কেল্লা-Kella

কেল্লা-Kella Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কেল্লা-Kella, Media/News Company, Cox's Bazar.

সত্যের দুর্গ, সংবাদের কেল্লা।
জাতীয়, আন্তর্জাতিক, বিনোদন, খেলাধুলা, রাজনীতি এবং লাইভ ব্রেকিং নিউজ — সব এক প্ল্যাটফর্মে।
নিরপেক্ষ, অনুসন্ধানী ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের অঙ্গীকার।

16/07/2025

আজকে গোপালগঞ্জ।

ই'রা'নের উপর প্রথম ই'স'রা'য়ে'লি হা'ম'লায় নি'হ'ত হওয়ার গুজবের পর, ই'রা'নের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শীর্ষ...
28/06/2025

ই'রা'নের উপর প্রথম ই'স'রা'য়ে'লি হা'ম'লায় নি'হ'ত হওয়ার গুজবের পর, ই'রা'নের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শীর্ষ উপদেষ্টা ও প্রভাবশালী রাজনৈতিক নেতা আলি শামখানি আজ সকালে তেহরানের রাজপথে হাজির হন এবং সাম্প্রতিক সময়ে ই'স'রা'য়ে'লি আগ্রাসনে নি'হ'ত ই'রা'নী শীর্ষ কমান্ডার এবং বিজ্ঞানীদের জানাজায় যোগ দেন।

উল্লেখ্য, গত ১৩ জুন ই'রা'নে হামলার পরে ই'স'রা'য়ে'ল জানিয়েছিল, উচ্চপদস্থ ইরানি সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলী শামখানি নি'হ'ত হয়েছে।

16/06/2025

তেল আবিবের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত..

13/06/2025

ইরানের কেরমানশাহ শহরের একটি স্থাপনা লক্ষ্য করে ই'স'রা'য়ে'লী স'ন্ত্রা'সী বাহিনীর বিমান হা'ম'লার প্রথম মুহূর্ত।

13/06/2025

কয়েক শতাধিক ইরানী ড্রোন ই'স'রা'য়ে'লে হা'ম'লা চালাতে রওনা দিয়েছে। ইয়েমেন থেকেও হা'ম'লার খবর এসেছে। এদিকে ই'স'রা'য়ে'ল, আমেরিকা আর ব্রিটিশ যুদ্ধবিমানগুলো ই'স'রা'য়ে'লকে হা'ম'লা থেকে বাঁচাতে একসাথে তৎপরতা চালাচ্ছে।

যাদের জন্য জর্ডান তাদের আকাশপথ উন্মুক্ত করে দিয়েছে। জর্ডান ই'স'রা'য়ে'লকে শুরু থেকেই নানান সহযোগিতা দিয়ে আসছে।

যেভাবে বিরোধীদল বিহীন, রাতের নির্বাচন, ডামি ভোটের মাধ্যমে এদেশের জনগণের হাজার হাজার কোটি টাকা নষ্ট করেছিল পতিত স্বৈ'রা'চ...
13/06/2025

যেভাবে বিরোধীদল বিহীন, রাতের নির্বাচন, ডামি ভোটের মাধ্যমে এদেশের জনগণের হাজার হাজার কোটি টাকা নষ্ট করেছিল পতিত স্বৈ'রা'চা'র দি'ল্লি পলাতক খু'নি হাসিনার অবৈধ সরকার।

ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরির স্থলে অ্যাডমিরাল হাব...
13/06/2025

ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরির স্থলে অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারিকে ইরানের সশস্ত্র বাহিনীর অস্থায়ী প্রধান হিসেবে নিযুক্ত করেছেন।

[এর আগে বাঘেরির মৃ'ত্যু নিয়ে ইরানের সংবাদ সংস্থাগুলো পারস্পরিক সাংঘর্ষিক তথ্য ছড়িয়েছিল। যদিও ই'স'রা'য়ে'লী সূত্রগুলো বাঘেরির মৃ'ত্যু কনফার্ম করেছিল।]

ই'স'রা'য়ে'লি আ'গ্রা'স'নে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল হোসেইন সালামি, আইআরজিসি...
13/06/2025

ই'স'রা'য়ে'লি আ'গ্রা'স'নে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল হোসেইন সালামি, আইআরজিসির খাতাম আল-আম্বিয়া সামরিক ঘাঁটির কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ, দুই পারমাণবিক বিজ্ঞানী ফেরেয়দুন আব্বাসি এবং মোহাম্মদ মাহদি তেহরানচির নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

ইরান পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে। আর দখলদার ই'সরা'য়ে'ল জানিয়েছে, তারা হা'ম'লা সবেমাত্র শুরু করেছে।

12/06/2025

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ফ্লাইটের শেষ ২/৪ মিনিটে কি ঘটেছিলো বা ঘটতে পারে সেটা নীচে লিখছি। আমি দীর্ঘ দিন এভিয়েশন ইন্ডাষ্ট্রীতে জড়িত ছিলাম। তাই মূল জিনিসে একটু ফোকাস করা দরকার৷

ড্রিমলাইনারে টেক অফের সময়ে ৩০ থেকে ৩৩ হাজার গ্যালন ( প্রায় সোয়া লক্ষ লিটার) তেল থাকে। যেহেতু এটা উড্ডয়নের মিনিট খানের মধ্যেই ধ্বসে পড়ে, তাপমাত্রা ছিলো ৩৭ ডিগ্রী,বাতাসেরও যথেষ্ট গতিবেগ ছিলো, এসব প্রেক্ষাপটে বলা যায়, বিমানটি মাটিতে নামার সাথে সাথে যে ধ্বংশ যজ্ঞ ঘটে, তাতে সীট বেল্ট বাধা দুই তৃতীয়াংশ কিংবা সকল প্যাসেঞ্জার ( ইনক্লুডিং ককপিট এন্ড ক্যাবিন ক্রু) সবাই লিটারেরী জেট ফুয়েলে ডুবে গেছিলো।

মাটির সাথে সংঘর্ষের ১/২ সেকেন্ডের মধ্যেই ষ্ট্যাটিক ইলেক্ট্রিসিটিতে যে আগুন জ্বলে ওঠেছিলো, তাতে অনুমান করা যায়, সব যাত্রীই ( কিছু ব্যাতিক্রম থাকতে পারে) আগুনের লেলিহান শিখার মধ্যে জ্বলতে জ্বলতে মারা গেছে৷ এই মৃত্যুর সময় সীমা ধরেন ২/৩ মিনিট।

জেট ফুয়েল হাইলি ফ্লেইমেবল, খুব দ্রুত জ্বলে এবং তাপমাত্রা মূহুর্তেই বেশ ওপরে উঠে যায়, ধরেন চুলোতে ডুবো তেলকে অনেক যাবৎ হাই ফ্লেইমে তাপ দেয়ার পরে, এই ফুটন্ত তেলে এক টুকরা পেয়াজের খোসা ছেড়ে দিলে যেই দৃশ্য দেখা যাবে, এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের দূর্ভাগা যাত্রীদের ভাগ্যে তাই ঘটেছিলো।

- হোসাইন ডি মোহাম্মদ

12/06/2025

নুর ভাই বিএনপির সাথে আসনের ভিত্তিতে রাজনৈতিক সমোঝোতা করেছেন, তার পুরো দলকে বিএনপি ২ টা আসনের নিশ্চয়তা দিয়েছে।

এমন একটি সমোঝোতার ভিত্তিতেই নির্বাচন, স্থানীয় সরকার ও সংস্কার ইস্যুতে নুর ভাই গণঅধিকার পরিষদকে ল্যা**টাভাবে বিএনপিকে সমর্থন করে যাচ্ছেন, এমনকি অতি উৎসাহী হয়ে পূর্ববর্তী মিত্র ও ফ্যাসিবাদবিরোধী অনেক নেতৃত্বকে ভিত্তিহীন অপবাদ দিচ্ছেন ও চরিত্রহনন করছেন।

নিজ আসনে বিএনপি সহযোগিতায় এমপি হওয়ার আশ্বাসে, ভবিষ্যতে নুরের ভাইয়ের মতো ব্যক্তি বা দলকে নিরাপত্তা দিতে পারে এমন গুরুত্বপূর্ণ সংস্কারেও বিরোধিতা করতে দ্বিতীয়বার চিন্তা করেন নি!

সেই নুর ভাইকে আজকে পটুয়াখালী বিএনপি উপহার দিয়েছেন, চোখে আঙ্গুল দিয়ে বিএনপি মিত্রতা ও কমিটমেন্টের বাস্তবতা বুঝিয়েছে। এটা গণ অভ্যূত্থান পরবর্তী বাংলাদেশে বিএনপি মিত্রদের জন্য টেক্সটবুক এক্সাম্পল হিসাবে লিপিবদ্ধ হবে।

- মশিউর রহমান
সাবেক যুগ্ম সদস্যসচিব, গণ অধিকার পরিষদ

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের এমপি প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সমর্থকদের ওপর বিএনপির স্থানীয় ...
12/06/2025

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের এমপি প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সমর্থকদের ওপর বিএনপির স্থানীয় নেতাকর্মীরা হা'ম'লা চালালে অনেকেই আহত হয়।

এলাকার সন্তান হিসেবে দলমত নির্বিশেষে মানুষের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থন থাকায় ফ্যাসিবাদের সময়ে আওয়ামীলীগের লোকেরাও চর বি...
12/06/2025

এলাকার সন্তান হিসেবে দলমত নির্বিশেষে মানুষের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থন থাকায় ফ্যাসিবাদের সময়ে আওয়ামীলীগের লোকেরাও চর বিশ্বাসে আমাদের সাথে ঝামেলা করার দুঃসাহস দেখায়নি। আর আজকে পটুয়াখালী - ৩ এর বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাসান মামুনের নির্দেশে ৫/৬ টা বিয়ে করা চরিত্রহী'ন, ল'ম্প'ট ইউনিয়ন বিএনপি সভাপতি বাকের বিশ্বাসের নেতৃত্বে হা'ম'লা হয়! গণঅভ্যুত্থান পরবর্তী বিএনপি থেকে আমাদের প্রাপ্তি ও উপহার!

- নুরুল হক নূর
সভাপতি, গণঅধিকার পরিষদ

Address

Cox's Bazar

Telephone

+8801881580230

Website

Alerts

Be the first to know and let us send you an email when কেল্লা-Kella posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কেল্লা-Kella:

Share