 
                                                                                                    16/09/2023
                                            দেজা ভ্যু-Déjà vu
হঠাৎ কোন জায়গা গিয়ে মনে হলো এখানে আমি আগেও এসেছি কিংবা মনে হতে পারে জায়গাটা খুব পরিচিত। এমনটা প্রায় লোকের সাথে ঘটে থাকে। আপনি বর্তমানে এমন এক পরিস্তিতে যাচ্ছেন যে পরিস্তিতে আপনি আগে পরেছেন বলে মনে হচ্ছে কিন্তু টিকভাবে মনে করতে পারছেন না।
এধরনের অবস্থা কে বলা হয় 'দেজা ভ্যূ'।
দেজা ভ্যু কথাটি মূলত ফরাসি ভাষা থেকে এসেছে (Déjà vu), যার বাংলা ‘ইতোমধ্যে দেখা’।
কোনও ব্যক্তির ক্ষেত্রে একটি পরিস্থিতি বা দৃশ্য দেখে হঠাৎ করে তা আগে থেকে পরিচিত মনে হওয়ার অনুভূতিই হচ্ছে দেজা ভ্যু। এক্ষেত্রে ঘটনা, দৃশ্য, অনুভূতিটি পরিচিত মনে হলেও ব্যক্তির মধ্যে তা নিয়ে একটি অনিশ্চয়তা কাজ করে।
সাউদার্ন মেথোডিস্ট ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী অ্যালান এস. ব্রাউন ২০০৩ সালে তার এক অনুসন্ধানের ভিত্তিতে বলেন, “পৃথিবীর ৭০ ভাগের বেশি মানুষ তাদের জীবনের কোনও না কোনও সময় এই পরিস্থিতি প্রত্যক্ষ করেছেন।”
ডেজা ভ্যূ নিয়ে গবেষকদের মধ্যে মতানৈক্য আছে। এবিষয়ে কেউ উপসংহারে আসতে পারেনি। একেকজন একেকরকম মতামত দিয়েছেন। তারমধ্যে উল্লেখযোগ্য হলো ঃ- 
স্বপ্নের প্রভাব,
অতীত স্মৃতির প্রভাব,
মস্তিষ্কের প্রভাব ইত্যাদি।
স্বপ্নের প্রভাবঃ
মানুষ প্রতিনিয়ত ঘুমের মধ্যে অনেক ধরণের স্বপ্ন দেখে। কিন্তু সবকিছু মানুষ মনে রাখতে পারেনা। কিন্তু মস্তিষ্কে এর প্রভাব থেকে যায়। স্বপ্নে মানুষ বিভিন্ন অপরিচিত জায়গায় যায় কিংবা বিচিত্র ঘটনার মুখোমুখি হয়। যা মানুষ খুব একটা সচেতনভাবে মনে রাখে না। 
কিন্তু বাস্তবে যখন একই ধরণের ঘটনার মুখোমুখি হয় তখন মনে হয় এমটা তার সাথে আগে হয়েছিলো কিংবা সে আগও ওই জায়গায় গিয়েছিলো।
অতীত স্মৃতির প্রভাবঃ
এই ব্যাখ্যায় বলা হয়, দেজা ভ্যূ হওয়া ব্যক্তি আগে এমন ঘটনার মুখোমুখি হয়েছিলেন কিন্তু তা সে স্মৃতিতে ভালোভাবে ধারণ করতে পারেনি। কিন্তু তার রেশ মস্তিষ্কে রয়ে গেছে। 
এমন পরিস্তিতে ব্যক্তি কনফিউশনে পড়ে যায়। তবে এমন স্মৃতির প্রভাবকে অনেকে অস্বীকার করেছে।
মস্তিষ্কের প্রভাবঃ
এব্যাখ্যাটি মস্তিষ্কের উপর নির্ভর করে দেয়া। আমরা সবাই জানি যে, মস্তিষ্কের নির্দিষ্ট অংশ নির্দিষ্ট কাজ করে থাকে। দেখার কাজটি মস্তিষ্কের যেই অংশটি করে থাকে সেটি মস্তিষ্কের পেছনে অবস্থিত। এটি কোন কিছু দেখে এবং সেটিকে ব্যাখ্যা করে আমাদের সামনে উপস্থাপন করে যার ফলে আমরা বুঝতে পারি আমরা কী দেখছি।
কোন কিছু দেখে সেটিকে ব্যাখ্যা করতে মস্তিষ্কের এই অংশটির খুব কম সময় লাগে, সেকেন্ডের ভগ্নাংশ সময়ের মধ্যেই এই কাজটি সম্পন্ন হয়ে যায়। কিন্তু যদি কোন কারণে কোন কিছু দেখা আর ব্যাখ্যা করে আমাদের সামনে উপস্থাপন করার এই ক্ষুদ্র সময়ে আমাদের মন সামান্য সময়ের জন্য বিক্ষিপ্ত হয়ে যায় তাহলে দেজা ভ্যু হয়।
এর কারণ হচ্ছে একবার চোখ জিনিস বা ঘটনা দেখে, তারপর মন আবার বিক্ষিপ্ত হয়ে যায় অল্পক্ষণের জন্য। পরে যখন চোখ আবার সেই জিনিস, ঘটনা দেখে এবং তা ব্যাখ্যা করে আমাদের সামনে উপস্থাপন করে তখন একটু আগে দেখার ঘটনাটাও মনে পড়ে যায়। তখন মনে হয় এটি আমি আগেও দেখেছি। তবে এই আগে যে একটু আগের তা মাথায় আসে না। যার কারণে মনে হয় অনেক আগের ঘটনা এটি।
অনেকে একে মানসিক রোগের সাথে সম্পর্কিত করতে চাইলেও আবার অনেকে তা মানতে চাই না। কারণ দেজা ভ্যূ যে কারো সাথে হতে পারে। ৭০% মানুষের জীবনে দেজা ভ্যু হতে পারে বলে মনে করেন মনোবিজ্ঞানী অ্যালান এস. ব্রাউন।
   #ডেজা_ভ্যূ    #দেজা_ভ্যূ                                        
 
                                         
   
   
   
   
     
   
   
  