11/05/2025
★মায়ের শাড়ি!!
"শাড়ি" হল মায়ের একটা প্রচন্ড শখের জিনিস!!🌹
আর মায়ের শাড়ি ট্রাই করার প্রথম মডেল হলাম আমি 🙂
তাই মায়ের নতুন শাড়ি এনে মা নিজে না দেখেই আমাকে দিয়ে বলে, 'একটু পর না,দেখি কেমন লাগে!' আর পরলেই যদি একটু মানিয়েছে তো সেটা আর নিতে চাইবে না। পরে আমার অনেক কষ্ট করে সেটা মা কে পরাতে হয়। 😒
আমার মায়ের একটা স্বভাব হচ্ছে, মা নিজের জন্য কিছু কিনলে আমাকে বলে পড়ে দেখতে। আমিও নতুন জিনিস পছন্দ তাই পড়ে দেখি। কিন্তু পড়ে দেখতে গিয়েই হয় বিপত্তি।😴
যদি আমাকে ভালো দেখায় তাহলে মা আর সেটা নিতে চায় না যতই শখ করে কেনা হোকনা কেন। আমার মায়ের এই অভ্যেসটা আমি এখনও বদলাতে পারিনি। 😊
আমার কিছু পছন্দ হলেও মা তা যথাসাধ্য কিনে দেওয়ার চেষ্টা করে৷ আর যদি কোনো কারণে তা কিনে দিতে না পারে তো আফসোসের সীমা রাখে না। তার এই আপসোস আর মন খারাপ দেখে মনে হয় যেন সে অনেক বড় কিছু হারিয়ে ফেলেছে। 🙂🙂
মায়ের আমাকে নিয়ে এতো উদ্বিগ্নতা দেখে আমার অনেক খুশি হয়। পৃথিবীর এই একটা মানুষই আছে যাকে আমার মন খারাপ, আমার পছন্দ, অপছন্দ ঘোষণা দিয়ে বলতে হয় না। এই একটা মানুষই আছে যে আমাকে আমার থেকেও বেশি বোঝে।, 🙂🙂
আমার কখনোই আলাদা করে মনের কথা বলার জন্য বান্ধবীর প্রয়োজন হয় নি। কারন এই মানুষটাই আমার সব থেকে ভালো বন্ধু। যাকে নিরদ্বিধায় সব বলতে পারি। 🙂🙂
এই মানুষটা আমার মন খারাপের সাথী, আমার ভালো থাকার সাথী। আমার ভালোবাসার মানুষ। সব সময় ভালো থাকুক এই মানুষটা দোয়া করি। 🌼🌼
যারা একবার মাকে বন্ধু বানাতে পেরেছে তাদের আর কখনোই একাকিত্বে ভুগতে হয় না, মন খারাপে একা কষ্ট পেতে হয় না। সব মানুষ আমাদের ছেড়ে গেলেও এই মানুষটা ছেড়ে যাবে না।🌼🌼
সারা পৃথিবীর বুকে আমাদের জায়গা না হলেও মায়ের বুক সব সময় খালি আমাদের জন্য, যেখানে জায়গার কোনো কমতি নেই। 🥰🥰
_ Sanjana Tanne