Mawlana Ayub Khan

Mawlana Ayub Khan মাস্টার ট্রেইনার (ইসলাম শিক্ষা) জেলা পর্যায়, কক্সবাজার. at জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণ।
(210)

'জুলাই শহীদ দিবস' উপলক্ষে - আজ বুধবার,১৬ জুলাই ২০২৫'জাতীয় শোক দিবস..
16/07/2025

'জুলাই শহীদ দিবস' উপলক্ষে - আজ বুধবার,১৬ জুলাই ২০২৫'জাতীয় শোক দিবস..

"সংশ্লিষ্টদের"৩১ জুলাই এর মধ্যে তথ্য হালনাগাদ করতে হবে...
15/07/2025

"সংশ্লিষ্টদের"৩১ জুলাই এর মধ্যে তথ্য হালনাগাদ করতে হবে...

11/07/2025

আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আকাশ সূম্ভী...

যারা ফেইল করেছে, তাদের সাথে সান্ত্বনামূলক আচরণ করা হোক। তাদেরকে তিরস্কার করা কিংবা উপহাস করা বিরত থাকতে হবে। শুধুমাত্র এ...
10/07/2025

যারা ফেইল করেছে, তাদের সাথে সান্ত্বনামূলক আচরণ করা হোক। তাদেরকে তিরস্কার করা কিংবা উপহাস করা বিরত থাকতে হবে। শুধুমাত্র একটা সার্টিফিকেটই সাফল্যের চুড়ান্ত মানদণ্ড নয়। পৃথিবীতে হাজারো সফল মানুষ আছে, যাদের একাডেমিক রেজাল্ট ভালো ছিল না। কারো তিরস্কারের কারণে আমরা আত্মহত্যার খবর দেখতে চাই না।

04/07/2025

আহলে বায়েত ও শোহদায়ে কারবালা..

03/07/2025

শোহাদায়ে কারবালার দিবস মুসলিম বিশ্বের আন্তর্জাতিক শোক দিবস
------------------------------------------------------------
লেখক: মাওলানা আইয়ূব খাঁন,
খতিব -উত্তর বডঘোপ জামে মসজিদ, কুতুবদিয়া, কক্সবাজার। ও
সিনিয়র শিক্ষক, উত্তরণ বিদ্যানিকেতন, কুতুবদিয়া, কক্সবাজার।

প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও আনুগত্যই ইমান। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেন, ‘(হে নবী সা.) আপনি বলুন, “তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তবে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, তোমাদের গুনাহ মাফ করে দেবেন”’ (সুরা-৩ আল ইমরান, আয়াত: ৩১)। হজরত আনাস (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমাদের কেউ মুমিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, তার সন্তান ও সব মানুষের চেয়ে বেশি প্রিয় না হব’ (বুখারি শরিফ, প্রথম খণ্ড, পরিচ্ছেদ: ৮, হাদিস: ১৩-১৪, পৃষ্ঠা: ১৯, ই. ফা.)। নবীজি (সা.)-এর ভালোবাসার পূর্ণতা হলো আহলে বাইতের ভালোবাসায়। আল্লাহ তাআলা কোরআন কারিমে উল্লেখ করেছেন, ‘ (হে নবী সা.) আপনি বলুন, “আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, চাই শুধু আমার স্বজনদের (আহলে বাইতদের) প্রতি ভালোবাসা”’ (সুরা-৪২ শুরা, আয়াত: ২৩)।
আহলে বাইত হলো নবী পরিবার—হজরত ফাতিমা (রা.), হজরত আলী (রা.), হজরত হাসান (রা.) ও হজরত হুসাইন (রা.) এই পরিবারের সদস্য। এঁদের মাধ্যমেই সংরক্ষিত হয়েছে নবীবংশ। নবীবংশেরই ৭০ জন গুরুত্বপূর্ণ সদস্য শাহাদত বরণ করেছেন আশুরার দিনে, ইরাকের কুফা নগরীর কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে।
রাসুলে করিম (সা.) বলেন, ‘আমি জ্ঞানের নগর, আলী তার সদর দরজা’ (তিরমিজি)। ‘আমি যার বন্ধু আলীও তার বন্ধু’ (তিরমিজি: ৩৭১৩, ইবনে মাজাহ: ১২১)। ‘হজরত ফাতিমাতুজ জোহরা (রা.) হলেন জান্নাতি রমণীদের প্রধান’ (মুস্তাদরাকে হাকেম,৩: ১৮৫, সিলসিলাতুস সহিহা লিল আলবানি,৩: ৪১১)। ‘হজরত হাসান (রা.) ও হজরত হুসাইন (রা.) হলেন বেহেশতি যুবকদের সরদার’ (মুসনাদে আহমাদ, ১৭: ৩৭)। ‘কারবালা’ ফোরাত নদীর তীরে অবস্থিত একটি প্রান্তর, যেখানে ৬২ হিজরির মহররম মাসের ১০ তারিখ শুক্রবারে নবীদৌহিত্র হজরত হুসাইন (রা.) অত্যন্ত করুণভাবে শাহাদত বরণ করেছিলেন। মানবতার ইতিহাসে এটি অত্যন্ত বিয়োগান্ত ঘটনা। কারবালা যেন আরবি ‘কারব’ ও ‘বালা’–এর সরল রূপ। ‘কারব’ মানে সংকট, ‘বালা’ মানে মুসিবত। তাই কারবালা সংকট ও মুসিবতের প্রকৃষ্ট উদাহরণ।
কারবালার এই হৃদয়বিদারক ঘটনা মহিমাময় মহররম মাসের ঐতিহাসিক মহান আশুরার দিনে সংঘটিত হওয়ায় এতে ভিন্নমাত্রা যোগ হয়েছে। এতে এই শাহাদতের মাহাত্ম্য যেমন বহু গুণ বৃদ্ধি পেয়েছে, তেমনি আশুরা ইতিহাসে নতুন পরিচিতি পেয়েছে। আজ আশুরা ও কারবালা বা কারবালা ও আশুরা সমার্থক; একে অন্যের পরিপূরক হয়ে দাঁড়িয়েছে।
‘ফোরাত’ কুফার একটি সুপ্রাচীন নদী, এই নদীর কূলে অবস্থিত কারবালার প্রান্তর। হুসাইনি কাফেলা যখন কারবালায় অবস্থান করছে, তখন তাদের পানির একমাত্র উৎস এই ফোরাত নদী কুফার শাসক উবায়দুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী ঘিরে রাখে, অবরুদ্ধ করে রাখে নিরস্ত্র অসহায় আহলে বাইতের সদস্যদের। এই নদী থেকে পানি সংগ্রহ করতে গেলে ফুলের মতো নিষ্পাপ দুগ্ধপোষ্য শিশু আলী আসগর সিমারের বাহিনীর তিরের আঘাতে শহীদ হয়।
এজিদের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য কুফাবাসী হজরত হুসাইনকে (রা.) পত্রের মাধ্যমে আমন্ত্রণ জানায়। তাদের আহ্বানে সাড়া দিয়ে তিনি সেখানে গেলে তারা তাঁকে একাকী বিপদের মুখে ফেলে রেখে নিজেরা নীরব ও নিষ্ক্রিয় থাকে। কারবালা আজও ঘটে চলেছে দেশে দেশে। দুনিয়ার প্রতিটি নদী আজ ফোরাতের কান্না করছে। কুফা যেন সিন্দাবাদের ভূত হয়ে মানবতার ঘাড়ে চেপে বসেছে। দামেস্ক, তুরস্ক ও মিসরের সে খলনায়কদের প্রেতাত্মারা এখনো আমাদের অজ্ঞানতার তমসায় আচ্ছন্ন করে রেখেছে।
সত্য ও ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত কারবালার প্রান্তরে নির্মম নির্যাতন ও নিপীড়নে পরাজিত প্রতারিত হুসাইনি কাফেলা চিরস্মরণীয় ও বরণীয়। প্রতিটি আশুরা ও শোহাদায়ে কারবালা দিবস আমাদের নতুন পথ ও নতুন জীবনের প্রতি অনুপ্রেরণা জোগায়। জীবনের ব্রত, ত্যাগের শিক্ষা, আত্মমর্যাদাবোধ জাগ্রত করে; ভয়কে জয় করে, নিজের জীবন উৎসর্গ করে, রক্তলাল মুক্তির পথ তৈরি করে, পরবর্তী প্রজন্মের জন্য সহজ পথ ও সুন্দর সমাজ বিনির্মাণ করাই শোহাদায়ে কারবালার মহতী শিক্ষা।
শোহাদায়ে কারবালা দিবস মুসলিম বিশ্বের আন্তর্জাতিক শোক দিবস। কারবালার শিক্ষা হলো সর্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠা করা। এ জন্য প্রয়োজন নবীপ্রেম, আহলে বাইতের প্রতি ভালোবাসা, ধর্মনিষ্ঠা, আত্মত্যাগ, দায়িত্ববোধ ও কর্তব্য পালন, মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করা। ভোগ নয়, ত্যাগেই সুখের সন্ধান করা। যেদিন সমগ্র পৃথিবীতে পরিপূর্ণরূপে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে, সত্য ও সুন্দরের জয় হবে, সেদিনই কারবালার প্রায়শ্চিত্ত হবে। সার্থক হবে আহলে বাইতের আত্মদান।
মাওলানা আইয়ূব খাঁন।

27/06/2025
এইচএসসি পরীক্ষা ২০২৫ আগামীকাল থেকে শুরু।  মানতে হবে নিচের ১০ নির্দেশনা ⬇️ """""""""""""""""""""""""""""""""*""""""""""""...
25/06/2025

এইচএসসি পরীক্ষা ২০২৫ আগামীকাল থেকে শুরু। মানতে হবে নিচের ১০ নির্দেশনা ⬇️
"""""""""""""""""""""""""""""""""*"""""""""""""""""""""""""""""
✅ ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ১০টি গুরুত্বপূর্ণ নির্দেশনা:

১. পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

নির্ধারিত সময়ের পর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

২. ওএমআর (OMR) শিটে সঠিকভাবে প্রয়োজনীয় তথ্য লিখতে হবে এবং নির্ধারিত বৃত্তগুলো সম্পূর্ণ ভরাট করতে হবে।

ভুলভাবে পূরণ করলে উত্তরপত্র বাতিল হতে পারে।

৩. উত্তরপত্র বা প্রশ্নপত্র কোনোভাবেই ভাঁজ করা যাবে না।

এটি পরীক্ষার নিয়ম পরিপন্থী এবং অসুবিধা তৈরি করতে পারে।

৪. শুধুমাত্র সাধারণ (সায়েন্টিফিক) ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

প্রোগ্রামেবল বা স্মার্ট ক্যালকুলেটর সম্পূর্ণ নিষিদ্ধ।

৫. বহুনির্বাচনি (MCQ) ও সৃজনশীল (CQ) অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না।

একটানা পরীক্ষা চলবে নির্ধারিত সময় পর্যন্ত।

৬. কোনো অবস্থাতেই পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না।

এটি পরীক্ষার শৃঙ্খলা ভঙ্গ হিসেবে বিবেচিত হবে।

৭. প্রতিটি বিষয়ের তত্ত্বীয়, MCQ এবং ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।

এক অংশে পাস করলেও অন্য অংশে ফেল করলে পুরো বিষয়ে ফেল ধরা হবে।

৮. রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র অবশ্যই সঙ্গে রাখতে হবে এবং পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।

9. পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং দায়িত্বরতদের নির্দেশনা মেনে চলতে হবে।

১০. জালিয়াতি বা অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে পরীক্ষার্থী বহিষ্কৃত হতে পারে।
- এমনকি ভবিষ্যতের পরীক্ষায় অংশগ্রহণেও নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।

এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বিশেষ সুবিধা প্রদান সংক্রান্ত প্রজ্ঞাপন
24/06/2025

এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বিশেষ সুবিধা প্রদান সংক্রান্ত প্রজ্ঞাপন

সকলকে মাস্ক পরার অনুরোধ - তথ্য অধিদপ্তরের
18/06/2025

সকলকে মাস্ক পরার অনুরোধ - তথ্য অধিদপ্তরের

ইরানে ইসরায়েলের হামলা.."""""""""""""""""'""""""""""""""""""''''''''ইসরায়েল-ইরানের মধ্যে চলমান সংঘাত নিয়ে উত্তেজনা এড়াতে...
18/06/2025

ইরানে ইসরায়েলের হামলা..
"""""""""""""""""'""""""""""""""""""''''''''
ইসরায়েল-ইরানের মধ্যে চলমান সংঘাত নিয়ে উত্তেজনা এড়াতে ইসরায়েল-ইরান সংঘাত বন্ধের আহ্বান।
‘সব পক্ষের উচিত যত দ্রুত সম্ভব সংঘাত কমানোর জন্য কাজ করা। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে গঠনমূলক ভূমিকা পালনের জন্য জাতিসংঘের ভূমিকা পালন অনর্ষীকার্য।
‘ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে হঠাৎ করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।
আমরা অন্য দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘনকারী যেকোনো কর্মকাণ্ডের বিরোধিতা করি। সামরিক সংঘাত সমস্যার সমাধান নয় এবং ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।
প্রসঙ্গত, গত ১২ জুন দিনগত রাত হঠাৎ ইরানে বিমান হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা।
সেই থেকে চলমান সংঘাতে এখন পর্যন্ত উভয় দেশের অনেকে নিহত ও আহত হলেও এই সহিংস পরিস্থিতি থামাতে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হয়নি। আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান সামাধানের ব্যবস্থা গ্রহণ করুন।
আইয়ূব খাঁন
কক্সবাজার, বাংলাদেশ।

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ--
16/06/2025

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ--

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Mawlana Ayub Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share