাঠামো ও যোগাযোগ
1. পদ্মা সেতু: নিজস্ব অর্থায়নে নির্মাণ – দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর সরাসরি সংযোগ স্থাপন।
2. মেট্রোরেল (MRT Line-6): ঢাকায় প্রথম মেট্রোরেল – যানজট কমানোর বড় উদ্যোগ।
3. কর্ণফুলী টানেল: দেশের প্রথম নদীর নিচ দিয়ে টানেল – চট্টগ্রামে যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন।
4. এক্সপ্রেসওয়ে ও চারলেন সড়ক: ঢাকা-মাওয়া, ঢাকা-চট্টগ্রামসহ বহু মহাসড়ক চারলেন করা হয়েছে।
⚡ বিদ্যুৎ ও জ্বালানি
1. বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি: ২০০৯ সালে ৪,৯৪২ মেগাওয়াট → ২০২৩ সালে প্রায় ২৫,০০০ মেগাওয়াট।
2. সব ঘরে বিদ্যুৎ: প্রায় ১০০% বিদ্যুৎ সংযোগ নিশ্চিত।
3. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প: দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।
📚 শিক্ষা ও মানবসম্পদ
1. বিনামূল্যে পাঠ্যবই বিতরণ: প্রতি বছর ৩৫ কোটির বেশি বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ।
2. উচ্চশিক্ষা ও প্রযুক্তি: নতুন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও টেকনিক্যাল প্রতিষ্ঠান স্থাপন।
3. প্রাথমিক শিক্ষা জাতীয়করণ: প্রাথমিক শিক্ষকদের বেতন ও চাকরির মানোন্নয়ন।
💻 ডিজিটাল বাংলাদেশ
1. ই-গভর্নেন্স ও অনলাইন সেবা: জন্ম নিবন্ধন, আবেদন, পেমেন্ট ইত্যাদি অনলাইনে সহজলভ্য।
2. ইন্টারনেট সংযোগ বিস্তৃতি: ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল সেন্টার চালু।
3. ফ্রিল্যান্সিং ও আইটি সেক্টর: লাখো তরুণ আইটি খাতে যুক্ত, বৈদেশিক আয়ের উৎস।
💵 অর্থনীতি ও দারিদ্র্য হ্রাস
1. দারিদ্র্যের হার হ্রাস: প্রায় ৪০% → ১৮% (২০০৫–২০২৩ পর্যন্ত)
2. জিডিপি প্রবৃদ্ধি: দীর্ঘ সময় ধরে ৬-৮% এর মধ্যে প্রবৃদ্ধি।
3. রেমিট্যান্স ও রপ্তানি: পোশাক শিল্পে রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়।
🚺 নারীর ক্ষমতায়ন
1. নারী শিক্ষা ও কর্মসংস্থান: নারী শিক্ষার হার বেড়েছে, পোশাক শিল্পে বিপুল নারী শ্রমিক।
2. রাজনীতিতে নারী নেতৃত্ব: স্থানীয় ও জাতীয় পর্যায়ে নারী সংরক্ষিত আসন বৃদ্ধি।
🏥 স্বাস্থ্য খাত
1. কমিউনিটি ক্লিনিক: গ্রামের দরজায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।
2. টিকাদান কর্মসূচি: শিশুমৃত্যু ও রোগ প্রতিরোধে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
🌾 কৃষি ও খাদ্য
1. আত্মনির্ভর খাদ্য উৎপাদন: চাল, সবজি, মাছ ও ডিমে স্বয়ংসম্পূর