06/07/2025
আজকের এই মহাযোদ্ধকে সত্য ও ন্যায়ের যোদ্ধ বলা হয়। হযরত ইমাম হুসাইন (রাঃ)কে যে দাওয়াত করা হয়েছিল, সেটা ছিল প্রতারণা। প্রতারণা করে ডেকে ৭০ জন সঙ্গী নিয়ে যাওয়া। এবং স্বদলে অতর্কিত হামলার শিকার হয়েছেন। যেটা মূলত ছিল, হযরত ইমাম হুসাইন (রাঃ)'র বিজয়।
তবে ইয়াজিদের পেছনে কাতিবুল ওয়াহী হযরত মোয়াবিয়া (রাঃ)'র কোনো সম্পর্ক নেই।
অবাধ্য ছেলের কারণে কখনো বাবাকে অপরাধী করা যাবে না।
★ তখনও ফোরাত নদীর পানি নিষিদ্ধ, শিশুরা তৃষ্ণায় কাঁদছে।
হযরত আব্বাস ইবনে আলী (রাঃ) পানির জন্য যুদ্ধে নামেন।
অসংখ্য সেনাকে পরাজিত করে নদী থেকে পানি নিয়ে আসতে চাইলেও পথেই দুই বাহু কেঁ*টে ফেলা হয়।
অবশেষে শহীদ হন।🫡😭
ইমাম হুসাইন (রাঃ) এসে শহীদ ভাই আব্বাস (রাঃ)'র শরীর ধরে কেঁদে বলেন;
“এখন আমার ডান হাত ভেঙে গেল ভাই।
আমার জন্য তুমি ছিলে সাহস।”🫡😭
হযরত আব্বাস (রাঃ)'র মত বীর যোদ্ধা ইসলামের ইতিহাসে নাই হযরত আলী (রাঃ) ব্যতীত।
হযরত আলী (রাঃ)'র পর ইসলামের বীর যোদ্ধা হচ্ছেন হযরত আলী (রাঃ)'র পুত্র হযরত আব্বাস(রাঃ)।
যিনি কারবালায় বীরত্বের মহা প্রমাণ দিয়েছেন।
হযরত আলী আজগর (রাঃ)'র জন্য ফোরাত নদীতে পানি আনতে গিয়ে নির্মমভাবে শহীদ হয়ে যান।
আহারে আব্বাসের শাহাদাতের বর্ণনা....!💔😭
★মেরে হুসাইন তুজে সালাম, কাহু হুসাইন পর সালাম || 🫡🫡