14/09/2025
উখিয়া রাজাপালং ইউনিয়নে কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতী অভিযানে এমপি প্রার্থী অধ্যক্ষ নুর আহাম্মদ আনোয়ারীর গণসংযোগ
বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা আওতাধীন রাজাপালং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতী অভিযান উপলক্ষে গণসংযোগ করেন উখিয়া-টেকনাফ-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব মাওলানা অধ্যক্ষ নুর আহাম্মদ আনোয়ারী।
গণসংযোগকালে তিনি বলেন, “দাঁড়ি-পাল্লা প্রতীক শুধু একটি রাজনৈতিক চিহ্ন নয়; এটি ইনসাফ, সাম্য, মানবিক মর্যাদা ও প্রকৃত স্বাধীনতার প্রতীক। এ প্রতীককে বিজয়ী করতে পারলেই দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। জনগণের অধিকার রক্ষা, দুর্নীতি ও অবিচার দূরীকরণ এবং প্রকৃত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দাঁড়ি-পাল্লাই একমাত্র ভরসা।”