Shanjida Akter

Shanjida Akter I am a professional Digital creator. I have been working for 2 Years

বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রিসোর্স হলো সময়। এখনকার টেকনোলজি বা সফটওয়্যারগুলোর লক্ষ্যই থাকে কীভাবে মানুষের সময় ব...
27/08/2023

বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রিসোর্স হলো সময়। এখনকার টেকনোলজি বা সফটওয়্যারগুলোর লক্ষ্যই থাকে কীভাবে মানুষের সময় বাঁচানো যায়। মাইক্রোসফট এক্সেল তেমনি একটি যুগান্তকারী আবিষ্কার। কয়েক ক্লিকেই যেকোনো প্রতিষ্ঠানের যাবতীয় আয়-ব্যয়ের ক্ষুদ্রাতিক্ষুদ্র হিসাব-নিকাশের পূর্ণাঙ্গ ডাটাবেজ ফাইল তৈরি করাসহ সব ধরনের পরিসংখ্যান এক্সেলে করা যায়।

মাইক্রোসফট এক্সেল কে আলাদা বিশেষ কোন স্কিল হিসেবে নয় বরং এটা বেসিক স্কিল হিসেবে প্রায় সবারই প্রয়োজন।💯

মাইক্রোসফট এক্সেল শিখে রাখলে যে কোন সেক্টরেই কাজ এর সুবিধা পাওয়া যায়। এখনকার অটোমেশান এর যুগে প্রায় ৯৯% ক্ষেত্রেই মাইক্রোসফট এক্সেল এর জ্ঞান কাজে লাগে।❤️

তবে এক্সেল প্রো হিসেবে কিছু কাজের অফার আসে বিভিন্ন মার্কেটপ্লেস থেকে। মাইক্রোসফট এক্সেল এর কাজগুলোতে খুব একটা বেশি রকমের বাড়াবাড়ি কাজ আর থাকে না বললেই চলে। বরং এটাকে সাপ্লিমেন্টারি স্কিল হিসেবে সবার ই জানা প্রয়োজন।❣️❣️

ফ্রিল্যান্সারদের উৎসাহ বাড়াতে প্রাথমিকভাবে ৫৫টি বিদেশি স্বীকৃত প্ল্যাটফর্ম নির্বাচন করে দিয়েছে বাংলাদেশ সরকার।এসব অনলাইন...
26/08/2023

ফ্রিল্যান্সারদের উৎসাহ বাড়াতে প্রাথমিকভাবে ৫৫টি বিদেশি স্বীকৃত প্ল্যাটফর্ম নির্বাচন করে দিয়েছে বাংলাদেশ সরকার।

এসব অনলাইন মার্কেটপ্লেসে কাজ করে আয় করলে চলতি ২০২১-২২ অর্থবছর থেকে ৪ শতাংশ নগদ প্রণোদনা পাবেন ফ্রিল্যান্সাররা।

চাকরির চেয়ে এখন অনেকে ঝুকছেন ফ্রিল্যান্সিং এর দিকে। সরকারি-বেসরকারি উদ্যোগে ফ্রিল্যান্সিং বিষয়ক ট্রেনিং প্রদানের মাধ্যমে দক্ষ জনবল তৈরি হচ্ছে এবং তারা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অর্থনৈতিক ভাবে বৈদেশিক মুদ্রা অর্জনের মধ্য দিয়ে দেশকে সচ্ছল রাখছেন।
রেমিট্যান্স যোদ্ধাদের সরকারি স্বীকৃতি প্রদানের লক্ষ্যে পূর্বেও বিভিন্ন পদক্ষেপ সরকার নিয়েছেন এবং আবারো এক অভিনব উদ্যোগ নিয়েছেন।
৫৫টি অনলাইন প্ল্যাটফর্মে ব্যক্তি পর্যায়ের ফ্রিল্যান্সাররা সফটওয়্যার ও আইটিইএস সেবা অনলাইন মার্কেটপ্লেসের মাধ্যমে রপ্তানি করে থাকে।

তাই ফ্রিল্যান্সিংকে নিজের ক্যারিয়ার হিসেবে গড়ে তুলতে পারেন।

26/08/2023

♦️বর্তমান বিশ্ব এগিয়ে যাচ্ছে, তেমনি ভাবে ফ্রিল্যান্সিং পেশা ও এগিয়ে যাবে। আপনি হয়তো ভাই এই পেশাকে তাচ্ছিল্য করছেন। কিন্তু দেখবে, এমন সময় আসবে পৃথিবীর প্রায় ৫০% ফ্রিল্যান্সিং পেশায় যুক্ত হবে।
ফ্রিল্যান্সিং কেন শিখবো ? তার আরেকটা সুবিধা হল, আপনাকে বাড়ির বাইরে গিয়ে কাজ করতে হবে না। আপনি ঘরে বসেই নিজের ইচ্ছা মত সময় নিয়ে কাজ করতে পারবেন।
আবার দেখা যায়, আপনি কোন একটা কোম্পানির আন্ডারে কাজ করছেন। আপনার বস এর ঝাড়ি তো আছে-ই আবার সময় মতো অফিসে হাজির হওয়া। এমন হাজারো অসুবিধা আছে। কিন্তু আপনি যখন অনলাইনে কাজ করবেন, তখন এই ঝামেলা আপনাকে পোহাতে হবে না।
আপনি নিজের ইচ্ছামত সময় দিয়ে কাজ করতে পারেন। এই কারণেই বলা হয় ফ্রিল্যান্সিং একটা মুক্ত পেশা।


বর্তমান সময়ে অনলাইনে আয় করার অসংখ্য উপায় আছে। যার মধ্যে জনপ্রিয় একটি অনলাইন আয়ের মাধ্যম হলো ফ্রিল্যান্সিং। এই সময়ে যারা ...
26/08/2023

বর্তমান সময়ে অনলাইনে আয় করার অসংখ্য উপায় আছে। যার মধ্যে জনপ্রিয় একটি অনলাইন আয়ের মাধ্যম হলো ফ্রিল্যান্সিং। এই সময়ে যারা নতুন ফ্রিল্যান্সার আছে তারা সব সময় জানতে চায় যে, আপওয়ার্ক কি?

আমরা জানি, যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করে, একজন ফ্রিল্যান্সিং হিসেবে ক্লায়েন্ট খুঁজে পাওয়া একটি চ্যালেঞ্জিং ব্যাপার।

অনেক নতুন ফ্রিল্যান্সার আছে কাজ শেখঅর পরে সঠিক ক্লায়েন্ট খুঁজে না পেয়ে কাজই ছেড়ে দেয়।

আপওয়ার্ক এমন একটি প্লাটফর্ম যার মাধ্যমে ফ্রিল্যান্সার ও একজন ক্লায়েন্ট এর মধ্যে যোগাযোগ স্থাপন করে থাকে। এখানে দ্রুত যে কোন ফ্রিল্যান্সার ও ক্লায়েন্ট পাওয়া যায়।

26/08/2023

ফ্রিল্যান্সিং করার জন্য সবার আগে কি দরকার জানেন?
মাইন্ডসেট।
তবে এটা শুধু ফ্রিল্যান্সিং এর জন্য না৷ যে কোনো কাজেই অনেক বেশি দরকার।
কেনো মাইন্ডসেট এত বেশি দরকার? কীভাবে তৈরি হবে এই মাইন্ডসেট?
আমি আমার বিগত ৫ বছরের এক্সপেরিয়েন্স থেকে দেখেছি (যেহেতু অনেক জায়গায় কোর্স করেছি+নিজে করাচ্ছি) যখন কেউ আর্নিং পোস্ট দেয় বাকিরা বুঝুক বা না বুঝুক তার উপর ঝাপিয়ে পরে আর সে-ও সেই কাজ করতে চায়!
তারপর যদি জিজ্ঞাসা করেন কি কাজ করতে চান? তখন বলবে আপনার মতো!!!
অথচ সে ব্যক্তি জানেই না এটা কি কাজ। আর কেউ কেউ যদি ফ্রিল্যান্সিং টার্ম-টা জেনেও থাকেন তাহলে তাদের ধারণা অনলাইন থেকে ইনকাম করা যায়-এই পর্যন্তই সীমাবদ্ধ থাকে!
এবার আপনি চিন্তা করুন এই টুকু ধারণা নিয়ে কি কারো পক্ষে আদোতে এই সেক্টরে কিছু করা সম্ভব?
কখনোই না।
এইজন্য আগে দরকার মাইন্ডসেট। মাইন্ডসেট মানে আগে আপনাকে জানতে হবে ফ্রিল্যান্সিং আসলে কী? কীভাবে করে? কাজ করতে কি কি লাগে? কাজ গুলো কীভাবে আসে? কারা এই কাজ গুলো দেয়?
এই সেক্টরে সাক্সেস হতে হবে কীভাবে? কতদিনে আর্নিং শুরু করা যায়? ধৈর্য না ধরলে কী হবে?
এছাড়াও আরো যারা সফল ফ্রিল্যান্সার -তাদের কাছে থেকে জানতে হবে কীভাবে পরিশ্রম করে তারা সফল হলো?
কতটা পরিশ্রম আজকে তাদের এই জায়গায় নিয়ে আসলো?
যারা ফ্রিল্যান্সিং করতে এসে ব্যর্থ হয়েছে, তাদের কাছে থেকে জানতে হবে কেনো তারা ব্যর্থ হলো। কোথায় তাদের ঘাঁটতি ছিলো? কি কি করলে তারাও আজ সফল হতে পারতো?
এইসব প্রশ্নের উত্তর আপনাকে আপনার মাইন্ডসেট ঠিক করতে সাহায্য করবে। এছাড়াও, এই প্রশ্ন গুলোর উত্তর কিন্তু চাইলেই গুগলে আর ইউটিউবে খুঁজে বের করা যায়।
আর যারা অলস, এসব সাধারণ প্রশ্নের উত্তর ও খুঁজতে পারবে না, নিজেদের জ্ঞানের পরিধি বাড়াতে সময় দিবে না -তাদের পক্ষে ফ্রিল্যান্সিং কখনোই সম্ভব নয়।
একথা বড় করে নোট করে রাখা

19/06/2023

আসসালামু আলাইকুম

আলহামদুলিল্লাহ একদিন নিন্দুকদের নিন্দা কাটিয়ে সফলতা ছুয়ে নিবো। ইনশাআল্লাহ অকর্ম মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। আসলেই তাই যা...
18/06/2023

আলহামদুলিল্লাহ একদিন নিন্দুকদের নিন্দা কাটিয়ে সফলতা ছুয়ে নিবো। ইনশাআল্লাহ
অকর্ম মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। আসলেই তাই যারা অবসর বসে থাকে তাদের কাছে আরেক জনের কাজ নিয়ে সমালোচনা করা ছাড়া কিছুই নেই। অপর দিকে যে ব্যক্তিটা কাজ করে যাচ্ছে তার কাছে অপরের সমালোচনা করবার সময় নেই। তফাৎ টা বুঝতে পারছেন?

17/06/2023

একটা গাছ লাগানোর পর যেমন একদিনই সেই কখনোও বড় হয় না,সেই বড় হবে কখন যখন আপনি গাছ এর যত্ন নিবেন,পানি দিবেন,সার দিবেন তখনই আস্তে আস্তে সেই গাছ বড় হবে, গাছের ফুল ফল আপনি উপভোগ করতে পারবেন, ঠিক তেমন টা আপনার কাজ, আপনার কাজ গুলো থেকে ফল ভোগ করার জন্য আগে কাজের প্রতি ভালোবাসা, যত্ন আনতে হবে, ধৈর্য ও শ্রম আনতে হবে তাহলেই কাজের ফল পাওয়া যাবে।
তাই সাফল্য অর্জন করতে হলে নিরাশ হওয়া চলবে না।চিন্তা চেতনা থাকতে হবে পজিটিভ ভাব।

ফ্রিল্যান্সিং_??✅ পড়ালেখা বা কর্মজীবনের পাশাপাশি, কেউ যদি ঘরে বসে কাজ করে ইনকাম করতে চাই, তাহলে আমাদের সামনে একটি পেশার ...
17/06/2023

ফ্রিল্যান্সিং_??
✅ পড়ালেখা বা কর্মজীবনের পাশাপাশি, কেউ যদি ঘরে বসে কাজ করে ইনকাম করতে চাই, তাহলে আমাদের সামনে একটি পেশার নামই আসবে, তা হলো ফ্রিল্যান্সিং।

✅ ফ্রিল্যান্সিং শব্দের অর্থ হলো, মুক্ত পেশা। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে কাজ না করে একটি নির্দিষ্ট বিষয়ে দক্ষ হয়ে ইনকাম ব্যবস্থা তৈরি করার নাম হচ্ছে ফ্রিল্যান্সিং।

✅ ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে, অধিক আয় ও নিজের স্বাধীনতা রয়েছে। ফ্রিল্যান্সিং এর জন্য, ফ্রি সময় কাজে লাগানো যায়। নিজের দক্ষতা অর্জনের পাশাপাশি অন্যের জন্য কাজও করা যায়।

16/06/2023

স্মার্টফোন

যেসব মোবাইল ফোন সাধারণ ফোনের থেকে হার্ডওয়্যার ও প্রসেসিং ক্ষমতাসম্পন্ন তাকে স্মার্টফোন বলে।

১৯৯৪ সালে আইবিএম ও মিতসুবিশি ইলেক্ট্রিক কর্পোরেশন যৌথ উদ্যোগে স্মার্টফোন তৈরি করে। কম্পিউটারের মতো স্মার্টফোনেও একটি উইন্ডোজ বা ম্যাকোসের মতো অপারেটিং সিস্টেম আছে।
৪ টি প্রধান অপারেটিং সিস্টেম উল্লেখ করা

বিশ্বে প্রথম স্মার্টফোনের নাম হলো আইবিএম সাইমন যা সিমন নামেও পরিচিত।২০০০ সালে ব্ল্যাকবেরি,নোকিয়া' সিম্বিয়ান প্লার্টফর্ম, উইন্ডোজ ফোন জনপ্রিয় ছিল। এরপর ২০০৭ সালে আইফোন বাজারে আসে।এবং পরবর্তীতে ২০১২ সালে জানা যায় বিশ্বব্যাপী ১০০ কোটিরও বেশি স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে। আস্তে আস্তে এর প্রসার আরও লাভ করতে থাকে।

যেকোনো প্রান্ত থেকে যেকোনো মানুষের সাথে যোগাযোগ করা যায়। ভিডিও এবং অডিও দুটি মাধ্যমই প্রচুর ব্যবহৃত।

স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের ফলে যেকোনো খবরাখবর খুব সহজেই জানা যাচ্ছে। এমনকি পত্রিকা, ম্যাগাজিন থেকে শুরু করে সমস্ত কিছু স্মার্টফোনের মাধ্যমেই অনলাইনে পড়া সম্ভব হচ্ছে।

ছবি তোলা, ভিডিও করা থেকে শুরু করে সবকিছু খুব সহজেই ক্যামেরা বন্দি করে রাখা সম্ভব হয়েছে।

গেমিং থেকে শুরু করে বিনোদনের সর্বোচ্চ সুবিধা স্মার্টফোন দিয়ে থাকে।ইউটিউবে রান্না রেসিপি থেকে শুরু করে ঘরের পরিচর্যা,ব্যবসায়ের আইডিয়া পর্যন্ত কি নেই স্মার্টফোনে!

স্মার্টফোন ব্যবহার করে হাজার হাজার মানুষ টাকা ইনকাম করতে পারছে।ইউটিউব, ফেসবুক পেইজ, কন্টেন্ট থেকে শুরু করে সবকিছু করা সম্ভব হচ্ছে স্মার্টফোনের মাধ্যমেই। এতো এতো সুবিধার জন্য স্মার্টফোন আমাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসের মতোই অপরিহার্য হয়ে পড়ছে। যেটিকে ছাড়া আমরা একটি দিন কল্পনাও করতে পারি না। তবে এর যেমন সুবিধা আছে তেমনি এর অসুবিধাও রয়েছে।যেমন:

অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের ফলে বাচ্চা থেকে শুরু করে বড়দের পর্যন্ত চোখে সমস্যা বাড়ছে। বিশেষ করে তরুন সমাজের।

শুধু তাই নয় স্মার্টফোন মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে পরিবার,পরিবেশ থেকে কিছুটা সরে যাচ্ছে। সম্পর্কের মূল্যায়ন কমে গিয়ে ভার্চুয়ালের প্রতি আকৃষ্ট হচ্ছে।

স্মার্টফোনে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে তার মাধ্যমে বিভিন্নভাবে হয়রানির স্বীকারও হতে হচ্ছে।

এছাড়াও বেশি পরিমাণে স্মার্টফোন ব্যবহারের ফলে স্ক্রিন ক্যান্সার থেকে শুরু করে শরীরে বিভিন্ন রোগ বাসা বাধার আশংকাও আছে।

যেকোনো জিনিসেরই ভালো খারাপ দুটো দিক থাকবেই। তাই আমাদের উচিত এই বিষয়ে সর্তকতা অবলম্বন করে ভালো কাজে স্মার্টফোন ব্যবহার করা। আমরা বতমানে বেশিরভাগ মানুষ স্মার্ট ফোন ব্যবহার করি, শুধুমাএ বিনোদনের জন্য ব্যবহার না করে কাজের জন্য ও মোবাইল টা ব্যবহার করি।
সব শেষে কথা হলো সব কিছুর ভালো খারাপ দিক থাকবে। অযথা মোবাইলকে ব্যবহার না করে, কাজের জন্য ব্যবহার করি।

সংবাদপত্র মানবজীবনের জন্য যুগান্তকারী ভুমিকা পালন করে আমার অনেক অজানা তথ্য সংবাদপত্রের মাধ্যমে জানতে পারি সহজে। সংবাদপত্...
16/06/2023

সংবাদপত্র মানবজীবনের জন্য যুগান্তকারী ভুমিকা পালন করে
আমার অনেক অজানা তথ্য সংবাদপত্রের মাধ্যমে জানতে পারি সহজে।
সংবাদপত্র একটি সমাজের সামগ্রিক পরিচয়ের প্রাত্যহিক দলিল। আমাদের উচিৎ সংবাদপত্র প্রতিদিন পড়বার একটা অভ্যাস গড়ে তোলা।
সংবাদপত্র পড়ে কন্টেন্ট রাইটিং স্কিল ডেভেলপমেন্ট করতে পারবো।
সংবাদপত্র দেশের, বিদেশির বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।এতে করে আমরা সংবাদপএের মাধ্যমে অনেক তথ্য জানতে পাড়বো। বাংলা সংবাদপত্র পড়ার সাথে সাথে ইংরেজি সংবাদপত্রগুলো পড়বার চেষ্টা করবো।এতে করে আমাদের ইংরেজি শিখার জন্য বিশেষ ভুমিকা রাখবে।

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Shanjida Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share