
12/07/2025
কে বলে বেঁচে আছি?
এই দেশে মৃত্যু কেবল কফিনে নয়,
মৃত্যু আসে প্রকাশ্যে—
ইটের ঘায়ে, রক্তে মাখা পথে।
মানুষ নয়,
আজ দানবেরা উল্লাস করে!
নগ্ন এক শরীর,
নগ্ন এক বিবেক—
পড়ে থাকে কাদায়,
আর উঁচু হয় হত্যার ইট!
পেছনে ভিড়—
তারা দেখে,
তারা চুপ,
তারা বেঁচে থেকেও মরে গেছে অনেক আগেই।
কে দেবে উত্তর?
কে বলবে— এই পুরুষটির অপরাধ কী?
কে বলবে— এই নরকের দানবদের জন্ম কোথায়?
বাংলাদেশ আজ ব্যথিত,
বাংলাদেশ আজ কাঁদে—
শান্তি নয়, প্রতিদিন চায় লাশ,
আর আমরা বলি—
"ভালো আছি!"