10/08/2025
তার নাম রাব্বি, (রাজু, ডাক নাম) তার বাড়ি ময়মনসিংহঃ, তারাঘান্ধা থানা, গোপালদারকেল গ্রাম থেকে। আজকে ডিউটি শেষ করে বিচছে একা গুরাগুরি সময় আমার পিছনে পিছনে আসতে ছিল, এরপর আমি আঞ্চলিক ভাষা (চিটাগাং ভাষা ) দিয়ে জিজ্ঞেস করলাম, বাড়ি হরে (বাড়ি কোথায়) সেই বলল, কি,, এর পর আমি শুদ্ধ করে বললাম বাড়ি কোথায়,,? সেই বলল ময়মনসিং,আমি প্রথমে মনে করছিলাম টুকাই, এর পর আমি বললাম এইখানে কেমনে,,? সেই বলল,তার গ্রামের সেই খেলা সময় তাকে নাকি ধরে নিয়ে স্যান্ড মার্টিন নিয়ে যায়, সেখানে ২সপ্তাহ থেকে, এক সপ্তাহ আগে কক্সবাজার আছে এক জাহাজে লুকিয়ে, আমি তাকে জিজ্ঞেস করলাম এই এক সপ্তাহ কোই থাকছেন, আর, খাবার কোথায় খাচ্ছেন,? সেই বলল পথে ঘাথে থাকি, আর যা পায় তা খাচ্ছি, এর পর আমি বললাম তুমি এখন কি খাবা,? সেই বলল ভাত, আমি সাথে সাথে তাকে নিয়ে গিয়ে খাওয়াইলাম, এর পর আমি তার বাড়ি নাম্বার আছে কিনা জিজ্ঞেস করলাম সেই বলল শুধু ৫টি সংখ্যা মুখোস্থ, এরপর আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কি যেই ঘটনা গুলো বলছেন ওই গুলো কি সত্যি,,? সেই বলল হুম। এরপর আমি বললাম আপনি কি আপনার পরিবার কাছে ফিরে যেতে চান,,? সেই বলল হ্যা। এর পর আমি বললাম তাহলে আপনাকে আমি পুলিশ সের কাছে নিয়ে যাইতে চাই, পুলিশ আপনার বাড়িতে পোশাই দিবে, আপনি যাইতে রাজি,,? আমার সাথে পুলিশের কাছে সেই বলল রাজি। আমি দেরি না করে টুরিস্ট পুলিশ বক্সে নিয়ে যায়, সেইখানকার এক পুলিশ কর্মকর্তা বলল, তথ্য ও অভিযোগ কেন্দ্র পুলিশ বক্সে নিয়ে যাইতে,এরপর আমি তথ্য ও অভিযোগ কেন্দ্র বক্সে নিয়ে যায়, এখন সেই ওখানে রয়েছে। আমি চাই সেই যেন তার পরিবার কাছে সুস্থ শরীরে পোঁছে। আর কেউ যুদি চিনে থাকেন তাহলে তার পরিবার কে খবর দিন, আর তাকে যেন নিয়ে যায়। 🙂