Md Osman Gani

Md Osman Gani সকল প্রশংসা আল্লাহ তায়ালার

30/07/2025

শুভ সকাল

29/07/2025

একজন হাঁসের খামারীর প্রতিভা দেখার অনুরোধ রইল।

18/07/2025

গরীবের বাহু বলি।

এমন জীবন করিবে গঠন মরনে হাসিবে তুমি কাঁদিবে ভুবন # #@@
16/07/2025

এমন জীবন করিবে গঠন মরনে হাসিবে তুমি কাঁদিবে ভুবন # #@@

13/07/2025

Good Night

12/07/2025

এমন মৃত্যু কাউকে দিওনা মালিক # # Movie88 Studio # #

12/07/2025

Good Night All Friend

10/07/2025

ঘন ঘন বাজার হবে

আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى َيَتَقَارَبَ الْأَسْوَاقُ ‘‘ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবেনা যতক্ষণ না ঘন ঘন বাজার হবে’’।[1] নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামএর এই বাণী সত্যে পরিণত হয়েছে’’। পৃথিবীর সকল স্থানে একই সময়ে ঘন ঘন বাজার হবে- নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামএর বাণী তা প্রমাণ করেনা; বরং কোন দেশে কোন এক সময় তা হলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামএর বাণী বাস্তবায়িত হয়েছে বলে মনে করতে হবে। আজকের প্রেক্ষাপটে আমরা যদি বাংলাদেশের জেলাসমূহের দিকে দৃষ্টি দেই তাহলে দেখতে পাবো যে সকল অঞ্চলেই ঘন ঘন বাজার তৈরী হয়েছে। এমন কোন রাস্তার মোড় পাওয়া যাবেনা যেখানে বাজার নেই।

কেউ কেউ বলেছেন ঘন ঘন বাজার হবে- একথার অর্থ হলো বর্তমানে আকাশ, স্থল ও জলপথে যাতায়াতের অত্যাধুনিক যানবাহন তৈরী হওয়াতে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত সহজ হয়ে গেছে। তাই বাজার দূরে দূরে হলেও অল্প সময়ে এক বাজার থেকে অন্য বাজারে যাওয়া যায় বিধায় বাজারগুলো খুব কাছাকাছি মনে হয়।

উত্তরে আমরা বলবোঃ হাদীছে বর্ণিত আসল অর্থ গ্রহণ করাই উত্তম। কারণ আমরা বিশ্বাস করি যে সমস্ত এলাকায় এখনও ঘন ঘন বাজার হয়নি সেখানেও কিয়ামত হওয়ার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামএর বাণী সত্যে পরিণত হবে। কাজেই তাদের ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়।

ফুটনোটঃ[1] — মুসনাদে আহমাদ, মাজমাউয্ যাওয়ায়েদ (৭/৩২৭)।

10/07/2025

শুভ রাত্রি

10/07/2025

আমার নতুন ফেইজে আপনাকে স্বাগতম Follow দিয়ে কাজ করার সুযোগ করে দিলে ভাল হইত।

শুভ সন্ধ্যা
22/06/2025

শুভ সন্ধ্যা

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Osman Gani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share