Aspect.999

Aspect.999 Photography & Video-grabphy. Writer. Entertainment.
অনুভূতির কথা।

15/05/2025
দামি ব্রান্ডের কাপড়পড়লেই স্মার্ট হওয়া যায়না,, প্রকৃত স্মার্টনেসতো সুচিন্তা,ব্যক্তিত্ব,আচার-আচরণে.
07/05/2025

দামি ব্রান্ডের কাপড়
পড়লেই স্মার্ট হওয়া যায়না,, প্রকৃত স্মার্টনেস
তো সুচিন্তা,
ব্যক্তিত্ব,আচার-আচরণে.

জীবনে সবকিছু পাওয়ার দরকার নেই কিছু না পাওয়া থেকেই জীবন শেখে কিভাবে বাঁচতে হয়!❤️
06/05/2025

জীবনে সবকিছু পাওয়ার দরকার নেই কিছু না পাওয়া থেকেই জীবন শেখে কিভাবে বাঁচতে হয়!❤️

04/05/2025

‼️জেনে নিন!‼️
১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।

এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।

[collected]

01/05/2025

অর্থ শূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো, সুযোগ পেলে সবাই লা'থি মারে!

29/04/2025

প্রিয় শিক্ষার্থীরা,

ভয় নয়, সাহসকে বুকে ধারণ করো!
শক্তি নয়, আত্মশক্তিতে বলিয়ান হও!
আজকের এই পরীক্ষাও তোমাদের জন্য আরেকটি জয় ছিনিয়ে আনার সুযোগ।
তোমরা যারা এতদিন কঠোর পরিশ্রম করে এসেছো — ক্লান্তি ভুলে, ঘুম ত্যাগ করে — মনে রেখো, তোমরা হেরে যাওয়ার জন্য তৈরি হওনি।
তোমরা জন্মেছো জয়ের জন্য, স্বপ্ন ছোঁয়ার জন্য, সবার গর্বের কারণ হওয়ার জন্য।

তোমাদের বাবা-মা আজ চোখের জল সংবরণ করে দোয়া করছেন,
তোমাদের শিক্ষকরা বুক ভরা আশীর্বাদ নিয়ে তোমাদের জন্য অপেক্ষা করছেন।
তোমরা একা নও — তোমাদের সঙ্গে আছে ভালোবাসার শক্তি, দোয়ার শক্তি, আর সর্বশক্তিমান আল্লাহর রহমত।

ভয় পেও না!
একটা ভুল তোমাকে ভেঙে দিতে পারবে না।
একটা প্রশ্ন তোমার স্বপ্নের পথে বাধা হতে পারবে না।
বিশ্বাস রাখো — তুমি পারবে, ইনশাআল্লাহ!
তুমি পাশ করবেই, ইনশাআল্লাহ!
তুমি বিজয়ী হতেই পরীক্ষার এই পথে হাঁটছো!

নিজের শ্রমের মর্যাদা দাও।
নিজের স্বপ্নকে বাস্তব করে দেখাও।
আজকের প্রতিটি মুহূর্তে আত্মবিশ্বাসে ভরে ওঠো।
আল্লাহর ওপর ভরসা রাখো, নিজের পরিশ্রমের প্রতি বিশ্বাস রাখো।

তোমরা জিতবে, ইনশাআল্লাহ।
তোমরা গর্বিত করে তুলবে বাবা-মাকে, শিক্ষকদের এবং গোটা পৃথিবীকে, ইনশাআল্লাহ।

চলো, আজও আমরা লিখি সাহস আর স্বপ্নের নতুন গল্প!

27/04/2025

সুন্দর চেহারায় কোনো কৃতিত্ব নেই। ওটা সৃষ্টিকর্তার সৃষ্টি। কৃতিত্ব সুন্দর মানসিকতায়, মনুষত্বে ও মানবীয়বোধে ♡

27/04/2025

পৃথিবীর সবচেয়ে বড় অবহেলা হলো, রাতে শোয়ার আগে নিজের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা না চেয়ে ঘুমিয়ে পড়া।

27/04/2025

কারো সফলতায় আপনার রিজিক থেকে একটুও কমবে না,সুতরাং হিংসা ত্যাগ করুন,🤫

26/04/2025

মানুষের প্রোফাইল চেক করলে যদি! কে প্রোফাইল চেক করছে তা নোটিফিকেশন যেতো! তাহলে মানুষের ইগোর আড়ালের বিশুদ্ধ ভালোবাসাটা বেরিয়ে আসতো!🖤

26/04/2025

আমার কাছের মানুষ; যাদের আমি ভালোবাসি, তাদের সাথে আমার যোগাযোগ না থাকলেও, তারা আমার কাছের মানুষই থাকবে! সবসময় ভালো থাকুক🌻

প্রার্থনা ব্যাতীত কাছের মানুষের জন্য আমি আর কিছুই সঞ্চয় করতে পারিনি🖤

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Aspect.999 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aspect.999:

Share