Happy girly life

Happy girly life নিজের খেয়ালে ভিডিও বানাই; কখনো শখের কোনো অভ্যাস বা কারুকাজ, কখনো বিনোদন কিংবা শিক্ষামূলক...

কিছু মানুষ থাকে যারা যেন মেডিসিন নয়, পুরো একটা জীবন বাঁচানোর মতো অনুভূতি!আমাদের জীবনের প্রতিটি দিন সমান যায় না। কখনো ক...
02/06/2025

কিছু মানুষ থাকে যারা যেন মেডিসিন নয়, পুরো একটা জীবন বাঁচানোর মতো অনুভূতি!
আমাদের জীবনের প্রতিটি দিন সমান যায় না। কখনো ক্লান্তি, কখনো মানসিক চাপ, কখনো শরীরের অসুস্থতা—সব মিলে যেন জীবনটা ধীরে ধীরে ভারী হয়ে যায়। চারপাশে মানুষ থাকে, শব্দ থাকে, আলো থাকে, কিন্তু তবুও মনে হয় সবকিছু নিস্তব্ধ। ঠিক এমন সময়েই কিছু মানুষ আসে আমাদের জীবনে, যারা কোনো ডাক্তার নয়, কোনো ওষুধ নয়—তবুও যেন একধরনের জাদু ছুঁয়ে দিয়ে যায়।

13/05/2025

নিজেকে 'ভালোবাসুন',নিজের 'দাম' বুঝতে শিখুন। নিজের 'ভালো খারাপ' টা বুঝতে শিখুন৷ নিজেকে নিজেই 'মোটিভেট' করুন৷ নিজের উপর 'ভরসা' রাখুন৷ নিজে নিজের 'সবচেয়ে প্রিয়' হয়ে থাকুন৷ মানুষ কে ভালো না বেসে, নিজেকে ভালোবাসুন এতে করে আপনার দুঃখ দ্বিগুন কমে যাবে। এই দুনিয়ায় আপনার আপনি ছাড়া আর কেউ নাই! ❤️

11/05/2025

**"সব মুখের হাসি মন থেকে আসে না,
আর সব সুন্দর চেহারার আড়ালে
সুন্দর মন লুকিয়ে থাকে না।
চোখে আলো থাকলেই কেউ দীপ্তিমান হয় না,
মন না জ্বললে আলো শুধু বাইরের।

সুন্দর মানুষ দেখে আমরা থমকে যাই,
ভেবে নিই—এ নিশ্চয়ই মনের দিক থেকেও উজ্জ্বল।
কিন্তু অনেক সময়ই
সেই সৌন্দর্যই হয় মুখোশ,
যার নিচে লুকিয়ে থাকে গর্ব, অহং আর অসহিষ্ণুতা।

সত্যিকারের সৌন্দর্য
কখনো চেহারায় নয়—
তা খোঁজো শব্দে, আচরণে,
আর সেই নিরবে বলা কথায়
যা কাউকে আঘাত না দিয়ে—ভালোবাসে।"**

10/05/2025

আজকাল সবাই প্রতিযোগিতায় ব্যস্ত।
কে কোথায় যাচ্ছে, কে কী করছে, কে কতদূর এগিয়ে গেছে—সব কিছুতেই যেন এক অদৃশ্য দৌড় চলছে।
নিজের শান্তি, নিজের সময়, নিজের ভালো লাগাগুলো চাপা পড়ে যাচ্ছে এই তুলনা আর প্রতিযোগিতার ভারে।
কখনো থেমে নিজের হৃদয়ের কথাও শোনা দরকার। সব কিছুতে সেরা না হলেও, সুখী হওয়াটাই তো আসল!

09/05/2025

"সবাইকে ভয় পাবার দরকার নেই…
জোরে জোরে কথা বলা মানুষরা সবসময়ই খোলামেলা হয়।
আসল বিপদ হয় তখনই, যখন কেউ কানে কানে ফিসফিস করে।
সেখানে লুকিয়ে থাকে বিশ্বাসঘাতকতা, চক্রান্ত আর মুখোশের আড়ালে থাকা সত্য।
সাবধান থাকুন—শব্দ নয়, নীরবতাই কখনো কখনো সবচেয়ে জোরালো অস্ত্র।"

02/05/2025

গ্রীষ্মকালে নানা ধরনের সুস্বাদু ফল পাওয়া যায়। যেমন: আম, লিচু, কাঁঠাল, তরমুজ, আনারস ইত্যাদি। এসব ফলের স্বাদ যেমন ভালো, তেমনি পুষ্টিগুণেও ভরপুর। গ্রামের পথে পথে দেখা যায় কাকডাকা রোদের মধ্যে কৃষকের কর্মব্যস্ততা, শিশুদের আম কুড়ানোর আনন্দ, আর পুকুরে সাঁতার কাটার উচ্ছ্বাস।

গ্রীষ্মের দুপুরে ছেলেবেলার সবচেয়ে কাঙ্ক্ষিত কাজগুলোর একটি ছিল আম পাড়া। গাছভরা কাঁচা-পাকা আমের গন্ধ চারপাশ মাখামাখি করত। ...
02/05/2025

গ্রীষ্মের দুপুরে ছেলেবেলার সবচেয়ে কাঙ্ক্ষিত কাজগুলোর একটি ছিল আম পাড়া। গাছভরা কাঁচা-পাকা আমের গন্ধ চারপাশ মাখামাখি করত। হাতে লম্বা বাঁশের ডগায় ছোট একটা খুঁটি, কখনোবা গাছে উঠে কিংবা পাথর ছুঁড়ে পাড়া হত মিষ্টি আমগুলো। একেকটা আম পড়ার সঙ্গে সঙ্গে হৈ-চৈ, হাসি-ঠাট্টায় ভরে যেত চারদিক।

আম পাড়ার আনন্দ শুধু ফল পাওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না; এটা ছিল বন্ধুত্বের, দলবদ্ধতার, আর একটুখানি দুষ্টুমির আনন্দও। বড়দের চোখ এড়িয়ে কখনো গোপনে পাড়া হত আম, আবার কখনো সবাই মিলে মায়ের ডেকে আনা ঝুড়িতে ভরে নেওয়া হত ঝরাপড়া আমগুলো।

পাকা আমের রসে হাত মাখানো, খোসা ছাড়িয়ে খাওয়া, আর শেষে আঙুল চেটে ফেলার সুখ – তার স্বাদ আজও অমলিন। আম পাড়া যেন ছিল আমাদের ছোট্ট জীবনের এক উৎসব, এক আনন্দময় রীতির মতো।

27/04/2025

আমার ব্যক্তিগত জীবন নিয়ে যাদের উৎসাহ সীমাহীন,
তারা কি কখনও নিজের ভেতরটা খুঁজে দেখেছে?
সেখানে যদি ফাঁকা শূন্যতা থাকে,
তবে বুঝি, কেন আমার জীবনেই এত আগ্রহ!
আমি কার সঙ্গে হাঁটি, কোথায় যাই,
তা নিয়ে যারা হিসাব রাখে—
তাদের জীবনে নিজস্ব কিছু নেই বলেই তো,
আমার জীবনের খুঁটিনাটি তাদের বিনোদন।
কিন্তু মনে রেখো,
আমি যদি একদিন বলি—'বসো, এবার তোমাকে নিয়েই বলি',
তাহলে আয়না ভেঙে যাবে—আর মুখ লুকানোর জায়গা থাকবে না।"

গল্পের নাম: ছায়ার অতিথিঢাকার ব্যস্ত শহরের এক কোণায়, ছোট্ট ফ্ল্যাটে থাকে আরিয়ান আর তার মা। ছাদের এক কোণায়, ইটের টবে লাগ...
25/04/2025

গল্পের নাম: ছায়ার অতিথি

ঢাকার ব্যস্ত শহরের এক কোণায়, ছোট্ট ফ্ল্যাটে থাকে আরিয়ান আর তার মা। ছাদের এক কোণায়, ইটের টবে লাগানো বিশাল এক অশ্বত্থ গাছ—তার ছায়ায় যেন আলাদা এক জগৎ। ছোটবেলা থেকে গাছটাকে নিজের সাথী ভাবেই বড় হয়েছে আরিয়ান। শহরের কোলাহলে ওই গাছটাই ছিল তার নিঃশব্দ শান্তি।

একদিন আরিয়ান স্কুল থেকে ফেরার সময় দেখে, রাস্তার ধারে একটা ছোট ছেলে বসে কাঁদছে। ছেলেটার নাম ইমরান, বাসা হারিয়েছে, কিছু খায়নি, শহরে এক আত্মীয়ের খোঁজে এসেছিল। কিন্তু কোথাও যেতে পারছে না।

আরিয়ান চুপ করে দাঁড়িয়ে ছিল কিছুক্ষণ। তারপর সাহস করে ছেলেটার হাত ধরে বলল, “চলো, আমার বাসায় চলো। মা রাগ করবে না, কথা বলব আমরা।”

আরিয়ান তাকে নিজের ছাদে নিয়ে গেল, গাছটার ছায়ায় বসাল। দু’জন মিলে চুপচাপ বসে থাকল কিছুক্ষণ। গাছটা যেন বুঝতে পারছিল—এই ছায়া আজ শুধু রোদ থেকে না, একাকীত্ব থেকেও বাঁচাচ্ছে।

মা একটু অবাক হলেও আরিয়ানের কথা শুনে হাসলেন। ছেলেটার খাওয়া-দাওয়ার ব্যবস্থা হলো। আর গাছটার ছায়ায় নতুন এক বন্ধুত্বের শুরু হলো।

পরদিন ইমরানের আত্মীয়কে খুঁজে পাওয়া গেল। চলে যাওয়ার আগে ছেলেটা বলল, “তোর গাছটা অনেক ভালো। একদিন আবার আসব, শুধু ওর ছায়ায় বসতে।”

আরিয়ান তাকিয়ে হাসল, ছায়ার মধ্যে একরাশ ভালোবাসা লুকানো ছিল—নিঃশব্দ, কিন্তু গভীর।

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Happy girly life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category