Insaaf

Insaaf ""শুদ্ধতায় গড়ুক প্রতিটি অন্তর! আল্লাহর সান্নিধ্য লাভের আকাঙ্ক্ষাই হোক প্রতিটি...��

21/08/2024

খুব ইচ্ছে একজনকে হালাল করে পাওয়ার।
জানিনা আল্লাহ তায়ালা তাকে আমার জন্য লিখেছে কিনা। তবুও চাই আল্লাহ যেন তাকে আমার কাছে ফিরিয়ে দেয়।তাকে যেনো দুনিয়া ও আখেরাতে আমার জন্য কল্যানকর করে দেন আল্লাহ । সবাই আমার জন্য দোয়া করবেন।মনের ইচ্ছা পূরণ করার তীব্র ইচ্ছা নিয়ে বলছি আমি যেনো আমার প্রিয় মানুষ টাকে হালাল ভাবে একান্ত নিজের করে পাই । আমিও দোয়া করি আল্লাহ পাক যেনো আপনাদের মনের নেক ইচ্ছা পূরণ করেন।

রাসুল (ﷺ) বলেন—
কোন মুসলিম অপর মুসলিমের জন্য খাছ মনে দু'আ করলে দু'আ কবুল হয়। সেখানে একজন ফেরেশতা নিযুক্ত থাকেন। যখনই ঐ ব্যক্তি তার মুসলিম ভাই বোনদের জন্য দু'আ করে তক্ষণই ঐ ফেরেশতা “আমীন” “আমীন” বলেন এবং বলেন, "তোমার জন্যও অনুরূপ হোক"। (মুসলিম, মিশকাত : ২২২৮, দোয়া অধ্যায়, অধ্যায় : ৯)

আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আংতাল মান্নানু,বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জালজালালি ওয়াল ইকরাম,ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম।

22/11/2023
11/11/2023

পাপমুক্ত 🖤

08/11/2023

🖤

😂🤣
17/07/2023

😂🤣

বে*দ্বী*ন কাউকে বিয়ে করলে পাশে থাকবে সর্বোচ্চ মৃত্যু পর্যন্ত তবুও নিশ্চয়তা নাই, আর দ্বীনি কাউকে বিয়ে করলে পাশে থাকবে দুন...
16/07/2023

বে*দ্বী*ন কাউকে বিয়ে করলে পাশে থাকবে সর্বোচ্চ মৃত্যু পর্যন্ত তবুও নিশ্চয়তা নাই, আর দ্বীনি কাউকে বিয়ে করলে পাশে থাকবে দুনিয়া ও আখিরাতের জীবনেও।🌸
সিদ্ধান্ত আপনার..!🥀

এক জোড়া হালাল হাতের ছোঁয়ায় সম্পূর্ণ হোক সবার অর্ধেক দ্বীন।🥰 ইন শা আল্লাহ

15/07/2023

-আমি ছাড়া তোমাকে যেন কেউ না দেখে!🖤

দ্বীনদার স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ পাক সব থেকে বেশি পছন্দ করেন। আপনি ও দ্বীনের পথে থাকুন আপনার স্ত্রীকে ও রাখুন। তাহ...
14/07/2023

দ্বীনদার স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ পাক সব থেকে বেশি পছন্দ করেন। আপনি ও দ্বীনের পথে থাকুন আপনার স্ত্রীকে ও রাখুন। তাহলে দুনিয়ায় ও শান্তিতে থাকতে পারবেন আখেরাতে ও পারবেন।
মানুষ স্ত্রীর কাছে শান্তি চায়, অথচ স্ত্রীকে দ্বীনের পথে চলায় না।
স্ত্রীকে দ্বীনের পথে চালিয়ে দেখুন, সুখ এমনিতেই চলে আসবে, আর অভাব অনটন ও কেটে যাবে।
কারণ দ্বীনের বুঝ না থাকলে কখনোই স্ত্রীর মন ভরাতে পারবেন না। পুরোটা পৃথিবী ও যদি এনে দেন সে আরো চাইবে।

একমাত্র দ্বীন দার স্বামী-স্ত্রীর মধ্যে আল্লাহ পাক বেশিরভাগ সান্তি ও রহমত দেয়।
কারণ তারা টাকা ও ধন-সম্পদ থেকে চায় না, আল্লাহ তায়ালার কাছে চায়।
Insaaf


#বিয়ে_অর্ধেক_দ্বীন

13/07/2023

Follow for Follow
Insaaf

প্রিয়তম❤️আমি আপনার জীবনে খাদিজা(রা:) হয়ে আসতে চাই, তাঁর জন্য রাসুল (সা) এর অন্তরে যেমন ভালোবাসার রিযক গেঁথে দেওয়া হয়েছিল...
12/07/2023

প্রিয়তম❤️
আমি আপনার জীবনে খাদিজা(রা:) হয়ে আসতে চাই, তাঁর জন্য রাসুল (সা) এর অন্তরে যেমন
ভালোবাসার রিযক গেঁথে দেওয়া হয়েছিল,
ঠিক তেমন আপনার অন্তরেও যেন আমার
জন্য ভালোবাসার রিযক গেঁথে দেওয়া হয়।
প্রিয়তম❤️
আমি আপনার জীবনে সেই
ভালোবাসা হয়ে আসতে চাই,
যে ভালোবাসার রেশ দুনিয়া ছাড়িয়ে
রবের জান্নাতেও থেকে যাবে।
প্রিয়তম❤️
দুনিয়াতে আমি আপনার
আহলিয়া হয়ে থাকতে চাই,
এবং রবের জান্নাতে আমিই
আপনার হুরের আওরাত হতে চাই।
প্রিয়তম❤️
আমি আপনার সেই চক্ষুশীতলকারিনী হতে চাই,
যাকে পাওয়ার পর আপনার চোখ
দ্বিতীয় কাওকে খুজবে না।
প্রিয়তম❤️
আমি আপনার সেই কুররাতুল আইয়্যুন হতে চাই,
যাকে পাওয়ার পর আপনার
অশান্ত মন শান্ত হবে এবং একমাত্র
আমিই হবো আপনার হৃদয়ে প্রশান্তি।
প্রিয়তম❤️
আমি শুধু আপনাকে ভালোবাসতে চাই,
এবং কেবলমাত্র আপনার ভালোবাসা পেতে চাই।

হে আল্লাহ আপনি আমার প্রিয়তমকে
নারীদের ফিতনা থেকে রক্ষা করুন।
(আমিন)

11/07/2023

Follow for Follow
Insaaf

‘‘মেয়ে, তোমাকে বুঝতে হবে কোনটা ভালোবাসা আর কোন টা শুধুই "চাহিদা"! বুঝতে হবে কোনটা শাসন আর কোনটা ব্যক্তিত্বহীনতা! বুঝতে হ...
09/07/2023

‘‘মেয়ে, তোমাকে বুঝতে হবে কোনটা ভালোবাসা আর কোন টা শুধুই "চাহিদা"!
বুঝতে হবে কোনটা শাসন আর কোনটা ব্যক্তিত্বহীনতা! বুঝতে হবে কোনটা জীবন আর কোনটা জীবনের অংশ!'❤

Address

Cox's Bazar
Cox's Bazar

Telephone

+8801882127862

Website

Alerts

Be the first to know and let us send you an email when Insaaf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share