25/04/2025
গল্পের নাম: ছায়ার অতিথি
ঢাকার ব্যস্ত শহরের এক কোণায়, ছোট্ট ফ্ল্যাটে থাকে আরিয়ান আর তার মা। ছাদের এক কোণায়, ইটের টবে লাগানো বিশাল এক অশ্বত্থ গাছ—তার ছায়ায় যেন আলাদা এক জগৎ। ছোটবেলা থেকে গাছটাকে নিজের সাথী ভাবেই বড় হয়েছে আরিয়ান। শহরের কোলাহলে ওই গাছটাই ছিল তার নিঃশব্দ শান্তি।
একদিন আরিয়ান স্কুল থেকে ফেরার সময় দেখে, রাস্তার ধারে একটা ছোট ছেলে বসে কাঁদছে। ছেলেটার নাম ইমরান, বাসা হারিয়েছে, কিছু খায়নি, শহরে এক আত্মীয়ের খোঁজে এসেছিল। কিন্তু কোথাও যেতে পারছে না।
আরিয়ান চুপ করে দাঁড়িয়ে ছিল কিছুক্ষণ। তারপর সাহস করে ছেলেটার হাত ধরে বলল, “চলো, আমার বাসায় চলো। মা রাগ করবে না, কথা বলব আমরা।”
আরিয়ান তাকে নিজের ছাদে নিয়ে গেল, গাছটার ছায়ায় বসাল। দু’জন মিলে চুপচাপ বসে থাকল কিছুক্ষণ। গাছটা যেন বুঝতে পারছিল—এই ছায়া আজ শুধু রোদ থেকে না, একাকীত্ব থেকেও বাঁচাচ্ছে।
মা একটু অবাক হলেও আরিয়ানের কথা শুনে হাসলেন। ছেলেটার খাওয়া-দাওয়ার ব্যবস্থা হলো। আর গাছটার ছায়ায় নতুন এক বন্ধুত্বের শুরু হলো।
পরদিন ইমরানের আত্মীয়কে খুঁজে পাওয়া গেল। চলে যাওয়ার আগে ছেলেটা বলল, “তোর গাছটা অনেক ভালো। একদিন আবার আসব, শুধু ওর ছায়ায় বসতে।”
আরিয়ান তাকিয়ে হাসল, ছায়ার মধ্যে একরাশ ভালোবাসা লুকানো ছিল—নিঃশব্দ, কিন্তু গভীর।