
22/10/2023
কক্সবাজারে সিইএইচআরডিএফ'র ফিলিস্তিন সংহতি সমাবেশ।
প্রেস বিজ্ঞপ্তিঃ
ফিলিস্তিনিের নিরীহ ও বেসামরিক নাগরিকদের প্রতি ইসরাইল এর বর্বরোচিত বোমা হামলা ও হত্যাকান্ডের প্রতিবাদে কক্সবাজার শহরে ফিলিস্তিন সংহতি সমাবেশ করেছে মানবাধিকার সংগঠন সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফোরাম - সিইএইচআরডিএফ কক্সবাজার মেট্রোপলিটন কাউন্সিল।
কক্সবাজর জেলা প্রশাসন চত্বরে আয়োজিত সভায় সিইএইচআরডিএফ প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া'র সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা শামসুদ্দোহা ফারুকী।
সিইএইচআরডিএফ এর সহকারী প্রধান সমন্বয়ক(এসওএস) রুহুল আমিন'র পরিচালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার মেট্রোপলিটন কাউন্সিল সেক্রেটারি হুমায়ুন কবির। বক্তব্য রাখেন ফিল্ড সচিব(মূল্যায়ন) মোঃ ইলিয়াছ রিয়াদ, ফিল্ড সচিব(সংগঠন) ইফতেখার মোঃ মোহাব্বত আলী।
সভাপতির বক্তব্যে সিইএইচআরডিএফ প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া বলেন, পশিচমা বিশ্ব ফিলিস্তিনে বর্বরতার প্রতিবাদ ও নিন্দা না জানিয়ে বরং খাদ্য সরবরাহ , বিদ্যুৎ সংযোগ,
মেডিকেল সাপোর্ট সবধরনের ত্রাণসামগ্রী বন্ধ করে দিয়ে প্যালেস্টাইনকে অবরোদ্ধ করে রেখেছেন। যা পশ্চিমা বিশ্বের মানবতার চরম বিপর্যয় বলে ধরে নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, মানবাধিকার সকল জাতিগোষ্ঠীর জন্য এক ও অভিন্ন। কিন্তু, পশ্চিমা বিশ্বের নিরবতা এবং ইসরাইলকে উসকিয়ে দেওয়া অনেকটা কোভিড-১৯ এর পরবর্তী সময়ে পৃথিবীকে আরও বেশি সংকটের দিকে ধাবিত করার মত। যা পৃথিবীর এই অস্থির সময়ে কোনোভাবেই কাম্য নয়। তিনি ইসরাইলি ইহুদি জনগোষ্ঠীর অতীত ইতিহাস স্মরণ করে তাদের রাষ্ট্রহীনতা নিয়ে কথা বলেন। তিনি জাতিসংঘ ও বিশ্বনেতাদের প্রতি ফিলিস্তিনের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আহবান জানান।
অতিথির বক্তব্যে মাওলানা শামসুদ্দোহা ফারুকী বলেন, আমাদের সবাইকে ইসরাইলের বর্বতার বিরুদ্ধে কথা বলতে হবে। তিনি ফিলিস্তিনবাসীর প্রতি সন্বাকে এগিয়ে আসার আহবান জানান। তিনি আরো বলেন, সুপার মিডিয়া'র কল্যাণে সমগ্র পৃথিবী দেখছেন ইসরাইল ইতিমধ্যে গাজা উপত্যকায় সিরিজ বোমা হামলা করে ইতিহাসের এই তৃপ্তিভূমিকে গোরস্তানে পরিণত করছেন।
সিইএইচআরডিএফ এর সহকারী প্রধান সমন্বয়ক(এসওএস) রুহুল আমিন বলেন, ইসরাইল নিরহ ফিলিস্তিনের উপর আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ ফসফরাস বোমা নিক্ষেপ করার মাধ্যমে আন্তর্জাতিক আইনকে অমান্য করেছেন বটে। পাশাপাশি, তারা মানবাধিকার লঙ্ঘনের মত ন্যাক্কারজনক অপরাধ সংগঠিত করেছেন।যা এরকম একটি আধুনিক সময়ে এসে কোনোভাবে কাম্য নয়।
ফিল্ড সচিব(মূল্যায়ন) ইলিয়াস রিয়াদ বলেন, গত ৫ দিনে ইসরাইল নারী,শিশু,বয়স্ক সহ অন্তত ২.৫ হাজার প্যালেস্টাইনের সাধারণ নাগরিককে হত্যা করেছেন।পাশাপাশি ৫ হাজারেও বেশি সাধারণ নাগরিক আহতাবস্থা রয়েছে।অথচ,প্যালেস্টাইন তরুণরা রাসায়নিক অস্ত্র, ফসফরাস ও সিরিজ বোমা হামলার প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলছে কেবল পাথর নিক্ষেপের মাধ্যমে।
ফিল্ড সচিব(সংগঠন) ইফতেখার মোঃ মোহাব্বত আলী বলেন, আমরা কক্সবাজার হতে ফিলিস্তিনবাসীর জন্য সংহতি জানাচ্ছি। তিনি ইসরাইলকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে বিচারের আওতায় আনার জন্য বিশ্বনেতাদের আহবান জানান।
কক্সবাজার মেট্রোপলিটন কাউন্সিল সেক্রেটারি হুমায়ুন কবির বলেন, প্যালেস্টাইন যুগের পর যুগ ইসরাইলি কর্তৃপক্ষের দ্বারা জুলুম নির্যাতনের শিকার হয়ে আসছে। কিন্তু, গত এক দশক ধরে যা চরম মাত্রায় পৌঁছেছে। হামাস প্রতিরক্ষামুলক প্রতিবাদ করলে ইসরাইল আরও চরম মাত্রায় আগ্রাসী হয়ে তার প্রতিক্রিয়া দেখায়।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফিল্ড সচিব(সংস্কার) মোহাম্মদ শরীফ, কক্সবাজর সদর এরিয়া কাউন্সিল সেক্রেটারি এমদাদুল হক, কক্সবাজার মেট্রোপলিটন ক্লাস্টার সেক্রেটারি মঈন উদ্দিন, সহকারী প্রচার সম্পাদক নাসির উদ্দিন সোহেল প্রমূখ।
এতে শতাধিক স্থানীয় জনগণ, নাগরিক প্রতিনিধি, বু্দ্ধিজীবী, রাজনীতিক, ধর্মীয় নেতৃত্ব, মানবাধিকার কর্মী, বয়স্ক, নারী, তরুণ, কিশোর ও শিশুরা উপস্থিত ছিলেন।