Tanne's Diary

Tanne's Diary কেউ আমাকে একবার এড়িয়ে চললে, আমি তাকে সারাজীবন এড়িয়ে চলি;
এটা আমার "অহংকার নয়",এটা আমার "আত্মসম্মান"!!

15/06/2025

Happy father's day🌼🌼

★মায়ের শাড়ি!!"শাড়ি" হল মায়ের একটা প্রচন্ড শখের জিনিস!!🌹আর মায়ের শাড়ি ট্রাই করার প্রথম মডেল হলাম আমি 🙂 তাই মায়ের  নতুন শা...
11/05/2025

★মায়ের শাড়ি!!
"শাড়ি" হল মায়ের একটা প্রচন্ড শখের জিনিস!!🌹
আর মায়ের শাড়ি ট্রাই করার প্রথম মডেল হলাম আমি 🙂
তাই মায়ের নতুন শাড়ি এনে মা নিজে না দেখেই আমাকে দিয়ে বলে, 'একটু পর না,দেখি কেমন লাগে!' আর পরলেই যদি একটু মানিয়েছে তো সেটা আর নিতে চাইবে না। পরে আমার অনেক কষ্ট করে সেটা মা কে পরাতে হয়। 😒

আমার মায়ের একটা স্বভাব হচ্ছে, মা নিজের জন্য কিছু কিনলে আমাকে বলে পড়ে দেখতে। আমিও নতুন জিনিস পছন্দ তাই পড়ে দেখি। কিন্তু পড়ে দেখতে গিয়েই হয় বিপত্তি।😴

যদি আমাকে ভালো দেখায় তাহলে মা আর সেটা নিতে চায় না যতই শখ করে কেনা হোকনা কেন। আমার মায়ের এই অভ্যেসটা আমি এখনও বদলাতে পারিনি। 😊

আমার কিছু পছন্দ হলেও মা তা যথাসাধ্য কিনে দেওয়ার চেষ্টা করে৷ আর যদি কোনো কারণে তা কিনে দিতে না পারে তো আফসোসের সীমা রাখে না। তার এই আপসোস আর মন খারাপ দেখে মনে হয় যেন সে অনেক বড় কিছু হারিয়ে ফেলেছে। 🙂🙂

মায়ের আমাকে নিয়ে এতো উদ্বিগ্নতা দেখে আমার অনেক খুশি হয়। পৃথিবীর এই একটা মানুষই আছে যাকে আমার মন খারাপ, আমার পছন্দ, অপছন্দ ঘোষণা দিয়ে বলতে হয় না। এই একটা মানুষই আছে যে আমাকে আমার থেকেও বেশি বোঝে।, 🙂🙂

আমার কখনোই আলাদা করে মনের কথা বলার জন্য বান্ধবীর প্রয়োজন হয় নি। কারন এই মানুষটাই আমার সব থেকে ভালো বন্ধু। যাকে নিরদ্বিধায় সব বলতে পারি। 🙂🙂

এই মানুষটা আমার মন খারাপের সাথী, আমার ভালো থাকার সাথী। আমার ভালোবাসার মানুষ। সব সময় ভালো থাকুক এই মানুষটা দোয়া করি। 🌼🌼

যারা একবার মাকে বন্ধু বানাতে পেরেছে তাদের আর কখনোই একাকিত্বে ভুগতে হয় না, মন খারাপে একা কষ্ট পেতে হয় না। সব মানুষ আমাদের ছেড়ে গেলেও এই মানুষটা ছেড়ে যাবে না।🌼🌼

সারা পৃথিবীর বুকে আমাদের জায়গা না হলেও মায়ের বুক সব সময় খালি আমাদের জন্য, যেখানে জায়গার কোনো কমতি নেই। 🥰🥰

_ Sanjana Tanne

19/04/2025

কথা বলাটা খুব প্রয়োজন জানো....
তার চেয়ে ও বেশি প্রয়োজন কথা শোনার মানুষ থাকা!

22/11/2024

In collaboration with Comilla Government Women's College and Agricultural Research Institute... Efforts to help affected farmers.

অর্থ:কুমিল্লা সরকারি মহিলা কলেজ ও কৃষি গবেষণা ইন্সটিটিউট এর সহযোগে...
ক্ষতিগ্রস্থ কৃষকদের সাহায্যর প্রচেষ্টা।
২য় পর্ব!!

16/11/2024

In collaboration with Comilla Government Women's College and Agricultural Research Institute... Efforts to help affected farmers.

অর্থ:কুমিল্লা সরকারি মহিলা কলেজ ও কৃষি গবেষণা ইন্সটিটিউট এর সহযোগে...
ক্ষতিগ্রস্থ কৃষকদের সাহায্যর প্রচেষ্টা।

21/02/2024

আ মরি বাংলা ভাষা......

15/09/2023

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanne's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share