Freelancer Biplab Acharjee

Freelancer Biplab Acharjee Biplab Acharjee Adhi is ready to give you full computer skill and freelancing service

03/06/2023

দেহ পাশে, কেউ কেদো না

02/06/2023

মায়াবী🥰

01/06/2023

💻ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি 🌐ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন।💻 এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন। দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আপনি করবেন না। যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবেন।

আপনি কি একজন ডিজিটাল মার্কেটার হতে চান? 💼 চাকরি বা ফ্রিল্যান্সিং জগতে এগিয়ে থাকতে প্রয়োজন হাতেখড়ি? বর্তমান সময়ের সব থেকে...
15/05/2023

আপনি কি একজন ডিজিটাল মার্কেটার হতে চান?
💼 চাকরি বা ফ্রিল্যান্সিং জগতে এগিয়ে থাকতে প্রয়োজন হাতেখড়ি? বর্তমান সময়ের সব থেকে ডিমান্ডিং এই স্কিলটি ডেভলোপ করে সবার আগে এক ধাপ এগিয়ে রাখতে আইকোনিক আইটি-এর “Basic Digital Marketing” কোর্সটি আপনার জন্য।
লেভেল 1 ও 2 কোর্সে আপনার জন্য থাকছে স্কলারশিপ 👇
✅ সরাসরি ভিডিও লেসন
✅ লেভেল 1-এ 16 টি লেকচার ক্লাস সম্পূর্ণ ফ্রি।
✅ লেভেল 1-এ ক্লাসগুলো হচ্ছে
*ওরিয়েন্টেশন ও টুলস মেনেজমেন্ট *ফেসবুক প্রোফাইল ও ফেসুবক পেইজ অপটিমাইজেশন *গুগল ফ্যামিলি *এফিলিয়েট মার্কেটিং *কন্টেন্ট তৈরি *ক্যানভা ডিজাইন *সেলস্ ফ্যানেল *কাস্টমার কমিউনিকেশন *এম এস ওয়ার্ড ও টাইপিং মাস্টার *এম এসেএক্সেল (বেসিক এডভান্স) *এমএস পাওয়ার পয়েন্ট (বেসিক এডভান্স) *এস এম একাউন্ট তৈরি *ভিডিও ইডিটিং মোবাইল *স্কীর ডেভেলপ *রিভিউ ক্লাস *পরীক্ষা
✅ এক্সপার্টের গাইডলাইন
✅ পরীক্ষা শেষে সার্টিফিকেট
******************************************************
✅ সরাসরি ভিডিও লেসন
✅ লেভেল 2-এ 22 টি লেকচার ক্লাস ।
✅ লেভেল 2-এ ক্লাসগুলো হচ্ছে
*ওরিয়েন্টেশন ও ডিামে টুলস্ মেনেজমেন্ট *ক্যানভা এডভান্স *ফেসবুক বিজনেস ম্যানেজার সেটআপ *ফেসবুক এ্যাড ক্যাম্পেইন *ফেসবুক এ্যাড রি-টার্গেটিং *পিক্সেল ও এপিআই সেটআপ *ইন্সটাগ্রাম *ইনস্টাগ্রাম *লিংকডিন *ই-মেইল মার্কেটিং ও লিড জেনেরেশন*ফাইভার *ফাইভার *ফাইভার *টুইটার *প্রিন্টটেস্ট *ওয়ার্ডপ্রেস *এসইও-কিওয়ার্ড রিসোর্স *কন্টেন্ট মার্কে
টিং ও অন পিইজ এসইও *অফ পেইজ এসইও *ইউটিউব *এডভান্স ভিডিও ইডিটিং *আপওয়ার্ক✅ ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস
এক্সপার্টের গাইডলাইন
✅ পরীক্ষা শেষে সার্টিফিকেট
💥 এক্সপার্টের শেয়ার করা সবগুলো Tips & Tricks শিখতে আজই রেজিস্ট্রেশন করুন "Basic Digital Marketing" কোর্সে আর ফ্রিল্যান্সিং করে ইনকাম করুন সহজে। 💰💸
এখনই রেজিঃ করুন।
ইনবক্স।

Nomoskar all🥰🥰Welcome to my new page💐💐
14/04/2023

Nomoskar all🥰🥰
Welcome to my new page💐💐

মাসে ২০-৩০ হাজার টাকা উপার্জনের সহজ কোন উপায় আছে?প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই একটি সুন্দর প্রশ্ন করার জন্য।বর্তমান সময়ে ...
06/03/2023

মাসে ২০-৩০ হাজার টাকা উপার্জনের সহজ কোন উপায় আছে?
প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই একটি সুন্দর প্রশ্ন করার জন্য।

বর্তমান সময়ে একটি পরিবার ভাল ভাবে চালাতে কম পক্ষে ৩০-৪০ হাজার টাকা প্রয়োজন। আর আজকাল চাকরি তেমন পাওয়া যায় না বললেই চলে, যদিও বা পাওয়া যায় কিন্তু মনের মত হয় না এবং স্যালরি আশানুরূপ পাওয়া যায় না। তবে আমরা চাইলে বাড়িতে বসে ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে ৪০-৫০ হাজার টাকা উপার্জন করতে পারি। মানুষ চাইলে সব কিছুই করতে পারে। যেই দিকটায় মানুষ আগ্রহ প্রকাশ করে এবং শিখতে চেষ্টা করে সেই দিক নিয়েই মানুষ শিক্ষা অর্জন করতে পারে।সৃষ্টিকর্তা মানুষের ব্রেইন সেভাবেই সৃষ্টি করেছে।

ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশা হল এমন কোন কাজ যা আপনি কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের অধীনে আপনার ইচ্ছামত করতে পারবেন। ফ্রিল্য...
21/01/2023

ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশা হল এমন কোন কাজ যা আপনি কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের অধীনে আপনার ইচ্ছামত করতে পারবেন। ফ্রিল্যান্সিং বলতে মূলত ঘরে বসে অনলাইনে কাজ করাকে বুঝায়। আপনি অনলাইনের যেসব কাজে দক্ষ, সেসব কাজ অনলাইনে করে দিয়ে নির্দিষ্ট পরিমাণ টাকা আয় করতে পারবেন। এককথায়, আপনার অনলাইন কাজের দক্ষতা অনলাইনে বিক্রি করে টাকা আয় করাকে ফ্রিল্যান্সিং বলে।

তাহলে ফ্রিলান্সিং শুরু করতে প্রথমেই আপনার পরিষ্কার ধারণা থাকতে হবে ফ্রিলান্সিং কি এই বিষয়ের উপর। আশা করি আপনি বুঝতে পারছেন ফ্রিলান্সিং কাজ টা আসলে কি। আমি এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। ফ্রিল্যান্সিং শিখে আপনি মূলত ঘরে বসে দেশের বাইরে কাজ করে বৈদেশিক মুদ্রা আয় করবেন। আপনি অনলাইনে কাজ পাবেন আর অনলাইনেই কাজ করে জমা দিয়ে আপনার প্রাপ্য টাকা বুঝে নিবেন।

সোজা ভাবে, ফ্রিল্যান্সিং কি বা ফ্রিল্যান্সিং বলতে কি বুঝায় ?Freelancing মানে হলো, যেই কাজের বিষয়ে বিশেষ অভিজ্ঞতা বা দক্...
20/01/2023

সোজা ভাবে, ফ্রিল্যান্সিং কি বা ফ্রিল্যান্সিং বলতে কি বুঝায় ?
Freelancing মানে হলো, যেই কাজের বিষয়ে বিশেষ অভিজ্ঞতা বা দক্ষতা (skills) আপনার আছে, তার সাথে রিলেটেড কাজ অন্যদের জন্য করা এবং তার বিনিময়ে টাকা নেওয়া।

তাই, অন্যরা তাদের প্রয়োজন হিসেবে আপনাকে কাজ দিবে, এবং সেই কাজ যদি আপনি জানেন, তাহলে নির্ধারিত সময়ে আপনার তাকে সেই কাজ করে দিতে হবে।

এক্ষেতের, আপনার এমন কিছু দক্ষতা (skills) বা কাজ জানা থাকতে হবে, যেগুলি লোকেরা আপনার দ্বারা করাতে চাইবেন।

তাছাড়া, এমন ভাবেও বলা যেতে পারে যে, freelancing হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে আপনি আপনার জানা কাজ বা দক্ষতা ব্যবহার করে অন্যদের জন্য কাজ করেন।

এখানে আপনি বিভিন্ন ধরণের কাজ করতে পারবেন।

যেমন, writing, designing, digital services, selling services বা যেকোনো অন্য কাজ যেটা আপনি জানেন এবং যেটা লোকেরা আপনাকে দিয়ে করাতে চায়।

এই কাজগুলি, ঘন্টায় (hourly), ডেইলি (daily), সপ্তাহিক (weekly) বা মাস (monthly) হিসেবে করতে পারবেন।

Address

Eidgah
Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Biplab Acharjee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share