
29/06/2025
অভিভাবক আসতে বিলম্ব হলে কেজি,নুরানী মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীদের এভাবেই নিজেদের দায়িত্বে বাড়িতে পৌছেঁ দেয়া উচিৎ,উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদের পরিচালনায় ইবনে আব্বাস একাডেমীর শিক্ষকরা এগুরু দায়িত্ব পালন করতে দেখা যায়।এই প্রতিষ্টানের শিক্ষক হাফেজ ইব্রাহীম কে দেখা যাচ্ছে,অভিভাবক না আশায় ২৯-০৬-২৫ ইং বৃষ্টিতে ৩ জন ছোটমনিদের গাড়ীতে উঠিয়ে দিতে যাচ্ছেন।আসুন আমরা ও তাই করি যারা শিক্ষা প্রতিষ্টাতে জড়িত।লক্ষণীয় ব্যপার হল হাফেজ ইব্রাহীমরা সকালে এসে দেরী যায়,শিক্ষকদের তাই হওয়া চাই।