Teknaf Breaking

Teknaf Breaking সবার আগে, সর্বশেষ সংবাদ।

12/07/2025
10/07/2025

টেকনাফে একজন ডেলীভারী রোগীর জন্য ও নেগেটিভ O(-) রক্তের প্রয়োজন। যোগাযোগ করুন : 01854108571 (রক্তে পয়েন্ট ৯.১)

07/07/2025
06/07/2025
06/07/2025
06/07/2025
06/07/2025
06/07/2025
29/06/2025

টেকনাফের বাহার ছরা ইউনিয়নে শেয়ার করুন স্বজন রা যাতে খুজে পাই

11/06/2025
‎কক্সবাজারে র‌্যাবের পৃথক অভিযানে মরিচের পলিথিনের ভেতর ১৬,৪০০ পিস ই*য়া*বা বোঝাই সিএনজি-পিকআপসহ ৪জন মাদক চোরাকারবারী গ্রে...
31/03/2025

‎কক্সবাজারে র‌্যাবের পৃথক অভিযানে মরিচের পলিথিনের ভেতর ১৬,৪০০ পিস ই*য়া*বা বোঝাই সিএনজি-পিকআপসহ ৪জন মাদক চোরাকারবারী গ্রেফতার।

‎গতকাল ৩০ মার্চ ২০২৫ খ্রিঃ তারিখ বিকালে র‌্যাব-১৫ সিপিএসসির একটি আভিযানিক গোয়েন্দা দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার পৌরসভার কালুর দোকান এলাকায় সিএনজি যোগে শুকনো মরিচের ব্যাগে বিশেষ কায়দায় বহনকৃত মাদক ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে কতিপয় মাদক ব্যবসায়ী অবস্থান করছে। র‌্যাবের টিম সেখানে পৌঁছলে মাদক কারবারীরা দ্রæত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মাদক ব্যবসায়ী কলিম উল্লাহ এবং আমির হোসেনদ্বয়কে গ্রেফতারপূর্বক তাদের হেফাজত হতে ৬,০০০ (ছয় হাজার) পিস ইয়াবাসহ একটি সিএনজি উদ্ধার করতে সক্ষম হয়।

‎অপরদিকে একইদিন রাতে র‌্যাব-১৫ ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক গোয়েন্দা দল অভিযান পরিচালনাকালে কক্সবাজারের রামু থানাধীন দক্ষিণ মিঠাছড়ি, চেইন্দা এলাকা থেকে পিকআপের ভিতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১০,৪০০ (দশ হাজার চারশত) পিস ইয়াবা, একটি পিকআপ ও ০২ জন মাদক ব্যবসায়ী যথাক্রমে মোঃ হানিফ ও তৈয়ব মিয়াদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।


‎৩। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিস্তারিত পরিচয়-

‎১) কলিমোল্লা (৩০), পিতা-মৃত ওমর মিয়া, সাং-পালংখালী, গয়ালমারা, ৭নং ওয়ার্ড, ৫নং পালংখালী ইউপি,
‎২) আমির হোসেন (২২), পিতা-রহমত উল্লা, সাং-গয়ালমারা, ৭নং ওয়ার্ড, ৫নং পালংখালী ইউপি,
‎৩) মোঃ হানিফ @ হানিফা (৩২), পিতা-ছিদ্দিক আহামেদ, সাং-পশ্চিম গয়ালমারা, পালংখালী, ৭নং ওয়ার্ড, ৫নং পালংখালী ইউপি,
‎৪) তৈয়ব মিয়া (৩৬), পিতা-মৃত হাসান আলী, সাং-ঘোনার পাড়া, থাইংখালী, ৪নং ওয়ার্ড, পালংখালী ইউপি, সর্বথানা-উখিয়া, জেলা-কক্সবাজার।

‎৪। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ের সাথে জড়িত ও তারা সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন মাধ্যমে ইয়াবা সংগ্রহ পূর্বক দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে স্ব-স্ব থানায় হস্তান্তর করা হয়েছে বলে (ল এন্ড মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার আ.ম.ফারুক নিশ্চিত করেন। # # #

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Teknaf Breaking posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Teknaf Breaking:

Share