হাফেজ আব্দুল হাই 'রহঃ' স্মৃতি সংসদ "খুটাখালী "

  • Home
  • Bangladesh
  • Cox's Bazar
  • হাফেজ আব্দুল হাই 'রহঃ' স্মৃতি সংসদ "খুটাখালী "

হাফেজ আব্দুল হাই 'রহঃ' স্মৃতি সংসদ "খুটাখালী " ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

আপনারা জেনে খুশি হবেন যে, আপনাদের বহুল প্রতিক্ষিত পীর সাহেব হাফেজ শাহ আবদুল হাই (রহঃ) এর ইছালে ছওয়াব মাহফিল  ও ত্বরীকত স...
18/11/2025

আপনারা জেনে খুশি হবেন যে, আপনাদের বহুল প্রতিক্ষিত পীর সাহেব হাফেজ শাহ আবদুল হাই (রহঃ) এর ইছালে ছওয়াব মাহফিল ও ত্বরীকত সম্মেলন ২২ ও ২৩ জানুয়ারী-২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
-----------------------------------------------------------------------
উক্ত দু'দিন ব্যাপী ইছালে ছওয়াব মাহফিল ও ত্বরিকত সম্মেলনে সকলের দ্বীনি দাওয়াত রহিল।

শেয়ার করে টাইমলাইনে রেখে দিন, পরিচিতদের জানিয়ে দিন।

পীর সাহেব হাফেজ শাহ আবদুল হাই (রহঃ) এর ইছালে ছওয়াব মাহফিল  ও ত্বরীকত সম্মেলন ২২ ও ২৩ জানুয়ারী-২০২৬ ইং-------------------...
31/10/2025

পীর সাহেব হাফেজ শাহ আবদুল হাই (রহঃ) এর ইছালে ছওয়াব মাহফিল ও ত্বরীকত সম্মেলন ২২ ও ২৩ জানুয়ারী-২০২৬ ইং
-----------------------------------------------------------------------
উক্ত দু'দিন ব্যাপী ইছালে ছওয়াব মাহফিল ও ত্বরিকত সম্মেলনে সকলের দ্বীনি দাওয়াত রহিল।

আলহামদুলিল্লাহ❤️অত্র সংগঠনের অর্থ সম্পাদক Ibarahim Kalil ৭ম বারের মত লাল ভালবাসা বিনিময় করলেন।আল্লাহ তার ভাল কাজগুলেো কব...
22/10/2025

আলহামদুলিল্লাহ❤️

অত্র সংগঠনের অর্থ সম্পাদক Ibarahim Kalil ৭ম বারের মত লাল ভালবাসা বিনিময় করলেন।

আল্লাহ তার ভাল কাজগুলেো কবুল করুক,আমিন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।পীর সাহেব খুটাখালী হুজুর (রহ.) অর্থাৎ মরহুম পীরে কামেল শাহ সূফী হযরত মাওলানা হাফে...
01/08/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পীর সাহেব খুটাখালী হুজুর (রহ.) অর্থাৎ মরহুম পীরে কামেল শাহ সূফী হযরত মাওলানা হাফেজ আব্দুল হাই রাহমাতুল্লাহি আলাইহির সহধর্মিণী আমাদের মাঝে আর নেই ।
মহান আল্লাহ রাব্বুল আলামীনের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।

كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ ۗ

কুল্লু নাফসিন জা ইকাতুল মাউত। ( আল ইমরান, আয়াত-১৮৫)

“প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।”

মহান আল্লাহর কাছে উনার আত্মার মাগফিরাত কামনা করছি।

আগামী, ২৫ শে এপ্রিল, রোজঃ শুক্রবার, বাদে,আছর।খুটাখালী পীর সাহেব, মরহুম শাহ্ মাওলানা হাফেজ মুহাম্মদ আব্দুল হাই ( রহঃ) হুজ...
21/04/2025

আগামী,
২৫ শে এপ্রিল, রোজঃ শুক্রবার, বাদে,আছর।
খুটাখালী পীর সাহেব,
মরহুম শাহ্ মাওলানা হাফেজ মুহাম্মদ আব্দুল হাই ( রহঃ) হুজুরের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।
খুটাখালী দারুল হুফ্ফাজ, এতিমখানা,নূরানী মাদ্রাসা ও মসজিদে বায়তুল মামুর, ৫২তম,বার্ষিক সভা!
সকলে সহযোগিতা কামনা করেছি!
সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইলো।

আলহামদুলিল্লাহ❤️অত্র সংগঠনের অর্থ সম্পাদক Ibarahim Kalil ৬য় বারের মত লাল ভালবাসা বিনিময় করলেন।আল্লাহ তার ভাল কাজগুলেো কব...
16/04/2025

আলহামদুলিল্লাহ❤️

অত্র সংগঠনের অর্থ সম্পাদক Ibarahim Kalil ৬য় বারের মত লাল ভালবাসা বিনিময় করলেন।

আল্লাহ তার ভাল কাজগুলেো কবুল করুক,আমিন।

জনাব আজিজুর রহমান ড্রাইভার  প্রকাশ খুটাখালী পীর সাহেব হুজুরের ড্রাইভার আজ (১৩/০৪/২০২৫ইং) ২ টা ৫০ মিনিটে নিজ বাসভবনে ইন্ত...
13/04/2025

জনাব আজিজুর রহমান ড্রাইভার প্রকাশ খুটাখালী পীর সাহেব হুজুরের ড্রাইভার আজ (১৩/০৪/২০২৫ইং) ২ টা ৫০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
ইন্নাল লিল্লাহি ওয়া ইন্নাল ইলাইহি রাজিউন।
জানাজা পবিত্র এশার নামাজের পর।

07/04/2025
ভাষা তুমি হয়ে ওঠো উত্তপ্ত আগুনের সাইক্লোনতেলা*বিব জ্বালিয়ে দাও, যারা জ্বেলেছে ফাগুন। আগামীকাল ৪.০০-৪.৪৫ খুটাখালী বাজারে...
06/04/2025

ভাষা তুমি হয়ে ওঠো উত্তপ্ত আগুনের সাইক্লোন
তেলা*বিব জ্বালিয়ে দাও, যারা জ্বেলেছে ফাগুন।

আগামীকাল ৪.০০-৪.৪৫ খুটাখালী বাজারে দোকানে দোকানে শান্তিপূর্ণভাবে ঈ*স*রা*য়ে*লের পণ্য বয়কটের ক্যাম্পেইন ও আসর নামাজ পরবর্তী প্রতিবাদ মিছিল হবে, ইনশাআল্লাহ।।
সকলে আসার চেষ্টা করি ইনশাআল্লাহ।

১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস। পবিত্র মাহে রমজান একটি মহিমান্বিত মাস এবং ১৭ রমজান ইতিহাসের একটি তাৎপর্যময় দিন। প্রতি বছর ঘু...
18/03/2025

১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস। পবিত্র মাহে রমজান একটি মহিমান্বিত মাস এবং ১৭ রমজান ইতিহাসের একটি তাৎপর্যময় দিন। প্রতি বছর ঘুরে এ মাসটি অত্যন্ত মর্যাদার সাথে আমাদের সামনে উপস্থিত হয়। এ মাসে মুসলিম এবং কাফিরদের মধ্যে ঘটে যাওয়া একটি ঐতিহাসিক যুদ্ধ বিষয়ক ঘটনার তাৎপর্য বিশ্বের মুসলমানদের দ্বীন কায়েমের সংগ্রামে নতুনভাবে উজ্জীবিত করে। রমজানের মহিমান্বিত ১৭তম দিনে ঐতিহাসিক বদর নামক প্রান্তরে যুদ্ধটি সংঘঠিত হওয়ার কারণে এর নাম দেয়া হয় জঙ্গে বদর বা ‘বদর যুদ্ধ’।পবিত্র কোরআনে তাই মহান আল্লাহতায়ালার পক্ষ থেকে বদর দিবসকে 'য়াওমুল ফুরকান' তথা সত্য-মিথ্যার প্রভেদকারী দিবস হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

বদরের যুদ্ধ আমাদের শিক্ষা দেয় যে, সত্য ও ন্যায়ের জন্য সংগ্রাম করা কখনও বিফলে যায় না। ইসলাম কখনও সংখ্যার ভিত্তিতে জয়ের কথা বলে না, বরং তা ঈমান, সাহস এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থার উপর নির্ভর করে। বদরের যুদ্ধ ছিল এক মহান শিক্ষা, যে ব্যক্তি আল্লাহর পথে দৃঢ় থাকে এবং তাঁর সাহায্যের প্রতি ভরসা রাখে, আল্লাহ তাঁকে কখনো একা রাখেন না।

এছাড়া, বদরের যুদ্ধ আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়- শত্রু যত শক্তিশালী হোক, যদি আমাদের ঈমান দৃঢ় থাকে এবং আল্লাহর সাহায্য নিয়ে আমরা আমাদের লক্ষ্য অর্জনের জন্য সংগ্রাম করি, তাহলে বিজয় আমাদের সাথেই থাকবে।

আলহামদুলিল্লাহ।পবিত্র মাহে রমজান উপলক্ষে  কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে পীর ছাহেব হাফেজ আবদুল হাই (রহঃ) স্মৃতি স...
17/03/2025

আলহামদুলিল্লাহ।

পবিত্র মাহে রমজান উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে পীর ছাহেব হাফেজ আবদুল হাই (রহঃ) স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে ইউনিয়নের গ্রামীন ব্যাংক সংলগ্ন মুছা মার্কেট এর সামনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্মৃতি সংসদের শুভাকাঙ্ক্ষী শাহাব উদ্দীন খোকার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদের সভাপতি মোঃ আবদুল্লাহ সাঈদী ও পবিত্র রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন প্রধান অতিথি খুটাখালী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান।

এসময় ইফতার ও দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ডুলাহাজারা আরবিয়া মারুফিয়া দাখিল মাদরাসার অধ্যক্ষ হাফেজ মিজবাহ উদ্দীন, মাষ্টার আবুল হোসেন, সংসদের উপদেষ্টা মেম্বার ছৈয়দ হোসাইন, সাংবাদিক সেলিম উদ্দীন, মৌলানা কলিম উল্লাহ, মৌলানা মোস্তফা কামাল, মোহাম্মদ ফারুক, সংসদের সহ-সভাপতি মোঃ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন, সহ-সাধারণ সম্পাদক নাঈম সাজু, সাংগঠনিক সম্পাদক আরফাতুল ইসলাম, অর্থ সম্পাদক ইব্রাহিম খলিল, ধর্মীয় সম্পাদক মজিদুল হক, প্রচার সম্পাদ রেজাউল করিম রানাসহ বিভিন্ন হেফজখানা থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতার পূর্ব আলোচনা শেষে সংসদের পক্ষ থেকে কোরআনে হাফেজদের মাঝে নবীজির সিরত তুলে দেয়া হয়। পরে রাহনুমায়ে শরিয়ত ও ত্বরিকত হাফেজ আবদুল হাই (রাহঃ) আত্মার মাগফেরাত ও উপস্থিত সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন পীর সাহেবজাদা মাওলানা নুর হোছাইন।

Address

খুটাখালী, পীর বাড়ি জামে মসজিদ
Cox's Bazar

Telephone

+8801836240389

Website

Alerts

Be the first to know and let us send you an email when হাফেজ আব্দুল হাই 'রহঃ' স্মৃতি সংসদ "খুটাখালী " posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category