Salman Sakib

Salman Sakib لا إله إلا الله محمد رسول اللّه

আলহামদুলিল্লাহ্        ❌ দান নয়❌তারুণ্য পরিবারের ভালোবাসার উপহার।তারুণ্য ব্লাড ডোনার'স সোসাইটি এর  #নিজস্ব অর্থায়নে  ছিন...
06/02/2024

আলহামদুলিল্লাহ্
❌ দান নয়❌
তারুণ্য পরিবারের ভালোবাসার উপহার।

তারুণ্য ব্লাড ডোনার'স সোসাইটি এর #নিজস্ব অর্থায়নে ছিন্নমূলদের মাঝে #শীতবস্ত্র বিতরণ কর্মসূচী সফলভাবে সম্পন্ন।

ইভেন্ট নংঃ ২৬
প্রোগ্রামঃ ১০১
তারিখঃ ০৫/০২/২০২৪ ইং,
রোজঃসোমবার

আয়োজনেঃ
তারুণ্য ব্লাড ডোনার'স সোসাইটি,কক্সবাজার।
(একটি সরকারী নিবন্ধিত, মানবিক,সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন)
নিবন্ধন নংঃ ০৫৮/

আলহামদুলিল্লাহ্তারুণ্য ব্লাড ডোনার'স সোসাইটি   এর নিজস্ব অর্থায়নে ১০০ তম কর্মসূচী সম্পন্ন উপলক্ষে কেক কেটে আনন্দ উদযাপন ...
03/02/2024

আলহামদুলিল্লাহ্
তারুণ্য ব্লাড ডোনার'স সোসাইটি এর নিজস্ব অর্থায়নে ১০০ তম কর্মসূচী সম্পন্ন উপলক্ষে কেক কেটে আনন্দ উদযাপন সম্পন্ন।

তারুণ্যের ঐক্যতা, তারুণ্যের শক্তি,
তারুণ্যের সামর্থ্য দিয়ে মাথা উচু করে থাকবে আজীবন
ইনশাআল্লাহ্

তারুণ্যের জয় হোক✌️

❝আস্থা রাখার দায়িত্ব আপনাদের,   সেবা দেওয়ার দায়িত্ব আমাদের❞✌❤️ তারুণ্য ব্লাড ডোনার'স সোসাইটি কক্সবাজার গ্রুপে রক্তদাতার ...
23/01/2024

❝আস্থা রাখার দায়িত্ব আপনাদের,
সেবা দেওয়ার দায়িত্ব আমাদের❞✌❤️

তারুণ্য ব্লাড ডোনার'স সোসাইটি কক্সবাজার গ্রুপে রক্তদাতার খোঁজে রোগীর সম্পূর্ণ বিস্তারিত দিয়ে পোষ্ট করার জন্য অনুরোধ রইলো।
তারুণ্য ব্লাড ডোনার'স সোসাইটি আপনাকে সহযোগিতা করতে সদা প্রস্তুত।
(বিস্তারিত বিহীন কোন পোস্ট এপ্রুভ হবেনা)

💠রোগীর সমস্যাঃ
💠রক্তের গ্রুপঃ
💠রক্তের পরিমাণঃ ব্যাগ
💠 তারিখঃ
💠রক্তদানের সময়ঃ
💠রক্তদানের স্থানঃ
💠যোগাযোগঃ
💠রেফারেন্সঃ
♦হিমোগ্লবিনের পরিমাণ :

❤️ তারুণ্যের সুরে মুগ্ধ গানে ❤️
❤️জড়িয়ে থাকব রক্তদানে❤️


আপনি আপনার রোগীর রক্তের জন্য আগে পরিবার, আত্নীয়স্বজন ও বন্ধুবান্ধবদের মাঝে খুঁজুন পাশাপাশি আমরাও আপনার রোগীর জন্য রক্তদাতা ম্যানেজ করার চেষ্টা করতেছি রক্তদাতা পেলে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করা হবে।

♦ব্লাড ম্যানেজ হলে পোষ্ট আপডেট করে দিবেন।
♠সম্ভব হলে কমেন্ট অপশন অফ করে দিবেন।

♥প্রিয় রক্তদাতাঃ রক্তদান করতে যাবার আগে অবশ্যই রোগীর বিস্তারিত এবং অবশ্যই রোগী দেখে নিবেন। আপনার রক্তের জন্য কারও সাথে আর্থিক লেনদেন হয়েছে কিনা জেনে নিবেন।
আপনি স্বেচ্ছায় ও সম্পূর্ণ বিনামূল্যে রক্তদান করছেন তা জানিয়ে দিবেন। তারুণ্য ব্লাড ডোনার'স সোসাইটি পরিবারের পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা, দোয়া ও ভালবাসা♥

♥রক্ত গ্রহীতাঃ রক্তদানের কথা বলে যদি কেউ বিকাশের মাধ্যেমে টাকা চাই তবে মনে করবেন সে প্রতারক,কোন প্রকার আর্থিক লেনদেন করবেন না।

♣অভিযোগ দেওয়ার জন্য প্রয়োজনে গ্রুপের
এডমিন সদস্যদের সাথে যোগাযোগ করুন।
প্রতারক চিহ্নিত করতে সহযোগিতা করুন।

#বিঃদ্রঃ যেকোন মানবিক আবেদন, কাজ করার আগ্রহী বা আপনার এলাকায় ক্যাম্পেইন, সচেতনতামূলক ও সমাজসেবা মূলক যেকোন কার্যক্রম আয়োজন করতে ইচ্ছুক হলে সরাসরি এডমিনদের সাথে যোগাযোগ করুন ।

যোগাযোগঃ 01796310328 (একমিনও প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ সোহেল )
[বিস্তারিত ও কার্যক্রম সম্পর্কে জানতে ইনবক্স করুন বা ফোন করুন ]
আমাদের সংগঠনের লিং 👇👇:
https://www.facebook.com/minha.mim.3760

👉 #আমাদের_লক্ষ্য_উদ্দেশ্যঃ-
১. স্বেচ্ছায় রক্তদান করা ও স্বেচ্ছায় রক্তদাতা তৈরি করা।
২. রক্তদানের উপকারিতা সম্পর্কে সকলকে জানানো এবং উৎসাহিত মূলক ক্যাম্পেইন করা।
৩. মাদক বিরোধী প্রচারণা করা,মাদক মুক্ত সমাজ গড়া।
৪.বাল্যবিবাহ, যৌতুক ও নারী শিক্ষা সম্পর্কে সকলকে সচেতন কর

আলহামদুলিল্লাহ্        • দান নয় ভালোবাসা বিনিময় • blood box of Bangladesh   এর নিজস্ব অর্থায়নে  ছিন্নমূলদের মাঝে ১ বেলা ...
14/01/2024

আলহামদুলিল্লাহ্
• দান নয় ভালোবাসা বিনিময় •

blood box of Bangladesh এর নিজস্ব অর্থায়নে ছিন্নমূলদের মাঝে ১ বেলা রাতের খাবার বিতরণ কর্মসূচী সফলভাবে সম্পন্ন।

ইভেন্ট নংঃ ০১
প্রোগ্রামঃ ০১
তারিখঃ ১২/১/২০২৪ ইং,
রোজঃ শুক্রবার

আয়োজনেঃ
ব্লাড বক্স অফ বাংলাদেশ

(একটি সামাজিক ও মানবিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন)

আলহামদুলিল্লাহ্        ❌ দান নয়❌    ভালোবাসার উপহার তারুণ্য ব্লাড ডোনার'স সোসাইটি এর নিজস্ব অর্থায়নে ধর্মীয় শিক্ষা ইভেন্...
13/01/2024

আলহামদুলিল্লাহ্
❌ দান নয়❌
ভালোবাসার উপহার

তারুণ্য ব্লাড ডোনার'স সোসাইটি এর নিজস্ব অর্থায়নে ধর্মীয় শিক্ষা ইভেন্টে এতিমদের মাঝে পবিত্র কোরআন উপহার সম্পন্ন।

ইভেন্ট নংঃ২৬
প্রোগ্রামঃ ৯৯
তারিখঃ ১৩/০১/২০২৪ ইং,
রোজঃ শনিবার
স্থানঃদারুল ওয়াহি নূরানী মাদরাসা ও এতিমখানা।
ধেছুয়া পালং, রাবেতা, রামু।

সার্বিক সহযোগিতায়ঃ
দেলোয়ার হোসেন(প্রবাসী)
(সহ-সাধারণ সম্পাদক)

আয়োজনেঃ
তারুণ্য ব্লাড ডোনার'স সোসাইটি,কক্সবাজার।
(একটি সরকারী নিবন্ধিত, মানবিক,সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন)
নিবন্ধন নংঃ ০৫৮/

আলহামদুলিল্লাহ্        ❌ দান নয়❌তারুণ্য ব্লাড ডোনার'স সোসাইটি পরিবার এর নিজস্ব অর্থায়নে মধ্যম জুমছড়ি তাজবীদুল এতিমখানায় ...
12/11/2023

আলহামদুলিল্লাহ্

❌ দান নয়❌

তারুণ্য ব্লাড ডোনার'স সোসাইটি পরিবার এর নিজস্ব অর্থায়নে মধ্যম জুমছড়ি তাজবীদুল এতিমখানায় ১ম ও ২য় বিভাগে ১বেলা খাবার এর আয়োজন সম্পন্ন।

ইভেন্ট নংঃ ২৫
প্রোগ্রামঃ ৯৫
তারিখঃ ১২/১১/২০২৩ ইং,
রোজঃ রবিবার

আয়োজনেঃ
তারুণ্য ব্লাড ডোনার'স সোসাইটি,কক্সবাজার।
(একটি সরকারী নিবন্ধিত, মানবিক,সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন)

🚫ডেঙ্গু🚫বর্তমানে ডেঙ্গুর প্রকোপটা আবারও বেড়েছে। আতঙ্খিত না হয়ে আসুন সবাই সচেতন হই, মনে রাখবেন ভয় নয়,সচেতনতায় জয়।সচেতনতায়...
23/10/2023

🚫ডেঙ্গু🚫

বর্তমানে ডেঙ্গুর প্রকোপটা আবারও বেড়েছে। আতঙ্খিত না হয়ে আসুন সবাই সচেতন হই, মনে রাখবেন ভয় নয়,সচেতনতায় জয়।

সচেতনতায়ঃ
তারুণ্য ব্লাড ডোনার'স সোসাইটি

12/10/2023

করিবো মুমূর্ষ রোগীকে রক্তদান,
গাইবো মানবতার জয় গান”
তারুণ্য ব্লাড ডোনার'স সোসাইটি,কক্সবাজার(TBDSC).

12/10/2023

বাসায় না বলে স্বেচ্ছায় রক্তদান করেছেন।
এমন মানবিক ভাইবোনদের দেখতে চাই।
তারুণ্য ব্লাড ডোনার'স সোসাইটি

12/10/2023

মুমূর্ষ রোগীর জীবনের আহবানে,
এগিয়ে আসুন স্বেচ্ছায় রক্তদানে”
তারুণ্য ব্লাড ডোনার'স সোসাইটি,কক্সবাজার(TBDSC).

12/10/2023

- রুগীর মুখে ফোটাঁতে হাঁসি........🥰
- আমরা বড়ই ভালোবাসি........🥀
- তাই বাঁচাতে একটি প্রাণ,,,,,,,❤️
👉সেচ্ছায় করি ৪ মাস পর পর রক্ত দান🥰❤️

👉👉তারুণ্য ব্লাড ডোনার'স সোসাইটি।কক্সবাজার।

12/10/2023

কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন।
১- ডোনারের যাতায়াত খরচ,
২- যে বেলায় ব্লাড দিবে ঐ বেলার খাওয়ার খরচ,
৩- ডাব,স্যালাইন পানি,কিছু ফলমূল কিনে দেওয়ার খরচ দেয়াটা কমনসেন্সের ব্যাপার
এবং
পরবর্তী ২৪ ঘন্টা ডোনারের খোঁজ খবর রাখবেন।

পারলে কোন এক সময় বাসায় দাওয়াত দিবেন। 💕

যারা ব্লাড দেয় তারা বেশিরভাগই স্টুডেন্ট, মেসে থেকে পড়াশুনা করে। তারা প্রতিনিয়ত ব্লাড দেয়। অনেক সময় দেখা যায় পরের দিন এক্সাম তবুও ব্লাড দেয়।

আবার, যারা ব্লাড খুজে দেয় তারাই জানে ১ব্যাগ ব্লাড খুজে বের করা কতটা কষ্টের। সময়, শ্রম দিয়ে ডোনারকে খুজে বের করতে হয়। অনেকেই তো সেগুলা জানেন ই না। এগুলা হাইড স্টোরি থাকে।

কিন্তু রোগীর রিলেটিভদের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রেই বিবেকহীনতার পরিচয় দেয়। কোনো খোজ খবরই নিতে চায়না যে চরম এই বিপদের সময় এই রক্ত কোথা থেকে এলো। একজনকে বলে দেয়, তারপর মনে হয় সব দায়ভার ঐ বেচারার। নিজের সম্মান রক্ষার জন্য হলেও ঐ বেচারা ডোনারকে কেয়ার করে। অনেক ডোনার জবও করেনা। হয়তো আত্মীয় স্বজন, না হয় পরিচিত, নতুবা মানবতার জন্য মানুষের বিপদে এগিয়ে যায়।

নামীদামী হাসপাতালে ভর্তি করাতে পারেন,একদিনে ৩/৪ হাজার টাকা করে কেবিন ভাড়া দিতে পারেন। কিন্তু যে মানুষটা তার সবথেকে মূল্যবান জিনিস দিয়ে আপনাকে হেল্প করছে,তার কদর করবেন না, তা হতে পারেনা।

যে দেশে ২৫০মিলি গ্রাম পানির বোতল কিনে খেতে হয়,সে দেশে বিনা টাকায় ৪৫০ মিলি গ্রাম রক্ত দাতাকে সম্মান করা আপনার কর্তব্য।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Salman Sakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share