Coxian EYE

Coxian EYE “Photography is a way of feeling, of touching, of loving. What you have caught on film is captured

বার্জার পেইন্টের বিজ্ঞাপন। নোংরা মন মানসিকতার মানুষরা দূরে থাকুন।
13/05/2025

বার্জার পেইন্টের বিজ্ঞাপন।
নোংরা মন মানসিকতার মানুষরা দূরে থাকুন।

21/04/2025

সময় পেলে কক্সবাজার আইয়্যো old song 💜 - Cox’s bazar

চীনের প্রস্তাবিত তিনটি আধুনিক হাসপাতালের মধ্যে একটি আমাদের কক্সবাজার জেলার রামু উপজেলায় চাই।কারন বড় বড় হাসপাতাল গুলো ঢাক...
16/04/2025

চীনের প্রস্তাবিত তিনটি আধুনিক হাসপাতালের মধ্যে একটি আমাদের কক্সবাজার জেলার রামু উপজেলায় চাই।কারন বড় বড় হাসপাতাল গুলো ঢাকা এবং চট্টগ্রামে প্রতিষ্টিত সেহেতু পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার জেলা একটি স্বাস্থ্যকর এলাকা, এখানে সারা বাংলাদেশের লোকজন ও বিদেশীরা আসে, চিকিৎসার পাশাপাশি কক্সবাজার ভ্রমণ ও হয়ে যাবে , ইনশাআল্লাহ জরিপে কক্সবাজার অগ্রাধিকার পাবে।

05/04/2025

সত্যতা জানুন,

সেমিনার রুমের বাইরে ২৭ মিনিট দাঁড় করে রাখা হয়েছিল সুদখোর কে ইউনুসকে।

এই বৈঠক নিয়ে এতো হৈচৈ করার কারন নেই।

কারন বাংলাদেশ মানেই আওয়ামী লীগ। বাংলাদেশের অগ্রগতি মানেই শেখ হাসিনা 🔸

20/03/2025

ইফতার মাহফিল ও আলোচনা সভা।

২ নং ওয়ার্ড শাখা।
জালিয়া পালং ইউনিয়ন।
বাংলাদেশ জামায়াত ইসলামি, উখিয়া উপজেলা।

03/03/2025

যে গল্প আপনাকে ভাবাবে, কাঁদাবে, আপ্লুত করবে আবেগে 💙

🎥 Akangkha - আকাঙ্ক্ষা - ‍Sponsored by TechShoi
A heartfelt short film written and directed by Mahmud HM, brought to you by Lampost - Film Production. Produced by Pranky Boys, this touching story is now available on the Pranky Boys YouTube Channel and page.

🔹About the Film:
"Akangkha - আকাঙ্ক্ষা" is a deeply moving story of faith, love, and devotion. It follows the journey of Nabil, a 12-year-old boy, whose heart is filled with an innocent yet profound desire. Guided by his Maktab teacher (Ustadji), Nabil embarks on a spiritual path to fulfill his heartfelt wish. This film beautifully captures the essence of love for the Prophet (peace be upon him) and the power of sincere intention.

🔹 Key Cast:
Nahidul Islam as Nabil, the young boy with a pure heart.
Mahmud HM as Ustadji, the wise and compassionate Maktab teacher.

👥 Cast & Crew:

Director: Mahmud HM
Script & Dialogue: Mahmud HM

Cast : Mahmud HM, Nahidul Islam, Alamin Hridoy, Akash, Roky, Mahim, Sharuf

Cinematographer: Mahadi Hasan
Edit & Color Mahmud HM
Publicity Design: Bilal ahmad rijon
Title Animation : Parvez Alam
Subtitle : Parvez Alam

Assistant Director: ‍SH Nihal
Sound Setup: Nahid

Production Manager: Mir Foysal
Online Managers: Rashed Ahsan (Head), Saymon Saed, Minhaz HM, SH Nihal, Mehedi MH, Arman Limon, HN Hasmain Ahmad

Produced By: Lampost - Film Production
Overall Cooperation: PB Creative Team

Theme Song : Shopno Majhe
Singer : Maruf Muhammad Jisan (Mmj)
Lyric : Mahmud HM, Akram Sarwar
tune : Mahmud Abdul Kadir
Mix N' Master : Maruf Muhammad Jisan

Special Mention: The Competition of Love - Akram Sarwar (book)

02/03/2025

আপাকে অনেক বেশি মিস করতেছি 🙄

জয় বাংলা 🖤

তাৎক্ষণিকভাবে সম্মান অর্জন করবেন যেভাবে!•আপনার কি মনে হয়, আপনি যে সম্মান ‘ডিজার্ভ’ করেন, অন্যরা সেটি আপনাকে দিচ্ছে না? আ...
22/02/2025

তাৎক্ষণিকভাবে সম্মান অর্জন করবেন যেভাবে!

আপনার কি মনে হয়, আপনি যে সম্মান ‘ডিজার্ভ’ করেন, অন্যরা সেটি আপনাকে দিচ্ছে না? আপনি কি সেই দলের লোক, যাঁরা মনে করেন, জগতে সম্মানের চেয়ে বড় অর্জন আর নেই? আপনি কি জীবনে আরও সম্মানিত হতে চান? এই তিন প্রশ্নের যেকোনো একটির উত্তর যদি হয় ‘হ্যাঁ’, তাহলে লেখাটি আপনার জন্য। চলুন, চট করে চোখ বুলিয়ে নেওয়া যায় অন্যের চোখে সমীহ আর সম্মান অর্জনের উপায়গুলোয়।

১. কথা কম বলুন। হুট করে কোনো মন্তব্য করে বসবেন না। বেশি শুনুন। অন্যের কথা মন দিয়ে শোনার অভ্যাস করুন।

২. একটা মানুষের সবচেয়ে প্রিয় শব্দ কী, জানেন? তাঁর নাম। মানুষ তাঁর নিজের নাম শুনতে ভালোবাসে। তাই মানুষের নাম মনে রাখুন। নাম ধরে ডাকুন।

৩. পেছনে প্রশংসা করুন। সামনে সমালোচনা করুন।

৪. কেউ যদি কোনো কথা গোপন রাখতে বলে, যেকোনো মূল্যে গোপনীয়তা রক্ষা করুন।

৫. অন্যকে বেড়ে উঠতে বা অন্যের উন্নতিতে সাহায্য করুন, অনুপ্রাণিত করুন। একজন নেতার সবচেয়ে বড় গুণ এটিই।

৬. অন্যরা আগে প্লেটে খাবার তুলে নিক। তারপর আপনি নিন অথবা অন্যদের সার্ভ করে সবার শেষে নিজের পাতে খাবার তুলুন।

৭. যেকোনো কথোপকথন বা মিটিংয়ের সময় মুঠোফোন চোখের আড়ালে রাখুন। চোখে চোখ রেখে কথা বলুন। মন দিয়ে কথা শুনুন। থেমে থেমে কথা বলুন।

৮. যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার আগে ৩ সেকেন্ড সময় নিন।

৯. পার্টি বা খাওয়াদাওয়া শেষে টেবিল বা ঘর পরিষ্কার করতে সাহায্য করুন।

১০. কেউ ঘরে ঢুকতে চাইলে দরজা খুলে দাঁড়ান। সে ভেতরে ঢোকা পর্যন্ত অপেক্ষা করুন।

১১. কথা দেওয়ার সময় কম করে বলুন। প্রত্যাশার চেয়ে বেশি দিন।

১২. যেকোনো জায়গায় সময়মতো উপস্থিত হোন।

১৩. জীবনসঙ্গী, বন্ধু, পরিবার ও কাজের প্রতি শতভাগ সৎ থাকুন।

১৪. একমত না হলেও অন্যের মতামতকে সম্মান করুন।

১৫. কেউ যখন দেখছে না, তখনো মন দিয়ে কাজ করুন।

১৬. ‘প্লিজ’, ‘সরি’, ‘থ্যাংক ইউ’—এই শব্দগুলোর অনেক ক্ষমতা, কাজে লাগান।

১৭. নিজের ভুল বুঝতে পারার সঙ্গে সঙ্গে স্বীকার করুন।

১৮. মনে রাখবেন, আপনার সঙ্গে কী ঘটেছে, তা দিয়ে মানুষ আপনাকে বিচার করবে না; বরং সেই ঘটনাগুলোতে আপনার প্রতিক্রিয়া কেমন ছিল, সেটি আপনাকে ‘আপনি’ করে তোলে। তাই মানুষ কেমন, সে আপনার সঙ্গে কী আচরণ করেছে, সে হিসেবে তার সঙ্গে আচরণ করবেন না; বরং আপনি মানুষ হিসেবে কেমন, সে অনুযায়ী সামনের মানুষটার সঙ্গে আচরণ করুন।

১৯. ‘রিঅ্যাক্ট’ করবেন না; বরং ‘রেসপন্ড’ করুন। প্রতিক্রিয়া দেখাতে সময় নিন। ভুল থেকে শিখুন। রাগ, হতাশা ও দুশ্চিন্তার মতো নেতিবাচক বিষয়গুলো সামলাতে শিখুন।

২০. যেকোনো সম্পর্কে সীমানা টানুন। শেয়ার করার আগে ভাবুন, ‘ওভারশেয়ারিং’ করছেন না তো?

২১. যেকোনো পরিস্থিতি ইতিবাচকতা আর মনোবলের মাধ্যমে মোকাবিলা করুন।

২২. ‘লাস্ট বাট নট দ্য লিস্ট’, সবার আগে নিজেই নিজেকে সম্মান করুন। নিজের নৈতিক মানদণ্ড বজায় রাখুন। নিজেকে জানুন। নিজেকে প্রতিনিয়ত ‘বেটার ভার্সন’ করে তোলার যাত্রা অব্যাহত রাখুন।

11/01/2025

This is not a cinema. This is our July. And, This is what brought us together.
Not even a year, never forgive, never forget. Timeline'e রেখে দিলাম।

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Coxian EYE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Coxian EYE:

Share

Category