24/10/2025
জামায়ত ইসলামি শুধু একটি রাজনৈতিক দল নয়, জামায়াত ইসলামি একটি আদর্শের নাম।
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ জননেতা ডক্টর এ, এইচ,এম হামিদুর রহমান আযাদ বলেছেন, জুলাই জাতীয় সনদের আইনীভিত্তির জন্য অবিলন্বে আদেশ জারী করে নভেন্বরে গণভোটের আয়োজান করতেহবে। তিনি আরো বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কালার মারছড়া আধার ঘোনার শহিদ তোফায়েল, ২৪ গনঅভ্যুত্থানে শিবির কর্মী শহিদ তানভীর ছিদ্দিকী সহ সকল শহিদদের স্মরণ করে তিনি বলেন, যাদের রক্ত ও জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশের ইতিহাস লিখা শুরু হয়েছে তাদের আত্মার শান্তির জন্য বাংলাদেশের জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর করার জন্য দ্রুত সময়ে গণভোটের আয়োজন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান।
ড. হামিদ আযাদ বলেন জনগণের সমর্থনে জামায়াত ইসলামি দেশ পরিচালনার দায়িত্ব পেলে নবী স. এর প্রতিষ্ঠিত মদিনার আদলে বাংলাদেশকে একটি কল্যাণ রাস্ট রূপে গড়ে তোলা হবে। যে রাস্ট্রে সকল ধর্ম ও সকল মানুষের অধিকার নিশ্চিত করা হবে । তিনি বলেন, আদর্শিক নেতৃত্ব নির্বাচন করা ছাড়া জনগণের ভাগ্য পরিবর্তন হবেনা। কারন অতীতে মিথ্যা আশ্বাস দিয়ে জনগণের ভাগ্যের পরিবর্তে নিজেদের ভাগ্যের পরিবর্তন হয়েছে যা মহেশখালী - কুতুবদিয়ার মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার। ডক্টর আযাদ আরো বলেন, জামায়ত ইসলামি শুধু একটি রাজনৈতিক দল নয়, জামায়াত ইসলামি একটি আদর্শের নাম। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় আসলে বাংলাদেশের কোন মানুষ বেকার থাকবেনা, জামায়াত ক্ষমতায় আসলে কণ্য দায় গ্রস্ত পিতার কোন চিন্তা করতে হবেনা কারন রাসুল ( সঃ) এর মদিনা সনদে রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনা দেয়া হয়েছে।
গতকাল ২৪ অক্টোবর মহেশখালী কালারমারছড়া ইউনিয়ন তৃণমূল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর হামিদুর রহমান আযাদ উপরোক্ত কথাগুলো বলেন।
কালার মারছড়া ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইউনিয়ন সভাপতি আবু হেনা মোস্তফা কামালে সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দু সাত্তারের সঞ্চালনায় কালার মারছড়া আদর্শ দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াত ইসলামি কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, সহকারী সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, কক্সবাজার শহর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ছাত্র নেতা কামরুল হাসান, ইউনিয়ন জামায়াতের তরবিয়ত সেক্রেটারি মাওলানা ওসমান গনি,মাওলানা আব্দুর রশিদ, সাবেক মেম্বার, রশিদ আহমেদ, মোঃ আনছারুল করিম, হাসান শরিফ রুবেল সহ স্থানীয় তৃণমূলের নেতা-কর্মীরা।