Intra-Bangla News Network - IBN

Intra-Bangla News Network - IBN Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Intra-Bangla News Network - IBN, Media/News Company, Noor Aman Building, Ground Floor, Main Road, Alir Jahal, Cox's Bazar.

কক্সবাজারে সিইএইচআরডিএফ'র ফিলিস্তিন সংহতি সমাবেশ। প্রেস বিজ্ঞপ্তিঃফিলিস্তিনিের নিরীহ ও বেসামরিক নাগরিকদের প্রতি ইসরাইল এ...
22/10/2023

কক্সবাজারে সিইএইচআরডিএফ'র ফিলিস্তিন সংহতি সমাবেশ।

প্রেস বিজ্ঞপ্তিঃ
ফিলিস্তিনিের নিরীহ ও বেসামরিক নাগরিকদের প্রতি ইসরাইল এর বর্বরোচিত বোমা হামলা ও হত্যাকান্ডের প্রতিবাদে কক্সবাজার শহরে ফিলিস্তিন সংহতি সমাবেশ করেছে মানবাধিকার সংগঠন সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফোরাম - সিইএইচআরডিএফ কক্সবাজার মেট্রোপলিটন কাউন্সিল।

কক্সবাজর জেলা প্রশাসন চত্বরে আয়োজিত সভায় সিইএইচআরডিএফ প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া'র সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা শামসুদ্দোহা ফারুকী।

সিইএইচআরডিএফ এর সহকারী প্রধান সমন্বয়ক(এসওএস) রুহুল আমিন'র পরিচালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার মেট্রোপলিটন কাউন্সিল সেক্রেটারি হুমায়ুন কবির। বক্তব্য রাখেন ফিল্ড সচিব(মূল্যায়ন) মোঃ ইলিয়াছ রিয়াদ, ফিল্ড সচিব(সংগঠন) ইফতেখার মোঃ মোহাব্বত আলী।

সভাপতির বক্তব্যে সিইএইচআরডিএফ প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া বলেন, পশিচমা বিশ্ব ফিলিস্তিনে বর্বরতার প্রতিবাদ ও নিন্দা না জানিয়ে বরং খাদ্য সরবরাহ , বিদ্যুৎ সংযোগ,
মেডিকেল সাপোর্ট সবধরনের ত্রাণসামগ্রী বন্ধ করে দিয়ে প্যালেস্টাইনকে অবরোদ্ধ করে রেখেছেন। যা পশ্চিমা বিশ্বের মানবতার চরম বিপর্যয় বলে ধরে নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, মানবাধিকার সকল জাতিগোষ্ঠীর জন্য এক ও অভিন্ন। কিন্তু, পশ্চিমা বিশ্বের নিরবতা এবং ইসরাইলকে উসকিয়ে দেওয়া অনেকটা কোভিড-১৯ এর পরবর্তী সময়ে পৃথিবীকে আরও বেশি সংকটের দিকে ধাবিত করার মত। যা পৃথিবীর এই অস্থির সময়ে কোনোভাবেই কাম্য নয়। তিনি ইসরাইলি ইহুদি জনগোষ্ঠীর অতীত ইতিহাস স্মরণ করে তাদের রাষ্ট্রহীনতা নিয়ে কথা বলেন। তিনি জাতিসংঘ ও বিশ্বনেতাদের প্রতি ফিলিস্তিনের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আহবান জানান।

অতিথির বক্তব্যে মাওলানা শামসুদ্দোহা ফারুকী বলেন, আমাদের সবাইকে ইসরাইলের বর্বতার বিরুদ্ধে কথা বলতে হবে। তিনি ফিলিস্তিনবাসীর প্রতি সন্বাকে এগিয়ে আসার আহবান জানান। তিনি আরো বলেন, সুপার মিডিয়া'র কল্যাণে সমগ্র পৃথিবী দেখছেন ইসরাইল ইতিমধ্যে গাজা উপত্যকায় সিরিজ বোমা হামলা করে ইতিহাসের এই তৃপ্তিভূমিকে গোরস্তানে পরিণত করছেন।

সিইএইচআরডিএফ এর সহকারী প্রধান সমন্বয়ক(এসওএস) রুহুল আমিন বলেন, ইসরাইল নিরহ ফিলিস্তিনের উপর আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ ফসফরাস বোমা নিক্ষেপ করার মাধ্যমে আন্তর্জাতিক আইনকে অমান্য করেছেন বটে। পাশাপাশি, তারা মানবাধিকার লঙ্ঘনের মত ন্যাক্কারজনক অপরাধ সংগঠিত করেছেন।যা এরকম একটি আধুনিক সময়ে এসে কোনোভাবে কাম্য নয়।

ফিল্ড সচিব(মূল্যায়ন) ইলিয়াস রিয়াদ বলেন, গত ৫ দিনে ইসরাইল নারী,শিশু,বয়স্ক সহ অন্তত ২.৫ হাজার প্যালেস্টাইনের সাধারণ নাগরিককে হত্যা করেছেন।পাশাপাশি ৫ হাজারেও বেশি সাধারণ নাগরিক আহতাবস্থা রয়েছে।অথচ,প্যালেস্টাইন তরুণরা রাসায়নিক অস্ত্র, ফসফরাস ও সিরিজ বোমা হামলার প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলছে কেবল পাথর নিক্ষেপের মাধ্যমে।

ফিল্ড সচিব(সংগঠন) ইফতেখার মোঃ মোহাব্বত আলী বলেন, আমরা কক্সবাজার হতে ফিলিস্তিনবাসীর জন্য সংহতি জানাচ্ছি। তিনি ইসরাইলকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে বিচারের আওতায় আনার জন্য বিশ্বনেতাদের আহবান জানান।

কক্সবাজার মেট্রোপলিটন কাউন্সিল সেক্রেটারি হুমায়ুন কবির বলেন, প্যালেস্টাইন যুগের পর যুগ ইসরাইলি কর্তৃপক্ষের দ্বারা জুলুম নির্যাতনের শিকার হয়ে আসছে। কিন্তু, গত এক দশক ধরে যা চরম মাত্রায় পৌঁছেছে। হামাস প্রতিরক্ষামুলক প্রতিবাদ করলে ইসরাইল আরও চরম মাত্রায় আগ্রাসী হয়ে তার প্রতিক্রিয়া দেখায়।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফিল্ড সচিব(সংস্কার) মোহাম্মদ শরীফ, কক্সবাজর সদর এরিয়া কাউন্সিল সেক্রেটারি এমদাদুল হক, কক্সবাজার মেট্রোপলিটন ক্লাস্টার সেক্রেটারি মঈন উদ্দিন, সহকারী প্রচার সম্পাদক নাসির উদ্দিন সোহেল প্রমূখ।

এতে শতাধিক স্থানীয় জনগণ, নাগরিক প্রতিনিধি, বু্দ্ধিজীবী, রাজনীতিক, ধর্মীয় নেতৃত্ব, মানবাধিকার কর্মী, বয়স্ক, নারী, তরুণ, কিশোর ও শিশুরা উপস্থিত ছিলেন।

01/05/2023

কক্সবাজারের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং সংস্কৃতি নিয়ে কথা বলছেন সিইএইচআরডিএফ প্রধান নির্বাহী মোঃ ইলিয়াস মিয়া।

15/04/2023


সংঘাত ও শান্তি, শান্তি বিনির্মাণ ও তারুণ্য, শরণার্থী সংকট জলবায়ু উদ্বাস্তু, নারীর বিরুদ্ধে সহিংসতা,
মননশীলতা, সামাজিক সুসংগতি,গণতন্ত্র ও নেতৃত্ব প্রভৃতি বিষয়ে শান্তি সংলাপ।

আয়োজনেঃ "Bangladesh Youth Peacebuilders Network - ও সিইএইচআরডিএফ।

10/04/2023

ইন্ট্রা-বাংলা নিউজ নেটওয়ার্কের ইফতার মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন।

    -    আমাদের মিডিয়া হাউস ইন্ট্রা-বাংলা নিউজ নেটওয়ার্ক - আইবিএন এর সকল মিডিয়া উদ্যোগের সমন্বিত ইফতার অনুষ্ঠান আজ বিকেল...
10/04/2023

-
আমাদের মিডিয়া হাউস ইন্ট্রা-বাংলা নিউজ নেটওয়ার্ক - আইবিএন এর সকল মিডিয়া উদ্যোগের সমন্বিত ইফতার অনুষ্ঠান আজ বিকেল ৪ টায় উপজেলাস্থ অফিসে অনুষ্ঠিত হবে।

মিডিয়াকর্মীদের এতে যোগ দেওয়ার অনুরোধ রইল।

24/09/2022

Global climate strike Cox's Bazar, Bangladesh.
Report: Md Mahbubur Rahaman

জলবায়ু নায্যতার দাবিতে কক্সবাজারে সিইএইচআরডিএফ'র জলবায়ু ধর্মঘট। তৌফিকুল ইসলাম চৌধুরী ||কক্সবাজার জেলার উপকূলবাসী ও জলবায়...
24/09/2022

জলবায়ু নায্যতার দাবিতে কক্সবাজারে সিইএইচআরডিএফ'র জলবায়ু ধর্মঘট।

তৌফিকুল ইসলাম চৌধুরী ||

কক্সবাজার জেলার উপকূলবাসী ও জলবায়ু বিপদাপন্ন তরুণ-তরুণী নিয়ে সিইএইচআরডিএফ ২৩ সেপ্টেম্বর শুক্রবার, সমুদ্র সৈকত লাবনী মোড়ে জলবায়ু ধর্মঘটের
আয়োজন করেছে।

বিশ্বব্যাপী জলবায়ু সংকট বিষয়ে বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে সারাবিশ্বের কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারে এ আয়োজন করেন।

লাবণী মোড়ে আয়োজিত জলবায়ু ধর্মঘটের সঞ্চালনা করেন নিয়ন্ত্রণ ডিভিশন ফোকাল জিহাদুল ইসলাম । এতে সভাপতিত্ব করেন সিইএইচআরডিএফ এর বিশেষ ডিভিশনের সহকারী প্রধান সংগঠক রুহুল আমিন।

এতে স্বাগত বক্তব্য রাখেন নেতৃত্ব ডিভিশনের ফোকাল রমজান আলী রাজা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইএইচআরডিএফ এর প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে সিইএইচআরডিএফ এর প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া বলেন, বৈশ্বিক উষ্ঞতার কারণে দিন দিন পৃথিবী গরম হয়ে যাচ্ছে, প্রতিবছর অনেক দূর্যোগের সম্মুখীন হচ্ছে জনগণ । জলবায়ু পরিবর্তনের ফলে হাজার মানুষ উদ্বাস্তু হচ্ছে, জীবনমানের অবনতি হচ্ছে। তাদের জন্য এবং এ সব এলাকার টেকসই উন্নয়নের জন্য আমাদের সচেতন হতে হবে।জলবায়ু পরিবর্তনে কারণ গুলো চিহ্নিত করে ওই সব নিয়ে কাজ করতে হবে। না হয় অদূর ভবিষ্যতে পৃথিবীর জন্য ভয়াবহ দিন অপেক্ষা করছে।

তিনি আরো বলেন, কক্সবাজার জলবায়ু পরিবর্তন এর সবচেয়ে ঝুঁকির মধ্যে আছে। কক্সবাজার কে বাঁচাতে হলে টেকসই উন্নয়ন এর বিকল্প নেই। সরকারকে দ্বিচারিতা বন্ধ করে টেকসই উন্নয়ন এর জন্য কাজ করতে হবে। কক্সবাজার এর সমুদ্র সৈকত রক্ষায় টেকসই পদক্ষেপ গ্রহণ করার জন্য তারা আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ডিসিএস এর সহকারী প্রধান সমন্বয়ক আব্দুল মান্নান রানা বলেন, বাংলাদেশের উত্তরাঞ্চলে দীর্ঘস্থায়ী বন্যা, খুলনা ও উপকূলীয় অঞ্চলে বেঁড়িবাধ ভেঙ্গে পানি প্রবেশ, কুতুবদিয়া ও মহেশখালীর মাতারবাড়িতে জলাবদ্ধতা, কক্সবাজার সমুদ্র সৈকতের ভাঙ্গণ, কুতুবদিয়া পাড়ার উদ্বাস্তুদের আশ্রয়ণ ইত্যাদি সংকট বিষয়ে এ সময় কথা হয়।

ধর্মঘট শেষে র‌্যালি হয়ে লাবনী সমুদ্র সৈকত ভাঙ্গা পয়েন্ট অবস্থা করেন। র‌্যালি মধ্যে স্লোগান মুখরিত হয়, ক্লাইমেট জাস্টিস। এছাড়াও চিন্তা-উদ্দীপক প্ল্যাকার্ড এবং পোস্টারের মাধ্যমে জলবায়ু ন্যাযতার দাবি জানান তরুণ জলবায়ু কর্মীরা।

সমাপনী বক্তব্য রাখেন ধর্মঘটের সভাপতি, সহকারী প্রধান সংগঠক( স্পেশাল ডিভিশন) সিইএসআরডিএফ রুহুল আমিন বলেন পৃথিবীর সবথেকে বড় সংকট জলবায়ু পরিবর্তন জনিত সংকট এই সংকটের কারণে পুরো পৃথিবী ভুক্তভোগী। উন্নয়নশীল এবং অনুন্নত রাষ্ট্র গুলো জন্য জলবায়ু ন্যায়বিচারের জন্য তরুণদের কথা বলতে হবে।

জলবায়ু ধর্মঘট উপস্থিত সিইএসআরডিএফ নেতৃবৃন্দের এই সময় ধর্মঘটকারীদের দাবি এক বিবৃতিতে জলবায়ু ন্যায়বিচারের সমর্থনে অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান।

এসময় আরো বলেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন একটি সংকট হিসেবে উপস্থিত হচ্ছে দিন দিন। এটি শুধু যে দরিদ্র ও উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে ক্ষতিগ্রস্ত করছে তা নয় বরং উন্নত রাষ্ট্রগুলোর উপরও ব্যাপক প্রভাব ফেলছে। বাংলাদেশ জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে যে ক্ষতিপূরণ পাওয়ার কথা তা পাচ্ছে না।

এতে আরো বক্তব্য রাখেন সিইএইচআরডিএফ এর ব্যবস্থাপনা ডিভিশন ফোকাল রেজাউল হায়াত রেজা, সংগঠন ডিভিশন সচিব রেজাউল করিম, সমন্বয় ডিভিশন সচিব আবু সালেহ, সহকারী প্রচার সম্পাদক নাসির উদ্দীন সোহেল, সহকারী মিডিয়া সম্পাদক ফরহাদ আলম, কক্সবাজার শহর এরিয়া সেক্রেটারি ইফতেখার মোঃ মোহাব্বত আলী, রামু এরিয়া সেক্রেটারি আহমদুল হক, উখিয়া হেডকোয়ার্টার সেক্রেটারি কুরবান আলী বাবু, কক্সবাজার শহর সার্কেল সেক্রেটারি এনামুল করিম, রামু সাউথ সাব-এরিয়া সেক্রেটারি দেলোয়ার হোসেন, মনীষা নারী জাগরণ কেন্দ্র সমন্বয়ক নাসিমা আক্তার পিংকি প্রমূখ।

এতে বিভিন্ন মাঠ পর্যায়ের সংগঠন থেকে দুই শতাধিক এক্টিভিস্ট উপস্থিত ছিলেন।

22/09/2022

প্লাস্টিক ও পলিথিন ব্যবহার বন্ধের আহবান জানালেন সিইএইচআরডিএফ প্রধান।

https://ibn-news.com/2022/09/1527-2/
21/09/2022

https://ibn-news.com/2022/09/1527-2/

The late Nobel laureate chemist Richard Smalley once argued that humanity's challenges – including poverty, hunger, and violent conflict – can be overcome by

Address

Noor Aman Building, Ground Floor, Main Road, Alir Jahal
Cox's Bazar

Telephone

+8801876044999

Website

Alerts

Be the first to know and let us send you an email when Intra-Bangla News Network - IBN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Intra-Bangla News Network - IBN:

Share