Anis mohammed

Anis mohammed An empty pocket is a broken heart that teaches no book in the world.

বিশ্বাস মানে এমনকিছুকে বিশ্বাস করা, যা অবিশ্বাস্য। আর আশা মানে সেই সময়ও আশা করা, যখন চারপাশে শুধুই নিরাশা।
21/06/2025

বিশ্বাস মানে এমনকিছুকে বিশ্বাস করা, যা অবিশ্বাস্য। আর আশা মানে সেই সময়ও আশা করা, যখন চারপাশে শুধুই নিরাশা।

🌅আল্লাহ আমার জন্য সহজ করে দিন এবং আমার রিজিকে বরকত দান করুন।🌅🌄 শুভ সকাল 🌄
17/06/2025

🌅আল্লাহ আমার জন্য সহজ করে দিন এবং আমার রিজিকে বরকত দান করুন।🌅
🌄 শুভ সকাল 🌄


বাবার হাতের ছায়ায়, কেটে গেছে সারা জীবন, আজ হাতছাড়া হয়ে গেছে সেই ছায়া, এখন মনে হচ্ছে যেন থেমে গেছে আমার জীবনের সময়ে...
15/06/2025

বাবার হাতের ছায়ায়, কেটে গেছে সারা জীবন, আজ হাতছাড়া হয়ে গেছে সেই ছায়া, এখন মনে হচ্ছে যেন থেমে গেছে আমার জীবনের সময়ের গতি। 😞⏳??

জীবন হলো ফুলের মত । আর মধু হল ভালো বাসা।শুভ রাত্রি ।
14/06/2025

জীবন হলো ফুলের মত । আর মধু হল ভালো বাসা।
শুভ রাত্রি ।



জীবনে অনেক মানুষ আসে-যায়, কিন্তু কিছু মানুষ থেকে যায় হৃদয়ের একেবারে গভীরে। প্রিয় তোমাদের সাথে কাটানো মুহূর্তগুলো হয়...
11/06/2025

জীবনে অনেক মানুষ আসে-যায়, কিন্তু কিছু মানুষ থেকে যায় হৃদয়ের একেবারে গভীরে। প্রিয় তোমাদের সাথে কাটানো মুহূর্তগুলো হয়তো খুব সাধারণ, কিন্তু সেই মুহূর্তগুলোই হয়ে যায় জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। কখনো একসাথে হাঁটা, কখনো নিরব বসে থাকা কিংবা ছোট্ট এক চায়ের কাপে ভাগ করে নেওয়া হাসি—এসবই স্মৃতির পাতায় রঙ ছড়িয়ে যায়।miss you


07/06/2025

ঈদ মোবারক,
দেশ ও বিদেশের সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই ও বোনদের জানাই ঈদুল আযহার শুভেচ্ছা,

18/11/2023

তাকে বলে দিও তার দেওয়া ফুল শুকিয়ে গাজা হয়ে গেছে। 🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪

10/11/2023

সমুদ্রের বিশালতা ও গভীরতা আমাদের মনে শক্তি জোগায়, অনুপ্রেরণা দেয় নতুন কিছু করার, শিক্ষা দেয় থেমে থাকতে নেই ,চলার নামই জীবন।

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anis mohammed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share