Bangladeshi Cancer Patient in Cmc Vellore.

Bangladeshi Cancer Patient in Cmc Vellore. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladeshi Cancer Patient in Cmc Vellore., Digital creator, Cox's Bazar.

CMC Vellore থেকে খুব সহজে ও দ্রুত AYUSH Invitation Letter নেয়ার উপায় CMC Vellore-এ চিকিৎসার জন্য মেডিকেল ভিসা নিতে AYUSH...
02/12/2025

CMC Vellore থেকে খুব সহজে ও দ্রুত AYUSH Invitation Letter নেয়ার উপায়
CMC Vellore-এ চিকিৎসার জন্য মেডিকেল ভিসা নিতে AYUSH ইনভাইটেশন লেটার আবশ্যক যেন কোনো ভুল বা দেরি না হয়—তাই সবচেয়ে সহজ ভাষায় পুরো প্রক্রিয়া নিচে দেওয়া হলো👇
🔰 STEP 1 — ডকুমেন্ট প্রস্তুত করুন
AYUSH লেটারের জন্য যেসব কাগজ লাগবেঃ
তারপর পোর্টাল থেকে AYUSH Form ডাউনলোড করে ফিল-আপ করুন
✔ পাসপোর্ট কপি
✔ ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট লেটার
✔ সাম্প্রতিক মেডিকেল রিপোর্ট
✔ ফিল-আপ করা AYUSH Form
🎯 সবগুলো ডকুমেন্ট একত্রে PDF ফাইল হিসেবে পাঠাতে হবে
🔰 STEP 2 — CMC রেজিস্ট্রেশন
CMC–র অফিসিয়াল ওয়েবসাইটে নতুন অ্যাকাউন্ট খুলুন
Patient ID পেলে আপনার প্রয়োজনীয় ডাক্তার/ডিপার্টমেন্টে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন
🔰 STEP 3 — অফিসিয়াল ইমেইল পাঠান
📧 Email: [email protected]
⏳ ২৪–৪৮ ঘণ্টা অপেক্ষা করুন — রিপ্লাই না এলে ভদ্রভাবে একটি রিমাইন্ডার পাঠান।
CMC IRO /WhatsApp/ Call Centre:
📱 +91 416 228 3168
📱 +91 8300205314
📱 +91 9385285928
🔰 STEP 4 — জরুরি হলে সরাসরি কল দিন
দূরত্ব পাঠিয়ে দেয় (সেরা উপায়)
🌿 সঠিকভাবে পাঠালে AYUSH Letter খুব দ্রুত পাওয়া যায়।
আপনার চিকিৎসার যাত্রা হোক আরও সহজ, নিরাপদ ও ঝামেলামুক্ত।**
যেকোন সাহায্যের জন্য আমরা আছি আপনার সাথে

⚙️আমাদের সেবা সমূহ:-

🌀সিএমসি হসপিটালের এপয়েন্টমেন্ট লেটার।
🇮🇳 সিএমসি হসপিটাল এর অফার লেটার।
🇮🇳 ইন্ডিয়ান মেডিসিন বাংলাদেশে এনে দেওয়ার ব্যবস্থা।
🕧ভারতীয় মেডিকেল ভিসা প্রসেসিং।
🚆ভারতীয় সকল ট্রেন / বিমান টিকিট পাওয়া যায়।
+91 7825996930 Indian what's up number.
01602565275 Bangladeshi what's up number.



























🌀কিভাবে FRRO মাধ্যমে  হাসপাতাল পরিবর্তন করবেন?eFRRO ওয়েবসাইট থেকে হাসপাতাল পরিবর্তন করতে পারবেন।✅হাসপাতাল পরিবর্তনের জন...
01/12/2025

🌀কিভাবে FRRO মাধ্যমে হাসপাতাল পরিবর্তন করবেন?

eFRRO ওয়েবসাইট থেকে হাসপাতাল পরিবর্তন করতে পারবেন।

✅হাসপাতাল পরিবর্তনের জন্য FRRO এর পারমিশন পেশেন্ট এবং এটেনডেন্ট সবাইকে নিতে হবে।

✅রেজিস্ট্রেশনের জন্য ভারতীয় Mobile Number এবং valid email id লাগবে।

✅E- FRRO তে এপ্লাই করার সময় আপনাকে ভারতে উপস্থিত থাকতে হবে।
✅ কলকাতায় হাসপাতাল পরিবর্তন করতে চায় FRRO তবে জরুরী অপারেশন এবং কিছু বড় রোগের ক্ষেত্রে দিয়ে থাকে।
✅FRRO তে আবেদন প্রক্রিয়া অনলাইন ভিত্তিক।

প্রয়োজনীয় কাগজপত্র:

১) ছবি – JPG Format

২) পাসপোর্ট এর PDF কপি

৩) ভিসার PDF কপি

৪) Form – C (এটা হোটেল থেকে দেবে, যেদিন হোটেলে উঠবেন সেদিন বলবেন যে আমাকে আগামীকাল Form – C দিতে হবে। হোটেল কর্তৃপক্ষ যদি Form – C দিতে রাজি হয় তাহলেই হোটেল উঠবেন। না হলে হোটেল পরিবর্তন করে যারা Form – C দিবে সেই হোটেলে উঠবেন। মনে রাখবেন – Form C ছাড়া কোনভাবেই হাসপাতাল পরিবর্তন এর আবেদন accepted হবে না।
৫)Hospital recommendation Letter

৬) হাসপাতাল পরিবর্তনের কারণ (এপ্লিকেশান এর মত করে লিখতে হবে)

৭) পেশেন্টের মেডিক্যাল সার্টিফিকেট (হাসপাতালের লেটার হেড প্যাডে হতে হবে, ডাক্তারের নাম ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডাক্তারের সিগনেচার সহ থাকতে হবে)

🌀সিএমসি হসপিটালের এপয়েন্টমেন্ট লেটার।
🇮🇳 সিএমসি হসপিটাল এর অফার লেটার।
🇮🇳 ইন্ডিয়ান মেডিসিন বাংলাদেশে এনে দেওয়া হয়।
🕧ভারতীয় মেডিকেল ভিসা প্রসেসিং।
🚆ভারতীয় সকল ট্রেন / বিমান টিকিট পাওয়া যায়।
+91 7825996930 Indian what's up number.
01602565275 Bangladeshi what's up number.

চোখ বন্ধ করে কিভাবে চেন্নাই CMC Vellore  তে ডক্টর দেখাতে যাবেন কোথায় থাকবেন কি করবেন কিভাবে ডক্টর দেখাবেন সমস্ত তথ্য এবং...
01/12/2025

চোখ বন্ধ করে কিভাবে চেন্নাই CMC Vellore তে ডক্টর দেখাতে যাবেন কোথায় থাকবেন কি করবেন কিভাবে ডক্টর দেখাবেন সমস্ত তথ্য এবং গাইড লাইন 👇!!

⃣ প্রথম ধাপ: রেজিস্ট্রেশন
হাসপাতালে পৌঁছানোর পর ৯০০ বি বিল্ডিং এ যান
নতুন ও পুরাতন—সব রোগীকেই ও এটেন্ডেন্স এখানে রেজিস্ট্রেশন করতে হয়

রেজিস্ট্রেশনের পর একটি (Medical-Form) দেওয়া হবে (বিদেশি রোগীদের জন্য বাধ্যতামূলক)
হোটেল এসে এটা সুন্দর করে ফিলাপ করবেন
এটা সি ফরম এর সাথে থানায় জমা দিবেন

অ্যাপয়েন্টমেন্ট বাংলাদেশ থেকে আগে বুক করলে
সময় বাঁচে অথবা সিএমসি গিয়েও বুকিং দিতে পারবেন
সকাল ৭–৮ টার Appointment থাকলে ভোর ৬টার মধ্যে পৌঁছান

⃣ টেস্ট ও রিপোর্ট
ডাক্তার যেসব টেস্ট দেবেন, X-ray, MRI, অন্যান্য রিপোর্ট আলাদাভাবে সংগ্রহ করুন পরবর্তী চেকআপে অবশ্যই প্রয়োজন হবে

📍বাংলাদেশীদের বেশি পছন্দের এলাকা:
Gandhi Nagar / Saidapet:
Bagayam Area /Otteri
হাসপাতালের খুব কাছেই, হেঁটে যাওয়া যায়

Private Lodge / Service Apartment: যেমন Darling Residency, Khanna Fiesta,
A.N Guest House, Vimal Residency, Vaibhav Residency, Aravinda Inn, Kolkata Annex, Fatema Guest House, CRPS, SGRT ইত্যাদি

🍛 খাবারের ব্যবস্থা
বাংলাদেশি ও মুসলিম হোটেল আছে
Darling Bakery Road এলাকায় অনেক
লজে রান্নার ব্যবস্থা থাকে (গ্যাস ও বাসনসহ) বাইরে খেলে শুধু “Halal” লেখা হোটেল বেছে নিন 🍲

🛍️ বাজার ও কেনাকাটা
সবজি, ফল, মাছ, মাংস — পাবেন
Vellore Market বা Green Circle Market থেকে
দৈনন্দিন পণ্য নিতে পারেন Reliance Smart / More / Nilgiris সুপারশপ থেকে 🛒

❄️ আবহাওয়া কেমন?
ভেলুরে শীত নেই ☀️ ডিসেম্বর–জানুয়ারিতে সকালে একটু ঠান্ডা লাগে

🛺 অটোতে ওঠার আগে সাবধানতা
অটোওয়ালারা অনেক সময় বেশি ভাড়া চায়।
👉 আগে থেকেই দরদাম ঠিক করে উঠবেন।
কাছাকাছি রুটে ভাড়া সাধারণত ₹৪০–₹১০০ এর মধ্যে।

💊 ওষুধ কোথা থেকে নেবেন?
অবশ্যই সিএমসি হাসপাতালের ভিতর থেকে নিবেন সবচেয়ে নির্ভরযোগ্য —
CMC Pharmacy (Main / Town Campus)

🌿 বিশেষ টিপস:
✅ প্রতিদিনের দরকারি জিনিস, ওষুধ ও কাগজপত্র একসাথে রাখুন ভেলুর এলাকায় হিজলা থেকে দূরে থাকুন (প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে)

আপনার অভিজ্ঞতা বা পরামর্শ কমেন্টে জানাতে পারেন — এতে অন্যরাও উপকৃত হবে ইনশাআল্লাহ।

⚙️আমাদের সেবা সমূহ:-

🌀সিএমসি হসপিটালের এপয়েন্টমেন্ট লেটার।
🇮🇳 সিএমসি হসপিটাল এর অফার লেটার।
🇮🇳 ইন্ডিয়ান মেডিসিন বাংলাদেশে এনে দেওয়ার ব্যবস্থা।
🕧ভারতীয় মেডিকেল ভিসা প্রসেসিং।
🚆ভারতীয় সকল ট্রেন / বিমান টিকিট পাওয়া যায়।
+91 7825996930 Indian what's up number.
01602565275 Bangladeshi what's up number.

🔖 হ্যাশট্যাগ
#সিএমসি_ভেলোর_যাত্রা #ভেলোর_ভ্রমণ_গাইড #সাশ্রয়ী_চিকিৎসা_যাত্রা
#মানবিক_সহযোগিতা
#সিএমসি_হাসপাতাল_ভেলোর_ট্রিটমেন্ট_কমিউনিট_বাংলাদেশ #বাংলাদেশি_রোগী








#সিএমসি_হাসপাতাল_ভেলোর_ট্রিটমেন্ট_কমিউনিট_বাংলাদেশ

17/11/2025

vellore city.



























⚫বর্তমানে যেসব ভারতীয় ভিসা চালু আছে :❌ টুরিস্ট ভিসা : বর্তমানে টুরিস্ট ভিসা সম্পূর্ণরূপে বন্ধ। কবে চালু হবে এটা ভারতীয় ন...
16/11/2025

⚫বর্তমানে যেসব ভারতীয় ভিসা চালু আছে :

❌ টুরিস্ট ভিসা : বর্তমানে টুরিস্ট ভিসা সম্পূর্ণরূপে বন্ধ। কবে চালু হবে এটা ভারতীয় নীতিনির্ধারকদের হাতে। তাই কারো প্ররোচনায় পা দেবেন না।

✅ মেডিকেল ভিসা : মোট ভিসার ৮০% ই দেয়া হয় মেডিকেল ভিসা। ভারতের যে হাসপাতালে ডাক্তার দেখাবেন তাদের থেকে ইনভাইটেশন এনে আবেদন করবেন। ভিসা হলে ঐ হাসপাতালেই ডাক্তার দেখাবেন। নাহয় পরবর্তীতে ভিসা জটিলতা সৃষ্টি হবে।

✅ ডাবল এন্ট্রি ভিসা : ভারতে অবস্থিত বিভিন্ন দেশের এম্বাসি ফেইস করার জন্য এ ভিসা দেয়া হয়। এ ভিসার আবেদন জমা দেয়ার ডেইট বা স্লট পেতে খুবই কষ্ট।

✅ বিজেনেস ভিসা : এ ভিসার জন্য ভারতীয় ব্যবসায়ী / প্রতিষ্ঠান / কোম্পানির ইনভাইটেশন লাগবে।

✅ স্টুডেন্ট ভিসা : ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখার জন্য এই ভিসা দেয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠানের অফার লেটার সহ প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে।

✅ তীর্থ ভিসা : সনাতন ধর্মাবলম্বীদের পিলিগ্রাম সহ ধর্মীয় স্থান পরিদর্শনের উদ্দ্যেশে ইসকন / মন্দির/পুরোহিত এর রেফারেন্সে এ ভিসা ইস্যু করা হয়।

❌ বি:দ্র: এক ভিসায় গিয়ে সে কাজ না করে অন্য কাজ করলে এন্ট্রি রিফিউজ, ভিসা বাতিল, পাসপোর্ট ব্লক সহ নানা রকম সমস্যায় পরতে পারেন।

⚙️আমাদের সেবা সমূহ:-

🌀সিএমসি হসপিটালের এপয়েন্টমেন্ট লেটার।
🇮🇳 সিএমসি হসপিটাল এর অফার লেটার।
🇮🇳 ইন্ডিয়ান মেডিসিন বাংলাদেশে এনে দেওয়ার ব্যবস্থা।
🕧ভারতীয় মেডিকেল ভিসা প্রসেসিং।
🚆ভারতীয় সকল ট্রেন / বিমান টিকিট পাওয়া যায়।
+91 7825996930 Indian what's up number.
01602565275 Bangladeshi what's up number.

ভারতীয় ভিসা উইদাউট এজেন্সি!😲বর্তমানে প্রতিদিন ১৫০০-২০০০ ভারতীয় ভিসা ইস্যু হচ্ছে বলে নিউজ দেখলাম। তার মানে ভিসা হচ্ছে, সং...
15/11/2025

ভারতীয় ভিসা উইদাউট এজেন্সি!😲

বর্তমানে প্রতিদিন ১৫০০-২০০০ ভারতীয় ভিসা ইস্যু হচ্ছে বলে নিউজ দেখলাম। তার মানে ভিসা হচ্ছে, সংখ্যায় হয়তো কম। যা আগে দৈনিক ৬-৭ হাজার ছিলো।

আমরা চলতি বছরে জুলাই অগাস্টের সমসাময়িক সময়ে জানামতে ৭-৮ জন ডাবল এন্ট্রি ভিসা করেছি কোনো এজেন্সি বা দালালের সহায়তা ছাড়াই। আপনার ডকুমেন্টস ঠিক থাকলে ভিসা পাবেন।

তাহলে কি করতে হবে?

আপনি যে জন্য ইন্ডিয়া যেতে চান সেই ডকুমেন্টস অরিজিনাল হতে হবে। যদিও ভারতীয় ভিসা পাওয়া খুবই সহজ ব্যাপার ছিলো, যা রাজনৈতিক আনস্ট্যাবিলিটির কারণে কঠিন হয়েছে। যারা গত এক বছর ইন্ডিয়া গিয়েছেন এবং সংশ্লিষ্টরা ভালোই আঁচ করতে পেরেছেন কতটা হ্যাশেল ছিলো এই জার্নি!

আমি যেহেতু স্টাডি ভিসার জন্য ভিএফএস এবং এম্বাসি ফেস করেছি, এবং সবকিছু নিজে করেছি, তাই ডাবল এন্ট্রি ভিসা নিয়ে বলবো। আপনার ইউনিভার্সিটি থেকে পাওয়া ডকুমেন্টস, সার্টিফিকেটস, আইডেন্টিফিকেশন ডকুমেন্টস, আইডেন্টিফিকেশন এড্রেস, ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশনসহ কাভার লেটার (আরও অনেক ডকুমেন্টস আছে) লিখে ইন্ডিয়ান হাই কমিশনে জমা দিয়ে আসবেন। স্বশরীরের কিংবা কুরিয়ারেও পাঠাতে পারেন। হাই কমিশনে জমা দেওয়ার পাশাপাশি একই ডকুমেন্টস দিয়ে ইমেইলও করতে পারেন। আমার অভিজ্ঞতা বলে, ২-৩ দিন থেকে শুরু করে দেড় মাসও লাগতে পারে কল পাওয়ার জন্য। ইন্ডিয়ান হাই কমিশন থেকে কল দিয়ে একটা নির্দিষ্ট ডেইট বলবে সেই ডেইটে আইভ্যাক (IVAC) অর্থাৎ যমুনা ফিউচার পার্কে গিয়ে ভিসার জন্য ফাইল জমা দিতে হবে। আপনার সব ডকুমেন্টস অথেনটিক হলে ৩-৬ দিনের মধ্যে ভিসা পেয়ে যাবেন। এইটা হচ্ছে সম্পূর্ণ বৈধ কিংবা সাধারণ প্রসিডিওর। এইভাবে মাত্র ৮৪০ টাকায় আপনি ভারতীয় ভিসা হাতে পাবেন। আরেকটা মোটামুটি সহজ সিস্টেম হচ্ছে, আপনি কোনো একটা এজেন্সি দিয়ে জাস্ট আইভ্যাকে জমা দেওয়ার ডেটটা নিবেন। ১০-১৫ হাজার টাকা দিয়ে। বাকিটা নর্মাল প্রসিডিওর।

তবে আপনার খরচ কমানোর জন্য সবকিছু আর্লি আর্লি শুরু করবেন। তাহলে যাওয়া আসার খরচ সহ অনেক কিছুতে কম খরচে করতে পারবেন এবং রিল্যাক্স থাকবেন। তবে যে প্রসিডিওর ই করেন না কেন আপনার মেন্টালি স্ট্রেস নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে যদি নিজে নিজে সব কিছু করেন।

স্টার্ট ইউর হ্যাপি জার্নি...🙂

বিস্তারিত জানার জন্য কমেন্ট 👇 কিংবা ম্যাসেজ 📨

⚙️আমাদের সেবা সমূহ:-

🌀সিএমসি হসপিটালের এপয়েন্টমেন্ট লেটার।
🇮🇳 সিএমসি হসপিটাল এর অফার লেটার।
🇮🇳 ইন্ডিয়ান মেডিসিন বাংলাদেশে এনে দেওয়ার ব্যবস্থা।
🕧ভারতীয় মেডিকেল ভিসা প্রসেসিং।
🚆ভারতীয় সকল ট্রেন / বিমান টিকিট পাওয়া যায়।
+91 7825996930 Indian what's up number.
01602565275 Bangladeshi what's up number.

ছবিঃ বাংলাদেশ হাই কমিশন, দিল্লি

🏥 সিএমসি হসপিটালে পৌঁছানোর পর করণীয়1. প্রথমে রেজিস্ট্রেশন করুন“Silver Gate” বা “Main Gate” থেকে New Patient Registration...
15/11/2025

🏥 সিএমসি হসপিটালে পৌঁছানোর পর করণীয়

1. প্রথমে রেজিস্ট্রেশন করুন

“Silver Gate” বা “Main Gate” থেকে New Patient Registration Counter এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

সেখানে রোগীর নাম, বয়স, ঠিকানা ইত্যাদি তথ্য দিয়ে একটি CMC ID কার্ড পাবেন।

2. অ্যাপয়েন্টমেন্ট নেওয়া

রেজিস্ট্রেশনের পর Appointment Counter থেকে ডাক্তারের জন্য তারিখ ও সময় নিতে হয়।

আগে থেকে বুক করা থাকলে শুধু টোকেন নিয়ে নিন।

3. ডাক্তারের সাথে দেখা করা (Consultation)

নির্দিষ্ট বিভাগে (যেমন: Medicine, OG, Surgery, Eye ইত্যাদি) সময়মতো গিয়ে বসতে হয়।

ডাক্তার দেখার আগে ফাইল খুলে (File Room থেকে) নিতে হয়।

4. টেস্ট বা ইনভেস্টিগেশন

ডাক্তার যেসব টেস্ট লিখে দেন (রক্ত, এক্স-রে, আল্ট্রাসোনো, স্ক্যান), সেগুলোর জন্য নিচের কাউন্টার থেকে টাকা জমা দিয়ে টেস্ট করাতে হয়।

টেস্ট রিপোর্ট বেশিরভাগ সময় CMC Patient Portal এ অনলাইনেও পাওয়া যায়।

5. ওষুধ নেওয়া

প্রেসক্রিপশন নিয়ে Pharmacy Counter থেকে ওষুধ সংগ্রহ করতে হয়।

ওষুধ নেওয়ার আগে প্রেসক্রিপশন টোকেন স্ক্যান করাতে হয়।

6. ফলোআপ অ্যাপয়েন্টমেন্ট (Review Date)

ডাক্তার যদি পুনরায় আসতে বলেন, তাহলে Review Counter থেকে নতুন তারিখ নিতে হয়।

7. ভর্তি (Admission) লাগলে

ডাক্তার ভর্তি লিখে দিলে Ward Office বা Admission Counter থেকে বেড ও কাগজপত্রের ব্যবস্থা করতে হয়।

8. বিল পেমেন্ট ও ফাইল সংরক্ষণ

প্রতিটি টেস্ট বা চিকিৎসার আগে বিল পরিশোধ করতে হয়।

সব রশিদ ও রিপোর্ট একসাথে ফাইলে সংরক্ষণ করুন।

10. খাবার ও থাকার জায়গা

হাসপাতালের ভেতরে ও পাশে খাবারের দোকান ও ক্যানটিন আছে।সিএমসির হসপিটালের সামনে নানা টাইপের গেস্ট হাউস পাওয়া যায়।

---

ℹ️ অতিরিক্ত দরকারি তথ্য

রেজিস্ট্রেশন ও টেস্ট কাউন্টার সকাল ৭.০০টা থেকে বিকেল ৩.০০টা পর্যন্ত খোলা থাকে।

শুক্রবার ও রবিবার সাধারণত বন্ধ থাকে (শুধু জরুরি বিভাগ খোলা)।

হাসপাতালের ভেতরে ভিডিও বা ছবি তোলা নিষিদ্ধ।

জরুরি প্রয়োজনে Emergency Block (Casualty) এ ২৪ ঘণ্টা সেবা পাওয়া যায়।

⚙️আমাদের সেবা সমূহ:-

🌀সিএমসি হসপিটালের এপয়েন্টমেন্ট লেটার।
🇮🇳 সিএমসি হসপিটাল এর অফার লেটার।
🇮🇳 ইন্ডিয়ান মেডিসিন বাংলাদেশে এনে দেওয়ার ব্যবস্থা।
🕧ভারতীয় মেডিকেল ভিসা প্রসেসিং।
🚆ভারতীয় সকল ট্রেন / বিমান টিকিট পাওয়া যায়।
+91 7825996930 Indian what's up number.
01602565275 Bangladeshi what's up number.

cmc ranipet campus.
13/11/2025

cmc ranipet campus.

  চোখ বন্ধ করে কিভাবে চেন্নাই ভেলোর CM.C তে ডক্টর দেখাতে যাবেন কোথায় থাকবেন কি করবেন কিভাবে ডক্টর দেখাবেন সমস্ত তথ্যCHRI...
13/11/2025

চোখ বন্ধ করে কিভাবে চেন্নাই ভেলোর CM.C তে ডক্টর দেখাতে যাবেন কোথায় থাকবেন কি করবেন কিভাবে ডক্টর দেখাবেন সমস্ত তথ্য
CHRISTIAN MEDICAL COLLEGE
১) স্টেশনে নেমে ১৫০-২০০ টাকায় অটো ভাড়া দিয়ে আসবেন গান্ধী রোডে। ৩০০ থেকে Lodge ভাড়া শুরু। মোটামুটি ভালো। খুব বেশি বড় না। খাট রাখার পাশে অল্প জায়গা আপনার ব্যাগ রাখার জন্য। খুব কম ঘরে জামাকাপড় রাখার আলমারি পাবেন। সুতরাং হয় আপনাকে বারংবার ব্যাগ থেকে জামাকাপড় বের করতে হবে নয়ত আপনি দড়ি ব্যবহার করতে পারেন। উচ্চবিত্ত পরিবারের জন্য প্রচুর RESIDENCY আছে। যার ভাড়া একটু বেশি। K.V.S. CHETTY STREET এ ভালো RESIDENCY পাবেন। এখানে বেশিরভাগই LODGE।

2) রান্না করার জন্য প্রতিটি FLOOR এই রান্নাঘর আছে।রান্না করার জন্য গ্যাস দেবে। যার ভাড়া ১৩০-১৫০ প্রতি কেজি। বাসন দেবে একটা হাড়ি, একটা গামলা, একটা কড়াই, বঁটি, একটা হাতা, রুটির সরঞ্জাম, একটা খুন্তি ও দুটি থালা। ভাড়া ১২-২০ টাকা পুরো সেট প্রতিদিন। বাসনগুলো প্রথমে একটু ধূয়ে ব্যবহার করলেই ভালো।

৩)প্রতিটি লজেই common বারান্দা আছে। জামাকাপড় ধুয়ে শুকাতে পারবেন। তবে দড়ি ও ক্লিপ আপনাকে নিয়ে যেতে হবে। আসলে এখানে বেশ কিছুদিন সময় হাতে নিয়ে আসতে হবে। অনেক জামাকাপড় নিয়ে আসা সম্ভব নয় তাই বলে রাখা। এছাড়াও এখানে চাদর, বালিশের কভার অনেকেই দেয় না। নিয়ে আসার চেষ্টা করবেন।

৪) যদি পারেন প্লাস্টিকের যে বাটিগুলোতে RESTAURANT থেকে খাবার আনা হয় সেগুলো অল্পকিছু নিয়ে আসতে। কারণ এখানে খাবার RESTAURANT থেকে LODGE এ নিয়ে আসতে চাইলে EXTRA PACKING CHARGES ৫ টাকা প্রতিটি বাটির জন্য দিতে হবে।

৫) চেষ্টা করবেন গান্ধী রোডে থাকার। Main Road থেকে বামদিকে গেলে LODGE, RESIDENCY, RESTAURANT সব পাবেন এবং একটু সোজা এগিয়ে ডানদিকে পেয়ে যাবেন সবজি আড়ত। যেহেতু এই জায়গাটা আড়ত তাই অন্যান্য জায়গা থেকে একটু কম দামে সবজি পাবেন। এছাড়াও CMC একদম কাছে গান্ধী রোড থেকে। সবাই এখানেই থাকে।

৬) অনেক সময় রান্না করার সময় পাবেন না। সেই সময় CMC এর উল্টো দিকে বা বলা ভালো CMC এর OPD BLOCK এর উল্টো দিকে বাইরে যে খাবারের দোকান গুলো আছে সেখানে খেতে পারেন। ভালো খাবার। তাছাড়া OPD BLOCK এর উল্টো দিকে যে রাস্তা ঢুকেছে সেই রাস্তা দিয়ে ঢুকে একটু এগোলে বামদিকে একটা গলি পাবেন। সেই গলি দিয়ে ঢুকলে ব্যার্নাজী হোটেল ও অন্নপূর্ণা হোটেল এই দুই টি বাঙালি হোটেল পাবেন। খাবার ভালো। আবার বাঁ দিকে না ঢুকে আর একটু সোজা এগোলে ডানদিকে পড়বে SAI RESIDENCY। তারপরে একটা গলি পাবেন (উপরে দেখবেন PUNJABI DHABA লেখা) সেই গলি দিয়ে ঢুকলে NAGHA HOTEL পাবেন। সেটাও বাঙালি হোটেল, খাবার ভালো।

এবার আসি হসপিটাল এর কথায় :

১) এখানে Security Guard সবাই খুব সাহায্য করে। অসুবিধা নেই। কোন GATE দিয়ে ঢুকতে হবে কোথায় যেতে হবে সব বলে দেবে।

২) প্রথমেই এসে ISSCC BUILDING থেকে ১,২,৩ এবং ৪ নং counter থেকে CHRIS CARD করাতে হবে। তার জন্য আপনার ID PROOF দেখাতে হবে। এই কার্ডে আপনাকে টাকাও ভরাতে হবে এখানেই। এখানে সমস্ত কাজের জন্য এই কার্ডটি অত্যাবশ্যক। Doctor Appointment, Any kind of test সব কিছু এই কার্ডের মাধ্যমে করা হয়।

৩) যে কোনো কাজের জন্য অবশ্যই MRO COUNTER এ কথা বলবেন। প্রতিটি FLOOR এই MRO COUNTER থাকে। যে FLOOR এ ডাক্তার দেখেছেন সেই FLOOR এর MRO COUNTER এ কথা বলবেন।

৪) আবার ধরুন আপনি ডাক্তার দেখালেন। উনি কিছু টেস্ট করতে দিলেন এবং পরবর্তী APPOINTMENT দিলেন। আপনার কার্ডে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকলে ডাক্তার নিজেই সব বুক করে দেবেন। আপনি শুধু MRO COUNTER থেকে APPOINTMENT SLIP টা সংগ্রহ করে নেবেন। ফলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে এত কাজ করার সময় বেঁচে যাবে।

৫)যদি সকালে ৭-৮ নাগাদ Appointment থাকে চেষ্টা করবেন ভোর ৬-৬:৩০ নাগাদ চলে যাওয়ার। এখানে অত সকালেও অনেক লাইন পড়ে যায়। তার ফলে আপনি তাড়াতাড়ি ডাক্তার দেখাতে পারবেন এবং ডাক্তার যা যা টেস্ট দেবে আপনি সেই দিন করাতে পারবেন। ফলে আপনার ভাগ্য ভালো হলে সেই দিন ই আবার ডাক্তার দেখাতে পারবেন বিনামূল্যে। নয়ত পরে যেদিন ডাক্তার বসবেন সেই দিন বুক করতে হবে টাকা দিয়ে।

৬)কার্ডের অতিরিক্ত টাকা সম্পূর্ণ ফেরত পেয়ে যাবেন। আবার ডাক্তার যদি কয়েক মাস পর CHECK UP এর তারিখ দেয় তাহলে ওই কার্ড নিয়ে বাড়ি চলে আসতে পারেন। পরবর্তী সময়ে কার্ড করার জন্য সময় নষ্ট হবে না।

🇧🇩আগে থেকে ডাক্তার বুক করে যেতে পারেন। সময় নষ্ট কম হবে।

১) যদি হাসপাতালে ভর্তি করতে হয় তাহলে অবশ্যম্ভাবী রুগীর সাথে একজন পরিবারের মহিলাকে রাতে থাকতেই হবে। বাকি সারাদিন যে কেউ থাকতে পারে হাসপাতালে। পুরুষ হলে রাত ৮ টা পর্যন্ত অনুমতি পাবেন হাসপাতালে থাকার। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে যে ওয়ার্ডে ভর্তি হবে সেখানে নার্সের সঙ্গে পরামর্শ করবেন উনি আয়ার ব্যাবস্হা করে দেবেন। প্রতি দিন রাত ৮ টা থেকে সকাল ৮ টা।

২) রুগীর সাথে যিনি থাকবেন তাকে রুগীর বিছানার পাশে মাটিতে শুতে হবে। তাই মাটিতে পাতার জন্য চাদর বা পাতলা কম্বল, গায়ে দেওয়ার জন্য চাদর বা কম্বল ও একটি Air Pillow নিয়ে যাবেন। রুগীর সাথে যে থাকবে তাকে কিছুই দেবেনা হাসপাতাল থেকে। এটা general cabin এ থাকলে তবেই। যদি private single cabin এ থাকে তাহলে পুরুষ মহিলা যে কেউ থাকতে পারে। তবে সেখানে থাকার ব্যবস্থা কি আছে আমার তা জানা নেই।

৩) রুগীর যে CHRIS CARD টা করেছেন সেটা অবশ্যই রুগীর সাথে যিনি থাকবেন তার কাছে রেখে দেবেন। আর তাতে পর্যাপ্ত পরিমাণে টাকা ভরে রাখবেন। কারণ যে কোন সময়ে রুগীর জন্য প্রয়োজনীয় ওষুধ কিনতে হবে।

৪) রুগীর খাবারের জন্য প্রতিদিন ২৫০ টাকা করে দিতে হবে তিন বেলার জন্য। তবে এটা optional। আপনি চাইলে আপনার মত বাইরে থেকে খাবার এনে দিতে পারেন। তবে জল খুব সম্ভবত রুগীর পরিবারকেই কিনে দিতে হবে।

৫) যদি অপারেশন করতে হয় তবে অবশ্যই পরিবারের একজন বা দুইজন কে রক্তদান করতে হবে। নয়ত রক্ত কিনতে হবে অতিরিক্ত টাকা দিয়ে।

৬) সকল কিছু হয়ে গেলে অবশ্যই ডাক্তার কে বলবেন Medical Report সংগ্রহ করবেন। ডাক্তার আপনাকে বলে দেবে কি করতে হবে। এছাড়া আপনাকে যদি X Ray বা MRI বা ওই ধরনের টেস্ট করতে হয় তাহলে সেই প্লেটগুলো ও আলাদা ভাবে সংগ্রহ করতে হবে টাকার বিনিময়ে। এই সকল কিছুই সংগ্রহ করে নেবেন কারণ পরবর্তীকালে এগুলো আপনার আবার লাগবে ডাক্তার দেখাতে গেলে।

৭) যদি রুগীর ক্যানসার হয় ডাক্তারকে বলবেন যে আপনি travel compensation চান। তাহলে ডাক্তার আপনাকে বলে দেবে কোথা থেকে কি করতে হবে। আপনি যতবার check up করবেন ততবার আপনাকে নিয়ে নিতে হবে। কারণ এই form টা আপনি ২ টো পাবেন। একবার এখান থেকে যাওয়ার সময় ও পরবর্তীকালে এখানে আসার সময়‌ টিকিট কাটার counter এ জমা নিয়ে নেবে। এই form টা জমা দিয়ে টিকিট কাটলে ট্রেনে রুগী এবং রুগীর সাথে একজনের টিকিটে অনেক টাকা ছাড় পেয়ে যাবেন। কতটা ছাড় পাবেন সেটা নির্ভর করছে আপনি ট্রেনে কোন CLASS ( 3 AC, 2 AC, 1 ST AC, SLEEPER) এ টিকিট কাটছেন তার উপর।

⚙️আমাদের সেবা সমূহ:-

🌀সিএমসি হসপিটালের এপয়েন্টমেন্ট লেটার।
🇮🇳 সিএমসি হসপিটাল এর অফার লেটার।
🇮🇳 ইন্ডিয়ান মেডিসিন বাংলাদেশে এনে দেওয়ার ব্যবস্থা।
🕧ভারতীয় মেডিকেল ভিসা প্রসেসিং।
🚆ভারতীয় সকল ট্রেন / বিমান টিকিট পাওয়া যায়।
+91 7825996930 Indian what's up number.
01602565275 Bangladeshi what's up number.

⚠️ গুরুত্বপূর্ণ সতর্কবার্তা ⚠️বেনাপোল বর্ডারে যারা যাচ্ছেন, সবাই দয়া করে মনোযোগ দিয়ে পড়ুন।অনেক যাত্রী প্রতিদিন প্রতার...
13/11/2025

⚠️ গুরুত্বপূর্ণ সতর্কবার্তা ⚠️

বেনাপোল বর্ডারে যারা যাচ্ছেন, সবাই দয়া করে মনোযোগ দিয়ে পড়ুন।

অনেক যাত্রী প্রতিদিন প্রতারণার শিকার হচ্ছেন কিছু দালাল ও টাকা এক্সচেঞ্জকারী চক্রের মাধ্যমে এই চক্রগুলো ইমিগ্রেশন শেষ হওয়ার পর আপনাকে ডেকে বলবে —

“ভাই, আমাদের কাছে এক্সচেঞ্জ করেন,

বেশি রেট দিবো।

কিন্তু ভিতরে নিয়ে গেলেই শুরু হবে নাটক!

কেউ বলবে রেট কমেছে,

কেউ বলবে “আপনি তো টাকা দেন নাই”,

এমনকি টাকাও মেরে দিতে পারে!

এবং জিএসটির কথা বলবে বিভিন্ন অজুহাত দেখাবে এইভাবে অনেক মানুষ ক্ষতির মুখে পড়ছেন প্রতিদিন।

🛑 তাই দয়া করে সতর্ক থাকুন —

✅ অপরিচিত বা রাস্তার কারো কাছে টাকা এক্সচেঞ্জ করবেন না।

✅ শুধু পরিচিত ও বিশ্বস্ত দোকান বা এক্সচেঞ্জার ব্যবহার করুন।

✅ ইমিগ্রেশন শেষ হওয়ার পর কেউ যদি পাসপোর্ট দেখতে চায় — দিবেন না।

✅ পাসপোর্ট ও কাগজপত্র ব্যাগে নিরাপদে রাখুন।

✅ কোনো ঝামেলায় পড়লে সাথে সাথে পুলিশ বা বিএসএফের সহায়তা নিন।

আমাদের উদ্দেশ্য — আপনাদের প্রতারণা ও ঝামেলা থেকে বাঁচানো।

ভাই-বোনরা, লোভে পড়ে বেশি রেটের আশায় নিজের কষ্টের টাকা হারাবেন না।

🌿 সবাইকে অনুরোধ —

সতর্ক থাকুন, নিরাপদে থাকুন। লোভে পড়ে কারো কথায় বিশ্বাস করবেন না।

আমাদের উদ্দেশ্য — আপনাদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা ✈️

যেকোনো প্রশ্ন বা পরামর্শের জন্য আমাদের গ্রুপে পোস্ট করুন, আমরা সবাই মিলে সহায়তা করব ইনশাআল্লাহ 🤝

⚙️আমাদের সেবা সমূহ:-

🌀সিএমসি হসপিটালের এপয়েন্টমেন্ট লেটার।
🇮🇳 সিএমসি হসপিটাল এর অফার লেটার।
🇮🇳 ইন্ডিয়ান মেডিসিন বাংলাদেশে এনে দেওয়ার ব্যবস্থা।
🕧ভারতীয় মেডিকেল ভিসা প্রসেসিং।
🚆ভারতীয় সকল ট্রেন / বিমান টিকিট পাওয়া যায়।
+91 7825996930 Indian what's up number.
01602565275 Bangladeshi what's up number.



























Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladeshi Cancer Patient in Cmc Vellore. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share