Matarbari News 1

Matarbari News 1 You will find all kinds of news here.

07/11/2025

বাংলা বাজার ঝগড়া সবসময়!!!

03/11/2025

মাতারবাড়ী বাংলা বাজার
উত্তাল ঝগড়া

08/10/2025

বাংলা বাজার এলাকা বাসি
কাজ গুলো ভালো হচ্ছে না কিন্তু

কক্সবাজারের মাতারবাড়ী ইউনিয়নের বাংলাবাজার এলাকায় রাস্তাঘাট উন্নয়ন কাজ ঘিরে চলছে টানটান উত্তেজনা। রোডের পাশে যাদের জমি রয়...
07/10/2025

কক্সবাজারের মাতারবাড়ী ইউনিয়নের বাংলাবাজার এলাকায় রাস্তাঘাট উন্নয়ন কাজ ঘিরে চলছে টানটান উত্তেজনা। রোডের পাশে যাদের জমি রয়েছে, তারা উন্নয়ন কাজে বাধা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের প্রত্যাশিত এই রাস্তাটি নির্মাণের পর জনসাধারণের যাতায়াতে সুবিধা বাড়লেও কিছু ব্যক্তি জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করেছেন। এ ঘটনায় এলাকায় মান্যবিন্য ও প্রভাবশালী ব্যক্তিদের উপস্থিতিতে একাধিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

তবে জানা যায়, কিছু প্রভাবশালী ব্যক্তি প্রকাশ্যে সতর্ক করে বলেছেন— “এই রাস্তা নিয়ে কেউ কথা বলবেন না।”
এই বক্তব্যে সাধারণ মানুষ আরও আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেকে মনে করছেন, জনস্বার্থের বিষয়েও যেন ভয় বা চাপে মুখ খুলতে পারছেন না কেউ

চন্দ্রগ্রহণ আজ রাত ৯টা  ৭/৯/২০২৫
07/09/2025

চন্দ্রগ্রহণ আজ রাত ৯টা ৭/৯/২০২৫

মাইলষ্টোনের এই শিক্ষকার নাম মেহেরীন চৌধুরী। বাড়ি নীলফামারী। বিমান যখন দুর্ঘটনা ঘটে তখন উনি বের হবার সুযোগ পেয়েছিলেন।  কি...
22/07/2025

মাইলষ্টোনের এই শিক্ষকার নাম মেহেরীন চৌধুরী। বাড়ি নীলফামারী। বিমান যখন দুর্ঘটনা ঘটে তখন উনি বের হবার সুযোগ পেয়েছিলেন। কিন্তু আগুনের মধ্যে থেকে টেনে টেনে বাচ্চাদের বের করেন। অন্তত ২০ টা বাচ্চার জীবন বাচিয়েছে।

তাকে যখন উদ্ধার করা হয় তখন প্রায় মৃত্যু। হাসপাতালে নেয়ার পর সন্ধ্যায় ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজেউন।

মেহেরীন চৌধুরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাজিন মুহিত চৌধুরীর মেয়ে।

22/07/2025

রাজধানীতে আগুন..😥

আন্দোলনরত শিক্ষার্থীরা গেট ভেঙ্গে সচিবালয়ে প্রবেশ করলে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধাওয়া দিয়ে উচ্ছৃঙ্খল ২ জন ব...
22/07/2025

আন্দোলনরত শিক্ষার্থীরা গেট ভেঙ্গে সচিবালয়ে প্রবেশ করলে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধাওয়া দিয়ে উচ্ছৃঙ্খল ২ জন বহিরাগতকে আটক করা হয়😥

23/06/2025

উনার বক্তব্যটা ঠিক মেনে নিতে পারল না মাতারবাড়ীর মানুষরা Md Safik Cuc Matarbari News 1

ইউচুপ আলী ১নাম্বার 01821819639.. মায়ের দোয়া শিশু সসংগঠন মাইজপাড়া মাতারবাড়ী ৭ নাম্বার ওয়াট
30/05/2025

ইউচুপ আলী ১নাম্বার 01821819639.. মায়ের দোয়া শিশু সসংগঠন মাইজপাড়া মাতারবাড়ী ৭ নাম্বার ওয়াট

14/05/2025

ধলঘাটা
ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাদুল এর উপর অতর্কিত হামলা!

অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

ঢাকা, ১২ মে, ২০২৫ (বাসস) : সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্ট মূলে ৯৭২ জন আসামিকে গ্রেফতার কর...
12/05/2025

ঢাকা, ১২ মে, ২০২৫ (বাসস) : সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্ট মূলে ৯৭২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছে ৬৯৩ জন। মোট ১ হাজার ৬৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

অভিযানে তিনটি একনলা বন্দুক, একটি শর্টগান, দুইটি এলজি, সাত রাউন্ড গুলি, চারটি লেডবলের গুলি, চারটি চাকু, তিনটি বার্মিজ চাকু, দুইটি চাপাতি, দুইটি চাইনিজ কুড়াল, পাঁচটি হাসুয়া, দুইটি রামদা ও ছয়টি ঢাল উদ্ধার রকা হয়।

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Matarbari News 1 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share